ফিরে না আসা সেই তুমি -Fire na asa sei tumi

ফিরে না আসা সেই তুমি -Fire na asa sei tumi �লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)�

২ গ্লাস শরবত আর ৪থেকে ৫ টা মিষ্টি নিয়ে ১০-২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊🤔😂😁😜
19/01/2024

২ গ্লাস শরবত আর ৪থেকে ৫ টা মিষ্টি নিয়ে ১০-২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা!😊🤔😂😁😜

 #গল্পটা পড়লে চোখে পানি চলে আসে।     #ভালো থাকিস পাগলিশাহীনের সাথে ডির্ভোস হওয়ার আজ ৬ মাস পর শাহীন আমাকে ফোন দিলো, খুব অ...
22/12/2023

#গল্পটা পড়লে চোখে পানি চলে আসে।



#ভালো থাকিস পাগলি

শাহীনের সাথে ডির্ভোস হওয়ার আজ ৬ মাস পর শাহীন আমাকে ফোন দিলো, খুব অবাক হয়ে গেলাম, ডির্ভোস হওয়ার ৬ মাস পর আজ মানুষটা কি মনে করে আবার আমাকে ফোন দিলো। কিন্তু একটু আনন্দিত ও হলাম এই ভেবে যে - অনেকদিন পর আবার মানুষটার সাথে একটু কথা বলতে পারবো।
আচমকা হয়ে ফোনটা ধরলাম - হ্যালো
ও পাশ থেকে আওয়াজ আসলো - কেমন আছো?

কথাটি শুনে চোখ দুটো কেনো জানি ঝাপসা হয়ে গেলো। হৃদয়ের মাঝে সেই পুরনো স্মৃতিগুলো আবার উকি মারতে লাগলো, ভালোবেসে মানুষটাকে বিয়ে করেছিলাম, কিন্তু কেনো জানি বিয়ের পর একটা বছর যেতে না যেতেই মানুষটা বদলে গেলো। আমার সাথে খারাপ আচরন করতে লাগলো, সামান্য ব্যাপার নিয়ে দিনরাত জগড়া করতে লাগলো, আমার সবকিছুই তার অপছন্দের তালিকার মাঝে স্থান পেলো, দিনরাত শুধু একটা কথাই বলতে লাগলো - আমি ডির্ভোস চাই।

কথাটি এককেবারে বুকের মাঝখানে গিয়ে লাগতো, যেই মানুষটা একটা সময় আমাকে ছাড়া কিছুই বুঝতোনা আর আজ সেই মানুষটাই আমার কাছে ডির্ভোস চাচ্ছে? আমাকে সে এতটাই ভালোবাসতো যে আমার সামান্য খুশীতে তার পৃথিবীটা আলোকিত হয়ে যেতো আর আমার চোখের সামান্য পানিতে তার পৃথিবীটা অন্ধকার হয়ে যেতো অথচ সেই মানুষটাই কিনা আমাকে আমাকে কাঁদাচ্ছে।

তবু ও সমস্ত ভাবনা, রাগ, অভিমানকে উপেক্ষা করে মানুষটার সাথে মানিয়ে নিয়ে আর ও ৬ টা মাস সংসার করলাম, কিন্তু তারপর আর পারলাম না কেননা এক হাতে যেমন কখনোই তালি বাজে না ঠিক তেমনি জোর করে ও সংসার করা যায় না। ওর অনাদর আর অবহেলা দিন- দিন ক্রমশ বাড়তে থাকে অবশেষে একদিন খুব বাজে ভাবে জগড়া করে অতপর আমাকে বলে - দয়া করে আমাকে মুক্তি দেও।
সেদিন কেনো জানি মনে হলো মানুষটার হৃদয় মাঝে আমার জন্য আর ভালোবাসা নেই এই হৃদয়টায় অন্য কেউকে স্থান দিয়েছে, কিন্তু কেনো জানি বিশ্বাস করতে পারছিলাম না।কারন এই মানুষটা একদিন আমাকে বলেছিলো - যুথি আমার শরীরটা হয়তো আমার কাছে আছে কিন্তু আমার হৃদয়টা শুধু তোমার জন্য।
আর আজ সেই মানুষটাই আমাকে বলে তাকে মুক্তি দিতে।

