Public Perception

Public Perception Now it's time yours

ধানমন্ডি থেকে গ্রেপ্তার আমির হোসেন আমু
06/11/2024

ধানমন্ডি থেকে গ্রেপ্তার আমির হোসেন আমু

27/10/2024

কোনও চাঁদাবাজ থাকবে না - ফারুক মোল্লা, সভাপতি, বেড়া গণঅধিকার পরিষদ।

04/10/2024

গাজিপুরের কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে চলছে শ্রমিক সমাবেশ।
' শ্রমিক অধিকার পরিষদ ' আয়োজিত এই সমাবেশ।

গণঅধিকার পরিষদ,  #পাবনা_জেলার_বেড়া_উপজেলার অন্তর্গত  #পুরান_ভারেঙ্গা_ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির ৬ মাসের জন্য ঘোষণা।
22/09/2024

গণঅধিকার পরিষদ, #পাবনা_জেলার_বেড়া_উপজেলার অন্তর্গত #পুরান_ভারেঙ্গা_ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির ৬ মাসের জন্য ঘোষণা।

স্টেকহোল্ডার: বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়ক এবং সহ-সমন্বয়ক প্রক...
22/09/2024

স্টেকহোল্ডার: বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়ক এবং সহ-সমন্বয়ক প্রকাশ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক এবং বর্তমান নেতা। তবুও আন্দোলনের একক স্টেকহোল্ডার হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে দাবি করছি না। অন্ধকারের ঘনঘটা কেঁটে যাওয়ায় সুদিনে এসে বিন ইয়ামিন মোল্লা কিংবা নাজমুল হাসানকেও একক মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছি না।

এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিলো না- এটা ছিলো গণঅভ্যুত্থান। হাসিনার 'রাজাকার' বলার মাস্টারমাইন্ড কে? মেট্রোর পিলার ধরে কান্না করার মাস্টারমাইন্ড কে? ছাত্রদেরকে উপর্যুপরি গুলি করার মাস্টারমাইন্ড কে? হাসিনা এসকল মিসটেক করেছিলো বলেই তো আন্দোলন বেগবান হয়েছিল।

পরিস্থিতির বিকাশে দল-মত-নির্বিশেষে নিজ নিজ প্ল্যাটফর্ম ছেড়ে সাধারণ শিক্ষার্থীর কাতারে এসে আন্দোলন করেছে সবাই - যে আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, শিবির, বাম দল সহ সবার অংশগ্রহণ ছিলো উল্লেখযোগ্য। নেটওয়ার্ক বন্ধ থাকাকালে কোনো মাস্টারমাইন্ড কিংবা সমন্বয়কের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হয় নি। স্পষ্ট করে বললে ঐ সময়ে উত্তরা,রামপুরা,বাড্ডা,মোহাম্মদপুর,যাত্রাবাড়ি,শনির আখড়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন বেগবান হয়েছে, কোনো সমন্বয়কের নেতৃত্বে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্থান পাওয়ার ক্ষেত্রেও অনেক যোগ্য ব্যাক্তিতে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকার অজুহাত দেখানো হয়েছে - যেখানে নাহিদ ইসলাম,আসিফ মাহমুদসহ প্রথম সারির অনেকেই একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিন ইয়ামিন মোল্লা, নাহিদ উদ্দিন তারেক, নেওয়াজ খান বাপ্পী, সাব্বির হোসাইন, জানে আলম অপুসহ অনেক ছাত্রনেতাকে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় স্পেস দেওয়া হয় নি। তবুও সবাই নিজ নিজ জায়গা থেকে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েছে।

ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ঢাকা কলেজ - সাইন্সল্যাবের আন্দোলনে শুরু থেকে শেষ অবধি জীবনঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছে নাজমুল - রাকিব। লোকমুখে চর্চা হয়েছে নাজমুল হাসান ঢাবির শিক্ষার্থী হলে সে-ই আজ উপদেষ্টা হতো, কিংবা সমন্বয়কদের তালিকার শীর্ষে থাকতো। নাজমুল হাসান ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক।
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ নয় - তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজসহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি জেলায়-উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা নেতৃত্ব দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির যারা যারা ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আছেন তাদের তালিকা আমার জায়গা থেকে প্রকাশ করলাম - (নাম,ছাত্র অধিকার পরিষদের পদবী)

