Dulal Mahato

Dulal Mahato *"Do something good for others"*
(8)

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে চাই।দৌড়াতে না পারলে হেঁটে যেতে চাই।হেঁটে যেতে না পারলে হামাগুড়ি দিয়ে চলতে চাই।সৃষ্...
31/01/2025

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে চাই।
দৌড়াতে না পারলে হেঁটে যেতে চাই।
হেঁটে যেতে না পারলে হামাগুড়ি দিয়ে চলতে চাই।
সৃষ্টিকর্তা যেন সেই শক্তি, সাহস এবং মনোবল যেন দেয়, সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন।❤️

ডিউটি শেষে কুয়াশার চাদর গায়ে বাসায় ফেরা।🌌✨
28/01/2025

ডিউটি শেষে কুয়াশার চাদর গায়ে বাসায় ফেরা।🌌✨

27/01/2025

"..সৃষ্টিকর্তা.."
হচ্ছেন সর্ব উত্তম পরিকল্পনাকারী ।

24/01/2025

"......শুভ সন্ধ্যা......"

19/01/2025
17/01/2025

Good morning all friends ❤️

16/01/2025

রঙে ও লুকিয়ে থাকতে পারে আপনার
মনের নানা রহস্য । পছন্দের রং দেখে
যে কারও মনের অবস্থা এবং চরিত্র
সম্পর্কে বলে দেওয়া সম্ভব ।
প্রতিটি রঙের মাঝেই লুকিয়ে আছে
হাজারো মানে । যা বিশ্লেষণ
করার ক্ষমতা একবার যদি রপ্ত করে
নিতে পারেন , তাহলে শুধু নিজের নয়
, যে কারও মনের কথা সহজেই বুঝে
নিতে পারবেন । কীভাবে রঙের এই
রহস্য ভেদ করবেন ?
চলুন তাহলে জেনে নেওয়া যাক সে
সম্পর্কে
লাল –
পছন্দের রঙ যদি লাল হয় , তাহলে
বুঝতে হবে আপনি খুব খোলামেলা
মনের মানুষ । যে কোনও ধরনের
মানুষের সঙ্গে মিশতে আপনার খুব
ভাল লাগে । তবে এসব মানুষ খুব
বিলাসবহুল জীবন যাপন করেন । লাল
রং যাদের খুব পছন্দ , তারা সাধারণত
মানসিকভাবে বেশ দৃঢ় এবং খুব জেদি
হয় ।
নীল –
নীল রং যাদের খুব পছন্দ , তারা
সাধারণত খুব শান্ত হন । কারন এটা
পানির রং , তাই এরা পানির মতই
শান্ত । এসব মানুষ যে কোনও কিছুর
গভীরে গিয়ে ভাবতে খুব ভালবাসেন
। শান্তির জীবন পেতে এর খুব পছন্দ
করেন । এরা কোনও ধরনের ঝামেলা
থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা
করেন ।
সবুজ –
এই রং যাদের পছন্দ , তারা খুব শান্ত ,
আরামপ্রিয় এবং প্রাণবন্ত হন ।
জীবনের সব অভিজ্ঞতাকে উপভোগ
করতে এরা সদা প্রস্তুত থাকেন । যে
সব মেয়েদের সবুজ রং খুব পছন্দের হয় ,
তারা বেশ নরম মনের হয়ে থাকেন ।
হলুদ –
যাদের হলুদ রং পছন্দের তারা
একেবারেই লাজুক নন । এরা আসলে
তারা খুব মিশুকে এবং প্রাণবন্ত হন ।
আচেনা মানুষের সঙ্গে মিশে যেতে
এদের এক মুহূর্তও সময় লাগে না । হলুদ
রং পছন্দ মানেই সেই ব্যক্তি
আনন্দপ্রিয় , হাস্যমুখর এবং কর্মঠ হবেন