ডির্ভোস পেপারে সই করতে গিয়ে কেনো জানি বার - বার হাতটা কাপছিলো, অশ্রু গুলো অনায়াসে গড়িয়ে পড়লো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম মানুষটা এক নিমিষেই সই করে দিলো। অবাক হয়ে গেলাম, সময়ের সাথে- সাথে মানুষ এতটা বদলে যায় নাকি সময়ের সাথে মানুষগুলোকে আমরা একটু বেশি চিনে ফেলি। চলে আসলাম বাবার বাড়ি মানুষটাকে মুক্ত করে দিয়ে, কিন্তু আজ ৬ মাস পর আবার কি মনে করে ফোন দিলো?

- কি ব্যাপার আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছে করছে না।
- না তেমন কিছুনা আসলে অনেকদিন পর ফোন দিলে তো তাই খুব অবাক হলাম। তা কি মনে করে ফোন দিয়েছো?
- আসলে আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটু আমার সাথে দেখা করতে আসবা।
কথাগুলো যেনো এক নিমিষে আমার মনের সমস্ত রাগ, অভিমানকে দূরে সরিয়ে আবার সেই পুরনো ভালোবাসাকে জাগ্রত করে, কেনো জানি মানুষটাকে না বলতে পারলাম না, কিছুক্ষণ ভেবে বললাম-আসবো কিন্তু কোথায়।
- ইসলামিয়া হসপিটালের তিনতলার ৬ নং কেবিনে।
বিস্মিত হয়ে গেলাম, হসপিটালে কেনো? তাহলে মানুষটার কি কিছু হয়েছে
- হসপিটালে কেনো?
- এলেই দেখতে পারবে আর হ্যা একদম লেট করবে না তোমার তো আবার স্বভাব সবসময় লেট করা।
কথাটা বলেই মানুষটা ফোনটা কেটে দিলো।

আর আমার পরানে তখন আনন্দের শিহরণ জাগলো - যাক তাহলে শাহীন আমাকে এখন ও ভালোবাসে তাইতো আমার সবথেকে বাজে স্বভাবটার কথা ওর মনে আছে। এই স্বভাবটার জন্য আমি যে প্রতিদিন ওর হাতে কত বকা শুনতাম তা বলে শেষ করা যাবে না। আর শুধু বকাই না ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার প্রত্যেক জন্মদিনে ও শুধু আমাকে ঘড়িই গিফট করতো একটু সময়ের প্রতি যত্নবান হতে, কিন্তু কেনো জানি আমি আমার এই স্বভাবটাকে পরিবর্তন করতে পারলাম না।

কিন্তু আজকে লেট করা যাবে না, খুব তাড়াহুড়ার সহিতে ওর পছন্দের নীল শাড়িটি পড়লাম, চোখে একটু কাজল দিলাম, ঠোটটাকে রক্তজবা করে অতপর খোপায় এক গুচ্ছ ফুল লাগালাম , শাহীন সবসময় আমার এই সাজটাকে খুব পছন্দ করতো,তাই আজ আবার ওর পছন্দ মতো সাজলাম।

ও খুব পায়েস পছন্দ করে তাই ডির্ভোস হওয়ার পর ও প্রতিদিন আমি নিজ হাতে পায়েস রান্না করে রেখে দিতাম এই ভেবে যে - কোনো এক প্রয়োজনে হয়তো মানুষটি একদিন আমার নিকটে আসবে আর আমি তার পছন্দের খাবারটা তাকে দিয়ে বিনিময়ে তার মুখে একটু মলিনমাখা হাসি দেখবো। প্রতিদিনকার মতো আজ ও পায়েস রান্না করেছিলাম। অতঃপর পায়েসটাকে নিয়ে খুব দ্রুততার সাথে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘড়ির কাটার সাথে পা মিলিয়ে আজ চলতে থাকলাম, একটা সিএনজি তে উঠলাম, ঘড়ির কাটাটা আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুরছে কিন্তু আমার পথ চলাটা যেনো শেষ হচ্ছে না।

