HL Hasan

HL Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HL Hasan, Digital creator, Tetulia, Panchagarh.

23/08/2024

বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পর রাগে শরীরের রক্ত টগবগ করতাছে...😡 এরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র...😡

- এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায় 🙂🫠- হায়রে সোনার বাংলাদেশ 😥🥹- Pray For Feni, Comilla, Noakhali,Sajek,k...
22/08/2024

- এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায় 🙂🫠
- হায়রে সোনার বাংলাদেশ 😥🥹
- Pray For Feni, Comilla, Noakhali,Sajek,khagrachari😥
- আল্লাহ সহায় হোক🤲

কিছু প্রতিযোগিতা হোক দেশ ও দশের কল্যাণে! ❤️
22/08/2024

কিছু প্রতিযোগিতা হোক দেশ ও দশের কল্যাণে! ❤️

এইটাকে আমি কোনভাবেই বন্যা হিসেবে মানতে রাজি নয়, এটি ভারতের পরিকল্পিত হত্যাকাণ্ড এইটাকে আমি বন্যা হিসেবে তখনই মেনে নিতাম...
22/08/2024

এইটাকে আমি কোনভাবেই বন্যা হিসেবে মানতে রাজি নয়, এটি ভারতের পরিকল্পিত হত্যাকাণ্ড
এইটাকে আমি বন্যা হিসেবে তখনই মেনে নিতাম, যদি আমার দেশের বঙ্গোপসাগর কর্ণফুলী নদী, পর্দা নদী, যমুনা নদী সহ দেশে যেই নদী গুলা অবস্থিত আছে। সেগুলা যদি বিপদসীমা অতিক্রম করার পর যদি বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে আসতো যদি বাঁধ ভেঙ্গে যেত তখনই আমি সেটাকে বন্যা হিসেবে মেনে নিতাম এর দায়ভার ভারতের। তাই বলতেই হয় আবরার তোমায় মনে পড়ে,বন্যায় যখন মানুষ মরে!পেতে চাইলে মুক্তি,;ছাড়ো ভারত ভক্তি!.ভারত কখনো আমাদের বন্ধু ছিলনা হতে পারেনা যতটুকু ছিল সব ছিল স্বার্থের জন্য।
ইয়া আল্লাহ বন্যা ক্ববলিত মানুষের উপর রহম করুন...😪

রাতভর কাঁদিয়েছে বাংলাদেশকে 🥲
22/08/2024

রাতভর কাঁদিয়েছে বাংলাদেশকে 🥲

সময় হয়েছে ফারাক্কার ৪০ কিলোমিটার দুরে ৭৫০০ ফুট লম্বা দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বা...
22/08/2024

সময় হয়েছে ফারাক্কার ৪০ কিলোমিটার দুরে ৭৫০০ ফুট লম্বা দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের লম্বা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরও উচা করে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি। সবশেষে আমরা দোয়া করি, বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন, এবং আমরাও আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাওফীক দান করুন।

~Collected

এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়,বরং রাজনৈতিক বন্যা!  এই কথা বলাতে অনেকেই হাসতে পারেন অথবা  তুচ্ছ জ্ঞান করতে পারেন এই ভেবে যে...
22/08/2024

এটা কোনো প্রাকৃতিক বন্যা নয়,বরং রাজনৈতিক বন্যা! এই কথা বলাতে অনেকেই হাসতে পারেন অথবা তুচ্ছ জ্ঞান করতে পারেন এই ভেবে যে, বন্যা আবার রাজনীতি শুরু করলো কবে থেকে?
মনের মধ্যে আরেকটা প্রশ্নও উঁকি দিচ্ছে, বন্যার পানি কি কোনো জাত-পাত চিনে?
তবে, চিনলে ভালো হতো। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট এক শ্রেনীর মানুষদের ভাসিয়ে নিয়ে যেতো। পরিতাপের বিষয় হলো পানি কোনো জাত-পাত চিনে না। সবাই কে একসাথে ভাসিয়ে নিয়ে যায়!
এইতো কিছু দিন আগে দাদা বাবুদের মিডিয়া খুব ফলাও করে প্রচারণা চালিয়ে ছিলো, আমরা নাকি আমাদের সনাতনী ভাইদের মেরে বের করে দিচ্ছি! এখানে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ নয়! হিন্দু মুসলিম দাংগা হচ্ছে, আরো কতো কী।
দাদাদের কর্তা ব্যাক্তিরা কখনোই বাংলাদেশীদের ভালো চায় না। এই কথা যতো তাড়াতাড়ি বুঝবেন ততো বেশি নিজের জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসতে পারবেন।
হে মহান রব, আপনিই আমাদের একমাত্র অভিভাবক। সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আপনিই যথেষ্ট। আমাদের বানভাসি ভাইদের রক্ষা করুন।

~Collected

22/08/2024
10/06/2024

" ☆প্রিয় বোন☆"🥰
☆রাস্তাঘাটে ছেলেরা
ওয়াও,নাইস,জোস্ বললে
সেটা ইভটিজিং 🙂
☆আর ফেসবুকে ছবি আপলোড দিলে
যখন ছেলেরা ওয়াও,নাইস,জোস্
কমেন্ট করে,,,,তখন তার রিপ্লাই আসে
Thank you vaiya.😊
☆বাহ বাহ কি অসাধারণ তাই না 🙂
বলছি কি আপু
এ-ই সব এবার বন্ধ করুন,😥
☆দিন "ফুরিয়ে" যাচ্ছে...😢
ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে,
এত আনন্দ, কোলাহল, শখের বাড়ি, সবকিছুই লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলীলে...😔
তাই ফিরে আসুন রবের কাছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন
আমিন🤲

~Collected

25/03/2024

ঈদের শপিং নিয়ে কোনো আগ্রহ না থাকলে বুঝে নিবেন টাকা নাই।
বড় হয়ে গেছি-টেছি এগুলো আজাইরা আলাপ।😬

05/01/2023

কবরে হাশরে কি হবে আমার, ভাইরাল গজল!!

22/11/2022

📙পর্দা কোন খারাপ কাজ নয়,
এটি আল্লাহর হুকুম
আসুন আধুনিকতার নামে
লাগামহীন জীবনযাপন বন্ধ করি।
আল্লাহর হুকুম মেনে চলি।

📙বেপর্দায় চললে রিক্সাওয়ালা মজা নেবে,
আর পর্দার সহিত চললে ফেরেশতারা সম্মান দেবে।
🤲 হে আল্লাহ! 🤲
যে মেয়েগুলো পর্দা করে না,
তাদেরকে পর্দা করার তাওফিক দান করুন।

Address

Tetulia
Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when HL Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HL Hasan:

Videos

Share