Oishi Lifestyle

Oishi Lifestyle সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম, দয়াকরে সবাই পাশে থাকবেন

23/06/2024

Little cat

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলামভাতের প্লেট নিয়ে ছালার উপ...
19/07/2023

এক বাসায় গিয়েছিলাম নিমন্ত্রনে,
ভাল মন্দ খাবার রান্না হইছে।। বাড়ির বারান্দায় একজন মহিলাকে দেখলাম
ভাতের প্লেট নিয়ে ছালার উপর বসে আছে,,
সামনে প্লেটে ভাত কয়টা আমার এক মুঠিরও কম হবে হয়তো।।
আমার আবার অভ্যেস খারাপ, কোথাও গেলে বাড়ীর সবাইকে কমবেশি জিগ্যেস করি, তাই সেবারও জিজ্ঞেস করলাম।।
- দাদি, ভাল আছেননি?
- হহ ভালা,,,আইন্নেরে চিনলাম না
- চিনবেন না,, তয় এই কয়ডা ভাত নিয়া বইসা আছেন ক্যান।। খাননা কেন? -"বৃদ্ধা বলতে লাগলেন বউ নাকি কয়ডা পোলাও রানচিন,,এল্লাইগ্যা বয়া রইছি দেহি দেয়নি। দিলে পোলাও কয়ডা খায়াম"।।
ভেবেছিলাম ভিক্ষুক হবে হয়তো, কিন্তু না যে বাড়িতে বেড়াতে গেছি সে বাড়িরই মুরব্বি।।
গলাদিয়ে খাবার নামবেনা জেনে অন্যদেরকে রেখে আমি আগেই চলে আসলাম৷৷
কিছু কথা আপুদের উদ্দেশ্যেঃ আপু তোমাকেও জন্ম দিয়েছে এক মা। তুমিও কারও মা হবে।। উজার করে না দিয়ো মুখটা বেজার করে দিয়ো,, তবুও দিয়ো নইলে মানুষগুলো যাবে কোথায় বলো।।
তোমারওতো গায়ের চামড়া ঢিলে হবে, তোমারওতো পেটে ভাজ পরবে, তুমিও একসময় অচল হয়ে যাবে একটু দেখো।। মুখে খাবার তুলে না দিতে পারো, প্লেটটা সামনে ঠেলে দিয়ো, এক মুঠোর বেশিতো আর লাগেনা......
>>>>>>রাকিব

পাখি শিকার থেকে বিরত থাকুন এদের ছেলে সন্তান আছে
12/07/2023

পাখি শিকার থেকে বিরত থাকুন এদের ছেলে সন্তান আছে

11/07/2023

রাতে ঘরে অবস্থানকালীন, চলার পথে অথবা স্বপ্নে অনেকেই ভয় পায়। এই অবস্থায় ভয় থেকে বাঁচতে দোয়া করার নসিহত পেশ করেছেন স্বয়ং বিশ্বনবী। রাতের ভয় কাটিয়ে সুন্দর ঘুম ও ঘরে অবস্থানের জন্য আল্লাহর কাছে একাধিক দোয়া পড়ার কথাও এসেছে হাদিসের একাধিক বর্ণনায়। এগুলো হলো-

রাতে ভয় পেলে

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওযা আঁই-ইয়াহদুরুন।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি)

advertisement...

ঘুম না আসলে

বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে অনেকে এপাশ-ওপাশ করে থাকে। এ সময় যে দোয়া পড়তে হয়-
উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযিযুল গাফফার।’

অর্থ: ‘আল্লাহ ব্যতিত কোনো সত্য উপাস্য নেই; যিনি একক, প্রবল ক্ষমতাশালী; আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।’ (জামে)

রাতে দুঃস্বপ্ন দেখলে

রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে শয়তানের ক্ষতি ও ভয় থেকে বাঁচতে এ আমলগুলো করা-
বাম দিকে তিনবার হাল্কা থুথু মারা।

শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে বাঁচতে-
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া। (মুসলিম)

অতঃপর এ দোয়া পড়া-

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাই।’

এ ছাড়া সেই স্বপ্নের কথা কাউকে না বলা। পার্শ্ব পরিবর্তন করে শোয়া। সম্ভব হলে উঠে নামাজ পড়া।

10/07/2023
২০০৯ সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। মাত্র ১০ বছরের ব্যবধানে ২০১৯ সালে প্রযুক্...
04/07/2023

