Book Bites With Abir

Book Bites With Abir “Fortunate are those who take the first steps.”
✅Learner
✅Book Reviewer
✅Bookish Content Creater
Email- [email protected]

29/11/2024

স্কা বিদ্রোহরা কেন উৎখাত করতে চাই ফাইনাল এম্পায়ার। তাদের সাথে কি কোনো অন্যায় হচ্ছে নাকি তারাই রাজত্ব করতে চায় এই ফাইনাল এম্পায়ারকে?
দ্য সার্ভাইভার অব হাটসিন, কে সে? কি তার উদ্দেশ্য?
পরবর্তিতে কি হয়েছিলো ফাইনাল এম্পায়ারের? স্কারা কি তা দখল করতে পেরেছিলো নাকি অন্য কিছু?

বই- দ্য ফাইনাল এম্পায়ার (মিস্টবর্ন #১)
লেখক- ব্র্যান্ডার স্যান্ডারসন
অনুবাদ- অসীম পিয়াস
প্রকাশক- ভূমিপ্রকাশ

18/11/2024

বই- ড্রাকুলা
লেখক- ব্রাম স্টোকার
অনুবাদ- লুৎফুল কায়সার
প্রকাশক- বেনজিন প্রকাশনী
রেটিং- ৪.৮/৫

প্রায় ৭-৮ মাস আগে পড়ে শেষ হয়েছে আজ রিভিউ করলাম, এজন্য ভালোভাবে উপস্থাপন না করতে পারায় আন্তরিকভাবে দুঃখিত।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।

27/10/2024

বইটার গল্প নিয়ে বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, এতই ছোট্ট একটা বই।

বইয়ের নাম- অতন্দ্রাবতী (স্লিপ)
লেখক- হারুকি মুরাকামি
অনুবাদ- Lutful Kaiser
প্রকাশনী- বেনজিন প্রকাশক

আরে বইটাতো দারুণ হইছে। মনে হচ্ছে আলাদা একটা ভাইব আছে বইটাতে। চিরকুট প্রকাশনী এ বছরে ধামাকা শুরু করে দিছে, সামনে আরো অনেক...
29/09/2024

আরে বইটাতো দারুণ হইছে। মনে হচ্ছে আলাদা একটা ভাইব আছে বইটাতে।
চিরকুট প্রকাশনী এ বছরে ধামাকা শুরু করে দিছে, সামনে আরো অনেকগুলো দারুণ দারুণ বই এবং "দ্য লর্ড অফ দ্য রিং" বইটা আসবে।
এখন শুধু বইটা হাতে নিয়ে দেখার অপেক্ষায়।

06/09/2024

বই: দ্য ক্যাট হু সেভড বুকস
লেখক: সোসকে নাতসুকাওয়া
অনুবাদক: আফরোজা চৈতী
প্রকাশনা: নয়া উদ্যোগ প্রকাশনী
রেটিং: ৪.৩/৫

23/08/2024

ঘুমন্ত সামন্ত রাজাদের কাছ থেকে রাজকুমারীদের চুরি করে এনেছি আমি। ট্রেবন শহরটা জ্বালিয়ে ছাই করে দিয়েছি।
ফেলুরিয়ান-এর সাথে রাত কাটানোর পরেও, নিজের জীবন এবং মাথার বুদ্ধি- দুটোই সাথে নিয়ে ফিরে আসতে পেরেছি।
এতো কম বয়সে আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছিলো- যে বয়সে অনেকে ওখানে ঢোকারও সুযোগ পায় না।
নিছক পূর্ণিমার আলোয় এমন সব রাস্তা পাড়ি দিয়েছি, যেগুলোর কথা লোকজন দিনের বেলাতেও আলাপ করতে ভয় পায়। দেবতাদের সাথে কথা বলেছি আমি, মেয়েদের সাথে প্রেম করেছি, এমন সব গান লিখেছি যা কবিদেরকেও কাঁদিয়ে ছেড়েছে।
আমার নাম হয়তো আপনারা শুনে থাকবেন..
বইয়ের নাম- দ্য নেম অফ দ্য উইন্ড
লেখক- প্যাট্রিক রথফাস
অনুবাদ- অসীম পিয়াস ভাইয়া।
রেটিং- ৪.৮/৫

Happy Book Lover’s Day.সবাইকে বই প্রেমী দিবসের শুভেচ্ছা। 🥰বি.দ্রঃ এখানে সব বই নেই, একটা বই কুরিয়ারে আটকে আছে এবং ৫ টি বই...
09/08/2024

Happy Book Lover’s Day.
সবাইকে বই প্রেমী দিবসের শুভেচ্ছা। 🥰

বি.দ্রঃ এখানে সব বই নেই, একটা বই কুরিয়ারে আটকে আছে এবং ৫ টি বই এই মাস এবং আগামী মাস মিলে আসবে।

আম্মু এইবার বাড়িতে আসলে আমার খবর আছে। এমন দৌঁড়ানি দিবে, যা আমি কল্পনায় করতে পারতেছি না।
08/08/2024