★ কেন্দ্রীয় সমন্বয়ক

১.নাহিদ ইসলাম - ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী (১)
২.আসিফ মাহমুদ - সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় (৪)
৩.আব্দুল কাদের - সাবেক সামাজিক মাধ্যম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (৬)
৪.আব্দুল হান্নান মাসুদ - সাবেক সভাপতি, স্যার এ এফ রহমান হল ও সমন্বয়ক, কর্মসূচি বাস্তবায়ন সেল, ঢাকা বিশ্ববিদ্যালয় (৮)
৫.রিফাত রশিদ - সাবেক সাধারণ সম্পাদক, স্যার এ এফ রহমান হল ও সমন্বয়ক, সাহিত্য সেল, ঢাকা বিশ্ববিদ্যালয় (১২)
৬.হাসিব আল ইসলাম - সাবেক সমন্বয়ক, প্রচার ও প্রকাশনা সেল, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৩)
৭.লুৎফর রহমান - সাবেক সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৫)
৮.আহনাফ সাঈদ খান - সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৬)
৯.মোয়াজ্জেম হোসেন - সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (১৭)
১০.তরিকুল ইসলাম - সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি (২২)
১১.নুসরাত তাবাসসুম - সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (২৩)
১২.নাজমুল হাসান - সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (৪৪)
১৩.ইব্রাহিম নিরব - সাবেক সহ-সমন্বয়ক, লালবাগ থানা (৪৭)
১৪.আসাদ বিন রনি - সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ (৪৯)

★ কেন্দ্রীয় সহ-সমন্বয়ক

১.শাকিল আহমেদ - সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি (৫৬)
২.মোঃ রাকিব - সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজ (১০২)
৩.মোঃ সুজন মিয়া - দপ্তর সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ (১০৪)
৪.মেহেদী হাসান বাবু খান - সভাপতি, চুয়াডাঙ্গা জেলা (১০৮)
৫.তসলিম হাসান অভি - সদস্য, কেন্দ্রীয় কমিটি (১০৯)

এছাড়াও আরও হাজার হাজার নেতাকর্মী সারাদেশে নেতৃত্ব দিয়েছে, আমি শুধু কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করেছি, তবুও আমার পক্ষে হয়তো সবার নাম যুক্ত করা সম্ভব হয় নি বা ভুল-ত্রুটি থাকতে পারে, জানাবেন, সংযোজন-বিয়োজন করে দিবো।

পরিশেষে বলতে চাই, ২০২৪ এর বিজয় অর্জনে সবচেয়ে বড় ভূমিকা ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলনের। ২০১৮ না আসলে ২০২৪ আসতো না, মেনে নিতে হবে। ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুন, রাশেদ খান, নুরুল হক নুর - তাদের অবদান অনস্বীকার্য। আওয়ামী ফ্যাসিস্টদের পতন আদতে জুলাই-আগস্টে হলেও, এর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর দীর্ঘ ১৫/১৬ বছরের ত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ ছাড়া কোনো ছাত্র সংগঠন কথা বলতে পারতো না, দাঁড়াতে পারতো না, তখন ছাত্র অধিকার পরিষদ হামলা হবে নিশ্চিত জেনেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আঙুল তুলতো। এগুলো তো অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি-জামায়াত-গণঅধিকারসহ সকল রাজনৈতিক দলের ত্যাগের ফসল আজকের এই বাংলাদেশ। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কিংবা সমন্বয়ক সারা বাংলাদেশের সকল মুক্তিকামী জনতা, কোনো একক ব্যাক্তি নয়।

তানভীর আহমেদ
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা কলেজ।[২২.০৯.২০২৪]

21/09/2024

খুনি হাসিনার ফাঁসির দাবিতে গণঅধিকার পরিষদ এর বিক্ষভমিছিল

17/09/2024

বুকের একপাশ দিয়ে গুলি করে ঝাঁঝরা করেছে আমরা টা স্বচক্ষে দেখেছি-
নাজমুল হাসান
সহ- আইন সম্পাদক
জিওপি পাবনা জেলা শাখা।

16/09/2024

পাবনা ২ আসনে প্রার্থী মাজহারুল ইসলাম -
জাহাঙ্গীর মাস্টার
সভাপতি
গণঅধিকার পরিষদ, পাবনা জেলা শাখা।