হঠ্যাৎ করে রাস্তায় জ্যামে আটকে গেলাম, না, আজ লেট করবো না, সি এনজি থেকে নেমে হাটতে লাগলাম।

অবশেষে হসপিটালে পৌছালাম, তিনতলার ৬ নং কেবিনের দিকে অগ্রসর হতে লাগলাম।
কিন্তু যতই এগোচ্ছি ততই ভয় যেনো আমাকে কামড়ে ধরছে এই ভেবে যে ওর কিছু হলো না তো।

অবশেষে কেবিনে গিয়ে পৌছালাম, -কি


#খোলাচিঠি

 #খোলাচিঠিহারিয়ে ফেলা তুমিটারে বড্ড বেশি মনে পড়ে। মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহুর্ত।জানো,তোমারে মনে পড়লে আমি কেম...
22/12/2023

#খোলাচিঠি
হারিয়ে ফেলা তুমিটারে বড্ড বেশি মনে পড়ে। মনে পড়ে তোমার সাথে কাটানো প্রতিটি মুহুর্ত।
জানো,
তোমারে মনে পড়লে আমি কেমন অসহায় হয়ে যাই। হাজার মানুষের মধ্যে থেকেও কেমন একলা হয়ে যাই। তুমি নাই সেটা আজো মেনে নিতে পারিনি। প্রতিটি মুহুর্তে তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমায় জানান দেয় তুমি না থেকেও কোথায় যেন আছো।
আচ্ছা,
তোমার কি আমারে একটুও মনে পড়ে না? মনে পড়ে না আমার সাথে কাটানো কোন মুহুর্তের কথা?
আমি বুজতে পারি তোমার সব মনে পড়ে। পড়াটা যে অনেক বেশিই স্বাভাবিক।
তোমার যখন ওসব মনে পড়ে নিজেকে তখন কি করে সামলাও কইবা আমারে?
আচ্ছা বাদ দাও,,,,
এই চিঠি তোমার হাতে যেতে যেতে হয়তোবা আমার কিডনির অপারেশন হয়ে গেছে,বা হবে??
মনে পড়ে, তুমি তোমার বোনকে সেই রাতে কি বলছিলে আমার সাথে তুমি অনেক ফ্রী , আমার সাথে কাঠানো মূহূর্ত অনেক সময় বেশি ছিল,আমি আস্তে আস্তে ততদিনে জেনে গেছি যে, আমি কিডনীর সমস্যায় আক্রান্ত,তখনই সিন্ধান্ত নিয়েছিলাম যে, তোমার মনে আমার প্রতি প্রচুর পরিমাণে ঘেন্না তৈরী করতে হবে, এতোটাই ঘেন্না যে পরবর্তীতে কেউ আমার নাম বললেও যেনও ঘৃনাই আসে।
আর একটা কথা বলি,
আমি তোমার কোনো প্রকার সম্মানহানি করি নাই, আমি তোমাকে বা তোমার পরিবারকে এখনও প্রচুর সম্মান করি, আমি সবসময় তোমার ভালো চাইবো, আল্লাহ হয়তো চাই নি, তোমার আমার মিলন হোক??
সবশেষে..
আমি চাইনি আমার এই অসুস্থ শরীরে তোমার মতো সহজ সরল মেয়ে আমার সাথে থাকুক, তুমি অনেক ভালো একটা মেয়ে , তোমাকে অনেক মিস করবো, ,নয়ন,মনিকেও অনেক মিস করবো, তোমার আম্মু,নানী,সীমা আন্টি,,নীলা আন্টি,,,সবাই কে অনেক মিস করবো,জানো একটা কথা প্রচুর মিস করি, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসবে, তবুও সেই কথা তোমাকে বলতে পারি না, উফ্ তোমার চুল 🥰 পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন ।সবাইকে নিয়ে ভালো থাকবা।

ইতি
উফ্ তোমার চুল বলা, সেই হতভাগ্য

14/12/2023

অবশেষে #কলকাতা থেকে আসা তরুণি #রিয়া বালার সামাজিক ভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে সবাই তাদের সংসার যেন অনেক সুখের হয় সেই কামনা করছে। page bala roy

