পাবনার কণ্ঠ

পাবনার কণ্ঠ সত্যের সন্ধানে সবসময়
pabnarkantho.com is the most popular online newspaper portal in Greater Pabna.

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারতলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যুবিস্তারিত কমেন্টে..
04/01/2025

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারতলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে..

15/12/2024
11/12/2024

পাবনা সুজানগরে কলেজ অধ্যক্ষকে মারধর ও লাঞ্ছিত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তারেক খান, পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা সুজানগরে নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে স্থানীয় বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক মারধর ও লাঞ্ছিত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে নিজামুদ্দিন আজগর আলী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হোসেন আলহাজ্ব,সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপি'র আহবায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, পৌর বিএন‌পি'র সা‌বেক সাধারন সম্পাদক আব্দুস সালাম মোল্লা সহ কলেজের শিক্ষকবৃন্দ।
বক্তারা অবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👇একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়...
05/12/2024

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👇

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।


সংগৃহীত

পাবনায় জিহাদি কালো পতাকা হাতে নিয়ে ইসকন বিরোধী মিছিল করেছে পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন।
27/11/2024

পাবনায় জিহাদি কালো পতাকা হাতে নিয়ে ইসকন বিরোধী মিছিল করেছে পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন।

26/11/2024

বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক মৌলিক গানের জন্য অভিনয় শিল্পী আবশ্যক

বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের জন্য ৪টি চরিত্রের প্রয়োজন: হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান।
যারা এই চরিত্রগুলিতে অভিনয় করতে ইচ্ছুক, তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন।

নিয়মাবলী:
১. প্রত্যেক অভিনেতাকে নিজের চরিত্রের জন্য উপযুক্ত পোশাক নিজ দায়িত্বে সংগ্রহ করে আনতে হবে।
২. গানের বিষয়বস্তু এবং চিত্রায়নে দেশাত্মবোধের মূল ভাব প্রকাশ করতে হবে।
৩. নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।

যোগাযোগ: ০১৭১৪৪৪৩০১৮

দেশের জন্য কাজ করতে সবাইকে আন্তরিক আমন্ত্রণ।

18/11/2024

পাবনায় ৩ দিনে ৩ খুন।
পাবনা শহরের পর এবার ঈশ্বরদীর রূপপুর মোড়ে যুবলীগ কর্মীকে গুলি..

পাবনায় সন্ধ্যারাতে শহরের মধ্য কিশোর খুন!পাবনা'য় দূর্বৃত্তের ছুরিকাঘাতে তুষার নামে একাদশ শ্রেণির এক কিশোর নিহত হয়েছে। রোব...
18/11/2024

পাবনায় সন্ধ্যারাতে শহরের মধ্য কিশোর খুন!

পাবনা'য় দূর্বৃত্তের ছুরিকাঘাতে তুষার নামে একাদশ শ্রেণির এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তুষার (২০) পাবনা শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে ও পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুর্ব শত্রুতার জের ধরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে গলায় এবং পিঠে উপুর্যপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয় তুষারকে।

এসময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

সিঙ্গাপুরে এক টুকরো পাবনা..
04/11/2024

সিঙ্গাপুরে এক টুকরো পাবনা..

পাবনায় পদ্মা নদী থে‌কে ২ পু‌লিশ সদ‌স্যের মর‌দেহ উদ্ধারকুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই...
31/10/2024

পাবনায় পদ্মা নদী থে‌কে ২ পু‌লিশ সদ‌স্যের মর‌দেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য নিখোঁজের ৩৬ ঘণ্টা পর একজন এবং ৫১ ঘণ্টা অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে পাবনা নাজিরগঞ্জ ঘাট সংলগ্ন কবর স্থানের পাশের পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে হামলার স্থান থেকে ৪৫ কিলোমিটার দূরে পাবনার সুজানগর থানার মোহনপুর এলাকায় পদ্মা নদীতে এ এস আই মুকুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় জেলেরা। খবর দিলে নৌ পুলিশ তার লাশটি উদ্ধার করে। পরে লাশটি নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমারখালীতে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদী থেকে এ এস আই সদরুল আলমের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত রোববার গভীর রাতে চরসাদিপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের উদ্দেশ্য নদীপথে যাওয়ার সময় অবৈধ ইলিশ শিকারীরা পুলিশের নৌকায় হামলা করে। হামলায় পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মারাত্মকভাবে আহত হন এবং তাদের সঙ্গে থাকা দুজন ইউপি সদস্যসহ বাকি পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল ইসলাম ও মুকুল হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেননি। পরে খুলনা ডুবুরি দল ও কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদরুল নামের সহকারী উপপরিদর্শকের লাশ উদ্ধার করেন। ৫১ ঘন্টা পর বুধবার সকাল ৮টার দিকে সুজানগর থানার নাজিরগঞ্জের পদ্মা নদীতে সহকারি উপপরিদর্শক মুকুলের লাশ ভেসে ওঠলে স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

