আজাইরা গ্যাং

আজাইরা গ্যাং আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার পেইজে আপনাদের স্বাগতম।লিখতে ভালোবাসি।
(8)

28/12/2023

Tnx guys for 3.4 k family done

1st time page theke earning apander dowa and support e
27/12/2023

1st time page theke earning apander dowa and support e

নারী তার শখের পুরুষের কাছ থেকেই বেশি কষ্ট পায় 🙂
27/12/2023

নারী তার শখের পুরুষের
কাছ থেকেই বেশি কষ্ট পায় 🙂

23/12/2023

কেউ না জানুক আমি তো জানি
তুমি আমার🙂🧡🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

20/12/2023
18/12/2023

With brother 🤟🤙just chill

17/12/2023

ঘুরাঘুরি নতুন বন্ধুদের সাথে

15/12/2023

Last 24 October🥲🥲kono bepar na

New Friends
13/12/2023

New Friends

🥺🥺🥺
13/12/2023

🥺🥺🥺

12/12/2023

আমার পরিবারের সবার স্বপ্ন মেডিকেল টেকনোলজিস্ট (ডিএমএফ ডক্টর)।allah rohomote dress done.finally apron gaye uthlo

An operating theater (also known as an operating room (OR), operating suite, or operation suite) is a facility within a ...
12/12/2023

An operating theater (also known as an operating room (OR), operating suite, or operation suite) is a facility within a hospital where surgical operations are carried out in an aseptic environment.

Surgical instruments counting down 👇👇⬇️👇 👇⬇️⬇️⬇️⬇️⬇️⬇️👇👇👇👇👇👇👇👇👇👇👇
12/12/2023

Surgical instruments counting down 👇👇⬇️👇 👇⬇️⬇️⬇️⬇️⬇️⬇️👇👇👇👇👇👇👇👇👇👇👇

12/12/2023

ইনজেকশন নিতে ভয় করি দিতে না।
হাজার হলেও অপারেশন থিয়েটার এর ছাত্র 😎

12/12/2023

ইনশাআল্লাহ আমার পরিবর্তন ভয়ংকর হবে
যা তুমি কল্পনাও করতে পারো নি😈
#২০২৯ দেখা হচ্ছে

11/12/2023

মানুষ যদি রাগের ভাষা বোঝতো তাহলে কোনো সম্পর্ক রাগের কারনে আর শেষ হতো না।

10/12/2023

"ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ.......??🤔🤔

আপনার, আমার মা -বোন -স্ত্রী-কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়, কিন্তু একজন ডাক্তার ই,সি,জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে, আল্তাতে হাত দিচ্ছে তল পেটে, এবং ডেলিভারি করার সময় লজ্জা স্থানে, কিন্তু কেন এর কি কোনো প্রতিকার নেই, প্রতিটা হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রুগি সবচেয়ে বেশি, চিকিৎসার খাতিরে মা বোনেরা নিজের ইজ্জত আব্রু খুলে দেখাতে হচ্ছে একটা পরপুরুষ কে। তাই মা-বোনদের ইজ্জত রক্ষার্থে মহিলাদের সকল প্রকার চেকআপ ও ডেলিভারি তে মহিলা ডাঃ অতি প্রয়োজন,,

10/12/2023

⇨পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে! ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে ১০০টাকার তিনটা নোট নিয়ে বলে- ধন্যবাদ সমাজকে! এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে।

⇨রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়! ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে! প্রশ্নের বিপরীতে তার জবাব- পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে!

⇨কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়! ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরীব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দ্বারে দ্বারে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে!
প্রশ্নের বিপরীতে তার জবাব- "মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব"?

⇨ এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়-

→ সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে; একটা রাস্তা খুঁজে পাবে আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত!

→ পৃথিবীটা ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!

⇨সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্যকে দোষারোপ করি!

