Sujanagar Barta-সুজানগর বার্তা

  • Home
  • Sujanagar Barta-সুজানগর বার্তা

Sujanagar Barta-সুজানগর বার্তা সত্য প্রকাশে অবিচল

নিয়মিত কর্মস্থলে আসেন না তিন চিকিৎসককর্তব্য রোগীদের সেবা দেওয়া হলেও প্রতি সপ্তাহের বেশিরভাগ দিনই কর্মস্থলে অনুপস্থিত থাক...
24/09/2023

নিয়মিত কর্মস্থলে আসেন না তিন চিকিৎসক

কর্তব্য রোগীদের সেবা দেওয়া হলেও প্রতি সপ্তাহের বেশিরভাগ দিনই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জুনিয়র কনসালটেন্ট ডা. গালিবা তাসনিম, ডা. সেলিম রেজা ও ডা. মরিয়ম জামিলার বিরুদ্ধে।
শুধু তাই নয় কর্মস্থলে মাসের বেশিরভাগ দিন অনুপস্থিত থাকলেও তারা প্রতিমাসে নিয়মিত পুরো বেতন-ভাতা তুলছেন। স্বাস্থ্য অধিদপ্তরের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে দিনের পর দিন দায়িত্বে অবহেলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাবঞ্চিত রোগী, তাদের স্বজন ও স্থানীয় জনগণ।

জানা যায়, ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার তিন লাখ ৩২ হাজার মানুষের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ একটিমাত্র হাসপাতালকে ২০০২ সালে ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করা হয়। এ হাসপাতালে ১০ জন জুনিয়র কনসালটেন্টের পদ থাকলেও রয়েছেন মাত্র তিনজন।
সুজানগর পৌরসভার চরভবানীপুর এলাকার বাসিন্দা নুরু চৌধুরী নামে এক ব্যক্তি জানান, হাসপাতালে নিয়মিত ওই তিন জুনিয়র কনসালটেন্ট না আসায় প্রায়ই চিকিৎসা না পেয়ে রোগী নিয়ে ফিরে যেতে হয়। তিনি বলেন, স্বচ্ছলরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা নিতে পারলেও তাদের মতো নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারি হাসপাতালই একমাত্র ভরসা।
জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. সেলিম রেজা ও জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. গালিবা তাসনিম এবং গত বছরের ২০ ডিসেম্বর জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. মরিয়ম জামিলা এ হাসপাতালে যোগদান করেন। যোগদান করলেও জুনিয়র কনসালটেন্ট ডা. মরিয়ম জামিলা ও জুনিয়র কনসালটেন্ট ডা. সেলিম রেজা বগুড়া এবং জুনিয়র কনসালটেন্ট ডা. গালিবা তাসনিম পাবনা শহরে অবস্থান করে থাকেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার হাসপাতালে অবস্থান করে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের নির্দেশনা থাকলেও সে নির্দেশনা অমান্য করে সপ্তাহে দু-তিন দিন এসে হাজিরা খাতায় পুরো সপ্তাহের স্বাক্ষর করে কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করে তারা নিজ নিজ শহরে চলে যান। সপ্তাহের দু-তিন দিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় পুরো সপ্তাহের স্বাক্ষর করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মুজিব বলেন, ‘আমি ওই তিন জুনিয়র কনসালটেন্টকে সরকারি নির্দেশনা অনুযায়ী শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন কর্মস্থলে আসার কথা বলেছি। কিন্তু যেদিন আসবেন না সেদিন হাজিরা খাতায় স্বাক্ষর না করার কথাও জানিয়েছি। এ ছাড়া নিয়মিত কর্মস্থলে না আসার কারণে ওই তিন চিকিৎসককে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। পাবনা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, সরকারি পদে বহাল থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং জনগণকে সেবা না দিয়ে বেতন-ভাতা তোলা সম্পূর্ণভাবে বেআইনি। আমি জেলায় নতুন যোগদান করেছি। এ ধরনের অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে ডা. গালিবা তাসনিমের মুঠোফোনে তিন দিন ধরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। আর ডা. মরিয়ম জামিলা ও ডা. সেলিম রেজা শনিবার জানান, তারা এখন থেকে নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে সেবাপ্রত্যাশী রোগীদের সেবা প্রদান করবেন।

সুজানগর নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটকসরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সুজানগরের জা...
19/08/2023

সুজানগর নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সুজানগরের জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানকালে এ সময় গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে ৪টি ককটেল ও ২৫টি বাঁশের লাঠি ও ইটের টুকরা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা জামায়াত ইসলামী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস। সে পৌরসভার ভবানীপুর এলাকার মৃত জলিল বিশ্বাসের ছেলে।

উপজেলা জামায়াত ইসলামীর রোকন সাইদুর রহমান, সে পৌরসভার মানিকদীর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো.কামরুজ্জামান, সে উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের মো.সোবাহানের ছেলে। উপজেলা জামায়াতের কর্মী আব্দুল্লাহ আল মামুন, সে পৌরসভার ভবানীপুর প্রফেসারপাড়া এলাকার বাসিন্দা ও আজাদ লাইব্রেরীর কর্ণধার মাওলানা আবুল কালামের ছেলে এবং উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন জামায়াতের রোকন জিল্লুর রহমান বাদশা, সে ওই ইউনিয়নের নওয়াগ্রামের নুরুল ইসলামের ছেলে। তবে নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন গ্রেপ্তাতারকৃতরা।

সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে সরকার বিরাধেী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মো. জিন্নাত সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ওই ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে থানায় একটি মামলা হওয়ায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় ওসি জালাল উদ্দিন আরও জানান, এ ধরণের ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে আমরা সবাইকে আইনের আওতায় আনব।

সাঈদীর মৃত্যুতে শোক, পাবনায় শিক্ষা কর্মকর্তা পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যহতি।দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় চাটমোহ...
18/08/2023

সাঈদীর মৃত্যুতে শোক, পাবনায় শিক্ষা কর্মকর্তা পরীক্ষার দ্বায়িত্ব থেকে অব্যহতি।

দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করায় চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরপরই একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা তার ফেসবুক আইডিতে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি নিশ্চয়ই জান্নাতের উঁচু মাকামে তাকে স্থান দিবেন। আমিন।’

এ ঘটনার পর তাকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়।

একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই আমি তার জন্য দোয়া করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী বলেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একাডেমিক সুপারভাইজারকে পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ‘আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি।’

সুজানগর যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক দুইসুজানগর  উপজেলার আহম্মদপুর ইউনিয়নে শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগ কর...
09/08/2023

সুজানগর যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক দুই

সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (০৯ আগস্ট ) দুপুরে কাশিনাথপুর ইউনিয়নের চন্দ্রিপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে। তিনি যুবলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ

আটকরা হলেন- মানিক হোসেন (৫০) ও মনির হোসেন (৩২)। তারা চন্দ্রিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মেয়ের সঙ্গে শাহানুরের ঝামেলা হয়। এসময় মানিক ও মনিরসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গে শাহানুরের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাহানুর তাদের মারতে যান। তখন তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

এব্যাপারে সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ বলেন, ‘কে বা কারা হত্যা করেছে তা বলতে পারব না। তবে রাজনৈতিক বিরোধের জেরে ১৪-১৫ জন তাকে ডেকে নিয়ে মারধর করেছে। একপর্যায়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

সুজানগরে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সুজানগরের সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের তরুণ কান্তী মন্ডল ...
06/08/2023

সুজানগরে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুজানগরের সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের তরুণ কান্তী মন্ডল নামে এক শিক্ষককের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার দুলাই বাজারে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ওই কলেজের শিক্ষার্থী,শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে শিক্ষকের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন কলেজ শিক্ষক এ কে এম ফজলুল হক, মাহবুবুল কবির পলাশ,আব্দুল্লাহ আল মামুন,আশিক ইমরান ও শিক্ষার্থী মিদুল ও জুয়েল রানা প্রমুখ। উল্লেখ্য,গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলাই বাজার এলাকায় সরকারী ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের শিক্ষক তরুণ কান্তী মন্ডলের উপর অতর্কিত হামলা ও মারপিট করে আহত করা হয়। সে যশোর জেলার কেশবপুর উপজেলার মনহরপুর গ্রামের মৃত নিরঞ্জন কুমার মন্ডলের ছেলে ।

এ ঘটনায় আহত ওই শিক্ষক বাদী হয়ে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করলে মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী অভিযুক্ত সুজন আলী ওরফে স্বপন মাষ্টার নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুজন আলী স্বপন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের মাহমুদ আলী খানের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

23/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_22.html

নিজস্ব প্রতিবেদক, সুজানগর: কারখানার ভিতর দেদারসে তৈরি করা হতো আম ও লিচুর জুসসহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য। এরপর ত.....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_18.html
18/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_18.html

সুজানগরে বোনকোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুজানগর থানা পুল.....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_63.html
09/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_63.html

মুহাম্মাদ আসাদুল্লাহ, লেখক ও সাংবাদিক পর্ব-১ বাংলা সিনেমার দুর্দশার কারণ উদঘাটনমূল একটা আর্টিকেল লেখব বইলা ভাবত....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_8.html
08/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_8.html

সুজানগরে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এক জনকে আটক সুজানগর থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড় তিনটার দিকে সু...

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_53.html
08/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_53.html

পাবনার সুজানগরে মো.আজম আলী(৫৫) নামে এক বিড়ি কারখানার শ্রমিক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে.....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_74.html
07/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_74.html

দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বক্স অফিসেও সাফল্য পাচ্ছে বাংলাদেশের সিনেমা হাওয়া, চার দিনে আমেরিকা ও কানাডা.....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_21.html
07/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_21.html

পাবনার সুজানগরে জুয়া খেলার অপরাধে ৪ জুয়ারীকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। ৫ই সেপ্টেম্বর (সোমবার) হাটখালী ইউনিয়ন...

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_49.html
07/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_49.html

পাবনার সুজানগরে একটি হত্যা মামলার আসামিদের মুরগির খামারে অগ্নিসংযোগ করে দেড় হাজারের অধিক মুরগি পুড়িয়ে হত্যা, মা....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_55.html
07/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_55.html

পাবনার সুজানগরে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ(৩৪) নামে একজন নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দি.....

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_0.html
07/09/2022

https://sujanagar-barta.blogspot.com/2022/09/blog-post_0.html

পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সুজানগর থানা...

| শুভ সকাল| আজ সোমবার , ২৭ মার্চ ২০২২, ১৩ চৈত্র ১৪২৮, ২৩ শাবান ১৪৪৩| দিনটি আপনার ভাল কাটুক
28/03/2022

| শুভ সকাল
| আজ সোমবার , ২৭ মার্চ ২০২২, ১৩ চৈত্র ১৪২৮, ২৩ শাবান ১৪৪৩
| দিনটি আপনার ভাল কাটুক

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sujanagar Barta-সুজানগর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujanagar Barta-সুজানগর বার্তা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share