২০০৯ সালে ঐ পাইলট যে হেলিকপ্টার চালাতো এবং ঐ ক্যামেরাম্যান যে ভিডিও ধারন করতো। মাত্র ১০ বছরের ব্যবধানে ২০১৯ সালে প্রযুক্তির উন্নয়নের কারণে তারা চাকরি হারিয়েছে।

আপনি ২০২৩ সালে যে চাকরি করছেন। হয়তো ২০৩০ সালে সে চাকরির জন্য কোন মানুষের প্রয়োজন পড়বে না।

তাই চাকরিজীবী নয় ব্যবসায়ী হয়ে উঠুন। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগান।

🔹পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

03/07/2023

গরু কিনে দেখালেন,
জবাই করে দেখালেন!
কিন্তু ফ্রিজে যেটা ঢুকিয়েছেন সেটা তো দেখালেন না! 🙄

01/07/2023

পুলিশে চাকরির ইন্টার্ভিউ হচ্ছে, গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন পরিক্ষক ।
প্রথম যে ব্যাক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাতকার শুরু করতে চাইলেন অফিসার।
: তুমি বাজারে গেলে আপেল কিনতে, এক কেজি আপেলের দাম একশত টাকা হলে তুমি একশত গ্রাম আপেলের দাম কত দেবে ?
শুনে সহাস্য ভংগিতে চাকরিপ্রার্থি বললো
: স্যার ! একশগ্রাম আপেল যদি টাকা দিয়া কিনতে হয় তাইলে পুলিশ হমু কি করতে ?
অফিসার মজা পেলেন উত্তর শুনে।
: যদি তোমার বাবা যায়?
: আমার বাবার দাত নেই, শুধু কলা খেতে পারেন, আপেল দিয়া কি করবে ?
: আচ্ছা যদি তোমার ভাই যায় ?
: স্যার আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম এর দাম জিজ্ঞেস করবে।
মরিয়া হয়ে অফিসার জানতে চাইলেন
: যদি সাধারণ কেউ কেনে ?
: স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে।
: আচ্ছা যদি পয়সা ওয়ালা কেউ কেনে ?
: স্যার পয়সা ওয়ালা কেউ যদি কেনে সে কি একশ গ্রাম কিনবে?
সে কম করে হলেও দুই কেজি কিনবে। আর যে কিনবে টাকাও সে দেবে, তার টাকার হিসাব আপনি আমার কাছে চান কেন ?
এবার বেশ বিরক্ত হয়ে অফিসার জিজ্ঞেস করলো
: সামান্য আপেল নিয়া তুমি এত কথা কেন বলতেছ ?
এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো
: স্যার ! আপেল মোটেই সাধারণ কোন ফল না। চারটা আপেল পৃথিবী বিখ্যাত। এক আপেল আদম খাইছে বইলা আমাদের দুনিয়ায় আসতে হইছে। নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হইলো নিউটন এর আপেল। সেদিন নিউটন এর মাথায় আপেল না পরলে এই মহাকর্ষতত্ত্ব অভিকর্ষতত্ত্ব পইড়া ব্রেইন নষ্ট করতে হইতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আই ফোন, আই প্যা্‌ আই পড এইসব যন্ত্রনা, ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হইলো আজকের আপেল যা আমার চাকরী হওয়া বা না হবার কারন। এর পরও কি আপনি আপেলকে সাধারণ বলবেন ?
এবার হাল ছেড়ে অফিসার জিজ্ঞেস করলেন
: তোমার বাড়ি কি পাবনা ?
এই প্রশ্নের উত্তর সহজ ছিলো, প্রার্থী বলল : হ্যা ।😅😅😅😅😅

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ...
01/07/2023

প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।

গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হাল্কা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম -" ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"

উনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"

কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাংলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।

কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।

এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি।"

লেখাটি একটা ইংরেজি লেখার অনুবাদ। তবে এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়-

বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সন্মান এই সব কিছুই হওয়া উচিৎ পারস্পরিক।

নিরবতার বদলে নিরবতা, শুন্যতার বদলে শুন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যর বদলে আনুগত্য, সন্মানের বদলে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। এতে জীবনটা অনেক অনেক শান্তিময় হবে।

