Dawah Foundation

Dawah Foundation অনলাইনে দ্বীন প্রচার হোক কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। online dawah happiness only for Allah .

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা রবের হুকুমে পুড়ছে তারা। আ*গুনে জ্ব*লছে অ*শ্লি*লতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া। আল্লাহ বল...
10/01/2025

গা*জা পোড়াতে চেয়েছিলো যারা
রবের হুকুমে পুড়ছে তারা।
আ*গুনে জ্ব*লছে অ*শ্লি*লতার নগরী আমেরিকার ক্যালিফোর্নিয়া।

আল্লাহ বলেনঃ انهم يكيدون كيدا واكيد كيدا
তারা কৌশল অবলম্বন করে, আমিও কৌশল অবলম্বন করি। (সূরা ত্ব-রিক)
তিনি আরো বলেনঃ ان بطش ربك لشديد
নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন। (সূরা বুরুজ)

24/12/2024

❌ উদারতার নাম দিয়ে আমরা নিজেদের বিশ্বাসকে হারিয়ে ফেলছি, যারা ২৫ শে ডিসেম্বর বড়দিনকে উপলক্ষ করে যারা খ্রিস্টান ভাইবোনদের কে হ্যাপি ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা এই ধরনের কথাবার্তা বলে, তারা আসলে বোঝেনা যে এর মানেটা কি এর মানে এর মানে স্বীকৃতি দেওয়া ২৫শে ডিসেম্বর আল্লাহ সুবহানাতায়ালা (মরিয়ম আলাইহিস সালাম এর মাধ্যমে সন্তান ধারণ করেছে ( নাউজুবিল্লাহ) যখন এই কথা একজন মুসলমান বলে তখন আল্লাহ সুবহানাতায়ালা বলেন যে কথা শুনে আসমান ভেঙে পড়তে চায় পাহাড়গুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতে চাই! অথচ আমরাই এত বড় শিরিক পূর্ণ কথা ঈমান ভঙ্গ কথা হাসিমুখে বলতেছি হাসি মুখে গ্রহণ করতেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।

23/08/2024

❌ইন্ডিয়াকে বয়কট করতে হলে:❌

১. জি বাংলা, স্টার জলসা সহ ইন্ডিয়ান সব চ্যানেল, ইন্ডিয়ান পণ্যের এড, আনন্দবাজার, এসপি বাংলা সহ সবকিছুই এই দেশে সম্প্রচার বন্ধ করতে হবে। টিভি নেটওয়ার্ক, ব্রডব্যান্ড সার্ভিস, ডিসের লাইন থেকে যেন এদের চ্যানেল কোনোভাবে সংযোগ স্থাপন না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

২. দেশের অলিতে-গলিতে থাকা ইন্ডিয়ান ফ্যাক্টরি, ইন্ডিয়ান প্রতিষ্ঠান, ইন্ডিয়ান পণ্য ছুঁড়ে ফেলে দিতে হবে। ইন্ডিয়ানরা এই দেশে কাজ করতে গেলে ন্যায্য ওয়ার্ক পারমিট দিয়ে করবে। ভিসার মেয়াদ শেষ হলে পুনরায় মেয়াদ বাড়াবে। অন্যথা করলে আইনের আওরায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে।

৩. পাকিস্তানি, তুর্কি, সৌদি, কোরিয়া সহ অন্যান্য সব দেশের পণ্য এক্সপোর্টে গুরুত্ব দিতে হবে যেন বাজারে ইন্ডিয়ান পণ্যের বিকল্পে ভিন্ন মানসম্মত পণ্য পাওয়া সহজ হয়। যেমন: তেল, স্কিনকেয়ার, শ্যাম্পু, পোশাক ইত্যাদি।

৪. দেশীয় সকল পণ্যের ব্যাপারে জনমতে সচতেনতা বাড়াতে হবে। দেশীয় পণ্যের মান উন্নয়তে নজর দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট ভেঙ্গে সহজলভ্য করতে হবে। ইন্ডিয়ান পণ্য ১০০৳ দিয়ে কিনতে পারলে ওরচে বেস্ট কোয়ালিটিতেই দেশীয় পণ্য যেন ৯০৳ তে আমরা পাই বাণিজ্যিকভাবে সেদিকে নজর দিতে হবে। দেশের জিনিস বেস্ট হলে দেশ ও দশের উন্নতি নিশ্চিত।

৫. প্রথম আলোর মতো দালাল পত্রিকাগুলো যারা ওই কুফফারদের সাথে আঁতাত করে তাদেরকে হয় নিষিদ্ধ করতে হবে না হয় উত্তম-মধ্যম দিয়ে লাইনে আনতে হবে। এদেশের কোনো মিডিয়া ওদের সাফাই গাইতে পারবে না। কোনো মিডিয়া বা চ্যানেল ওদের পণ্যের প্রচারণা করতে পারবে না।