আম্মু এইবার বাড়িতে আসলে আমার খবর আছে।
এমন দৌঁড়ানি দিবে, যা আমি কল্পনায় করতে পারতেছি না।

সবুজের মাঝে একটুখানি লালা!!📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।৩৪ জুলাই, ২০২৪
03/08/2024

সবুজের মাঝে একটুখানি লালা!!
📍কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
৩৪ জুলাই, ২০২৪

09/07/2024

"কেউ যদি মন থেকে কিছু চায়, তাহলে সারা বিশ্ব তাকে তা পাইয়ে দিতে সাহায্য করে"
~ আলকেমি

বইয়ের নাম- দি আলকেমি (গ্রাফিক নভেল)
লেখক- পাওলো কোয়েলহো
অনুবাদক- সালমান হক
প্রকাশক- চিরকুট প্রকাশনী

রেটিং- ৫/৫

পড়ে শেষ করলাম 'দ্য ফোর্থ মাঙ্কি কিলার' বইটা। থ্রিলার বই হিসেবে বেশ ভালোই ছিলো। বইয়ের শেষের দিকের টুইস্টগুলোর জন্য একদমই ...
05/07/2024

পড়ে শেষ করলাম 'দ্য ফোর্থ মাঙ্কি কিলার' বইটা। থ্রিলার বই হিসেবে বেশ ভালোই ছিলো। বইয়ের শেষের দিকের টুইস্টগুলোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না। শেষর দিকে গিয়ে এমন এমন তথ্য বেরিয়ে আসসিলো, যা একদম ভিন্ন। পড়ার সময় বোঝায় যাবে না যে সামনে গিয়ে এমনটা হতে পারে।

তো বেশি কিছু বলবো না, সময় করে বিস্তারিত রিভিউ দিয়ে দিবো বইটির। সাথে 'দ্য নেইম অফ দ্য উইন্ড' বইটারও রিভিউ দিয়ে দিবো, ইনশাল্লাহ্‌।

বি.দ্রঃ এই বইটিতে গোয়েন্দা বিভাগের একটা চরিত্র আছে নাম 'ক্লেয়ার নর্টন'। বইয়ের শুরু থেকেই এই চরিত্রকে আমি একজন পুরুষ ভেবে পড়ে আসছিলাম। কিন্তু একদম শেষ অধ্যায়ে এসে জানতে পারছি যে সে আসলে মহিলা ছিলো। 🤦🤦

16/06/2024

ইদ মোবারক ❤️❤️
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

10/04/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

সবাইকে আমার পক্ষ থেকে ইদ মোবারক।

Full Moon over Great Pyramid of Giza.©Umer Ab
17/03/2024

Full Moon over Great Pyramid of Giza.
©Umer Ab

14/03/2024

বিজ্ঞানচিন্তা সিরিজ পর্ব-১

জ্যোতির্বিদ্যার চোখে মাসের কোন চাঁদকে কি নামে ডাকা হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক.......

চাঁদের যত নাম
Divention: November-2023

12/02/2024

আমি জানুয়ারি থেকে প্রতি মাসে বিজ্ঞান সাময়িকী পড়ে শুরু করেছি। পড়তে গিয়ে নতুন নতুন তথ্য খুঁজে পাচ্ছি, বিজ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কিত অনেক কিছু শিখতে পাচ্ছি।
আমি ভেবে দেখলাম, আমি এই ম্যাগাজিন থেকে যা জানতে পারছি তা নিয়ে ২ মিনিট করে ভিডিও বানানো যায়। এই বিষয় নিয়ে আমি "বিজ্ঞান চিন্তা" নামে একটা প্লেলিস্ট শুরু করতে চাচ্ছি। যেখানে ২-৩ মিনিটের একটা ভিডিওতে আমার শেখা বিজ্ঞান সম্পর্কিত তথ্য শেয়ার করবো।

আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাচ্ছি, আপনারা যদি আমার পাশে থাকে তাহলে আমি আমার পরীক্ষা পরে আগামী মাস থেকে শুরু করবো, ইনশাল্লাহ্‌।
আপনাদের কি মনে হয়?? কমেন্টে জানিয়ে দিতে পরেন।

~ধন্যবাদ।

27/01/2024

আজ আমি বাংলা ক্লাস করার সময় আমাদের প্রতিদিন ব্যবহার করা একটা ছোট্ট শব্দের সঠিক বানার জানতে পারলাম। আমরা প্রতিনিয়ত এই শব্দটার বানান ভুল লিখে থাকি। আমি অনেক বইতেও ভুল লিখতে দেখেছি। শব্দটা হলো "জ্বী" বা "জ্বি" আমরা সাধারণত এই বানানটি ব্যবহার করে থাকি, কিন্তু এটি সঠিক নয়। এটির সঠিক বানান হলো 'জি" ।
এটি একটি আরবি শব্দ, আর বিদেশি শব্দে ব-ফলা হয় না। তাই এর সঠিক বানান হবে "জি"। আশা করি এখন থেকে সবাই এটা নিয়ে সচেতন থাকবো।

ধন্যবাদ।

Address

Bera
Pabna
6680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Bites With Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Bites With Abir:

Videos

Share