16/06/2023

ইংরেজি এ অনার্স পাস করেও এক
যুবক
দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না।
মামা খালুর জোর না থাকলে কি
আর
আজকাল চাকরি হয়?
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার
একটা চাকরি হয়ে গেল।
চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে
মারা যাওয়ায়
খাঁচাটা
শূন্য পড়ে আছে।
কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার
ভেতর একটা বাঘের পোষাক পরে
বাঘের
মত তর্জন গর্জন দিতে পারো তাহলে
মাসে ৮হাজার টাকা পাবে।
অগাত্যা বেকার ছেলেটা তাতেই
রাজি।
রোজ চিড়িয়াখানা খোলার আগে
সে বাঘের
পোষাক পরে খাঁচায়
ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে
তর্জন-
গর্জন ও আরো নানা কায়দা-কুসরত
দেখিয়ে ভীষণ আনন্দ দেয়।
দেখতে দেখতে চিড়িয়াখানার
দর্শক
বেড়ে
গেল। বাঘের খাঁচার
সামনে বিরাট ভিড়।
চিড়িয়াখানা
কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে
দিল। ভালোই চলছিল দিন.......
হঠাৎ একদিন হলো বিপত্তি...!!!
বাঘের খাঁচার পাশেই ছিল
সিংহের
খাঁচা।
দুই খাঁচার মাঝে একটা লোহার
জালের বেঁড়া।
একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে
নেচে- কুদে মজা দেখাতে গিয়ে
পুরনো
বেঁড়া
ভেঙ্গে সে গিয়ে পড়লো
সিংহের
খাঁচার ভেতর।
এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি
আজ
সিংহের হাতেই গেল...!
ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে
বসে
দোয়া-দুরুদ পড়তে লাগলো
বেচারা।
এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে
বসে
থেকে ধিরে ধিরে উঠে
দাঁড়ালো।
তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে
লাগলো তার
দিকে। ভয়ে তো তার
প্রায়
হার্ট এটাক হবার যোগার। এদিকে
সিংহটা এক্কেবারে কাছে চলে
এসেছে।
প্রাণের মায়া ছেড়ে দিয়ে
ছেলেটা যখন
কালেমা পড়তে শুরু করলো ঠিক তখন
সিংহটা বলে উঠলো, . . . .
ভাই, এতো ভয় পাবেন না, আমিও
বাংলায় অনার্স...
😜😜😜😜😜😜

সারা রাত শ্রাবণীর(আমার গার্লফ্রেন্ড) সাথে কথা বলার পর শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছি। কিন্তু সকাল সকাল দাদী ডাকতে লাগলো।আম...
28/05/2023

সারা রাত শ্রাবণীর(আমার গার্লফ্রেন্ড) সাথে কথা বলার পর শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছি। কিন্তু সকাল সকাল দাদী ডাকতে লাগলো।আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দাদীকে বললাম,
-- ঐ বুড়ি,, সমস্যা কি তোর?? এত সকাল সকাল ডাকছিস কেন?
দাদী মুখ বাকিয়ে বললো,
~এত বেলা পর্যন্ত ঘুমাস কেন? তোর তো বউ নাই যে সারারাত লুডু খেলেছিস তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছিস না।

আমি দাদীকে বললাম,
-- দাদী তোমার বাবা যেন কি করতো??
দাদী চেহারাটা মলিন করে বললো,
~ আমার বাপ অন্যের জমি বর্গা দিতো। ইসসস বাপজান আমাদের নিয়ে ভোর সকাল থেকে রাত পর্যন্ত কি যে পরিশ্রম করতো

এইবার আমি দাদীকে বললাম,
~ বুড়ি,তোর বাপ ফকির ছিলো তাই তুই সকাল সকাল ঘুম থেকে উঠিস আর আমার বাপ বড়লোক তাই আমি ১২ টা বাজিয়ে ঘুম থেকে উঠবো। এখন আমার রুম থেকে যা, তা না হলে তোর সাথে লুডু খেলা শুরু করবো..

দাদী আমার কথা শুনে মুখ বাঁকিয়ে ভেংচি দিয়ে চলে গেলো....

ছোটবেলা থেকে আমি দাদীর কাছেই মানুষ হয়েছি। বাবা মা চাকরি করার কারণে আমায় তেমন সময় দিতে পারতো না। দাদী আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে।

দাদীর সাথে আমার সম্পর্কটা টম আর জেরির মত। সারাক্ষণ আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকি। আমার বন্ধু বান্ধব মাঝে মাঝে অবাক হয়ে যায় আমার আর দাদীর ১৮+ কথা বার্তা শুনে।

রাতে দাদীর রুমে ঢুকে দেখি দাদী খাটটা পরিষ্কার করছে। এই খাটে দাদা থাকতো। ছোটবেলা থেকে দেখে এসেছি দাদী এইখানে না ঘুমিয়ে নিচে ফ্লোরে ঘুমায়। আমি দাদীকে অনেক বলেছি,
হয় তুমি এই খাটে ঘুমাও না হয় অন্য খাটে। তুমি শুধু শুধু ফ্লোরে ঘুমাও কেন?