কমলা –
কমলা রং যাদের পছন্দ , তারা খুব
কর্মচঞ্চল হন । এরা খুব স্বাস্থ্যবান
এবং শরীরের প্রতি খেয়াল রাখার
ব্যাপারে খুব সজাগ থাকেন । এমন
মানুষেরা মুখের উপর সত্যি কথা বলে
দিতে এরা একটুও পিছপা হন না ।
বাদামী –
যাদের প্রিয় রং বাদামী , তারা খুব
অমায়িক হন । যে কোনও বিষয়ই এরা
খুব ভালভাবে , মন দিয়ে করতে চান।
জীবন যাতে সুরক্ষিত থাকে ,
সেদিকে এদের সব সময় নজর থাকে ।
স্বভাবগত দিক থেকে এরা এতটাই
প্রাণবন্ত হন যে মন খারাপ এদের
স্পর্শও করতে পারে না ।
কালো –
সারা বিশ্বে বেশিরভাগেরই
কালো রং খুব পছন্দের হয় । এমন
মানুষেরা সাধারণত মন থেকে খুব
ভাল হন না । লোকের ক্ষতি করতে
এরা সদা প্রস্তুত থাকেন । খুব বাজে
চরিত্রের হয় কালো রঙ প্রিয়
মানুষেরা । তাই তো যাদের
পছন্দের রং কালো , তাদের থেকে
যতটা পারবেন দূরে থাকবেন ।
সাদা –
সাদা রং টি যাদের পছন্দ তারা খুব
ভাল মনের মানুষ হন । যে কোনও
মানুষের সঙ্গে মিশে যেতে এদের
একেবারেই সময় লাগে না ।
চরিত্রের দিক থেকে এরা খুব শান্ত
স্বভাবের হন । আধ্যাত্মিক বিষয়ে
এদের খুব মন থাকে । সাদা যাদের
পছন্দের রং হয় , তারা খুব আদর্শবান
মানুষ হন ।
গোলাপী –
গোলাপী রং পছন্দ যাদের , তারা
খুব শান্ত স্বাভাবের হন। তবে
পছন্দের লোকের সঙ্গে থাকলে এরা
খুব প্রাণবন্ত হয়ে ওঠেন । তবে এরা শুধু
নিজেকে নয় , পছন্দের সব মানুষকেই
প্রতিনিয়ত আনন্দে রাখতে চান ।
তাই তো সবার বেশ পছন্দের মানুষ হন
এরা ।
বেগুনী –
এই রং টি যাদের পছন্দ তারা
সাধরাণত খুব অভিমানী হন । সেই
সঙ্গে লোকের সঙ্গে মিশতেও খুব
একটা চান না । বেগুনী রঙের সঙ্গে
যাদের সম্পর্ক খুব গাড় হয় , তাদের
জীবনে দুঃখ যেন চিরসঙ্গী হয় ।

সংগৃহীত।

14/01/2025

শুভ সকাল ❤️

বরফ গলা প্রকৃতির মাঝেনেই  কোন তারার মেলা ।তাই সব কুয়াশার ঝাঁক বেঁধেকরছে লুকোচুরি খেলা।চারিদিকে প্রচন্ড অন্ধকার গভীর টিপ...
13/01/2025

বরফ গলা প্রকৃতির মাঝে
নেই কোন তারার মেলা ।
তাই সব কুয়াশার ঝাঁক বেঁধে
করছে লুকোচুরি খেলা।
চারিদিকে প্রচন্ড অন্ধকার গভীর
টিপ টিপ ঝরছে বিন্দু বিন্দু শিশির।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
13/01/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

অনেক দিন পর বড় ভাইদের সাথে দেখা।🥰❤️🥰
13/01/2025

অনেক দিন পর বড় ভাইদের সাথে দেখা।🥰❤️🥰

11/01/2025
থেমে যাওয়া যাবে নাথেমে গেলেই অবসান জীবন মানেই প্রতিদিন নতুন নতুন অভিযান।।🥀,,
10/01/2025

থেমে যাওয়া যাবে না
থেমে গেলেই অবসান
জীবন মানেই প্রতিদিন
নতুন নতুন অভিযান।।🥀
,
,



07/01/2025

পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যাদের
কোনো চাওয়া পাওয়া বা কোন আশা
আকাঙ্ক্ষা কোন কিছুই নেই ।
তারপরও কেন জানি এই পৃথিবীটা
তাদের কাছে মাঝে মাঝে খুবই
বেদনাদায়ক হয়ে উঠে।।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dulal Mahato posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dulal Mahato:

Videos

Share