28/05/2024
কাজ কখনো ছোট হয় না, ছোট হয় আমাদের মন। পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছে, তারা সকলেই প্রথমেই সেলসম্যান ছিল। আর এই সেলসম্যান থেকেই শিখেছে কিভাবে বড় বিজনেসম্যান হওয়া যায়। তাই নিজেকে একজন সেলসম্যান হিসেবে পরিচয় দিতে কখনো লজ্জা পাবেন না। সেলসম্যান এর ভিতর লুকিয়ে আছে বড় বড় গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা, লাখো লাখো মানুষের কর্মসংস্থান দাতা।