08/12/2023

#ভারতের তরুণী #রিয়া বালা ফিরে পেলেন হাড়িয়ে যাওয়া বাংলাদেশী স্বামী #বিটু রায়কে।স্বার্থক হলো তার সীমানা ভেদ করা ভালোবাসা।

08/12/2023

#প্রেমের টানে ভারত থেকে ছুটে আসা সেই তরুণী #রিয়া বালা বাংলাদেশের সেই প্রেমিকের সাথে ভালোবাসার পূর্ণতা পেলেন। বাংলাদেশের স্বামী #বিটু রায়কে বিয়ে করে নিজেকে একজন স্বার্থক মনে করলেন সেই ভারতের তরুণী #রিয়া বালা।🇧🇩🇮🇪
#ঘটনাস্থল : জেলাঃ পঞ্চগড়, উপজেলাঃ তেতুলিয়া, ইউনিয়নঃ ৭নং দেবনগড়,গ্রামঃ শিবচন্ডি।
০৭/১২/২৩ খ্রিঃ।

01/12/2023

VS AUS বিশ্বকাপ ম্যাচটা এখনো দেখলে মুহূর্ত চোখের পানি পরে যায়। ধন্যবাদ #মেসি বস ধন্যবাদ # ধন্যবাদ আর্জেন্টিনা 🇦🇷🇦🇷🇧🇩🇧🇩

19/11/2023

একটি মেয়ের চাহনি যে আমাকে প্রেরণা দিয়েছে সেই সারা রাত আমি শুধু পড়ালেখায় করেছি 💔🥲😏

08/11/2023

আইসিসির রুলবুক অনুযায়ী মোট 10 ভাবে কোনও ব্যাটার আউট হতে পারেন। একনজরে দেখে নিন সেই সমস্ত আউটের নিয়মাবলী -

🔴 বোল্ড আউট (LAW 32) - কোনও বোলারের করা বৈধ ডেলিভারি উইকেটে এসে লাগার পর যদি বেল পড়ে যায়, তাহলে ব্যাটার বোল্ড আউট হন।

🔴 কট আউট (LAW 33) - কোনও বোলারের করা বৈধ ডেলিভারি ব্যাটারের ব্যাট অথবা গ্লাভসে (ব্যাটের সঙ্গে গ্লাভসের স্পর্শ থাকাকালীন) লাগার পর যে-কোনও ফিল্ডারের হাতে জমা পড়লে ব্যাটার কট আউট হন।

🔴 হিট দ্য বল টোয়াইস (LAW 34) - কোনও বৈধ ডেলিভারি ব্যাটে লাগার পর যদি ব্যাটার ইচ্ছাকৃত ভাবে সেই বলটা হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন (ফিল্ডার যাতে সেই বলটা ধরতে না পারেন, অথবা বল যাতে উইকেটে না লাগে), সেক্ষেত্রে আম্পায়ারের পরামর্শ অনুযায়ী আউট দেওয়া হতে পারে। তবে একবার ব্যাটে লাগার পর দ্বিতীয়বার ব্যাট দিয়ে বা পা দিয়ে সেই বল আটকানো যেতে পারে।

🔴 হিট উইকেট (LAW 35) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার পর ব্যাটারের ব্যাট বা শরীরের কোনও অংশ লেগে যদি স্টাম্পের বেল পড়ে যায়, তাহলে সেই ব্যাটার হিট উইকেট আউট হন। তবে রান নেওয়ার সময় যদি কোনও ব্যাটারের সঙ্গে উইকেটের সংঘর্ষে বেল পড়ে যায়, তাহলে সেটা আউট হিসেবে গণ্য হয় না।

🔴 লেগ বিফোর উইকেট (LAW 36) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার সময় ব্যাট বা গ্লাভসের বদলে বল যদি প্যাড বা শরীরের অন্য কোনও অংশে এসে লাগে, এবং আম্পায়ার যদি মনে করেন যে বল উইকেটে লাগতে পারত, তাহলে ব্যাটারকে LBW আউট দেওয়া হয়।

🔴 অবস্ট্রাকটিং দ্য ফিল্ড (LAW 37) - কোনও ডেলিভারি ফেস করার পর বা দৌড়ানোর সময় স্ট্রাইকার অথবা নন-স্ট্রাইকার ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে ফিল্ডারের থ্রোয়িং লাইনের সামনে চলে আসেন, অথবা ক্যাচ ধরার পথে বাধা হয়ে দাঁড়ান, অথবা ফিল্ডারকে কোনওভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে সেই স্ট্রাইকার অথবা নন-স্ট্রাইকারকে 'অবস্ট্রাইকটিং দ্য ফিল্ড'-এর আন্ডারে আউট দেওয়া হয়।

🔴 রান আউট (LAW 38) - কোনও ডেলিভারি ফেস করার পর রান নেওয়ার ক্ষেত্রে স্ট্রাইকার বা নন-স্ট্রাইকারের ব্যাট যদি পপিং ক্রিজ থেকে দূরে থাকে এবং ফিল্ডারের থ্রো করা বল উইকেটে এসে লাগে, তখন সেই স্ট্রাইকার বা নন-স্ট্রাইকার রান আউট হন। এছাড়া বল ডেলিভার করার আগে যদি নন-স্ট্রাইকার ক্রিজ ছেড়ে এগিয়ে আসেন, তাহলে বোলার তার অ্যাকশন সম্পূর্ণ করার আগে নন-স্ট্রাইকারকে রান আউট করতে পারেন।

🔴 স্টাম্পড আউট (LAW 39) - কোনও বৈধ ডেলিভারি ফেস করার সময় ব্যাটারের ব্যাট বা গ্লাভসে না লেগে বল কিপারের হাতে পৌঁছানোর পর ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন, তাহলে কিপার বল হাতে স্টাম্পে হিট করলে সেই ব্যাটার স্টাম্পড আউট হন।

🔴 টাইমড আউট (LAW 40) - কোনও উইকেট পড়ার পর নতুন ব্যাটার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে এসে স্ট্রাইক না নিতে পারেন, সেক্ষেত্রে বিপক্ষ দলের ক্যাপ্টেন অ্যাপিল করলে আম্পায়ার সেই নতুন ব্যাটারকে টাইমড আউট ঘোষণা করেন।

🔴 রিটায়ার্ড আউট (LAW 25.4) - ম্যাচের যে কোনও মুহূর্তে যদি কোনও ব্যাটার আম্পায়ারের পরামর্শ না নিয়েই মাঠের বাইরে চলে যান, তাহলে সেই ব্যাটারকে রিটায়ার্ড আউট ঘোষণা করা হয়৷ বিপক্ষ দলের ক্যাপ্টেন চাইলে তাকে ফিরিয়ে আনতে পারেন আবার।

এর আগে 'হ্যান্ডেলড দ্য বল' নামক আরও একরকম আউট ছিল ক্রিকেটের রুলবুকে, যেটা এখন আর নেই। উল্লেখিত 10 রকম আউটের প্রত্যেকটা আউটই নিয়মের মধ্যে পড়ে, এবং রেয়ার আউটগুলোর ক্ষেত্রে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ ☝️
copy~star sports 24

06/11/2023

#মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর খই নিয়ে কি বয়ান করেন শুনুন🙄🥰।শুনলে হাসতেই হবে😜😁😂। amin waz2023🇧🇩❤️

14/10/2023

I have a book. (আমার একটি বই আছে।
I have 50 books. (আমার পঞ্চাশটি বই আছে।)

I have a best friend. (আমার একজন ভালো বন্ধু আছে।)
I have many friends. (আমার অনেক বন্ধু আছে।)

I have a lot of money. (আমার অনেক টাকা আছে।)
I have a sister. (আমার একজন বোন আছে।)

I have two brothers. (আমার দুইজন ভাই আছে।)
I have a pendrive. (আমার একটি পেনড্রাইভ আছে।)

I have four cows. (আমার চারটি গরু আছে।)
I have a cat. (আমার একটি বিড়াল আছে।)

I have a pet dog. (আমার একটি পোষা কুকুর আছে।
I have a child. (আমার একটি সন্তান আছে।)

I have two children. (আমার দুইটি সন্তান আছে।)
I have a daughter. (আমার একটি কন্যা আছে।)