দাদী কিছু বলতো না শুধু মুচকি মুচকি হাসতো। তাই আজ দাদীকে খুব চেপে ধরলাম।
দাদীকে বললাম,
-- তোমাকে আজ বলতেই হবে তুমি খাটে ঘুমাও না কেন?

দাদী মুচকি হেসে বললো,
~ তোর দাদা খুব সৌখিন মানুষ ছিলো। তোর দাদা যতদিন বেঁচে ছিলো ততদিন এই খাটে আমার জায়গা হয় নি।
আমি বললাম,
-- দাদী, দাদা তো বেঁচে নেই তাহলে এখন খাটে ঘুমালে সমস্যা কি?
দাদী বললো,
~ তোর দাদা বেঁচে থাকতেই যেহেতু আমার খাটে জায়গা হয় নি তাহলে এখন আর খাটে শুয়ে মায়া বাড়াতে চাই না।

দাদীর কথা শুনে মনে হচ্ছিলো দাদীর মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই দুষ্টামি করে দাদীকে বললাম,
-- আচ্ছা বুড়ি, দাদা তো তোমাকে খাটেই জায়গা দিতো না তারপরেও তুমি ৩ সন্তানের মা হলে কিভাবে? এজন্যই তো বলি আমার ছোট চাচার চেহারার সাথে আমার ছোট দাদা রহিম মিয়ার এত মিল কেন। বুড়ি তুই তলে তলে টেম্পো চালাতি আর দাদা জানতে চাইলে তুই বলতি হরতাল...

দাদী আমার কথা শুনে রাগে জর্দার কৌটা আমার দিকে ছুড়ে মারলো। আর আমি হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম।
|
|

বেলা ১০ টা এখন পর্যন্ত দাদী আমায় ডাকতে আসলো না। আমার ২৫ বছর জীবনে এই প্রথম দাদী আমায় সকালে ডাকে নি। তারমানে দাদীর কিছু হয়েছে। শুয়ে থেকে আমি এইসব কি চিন্তা করছি। এক লাফে বিছানা থেকে উঠে দৌড়ে দাদীর রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দাদী কান্না করছে। আমি দাদীর কাছে গিয়ে বললাম,
-- দাদী কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন?
আমার কথা শুনে দাদী বললো,
~ কার জন্য আবার, আমার জামাইয়ের জন্য কাঁদি। ঐ বুইড়া জীবিত থাকার সময় আমায় শান্তি দেয় নি আর মরে গিয়েও আমায় শান্তি দিচ্ছে না।
আমি অবাক হয়ে দাদীকে বললাম,
-- দাদা আবার তোমায় কি করলো?
দাদী কাঁদতে কাঁদতে বললো,
~মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। মনে মনে ভাবলাম এইজীবনে তো কোনদিন তোর দাদার এই খাটে তে ঘুমালাম না। আজ না হয় একটু ঘুমায়। খাটে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। শেষ রাতের দিকে একটা স্বপ্ন দেখলাম। তোর দাদা এসে আমায় বলছে, "মাগী ( আগের দিনে গ্রাম বাংলার মানুষ রেগে গিয়ে স্ত্রীকে এই নামে গালি দিতো) তোর এত বড় সাহস তুই আমার খাটে ঘুমিয়েছিস।" এই বলে তোর দাদা আমার পিছনে লাথি মারে আর আমি সোজা খাট থেকে গড়িয়ে পড়ি। এখন আমার সারা শরীরে ব্যাথা...

আমি দাদীর কথা শুনে প্রচন্ড হাসতে লাগলাম আর দাদী বলতে লাগলো,
~আমি এই খাট আর আমার কাছে রাখবো না। তুই যেদিন বিয়ে করবি সেদিন তোকে এই খাট আমি উপহার হিসেবে দিয়ে দিবো..
|
|
তার বেশ কয়েকদিন পর আমার আর শ্রাবণীর বিয়ে হলো।
দাদীর ইচ্ছেতেই দাদার খাটের উপর আমাদের বাসর রাত হলো। শুনেছি বাসর রাত মানে মধুর রাত কিন্তু আমার বাসর রাত হয়েছিলো নিমপাতার চেয়েও তেতো।

