05/10/2024
বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মানুষ ৩৫ বছর বয়স পর্যন্ত বেকার থাকতে আগ্রহী!
যেখানে দাবি হওয়া উচিৎ ছিল:
১) ২১-২২ বছরের মধ্যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করা বাধ্যতামূলক করা।
২) ৪ বছরের কোর্সকে ৩.৫/৩ বছরে করা। (যেমন বিবিএ তে লাশ কাটা বাদে মনে আর কোন সাব্জেক্ট বাকি রাখে নাই)। অপ্রয়োজনীয় কোর্স কমিয়ে প্রয়োজন কোর্স বাড়িয়ে, যথা সময়ে কোর্স শেষ করা।
৩) ৯০% গ্রাজুয়েট এর জন্য ২৩-২৫ এর মধ্যে জব/বিজনেস/Phd এর সুযোগ সৃষ্টি করা।
৪) চাকুরির বাজার অনুযায়ী পড়াশোনাকে Redesign করা। যেন পোস্ট গ্রাজুয়েশন করা ছাত্রকে জবের জন্য আবার নতুন করে ১-২ বছর পড়তে না হয়।
৫) চাকুরির পরীক্ষা পদ্ধতি আধুনিক করা, দুর্নীতি প্রশ্ন ফাঁস সম্পূর্নরুপে দমন করা।
৬) চাকুরিতে প্রথম শ্রেনী/নবম গ্রেড/ এন্ট্রি লেভেল পোস্টে MBA/মাস্টার্স চাওয়া বন্ধ করা অথবা কারো পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে রেগুলার স্যালারি থেকে ১০-২০% বেশি দেয়া বাধ্যতামূলক করা (স্যালারি বেশির কথা বললে কেউ আর চাকরির বিজ্ঞপ্তিতে পোস্ট গ্রাজুয়েশন চাবে না)!
কিন্তু নাহ, দাবি কেবল ৩৫।
ভাইরে, ৩৫ বছর বয়সটা মানুষের পরবর্তী প্রজন্ম গড়ার বয়স, বাচ্চাকাচ্চা মানুষ করার বয়স, ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরুর করার বয়স ৩৫ না।
©