31/10/2024

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া কার্ড ছাড়া টিসিবির পণ্য জোর করে নেওয়ায় বাঁধা দেওয়ায় স্থানীয় বখাটে শাকিলের নেত্রীত্বে ১৫ থেকে ২০ জনের সঙ্গবদ্ধ দল পাবনা জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক হৃদয়কে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে আহত করেছে বলে জানায় স্থানীয়রা। পড়ে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে হৃদয়ের অভিভাবক জানান, থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

মিথ্যা অভিযোগে পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষককে ফাঁসানোর অভিযোগ!মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে...
27/10/2024

মিথ্যা অভিযোগে পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষককে ফাঁসানোর অভিযোগ!

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ফাঁসানোর অভিযোগ তুলেছেন পাবনার টাউন গার্লস হাইস্কুলের (সাময়িক বহিস্কৃত) প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম। এজন্য তিনি ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন, কয়েকজন শিক্ষক ও বিতর্কিত শিক্ষার্থীদের দায়ী করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এসময় তার স্ত্রী আসমা খাতুন, সন্তান রিফা তাসফিয়া ও ভাই পাবনার ভাঁড়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুল করিম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম দাবি করেন, ‘আমার বিরুদ্ধে করা শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানি ও বিদ্যালয়ের অর্থ লুটপাট, ক্ষমতার অপব্যবহারসহ যেসব অভিযোগ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আমার রুমে কোনো আপত্তিকর অপদ্রব্য ছিল না কিন্তু সহকারী প্রধান শিক্ষকের কাছে রুমে চাবি দেয়ার পর তিনি বিভিন্ন প্রকার আপত্তিকর অপদ্রব্য আমার কক্ষে রেখে আমার নামে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে। যদি কোনো ছাত্রী প্রমাণ করতে পারে আমি তাদের শরীরে হাত দিয়েছি তাহলে আমি নিজেই ফাঁসির দাড়িতে ঝুলতে প্রস্তুত আছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ছবির ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। বরং আমার পরিবার আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের দ্বারা নির্যাতিত। সহকারী প্রধান শিক্ষক আল-আমিন উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক হওয়ার জন্য আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তার কোচিংয়ের ছাত্রীদের দিয়ে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলছে। এবিষয়ে আমি ন্যায় বিচার চাই।’

এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, ‘প্রধান শিক্ষকের পরেই সহকারী প্রধান শিক্ষকের অবস্থান, এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ তুললে মানুষকে যেন সহজেই বিশ্বাস করানো যায়। আসল কথা অপরাধ থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং একটা ওসীলা উঠিয়ে বাঁচতে যাচ্ছেন। আমরা তো অভিযোগ করেনি, স্কুলের ছাত্রী এবং সমন্বয়করাই এই অভিযোগ তুলেছে এবং প্রমাণের ভিত্তিতেই প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছে।’

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন...
25/10/2024

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন...

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পাবনায় মশাল মিছিল
22/10/2024

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পাবনায় মশাল মিছিল

পাবনা শহরের টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ মাষ্টারের কক্ষ থেকে যৌন উত্তেজক সিরাপ, কনডম, জেলি, মদ...
21/10/2024

পাবনা শহরের টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ মাষ্টারের কক্ষ থেকে যৌন উত্তেজক সিরাপ, কনডম, জেলি, মদ, হালুয়ার কৌটা, পারফিউম সহ অনৈতিক কাজের যাবতীয় জিনিসপত্র পাওয়া গেছে।

Address

Abdul Hamid Road
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when পাবনার কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাবনার কণ্ঠ:

Videos

Share