⇨কোটিপতি সন্তানটার কাছে মা হয়ত বোঝা! কিন্তু গরীব ছেলেটির কাছে 'মা'ই সব আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়! ঐ যে, পৃথিবী ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!!!🫰

বি:দ: কথা গুলা খারাপ লাগলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আসলে আমি কথা গুলো খারাপ বললেও আমি সবসময় উচিত বলি🙏🙏

#হাবিব #সংগৃহীত

10/12/2023

কি আশ্চর্য!! কিছু মানুষের সাথে;
আমরা দিনের পর দিন 'কথা' না বলে থাকি!! কিন্তু প্রতিদিন ই আমাদের তাদের কথা মনে পড়ে।❤️

10/12/2023

যদি বেঁচে থাকি আগামী 8/9 বছরের মধ্যে আমাদের সবার জীবনে বড় রকমের পরিবর্তন আসবে। ব্যাপারটা নরমাল কিন্তু ভাবলেই বুকের মধ্যে কিঞ্চিৎ খুঁচা লাগে। যাদের মধ্যে চ্যাট লিস্টে থাকা মানুষটা একদিন সার্চ লিস্টে চলে আসে/আসবে। এর বহুদিন পর মানুষটা আর কোনও লিস্টেই থাকে না।

যে বন্ধুর সাথে চ'ড় থাপ্পড় মা'রার সম্পর্ক, সেই বন্ধুরা একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কোন কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হয়ে যাবে ।চাইলেও আর তাকে মাথায় টোকা দেয়া যাবেনা।খাবারের বিল নিয়ে দুষ্টামি করা বন্ধু বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাবে। সব কিছু শেয়ার করা বন্ধু স্কলারশিপ নিয়ে বিদেশে যাবে। মেডিকেলে পড়া হতাশ বন্ধু এফসিপিএস নিয়ে ব্যস্ত হয়ে যাবে বা এর থেকেও বেশি কিছু নিয়ে ব্যস্ততায় সময় কাটাবে । কেউ বিয়ে করে হানিমুনে যাবে, সংসারী হবে।

বন্ধুবান্ধবরা সব একদিন হারিয়ে যাবে! শেষে ২/১ জনের সাথে দেখা সাক্ষাৎ হবে মাঝে মধ্যে। এত হাসি আনন্দ আড্ডা যাদের সাথে ছিল তাদের মধ্যে আবার কেউ কেউ দূর আকাশের তাঁরা হয়ে গেছে বা যাবে। আবার কিছু মানুষ বাধ্য হয়ে হারাতে হয়, মানুষকে অনেক কাছ থেকে দেখলাম; মানুষ আসলেই দূর থেকেই সুন্দর।

যাদের হারিয়ে যাওয়াই অনিবার্য, তাদের সাথেই কেন যেন জীবনের সেরা মুহূর্তগুলো কাটে। এই দিকটা দিয়ে প্রকৃতি খুব নিষ্ঠুর। 🙂

09/12/2023

আমার মা সব সময় বলে যে তোমাকে চাইবে, সে তোমাকে ছাড়া আর কিছুই চাইবে না!🌸

And it touched my heart 💗🌸

09/12/2023

ভাইঃ আপু কী করিস?😒
বোনঃ বসে বসে গান শুনি!!তুই আমার রুমে কী করিস?😠 যাবি এইখান থেকে
ভাইঃ আপু আম্মুতো বাসাই নাই!!ভাত বেড়ে দেনা!!খুব খিদা লাগছে,,,😔
বোনঃ পারবো না!!যা এই খান থেকে!!
ভাইঃ আপু তুই খাইছিস?
বোনঃ না পরে খাবো!!
৫মিনিট পর

ভাইঃ এই নে আপু!!! তোর জন্য খাবার আনছি!!আমি খায়িয়ে দেই তোরে,,,,??
বোনঃ ঠাস করে একটা চড় মেরে,,,আমি তোরে ওস্তাদি করতে বলছি,,,,???
ছেলেটি কিছু বলছে না,,,শুধু ও ওর আপুর মুখের দিকে তাকিয়ে ছিলো!!!পরে রোমে চলে আসে ছেলেটি!! রোমে এসে অনেক কান্না করে।