খাটের উপর শ্রাবণী বসে ছিলো। আমি রুমে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসা মাত্র খাট ভেঙে নিচে পরে গেছি। অনেক পুরাতন খাট। গুনে খেয়ে সব শেষ করে দিয়েছে। এখন যদি সকালে লোকজন দেখে খাট ভাঙা তাহলে কি না কি ভাববে তাছাড়া দাদী কান্না করে পুরো এলাকার মানুষকে জানাবে।

সারারাত আমি আর শ্রাবণী খাট ঠিক করতে করতে কাটিয়ে দিলাম কিন্তু খাট আর ঠিক হলো না। খাট যখন ঠিক করছিলাম তখন শ্রাবণীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছিলো। ওর কপালে লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম দেখে আমি আবার ওর প্রেমে পড়ে গেলাম। খুব ইচ্ছে করছিলো ওর কপালে আমার আঙুল ছুঁয়ে দিতে। কিন্তু এখন যদি ওকে স্পর্শ করি তাহলে ও আমার মাথা ফাটিয়ে ফেলবে। এমনিতেই ও রাগে লাল হয়ে আছে।
|
|

৩০ মিনিট ধরে দাদী দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে কিন্তু আমি লজ্জায় দরজা খুলতে পারছি না। খুলবো কি করে খাট তো ভাঙা ঠিক করতে পারি নি।।

অবশেষে দরজা খুললাম। দাদী রুমে ঢুকে খাট দেখে যখনি চিৎকার দিবে তখনি দাদীর মুখ চেপে ধরে বললাম,
-- দাদী, খাট দাদা ভেঙেছে। স্বপ্নে দাদা এসেছিলো। দাদা এসে দেখে আমি আর তোমার নাত বউ খাটে শুয়ে আছি। তখন আমাদের খাট থেকে লাথি দিয়ে ফেলে দেয় আর রাগে নিজের খাট নিজে ভেঙে ফেলে।

দাদী আমার কথা শুনে অবাক হয়ে বললো,
~ বলেছিলাম না এই বুইড়া মরার পরেও আমার পিছন ছাড়ে নি। তুই তো বিশ্বাস করতি না এখন দেখলি তার প্রমাণ...

দাদী মনে হয় আমার কথা বিশ্বাস করেছে। আমি কোন রকমে লজ্জার হাত থেকে বাচলাম তাকিয়ে দেখি শ্রাবণী মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে...

দাদার_খাট
অদ্ভুত_জগৎ
©️

23/05/2023

গত বছর আপনার বাইকার বন্ধুকে ট্যুর বাবদ ৩০০০ টাকা ধার দিয়েছিলেন এবং তারপর থেকে সে টাকা ফেরত দিতে নানা রকম তালবাহানা শুরু করে, টাকার কারণে বন্ধুর প্রতি একধরনের রাগ, ঘৃণা তৈরী হয়ে যাচ্ছে ।

আপনি তাকে অনেক অনুরোধ করেছেন অন্তত ১০০০ টাকা দিতে এবং বাকিটা আর দেওয়ার দরকার নেই । কারণ আপনি হঠাৎ ট্যুরে বের হবেন।

বন্ধু তখন বলল সে আপনাকে শুধুমাত্র ৫০০ টাকা দিতে পারবে কারণ তার কাছে শুধু মাত্র এ টাকাই আছে ।

অনেক ভেবে দেখলেন যে নাই মামার থেকে কানা মামা ভালো, ৫০০ টাকা অন্তত নেওয়া যাক, তাই অবশেষে আপনি নম্বর দিয়ে দিলেন টাকা পাঠানোর জন্য ।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখলেন ৫০০০ টাকা ব্যালেন্স । নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন নাহ কিন্তু আসলে ৫০০০ টাকা ব্যালেন্স ।

ফোন চেক করতে গিয়ে দেখলেন আপনার বন্ধু ৪৩ বার মিসড কল সাথে অতিরিক্ত ১৭ বার মেসেজ দিয়েছে ।

যেখানে ৪৫০০ টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে। কারণ সে শুধুমাত্র ৫০০ টাকা পাঠাতে চেয়েছিল কিন্তু ভুলবশত একটি অতিরিক্ত শুন্য (০) বেশি দিয়েছে ৷

এ অবস্থায় আপনি কি করবেন?

১. ৪৫০০ টাকা ফেরত পাঠাবেন?
২. আপনার সম্পূর্ণ ৩০০০ টাকা রেখে বাকী টাকা ফেরত দিবেন?
৩. পুরো ৫০০০ টাকা টাই মেরে দিবেন?

Address

Muladuli, Ishwardi
Pabna
6623

Alerts

Be the first to know and let us send you an email when Oishi Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oishi Lifestyle:

Videos

Share