I have three daughters. (আমার তিনটি কন্যা আছে।)
I have a car. (আমার একটি গাড়ি আছে।

I have an umbrella. (আমার একটি ছাতা আছে।)
I have an achievement. (আমার একটি অর্জন আছে।)

👉পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

14/10/2023

শাক সবজির ইংরেজী নাম:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

কালেক্টেড.....^
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "ছোট বোন ...
28/08/2023

বাবার মৃ'তদে'হ সামনে রেখে বললাম " বাবার ঋণদার যারা আছেন,আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন।বাবার ঋণ আমি শোধ করবো "

ছোট বোন আমার হাত চেপে ধরে বললো " ভাইয়া,তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো ৫ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না।বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? "

বোনকে অভয় দিয়ে বললাম " শত কষ্ট হলেও শোধ করবো বোন "

সারারাত আমার ঘুম হলো না।বোনের বিয়ের বয়স হয়ে গেছে।পরিবারের খরচ নাহয় কোনোরকম চালাবো,কিন্তু বোনের বিয়ে কিভাবে দিবো?

পরেরদিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির।বাইরে বেড় হয়ে এতো লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো।মৃদু স্বরে বললাম

" আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন।আমি চেষ্টা করবো শোধ করার "

ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বললো " আমরা ব্যাংক থেকে এসছি।উনি তার ছেলে মেয়ের নামে ৭ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন "

একথা বলে তিনি চলে গেলেন।বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন ২০ টাকা করে সঞ্চয় রাখতেন।

রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট ১১ লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন।মনে পড়ে গেলো সেদিন রাতের কথা।যে রাতে আমি বাবাকে বলেছিলাম

" আপনি কেমন বাবা?আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা আছে?দরকার নেই আমার এমন বাবার "

বাবা তখন মৃদু হেসে বলেছিলেন " আমার সাধ্য মতো চেষ্টা করছি।সময় হলেই পেয়ে যাবে "

হ্যা সে সময়টা এখন এসে গেছে।কিন্তু বাবা চলে গেছে দূরে,ওই তারাদের কাছে।আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম

" বাবা,আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না।এখন বুঝতে পারছি,কেন তুমি এক শার্ট পড়েই একটা বছর কাটিয়ে দিতে "

#বাবা ❤️



যারা এখনো আমার পেজে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমার পেজে জয়েন হয়ে নিন আমার পেজেটা পাবলিক করা আমার পেজের গল্পসহ বিভিন্ন প্রসঙ্গ মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন ✫ফিরে না আসা সেই তুমি - Fire na asa sei tumi✫

25/08/2023

কষ্ট দিয়ে যদি সুখ পেতে চাও রে বেঈমান, তবে কষ্ট দিয়ে যাও💔🥀

25/08/2023

ভালোবাসার মানুষ নাই 💔🥲😭🥀

24/08/2023
09/08/2023

অসাধারণ একটা গান🥰😍😑

Send a message to learn more

09/08/2023

সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে । চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই ।

03/08/2023

🥀😭🤤

12/06/2023

সবাই মনোযোগ দিয়ে শেষ প্রর্যন্ত পড়বেন..??

মেয়েটি অষ্টম শ্রেনীতে পড়তো, আর ছেলেটি দশম শ্রেনীতে তখনই তাদের রিলেশন হয়, দুই বছর যাবত সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে,এর পর মেয়েটি যখন দশম শ্রেনীতে উর্ত্তীর্ন হয় তখন মেয়েটির মা-বাবা মেয়েটিকে বিয়ে দেওয়ার সিদ্বান্ত নেয়,
কথা মেয়েটা তার বয়ফ্রেন্ড ছেলেটিকে বলে এখন কি করবা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ছেলেটি ও মেয়েটিকে সত্যিই ভালোবাসতো,
ছেলেটি কি করবে.?
ছেলেটির বড় ভাই একটা আছে সে ও বিয়ে করে নাই,
এখন ছেলেটি বিয়ে করার প্রস্তাব দিবে কেমনে?
মা-বাবা কে বলবে কেমনে,চরম টেনশনে পড়ে গেলো।

