স্নেহের দূর্গা!
তোমাকে বন্ধু বলে ডাকবো নাকি আদুরে কোনো নাম, তা জানা নেই। সেই গ্রামের মেঠোপথ, ছেলেপুলেদের দৌড়ঝাপ কিংবা চড়ুইভাতির কলা পাতা ! সবটায় তুমি। যেবার তুমি ইস্টিশনের আওয়াজ দেখে থমকে গেলে, আমরাও থমকেছি। জানো! তুমি মানে ছেলেবেলা, তুমি মানে কাশফুল। বাঙালির ছেলেবেলায় অপু থাকবে, তুমি রয়ে যাবে। পরেরবার আমাকেও নিও, দুজন মিলে রেলগাড়ির ঝকঝক আওয়াজে কাশবনে ছুটে বেড়াবো। আর হ্যা, তোমায় উমা দাশগুপ্ত ডাকতে ইচ্ছে হচ্ছেনা, তুমি দূর্গা হয়েই থেকো, বাঙালির আবেগ হয়েই থেকো। অনন্তের পথে যাত্রা শুভ হোক।
ইতি,
তোমার অনিরুদ্ধ নাট্যদল।
© Sazib Tareq
আমরা অনিরুদ্ধ নাট্যদল একবার মা দিবসে জানতে চেয়েছিলাম মা নিয়ে আজহার চাচার অনুভুতি~
কি অসাধারণ সুন্দর জীবনবোধ মা নিয়ে~
পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ এবং শাশ্বত অনুভূতির অনুবাদ মূলত মা~
বিশ্ব মা দিবসে আমরা অনিরুদ্ধ নাট্যদল জানতে চেয়েছি বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষের কাছে তাদের মায়েদের নিয়ে ভাবনা...
উপস্থাপনায়- অত্রি সাহা
সার্বিক সহযোগিতায়-অনিরুদ্ধ নাট্যদলের শিল্পীরা।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনিরুদ্ধ নাট্যদলের বিশেষ নিবেদন~
গানে কন্ঠ দিয়েছেন অনিরুদ্ধ নাট্যদলের শিল্পী রাইসা আমিন
চিত্রগ্রহণ করেছেন ইমরোজ খান।
"বরিষ ধরা মাঝে শান্তির বারি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ১৫ শ্রাবণ(৩০ জুলাই)অনিরুদ্ধ নাট্যদল তৃতীয় বারের মত আয়োজন করেছিলো বর্ষা উৎসব ১৪৩০।
নানা পরিবেশনা নিয়ে ছিলো পাস্ট ডিবেটিং সোসাইটি,পাস্ট ড্যান্স ক্লাব,কন্ঠস্বর আবৃত্তি দল,চিত্র এবং ব্যান্ড দল স্কেচ।
এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো পাস্ট ফটোগ্রাফিক সোসাইটি।
©ভিডিও কৃতজ্ঞতা-তামিম আহমেদ,স্থাপত্য বিভাগ-১৪ তম ব্যাচ।
"বরিষ ধরা মাঝে শান্তির বারি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনিরুদ্ধ নাট্যদল তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে বর্ষা উৎসব ১৪৩০
নানা পরিবেশনা নিয়ে থাকছে পাস্ট ডিবেটিং সোসাইটি,পাস্ট ড্যান্স ক্লাব,কন্ঠস্বর আবৃত্তি দল,চিত্র এবং ব্যান্ড দল স্কেচ।
এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাস্ট ফটোগ্রাফিক সোসাইটি।
দেখা হচ্ছে তাহলে আগামী ১৫ শ্রাবণ (৩০ জুলাই,২০২৩) সন্ধ্যা ৫:৩০ এ কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে~
আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর ড.হাফিজা খাতুন ম্যাম থাকছেন অনিরুদ্ধ নাট্যদল এর আয়োজন এ বর্ষা উৎসব ১৪৩০ এ।
দেখা হচ্ছে তাহলে আগামী ১৫ শ্রাবণ (৩০ জুলাই,২০২৩) সন্ধ্যা ৫:৩০ এ কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে~
"বরিষ ধরা মাঝে শান্তির বারি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনিরুদ্ধ নাট্যদল তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে বর্ষা উৎসব ১৪৩০
নানা পরিবেশনা নিয়ে থাকছে পাস্ট ডিবেটিং সোসাইটি,পাস্ট ড্যান্স ক্লাব,কন্ঠস্বর আবৃত্তি দল,চিত্র এবং ব্যান্ড দল স্কেচ।
এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে পাস্ট ফটোগ্রাফিক সোসাইটি।
দেখা হচ্ছে তাহলে আগামী ১৫ শ্রাবণ (৩০ জুলাই,২০২৩) সন্ধ্যা ৫:৩০ এ কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে~
ঘটনা হইলো, নদীর ঘাটে কইন্যারে দেইখা মনে পিরিতের ভাব। কইন্যার টানে ভুত তহন গাছ ছাইরা কইন্যার কাছে.......... তারপরে? জানতে হইলে চইলা আসেন আগামীকাল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের #৯ম ব্যাচ, #সংশপ্তক১৭ এর শিক্ষা- সমাপনী অনুষ্ঠানে। আমরা আছি আমাদের এবারের পরিবেশনা "ভুতের পালা" নিয়ে। দেখা হইবো একদম সইন্ধ্যার আন্ধারের মায়ায়।
অনিরুদ্ধ নাট্যদলের চড়ুইভাতি🌸
অনিরুদ্ধ নাট্যদল🤍
আগামীকাল ২৬শে আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০.০০ টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ”বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক” । আলোচনা সভায় প্রধান অতিথির আসন সুসজ্জিত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অবিভাবক অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যাডাম, উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অনিরুদ্ধ নাট্যদলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা