বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর একটি শাখা/ক্লাব "সুস্থ সংস্কৃতি বেতার শ্রোতা-ক্লাব "
বাংলাদেশ বেতার জনগণের কথা বলে । ঠাকুরগাঁও বেতার উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য ধারন, লালন ও পালনে অসামান্য ভুমিকা পালন করে আসছে । বেতারে বিভিন্ন বয়সের মানুষের ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য ঠাকুরগাঁও বেতার নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে প্রয়ো
জনীয় তথ্য ও বিনোদন দিয়ে আসছে । প্রতিদিন দৈনিক চার বার বিবিসির সংবাদ প্রচার করা হচ্ছে সকাল ৬:৩০ মিনিটে সকাল ৭:৩০ মিনিটে রাত ৭:৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে । এফ এম ৯২.০ মেগাহার্জের অনুষ্ঠান শুনতে পাবেন প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট হতে সকাল ৮:০০ টা পর্যন্ত ও রাত ৭:৩০ মিনিট হতে রাত রাত ১১:০০ টা পর্যন্ত ।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইদানিং" শোনা যাবে প্রতি রবি ও বুধবারে রাত ৮.০০ টায় ও কৃষক ভাইদের জন্য "কৃষাণ মাটি দেশ" অনুষ্ঠান শোনা যাবে প্রতি শুক্র,শনি, মঙ্গল ও ব্রহস্পতিবার রাত ৮.০০ টায় ।
এছাড়া প্রতি সোমবার লাইভ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮.০০ টা হতে রাত ১০.৩০ টা পর্যন্ত। রাত ৮.০০ টা হতে রাত ১০.০০ টা পর্যন্ত অনুষ্ঠানে শ্রোতারা এসএমএস করে তাদের পছন্দের গান শুনতে পাবেন । এজন্য এসএমএস করতে পারেন ০১৭৭৪৮৬৩৬০৯ (ইংলিশ এসএমএস) অথবা ০১৭৯২৮৩৩৭৫৫ (বাংলা এসএমএস) নম্বরে ।
আর ১০.০০ টা হতে ১০.৩০ টা পর্যন্ত ফেসবুক এ কমেন্টস করে আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ।
আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোন মতামত জানাতে চিঠি লিখতে পারেন "পত্রালাপ অনুষ্ঠানে",
প্রযত্নে-
আঞ্চলিক পরিচালক
বাংলাদেশ বেতার
ঠাকুরগাঁও।