পরের দিন,,👇

ভাইঃ আপু আইক্রিম খাবো,,১০টা টাকা দে না?
বোনঃ (জোরে একটা ধমক মেরে) তোরে বলছি না আমার কাছে কখনো টাকা চাইবি না!!
ভাইঃ (কেদে কেদে)সরি আপু।
একদিন পরে

ভাইঃ আপু তুই তো কলেজে যাবি??আমায় তোর সাথে নিয়ে চল না!!প্লিজ!!
বোনঃ পারবো না!!তুই একা একা যা,,,
ছেলেটা ভেবেছিলো রাস্তার পাশদিয়ে ও ওর আপুর হাত ধরে হাটবে!!কিন্তু হলো না!! স্কুল থেকে ফিরে,,

ভাইঃ আপু এই নে!!তুর জন্য তেতুল পেরে আনছি!!!
বোনঃ খুব মিঁষ্টিঁতো!!কাল আবার আনিস তো!!
ভাইঃ মনে মনে অনেক খুশি হলো!! আর ভাবে আপুর জন্য কাল আবার নিয়ে আসবো!!
পরদিন সকালে মেয়েটা কলেজে আর ছেলেটা স্কুলে চলে আসে!!মেয়েটাকে ওর বান্ধবি বলে। তোর ভাইটা না অনেক কিউট!!ও তোকে অনেক ভালো বাসে।তুই ওকে এতো অবহেলা করিস কেন,,??ও যদি আমার ভাই হতো ওকে অনেক ভালবাসতাম,,,অনেক আদর করতাম। ভাইয়ের প্রতি করা অবহেলা গুলো পরক্ষনে মেয়েটির চোখের সামনে ভেসে উঠলো!!আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে থাকলো!!মেয়েটি ভাবলো আজ থেকে আর ভাইটাকে কষ্ট দেবে না!!মেয়েটি আরো ভাবলো এক সাথে ওর ভাইকে নিয়ে বাড়ি ফিরবে!!তাই তারা তারি হাটতে থাকে,,,,

মেয়েটি খেয়াল করলো রাস্তার ধারে তেতুল গাছের নিচে অনেক লোক ভিড় করে দাড়িয়ে আছে!!মেয়েটি জিঙ্গেস করে কী হয়ছে,,,? লোকজন জানাই একটা ছেলে তেতুল পারার জন্য গাছে উঠে ছিলো। গাছ থেকে পরে গিয়েছে!!ওর অবস্হা খুব খারাপ!!মেয়েটি ভিড়ের ভিতরে ঢুকেই একটা চিৎকার করে উঠলো এটাতো আমার ভাই!!তারা তারি ছেলেটাকে হাসপাতালে নেওয়া হয়!! আর হাসপাতালে নেওয়ার পথেই ছলেটি মারা যায়!! মেয়েটি চিৎকার করে বলছে!!

এই সব কিছুর জন্য আমি দায়ি!!আমার জন্য তোকে মরতে হলো।
প্লিজ ফিরে আয়!!ফিরে আয় ভাই!!তোর আপু তোকে অনেক আদর করবে!!অবহেলার কাছে হেরে গেলো আরো একটা ভালোবাসার গল্প,,,
আসলে অবহেলা একটা খারাপ জিনিস!!

