20/12/2024
পাবনার সুজানগরে জন্মদাতা পিতাকে মারধরের অভিযোগে দুই ছেলে কে আটক করেছে পুলিশ।
পাবনার সুজানগরে চিকিৎসার কথা বলে পিতার সম্পত্তি লিখে নিয়েছেন ২ ছেলে। সম্পত্তি নেওয়ার পর দায়িত্বে অবহেলা ও তাকে মারধর করার অভিযোগে পিতা মোসলেম উদ্দিন প্রামানিক(৭০) প্রতিকার চেয়ে দুই ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন । বাবার ওপর ছেলের বর্বর নির্যাতনের এমন নির্দয় ঘটনা ঘটেছে উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে। ছেলের হাতে মারপিটে রক্তাক্ত হওয়ার পর তার জামাই আব্দুল মালেক বিএসসি সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে এনে অসহায় মোসলেম উদ্দিনকে চিকিৎসা প্রদান করান। সুজানগর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিনের ২ ছেলে, ২ মেয়ে । অসুস্থ বৃদ্ধ বাবাকে প্ররোচনা দিয়ে তাকে চিকিৎসা করানোর কথা বলে জমি লিখে নেন তার দুই ছেলে মো.সুন্দর আলী(৩৫) ও শুকুর আলী(৩৮)। সম্পত্তি লিখে নেওয়ার পর দুই ছেলে তার বাবা-মার প্রতি দায়িত্বে অবহেলা শুরু করেন। বাবার চিকিৎসা তো দুরের কথা এখন আর খেঁাজখবর পর্যন্ত নিচ্ছে না তার দুই সন্তান। জীবনের শেষ লগ্নে এসে অসুস্থ বৃদ্ধ স্বামীকে নিয়ে বর্তমানে চিন্তিত তার স্ত্রী। দু’মুঠো ভাত ও ক্যান্সারে আক্রান্ত স্বামী মোসলেম উদ্দিনের চিকিৎসার টাকার জন্য তাকে ঘুরতে হচ্ছে পথে পথে। বাধ্য হয়ে গত শনিবার নিজের চিকিৎসার খরচ এবং ভরণপোষণের জন্য ছেলেদের কাছে টাকা চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে পিতা মোসলেম উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করে তার দুই সন্তান সুন্দর আলী ও শুকুর আলী। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ছেলের বিচার দাবি করে থানায় দুই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করে অসহায় বাবা মোসলেম উদ্দিন প্রামানিক।
পিতার মামলার ভিত্তিতে তার দুই সন্তানকে গ্রেফতার করেছে পুলিশ।