সিদরাতের কথন

  • Home
  • Pabna
  • সিদরাতের কথন

সিদরাতের কথন Sales

07/10/2024
28/09/2024

আহা!!

20/09/2024

সুস্থ্যতা যে কত বড় নেয়ামত সেটা সুস্থ্য থাকা অবস্থায় তেমন বোঝা না গেলেও অসুস্থ হলে বেশি বোঝা যায়।বিগত ২ দিন ধরে বলতে গেলে একদম বিছানায় শুয়ে শুয়ে ব্যাথার সাথে দিন গেল।সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।

মহান আল্লাহ যেন তারাতারি সুস্থ্যতাদান করেন।
আমিন

20/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/04/2024

"সুখ আল্লাহর শুকরিয়ার সমানুপাতিক "❤️
আপনি যত সহজে শুকরিয়া করতে শিখবেন ততই সহজে সুখী হতে পারবেন।

11/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

এইগুলো কোনোটাই পালন করতে পারিনা আমরা দুনিয়ার লোভে 😑অনেক চেষ্টা করতেছি এইগুলো থেকে প্রপার ভাবে দূরে থাকার 😑আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

টুয়েলভ ফেইল সিনেমা দেখা শেষে আমার কাছে মনোজের হার না মানা স্ট্রাগল এবং কষ্টের চেয়ে বেশি ভালো লেগেছে, মনোজের বড়ো ভাই পুলি...
06/01/2024

টুয়েলভ ফেইল সিনেমা দেখা শেষে আমার কাছে মনোজের হার না মানা স্ট্রাগল এবং কষ্টের চেয়ে বেশি ভালো লেগেছে,
মনোজের বড়ো ভাই পুলিশ স্টেশন থেকে আসার পথে যখন কাধে হাত রেখে বলে,
"টাকার চিন্তা করিস না৷ আমি সামলে নিব৷ তুই পড়াশোনায় মনযোগ দে।"
জীবনে কেউ পাশে থাকুক বা না থাকুক কিন্তু এমন করে বলার মতো একজন মানুষ থাকলে অনেক সহজ হয়ে যায় সবকিছু। সত্যিই যায়৷

রেল স্টেশনের মনোজের বন্ধু প্রীতম। কোচিং সেন্টারের বড়ো ভাই গৌরি৷ আইপিএস মনোজ কুমার শর্মা তো ভাগ্যবান , জীবন তাকে শেষমেশ সবই দিলো , তার সমস্ত স্ট্রাগলের মূল্যায়ণ হলো , তার জীবনী নিয়ে বায়োপিকও হলো ...

কিন্তু গৌরী ভাইয়া ? ... নিজে বারবার ব্যর্থ হয়েও সমস্ত ছাত্র ছাত্রীদের সাপোর্ট সিস্টেম হয়ে থেকে গেলো , কোনোরকম রক্তের যোগ না থাকার পরেও নিরস্বার্থ ভাবে সে নিজেকে উজাড় করে দিলো বারংবার ... পড়াশুনা , অর্থ , মোটিভেশন , ঘর লোকটা সবকিছুতে সাহায্য করলো তার ভাই মনোজকে ...

আসলে একজন ব্যর্থ মানুষ ব্যর্থতার জ্বালা কতোটা বোঝে সেটাই তিনি তার চরিত্রের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন , প্রমাণ দিলেন মনুষ্যত্বের ... পরপর বেশ কয়েকবার বার ব্যর্থ হওয়া একটা মানুষ শেষমেশ নিজের স্বপ্নকে পূরণ হতে দেখলো তার ভাইয়ের সফলতায় ... হয়তো তার ভাগ্যে 3 star ওয়ালা ওই পোশাকটা ছিলো না কিন্তু 12 Fail সিনেমায় গৌরী ভাইয়া মন জিতেছেন , বারবার মন জিতেছেন ... এরকম মানুষ হওয়া মোটেও আইপিএস হওয়ার চেয়ে সহজ নয় ...