ছেলেটি নিজের মান-সম্মানের দিকে না তাকিয়ে
মা-বাবা কে কান্না করে, আকুতি-মিনতি করে বলল
মেয়েটিও আমাকে ভালোবাসে, আমি ও তাকে ভালোবাসি, যদি আপনারা মেনে না নেন আমাদের দুটি প্রাণ অকালে ঝরে যাবে,
আমরা আ-ত্ম-হত্যা করবো,
এমন অবস্থা দেখে ছেলেটির বাবা মা রাজি হলো, ছেলেটির বাবা-মা ও এলাকার মেম্বার কে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েদের বাড়িতে যায়, মেয়েটির বাবা কোন ভাবেই রাজি নই।
পরবর্তীতে থ্রেড দেয় দ্বিতীবার বিয়ের কথা বললে আমি মামলা করতে বাধ্য হবো।
সবার সামনে অপমান করে ছেলেটির বাবা মা কে,
কয়েকদিন পর মেয়েটিকে সৌদিআরব প্রবাসী একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়, সুন্দরভাবে চলছে মেয়েটির সংসার, মেয়েটির স্বামীর বিয়ের ৩ মাস পর
ছুটি শেষ,
আবার সৌদিআরব চলে যায়,যখন স্বামী বিদেশ যাচ্ছে তখন মেয়েটির পেটে ২ মাস ১৫দিন দিনের সন্তানের গর্ভবতী মেয়েটি,স্বামী সৌদিআরব যাওয়ার ১৫দিন পর
ওখানে স্বামী মারা যায়,😢
একটি সড়ক দু-র্ঘট-নায়,এ কি আ-র্ত-নাদ মেয়েটির।
একি হাহাকার, স্বামীর মৃত্যুর ৪৫ দিন পর আগের সেই প্রিয়জনের সাথে দেখা হলো।
এবং মেয়েটি কাঁদতে কাঁদতে ছেলেটিকে কথাটি বলল,
ছেলেটি ও কাঁদতে লাগলো কথা গুলো শুনে, মেয়েটি ছেলেটিকে বলল তুমি কি এখন ও আমায় মেনে নিবে আমায়.?
আমি ৫ মাসের গর্ভবতী,
ছেলেটি কিছুক্ষণ চুপ করে উত্তর দিলো তুমি ১টা সন্তান কেন ১০টা সন্তানের মা হলেও আমি তোমাকে মেনে নিবো।
আমি তোমাকেই ভালোবাসি...
প্রশ্ন সবার কাছে!!
এটাই কি ভালোবাসা....!?

- ইনবক্স থেকে

25/05/2023

আমাদের বর্তমান সমাজে সবারই উচিত নেতিবাচক দিকগুলো মন থেকে মুছে ফেলা।কারণ কারও ভুলগুলো নিয়ে আমাদের মজা করা ঠিক না, কারণ হতে পারে তার মৃত্যুর কারণ। তাই এই সব কর্মকান্ড থেকে আমাদের বেড়িয়ে আসা উচিত।

25/05/2023

Tum bhi main ekela hu...🥰😢❤️🌹

18/04/2023

নবী জি বলেছেন, রোজা দারের জন্য সব চেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ্ সবার আগে রোজা দারের সাথে সাক্ষাত করবেন। সুবহানআল্লাহ সুবহানআল্লাহ্

18/04/2023

Dear সূয্যিমামা তোমার কি হইছে শুনি? মামির সাথে তোমার ঝামেলা হইছে নাকি? যার জন্য আমাগোর উপর এতো তেজ দেখাইতেছ। 🙏😁🙃

18/04/2023

আসলে কখনো ভাবিনি তুমি এতো চালাক, জানলে আগে ঈদের গিফট পাঞ্জাবিটা নিয়ে নিতাম তোমার কাছ থেকে ।🙃🤪
ব্রেকআপ করলে সামনে এতো বড় একটা ঈদ 😢😁
তোমার উপর ঠাটা পরুক😁🙃🤪😑😀

Address

Panchagarh
5030

Telephone

+8801705988609

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিরে না আসা সেই তুমি -Fire na asa sei tumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফিরে না আসা সেই তুমি -Fire na asa sei tumi:

Videos

Share