৬. পেঁয়াজ, আলু, চিনি, শ্যাম্পু ইত্যাদি সহ নিত্যপ্রয়োজনীয় জরুরী জিনিস দেশীয় প্রোডাক্ট বাদে সাধারণ দোকানিরা যেন না রাখতে পারে সেদিকে নজরদারির পাশাপাশি সব বর্ডারে স্পেশাল পাহারা দিতে হবে। চোরাচালানি, অতিরিক্ত মজুদ ঠেকানোর পদক্ষেপ নিতে হবে।

৭. আমাদের যেসব পথ, বন্দর ইত্যাদি ইন্ডিয়া ব্যবহার করছে সবকিছুর পাই টু পাই হিসাব নিতে হবে। গ্যাসের লাইন বন্ধ করতে হবে। ওদেরকে কোনোর‍রূপ সুবিধা দেওয়া চলবে না।

৮. ইন্ডিয়া যে আমাদের জাতশত্রু জনমনে এই বিশ্বাস বদ্ধমূল করতে এলাকাভিত্তিক লিফলেট প্রচারণা, মাইকিং, আলোচনা সভা ইত্যাদি করতে হবে।
বন্যায় যদি মানুষ মরে,
সেভেন সিস্টার থাকবে না রে।
পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ভারত ভক্তি।
এখানে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে, সিগারেটের প্যাকেটের মতো যেন "ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর" লিখে বাজারজাত না করা হয়।
পাবলিক কিনছে বলে দোকানিরা বেঁঁচতে পারবে না।
দোকানিরা বেঁচছে বলে পাবলিক কিনতে পারবে না।
না মানে না।
কোনোভাবেই না।
সর্বোপরি, আজ এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার একটা সূতাও ব্যবহার করব না এই নিয়ত পোক্ত করতে হবে। আমি একা বাদ দিলে কী হবে?
উত্তর: নিশ্চয়ই জানেন, কোকাকোলা এভাবেই ডুবে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বীনি ভাইদের করা আর্ট। মা শা আল্লাহ। প্রাণীর ছবি আঁকা বাদেও যে সুন্দর সুন্দর আর্ট করা যায় আমাদের মুসলিম...
11/08/2024

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বীনি ভাইদের করা আর্ট। মা শা আল্লাহ। প্রাণীর ছবি আঁকা বাদেও যে সুন্দর সুন্দর আর্ট করা যায় আমাদের মুসলিম ভাইয়েরা তা বুঝিয়ে দিয়েছেন।

⭕বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও  চিহ্নিত ইসলাম-বিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর...
05/08/2024

⭕বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকলেও চিহ্নিত ইসলাম-বিদ্বেষীরা ছিল ক্ষমতাসীনদের পদলেহী। অতএব অন্তর্বর্তীকালীন সরকারে যেন ধর্ম-বিদ্বেষী বা ভারতপন্থী কেউ কোনোভাবে স্থান না পায়, বরং দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষরাই যেন কেবল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন। এ ব্যপারে সবাই সজাগ থাকি এবং আওয়াজ তুলি।

কারণ, ৭১ এ আমরা স্বাধীনতা পেলেও স্বাধীনতা ধরে রাখতে পারিনি।

⭕প্রিয় তরুণ ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং সকল স্তরের জনগণ

⭕ কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।

আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।

⭕বাংলাদেশ আমার আপনার . অতএব আমাকে এবং আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

13/07/2024

❤️আপনি আল্লাহর কাছে কি চান ❤️

11/07/2024

❌ভিক্ষুককে মাফ করেন বলা যাবে কিনা❌ শেখ আহমদ উল্লাহ

10/07/2024

❌আমরা অজান্তে যে সকল খাবার খাচ্ছি এগুলো আমাদের জন্য হারাম❌

07/07/2024

⭕কোন কোন সময় দোয়া কবুল হয় এবং দোয়া কবুলের সঠিক দুটি সময়⭕ শেখ আব্দুল্লাহ

27/06/2024

⭕ রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কি করবেন✅

26/06/2024

⭕নারী-পুরুষের সিজদার মধ্যে কোন পার্থক্য আছে কিনা⭕ শেখ আহমাদুল্লাহ

23/06/2024

⭕✅ ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে আমল করা যাবে কি?👍 শেখ আহমদ উল্লাহ

21/06/2024

❌আল্লাহ যদি ভাগ্যে সবকিছু লিখেই রাখে তাহলে খারাপ কাজের জন্য আমরা অপরাধী কেন?

20/06/2024

⭕জুমআর দিনের ফজিলত কি ? জুমআর দিনকে কেন জুমাআ বলা হয়।

18/06/2024

⭕নামাজের মধ্যে হাই উঠলে কি করবে ⭕ মোহাম্মদ সাইফুল্লাহ

16/06/2024

❤️কোরবানির পশু যবে করার সঠিক নিয়ম ও দোয়া। শেখ আহমাদুল্লাহ।

10/06/2024

⭕ রমজানের মৃত্যু হলে কি কবরের আজাব মাফ। ইনশাল্লাহ সঠিকটা জেনে নিই।শেখ আহমদ উল্লাহ।,✅

09/06/2024

,⭕ঋণ করে কোরবানি দেয়া যাবে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে✅ শেখ আহমাদুল্লাহ

Address

Dhaka
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah Foundation:

Videos

Share