সিনেমার গল্পে আবারো প্রমাণিত হলো যে,
জীবনে বড়ো হওয়ার পথে ভালো বন্ধু ও সঙ্গীর বিকল্প কিছু হতে পারে না৷ তাই জীবনের সবচেয়ে বড়ো মূল্যবান সম্পদের একটা সার্কেল। একটা ভালো সার্কেল একটা জীবন বদলে দিতে পারে৷

সত্যি বলতে,
মনোজের আশেপাশের সবাই তার জীবনের চাবিকাঠি। স্বপ্ন জয়ের দৌড়ে মনোজের মায়ের মতো মা, দাদি, বাবা, ভাই-বোন লাগে। যারা পেছন থেকে ডাক দিয়ে থামিয়ে না দিয়ে উলটো হাসিমুখে বলবে,
'বইটা কিনেছি৷ ঠিক বই না?'

ফেসবুকে অনেকের অনেক কিছু দেখে এ কথাটা আর না বললেই না টপ পজিশনে যাওয়ার জন্য শুধুমাএ কোনো নিদিষ্ট মানুষের( প্রেমিক/ প্রেমিকার) ভালোবাসা জরুরি না। কিন্তুু সেই মানুষটা যদি সঠিক হয় তবে সে ভাগ্যবান বা ভাগ্যবতী। কারন সকলেই এমন পায় না।

টপ পজিশনে যাওয়ার মূল অস্ত্র মূলত জেদ, অদম্য ইচ্ছা শক্তি আর হাল না ছাড়ার অ্যাটিটিউড।

তবেই সফলতা এসে ধরা দেয়।

সত্যি বলতে, জীবনে চলার পথে ভালো মানুষদের আশেপাশে থাকা জরুরি। আর যদি জীবনে এমন মানুষ বা মানুষদের সান্নিধ্যে পেয়ে যান তাহলে মহান আল্লাহ কাছে শুকরিয়া করতে ভুলবেন না, এবং সফলতার পরে এদের ভুলবেন না। সব শেষে এটাও মনে রাখবেন পরিশ্রম অনুযায়ী ফলাফল না পেলে ভাববেন আল্লাহর পরিকল্পনা আপনার চিন্তার সীমানার বাহিরে। আজ খুব বলতে ইচ্ছে করছে আমার জীবনেও একজন গৌরী ভাইয়া আাছে তিনি হলেন Mathcheap
Arifin Akash's Mathcheap
A.I. Akash

ধন্যবাদ।

মাস্টওয়াচ.....

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ...
28/07/2023

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়।কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে।পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী।অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।
স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা।আমি বিশ্বাস করিনা।খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো।আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা।একজন মানুষও কি ছিলোনা-যে আমার খোঁজ করবে। এরপর,সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন,স্যাম গভীর এক দুঃখ পেলেন।খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনিগোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।
জীবনটাও বুঝি এমনি একখেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়। বন্ধু বা কাছের মানুষ নির্বাচনে সতর্ক হোন।

27/07/2023

"আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে?" একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল।
শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন, তিনি প্রথম দিন কোন উত্তর দিলেন না।
কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয়, শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললো - "যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্যে এক পাত্র পানি নিয়ে আসো", পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল।
ছাত্রটি কিছুটা বিভ্রান্তিবোধ করলো, এটা অযৌক্তিক উপদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না, তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্যে।
পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিছে পড়ে গেল।
সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যার্থ হলো এবং হতাশাবোধ করলো।
এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারলো না, সে খুব ক্লান্ত হয়ে পড়ল।
তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো - "আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন।"
ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দ্যেশ্য করে তিনি বললেন - "না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখ, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মত দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে। যখন তুমি কোন বই পড় তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে, তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মত, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মত। তাই যখন তুমি কোন বই পড় এর সব কিছু মনে রাখতে পারো না। কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ন কোন বিষয় না। কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্দি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, যতবার তুমি একটি বই পড়ে শেষ কর ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, প্রতিবার তোমার পুনর্জন্ম হয়, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই

18/12/2019

Price jnta comment korun😊

16/12/2019

Price jnta comment korun

16/12/2019

Order korta inbox korun😊

16/12/2019

Rokomari online shoping's cover photo

16/12/2019

Rokomari online shoping

Address

Radhanagar
Pabna
6600

Telephone

+8801516315697

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিদরাতের কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিদরাতের কথন:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Pabna

Show All