#হাবিব #সংগৃহিত

09/12/2023

একদিন অনেক গুলো অভিযোগ লিখে হারিয়ে যাবো অনেক দূরে কোথাও🖤

09/12/2023

আসলে মুখ দিয়ে বলা টা বেশ সহজ যে হুম পড়াশোনা শেষ করে একটা বড় বা ছোট খাটো চাকরি বাকরি করবো কিন্তু বাস্তবতা কি বলে সেটা অনুধাবন করাটাও জরুরি, আসলে চাকরির যে বাজার সেই বাজারে আমাদের মেধা আমাদের প্রতিভার মূল্য নেই। যদিও বা থাকতো তবে সেটা ক্ষমতার অপব্যবহার আর সমাজের উচ্চবিত্তদের আধিক্য অধিপত্যের হাতে কুক্ষিগত। তবে যাই বলেন আমাদের মেধার বিকাশ অব্যাহত রাখা টাও আমাদেরই দায়িত্ব আর এই বস্তাপচা মেধা দিয়ে ভালো কিছু আশা করাটাও নিছক, কারণ হলো গতো কাল প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আমার জানা মতে যারা কঠিন মেধাবী পরিশ্রমি তাঁরাও হতাশ, তাঁরাও অনেক কনফিউশান নিয়ে এক্সাম দিছিলো বার বার তারা ব্যর্থ হয়েছেন, যারা ডিপার্টমেন্টে প্রথম হইছিলো তাঁরাও ঘাস খাচ্ছে, এগুলো শুনলে দেখলে পড়াশোনা বাদ দিয়ে ইটের ভাটায় ইট বানানো টাই বোধহয় শ্রেয়তর কর্ম।

08/12/2023

নতুন বছরে এক নতুন আমিকে দেখতে পাবেন ইনশাআল্লাহ

Advance Happy New Year❤️🥰

07/12/2023

ওহে প্রিয়সী🥰🥰🥰🥰
নাম ঠিকানা জানি না তোমার,
নজর কেড়েছ আমার।
শুধু জানি IHT এর হাজারো রমনীর মাঝে,
তুমি এক ফুটন্ত কলি।
হাজারো রমনী দেখেছি জানি,
তোমাকে দেখার পরে চোখ ফেরাতে পারিনি।
অপরূপা রূপ তোমার, রেশমী কালো চুল
তোমাকে দেখে আমি,করেছি কি ভুল ?
সত্যি করে বলো হে রমনী,
তুমি কোন আসমানের ফুল।
মনের কোটরে রেখেছি তোমারে,
ভালোবেসে কাছে রেখো আমারে।
ইতি তোমার
Habib

বি:দ: এটা মজা করে বলা হয়েছে

02/12/2023

যদি বলো gf নাকি best frd

আমি বলবো best frd

21/11/2023

_প্রজাপতি তুমি ছুয়ে দিও তাকে...!🦋
"আমি ফুল ভেবে অনুভব করি যাকে...!🙂🌸

18/11/2023

একদিন না একদিন তুমি নিশ্চয় কারোর স্মৃতি হয়ে যাবে তাই ভালো স্মৃতি হয়ে থাকারই চেষ্টা করো।
#হাবিব #সংগৃহিত

24/10/2023

#মেডিক্যাল_টেকনোলজিস্ট কি?

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, একটা অসুস্থ মানুষের অসুস্থতার কারণ খুঁজে বের করে।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, মানুষের অজানা রোগ নির্ণয় করার মূল কারিগর।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, একটা ডাক্তারের রুগী ভালো করার অন্যতম হাতিয়ার।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, রোগীর জন্য এন্টিবায়োটিকের মাত্রা নির্ধারণ করে দেয়।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, নিজে যেকোনো মুহূর্তে সংক্রমিত হতে পারে জেনেও রোগীর সেবায় ভাইরাস, ব্যাকটেরিয়া ও সংক্রমিত স্যাম্পল নিয়ে পরীক্ষা করে।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যার রিপোর্ট এর ওপর নির্ভর করে রোগীর সঠিক চিকিৎসা।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে, নিজে রেডিয়েশন খেয়েও রোগীর সেবায় নিয়োজিত থাকে।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যে মানুষের মুখের দুর্গন্ধ সহ্য করেও সুন্দর দাঁতে মুখে হাসি ফুটানোর জন্য দাতের সু-চিকিৎসা দিয়ে থাকে।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যার রিপোর্ট এর ওপর ভিত্তি করে ডাক্তার রোগীর জন্য ব্যবস্থাপত্র লেখেন।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যাদের ছাড়া স্বাস্থ্য খাত অচল।

★মেডিক্যাল টেকনোলজিস্ট হলো সেই ব্যক্তি যারা চিকিৎসা সেবায় রোগীদের জন্য নিবেদন প্রাণ

#সংগৃহিত #হাবিব

15/10/2023

আমি স্বেচ্ছাচারী
শক্তি চট্টোপাধ্যায়

তীরে কি প্রচণ্ড কলরব
'জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ী ?'
রাতের কল্লোল শুধু বলে যায়---'আমি স্বেচ্ছাচারী।'

সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অতর্কিতে
সমাদরণীয় ?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতই বিষ !
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ।
তীরে কি প্রচণ্ড কলরব
'জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ী ?'
রাতের কল্লোল শুধু বলে যায়---'আমি স্বেচ্ছাচারী।'

12/10/2023

Alhamdulillah

05/10/2023

Ofline

04/10/2023

তুমি নেই আমার লেখাও নেই

01/10/2023

বদলে গেছি আমি
সারাক্ষণ তোমাকে হারানোর ভয় নিয়ে আমার মনটা শঙ্কিত থাকতো, তোমার সাথে মনমানিল্য হলেই মনের মধ্যে বিদ্রুপ চলতো। এখন আর হারানোর ভয় নাই, হারানোর মত যা কিছু আমার মনে ছিল তা হারিয়েছি। আমার মন ও এখন নিস্তব্ধ। আগের মত মনের মধ্যে কোনো বিদ্রুপ চলে না।

একটা সময় খুব অশ্রু ঝরিয়েছি, এখন আর ঝরাই না। সত্যি কথা কি জানো খুব বিশ্রী ভাবেই তোমাকে ভুলে থাকি৷ যেভাবে ভুলে থাকলে চোখে অশ্রু, বুকে ব্যাথা, বিষন্ন মন কোনোটাই হবে না। তোমার ভাবনায় সারাক্ষণ মগ্ন থেকেছি কিন্তু এখন!! তোমাকে নিয়ে ভাবতেও ভাল্লাগেনা।

তুমি সবসময় বলতে না নিজেকে পরিবর্তন করতে, নিজেকে ব্যস্ত রাখার জন্য বলতে যাতে তোমাকে না জালাতন করি। হ্যা নিজেকে পরিবর্তন করেছি এখন তোমাকে ভুলে থাকতেই ভালো লাগে। তোমার কথা মনে আনতেও নিজের মধ্যে অসস্থি কাজ করে।

তবে হ্যা আমি ভালো আছি। বেশ ভালই দিন কাটছে। তোমাকে নিয়ে যদিও ভাবি না তবে যদি কখনো দুএকটা খুনসুটির কথা মনে পড়ে একটু জোরেই হাসি আর ভাবি আমি কতটা বোকা ছিলাম!!

আচ্ছা বোকা মানুষগুলোর জন্য কেনো ভালোবাসা, ভালোবাসা তো চালাকদের জন্য হতে পারতো৷ বোকাদের জন্য কেনো হতে হবে!! নিজেকে ভাগ্যবান মনে করি কেনো জানো! আমি বোকা হয়েছি৷ চালাক হলে হয়তো আমিও কারো মন ভাঙতাম। আমার জন্য কেউ এভাবে দীর্ঘনিশ্বাস ফেলে নিজেকে পরিবর্তন করতো যে পরিবর্তনটা কখনোই সে চায় নি কিংবা তার সাথে যায় না বা মানায় না৷

বোকা হয়েছি বলেই এই শহরের ওলিতে গলিতে যে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে খুব কাছ থেকে সেই ছেটানো ভালোবাসার স্বাদ হৃদয়ে ধারন করতে পেরেছি৷

Address

Atwari
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when আজাইরা গ্যাং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজাইরা গ্যাং:

Videos

Share

Category

Nearby media companies