15/09/2024

আমরা ভোটেও দাঁড়াবো এম পি ও হবো -
মাসুদ পারভেজ
যুগ্ম - সাধারণ সম্পাদক
গণঅধিকার পরিষদ পাবনা জেলা

সিন্দুরী গ্রাম ভিত্তিক সামাজিক, সংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন  #তারুণ্য_ফাউন্ডেশন" সিন্দুরী আমিনপুর , পাবনা এর  সাংগঠনি...
04/09/2024

সিন্দুরী গ্রাম ভিত্তিক সামাজিক, সংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন #তারুণ্য_ফাউন্ডেশন" সিন্দুরী আমিনপুর , পাবনা এর সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ১৭ (সতেরো) সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ (এক) বছরের জন্য কমিটি ঘোষণা।

৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকী । ঘোষিত কমিটির সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক হলেন মোঃ নুর আলম । এ ছাড়া উপদেষ্টা কমিটির সদস্যসংখ্যা ৩ জন, সহ-সভাপতি ২ জন যুগ্ন সাধারণ সম্পাদক হলেন ২ জন। উপদেষ্টাগণ হলেন মোহাম্মদ ইমরান খান, মিলন মাহমুদ, ও মো রিপন মাহমুদ সহ-সভাপতিগণ হলেন মোঃ সালাউদ্দিন শেখ, মো নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদকগণ হলেন সৌরভ আলি, মো আকাশ শেখ সাংগঠনিক সম্পাদক হলেন মো রুমন খান ।

“তারুণ্য ফাউন্ডেশন” এর প্রধান উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকী জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার ও সামাজিক কার্যক্রম করার জন্য একার পক্ষে বাস্তবায়ন করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। একারণেই আমারা এলাকার যুবক সমাজরা মিলে এই সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালোকাজে "তারুণ্য ফাউন্ডেশন" সবসময় সবার পাশে থেকে কাজ করে যাবে।

15/08/2024

গণঅধিকার পরিষদের এর আজকের মিছিল
শেখ হাসিনার ফাঁসির দাবিতে।

08/08/2024

বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে - আইনুল হক
সহ ছাত্র বিষয়ক সম্পাদক জিওপি কেন্দ্রীয় সাংসদ।

08/08/2024

সকল বিভেদ ভুলে গিয়ে নতুন বাংলাদেশ গড়ি - জাহিদুর রহমান খান

08/08/2024

আমারা সারা বাংলাদেশের ছাত্র জনতাকে ধন্যবাদ চাই

মাজহারুল ইসলাম
সাধারণ সম্পাদক
গণঅধিকার পরিষদ পাবনা জেলা শাখা।

20/07/2024

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে গতরাতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে।

19/07/2024

রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে।
এসব ঘটনায় ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

19/07/2024

শুক্রবারের সকাল থেকে কিছু আপডেট:
১. রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। অনেক এলাকা এখনো আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। পুলিশ ও সরকার দলীয়রা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
২. আশুগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে
৩. ভৈরবে থানা ঘেরাও করলেন আন্দোলনকারীরা, গুলি, আহত শতাধিক। পুলিশ বক্সে আগুন।
৪. সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চলছে, রাতে বাস ও পিকআপে অগ্নিসংযোগ
৫. রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি
৬. রাতে নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে আগুন
৭. দর্শনা দিয়ে দেশে ফিরলেন ৭০ ভারতীয় শিক্ষার্থী, অপেক্ষায় আরও অনেকে
৮. জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ এবং বিএনপি'র মধ্যে সংঘর্ষ। রুহুল কবীর রিজভী আটক।
৯. বিকাশ, রকেট এবং অন্যান্য ব্যাংকিং সার্ভিস বন্ধ। মোবাইল রিচার্জ করা সম্ভব হচ্ছে না। কোন যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। বিভিন্ন স্থানে স্যাটেলাইট টেলিভিশন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
১০. কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না, আমাদের গ্রেপ্তার বা গুম করা হতে পারে: কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম
১১. পল্টন ও প্রেসক্লাবে সংঘর্ষ ও হামলার ঘটনা। গণতন্ত্রের মিছিলে গুলি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ও জোনাইদ সাকী আহত। জোনাইদ সাকীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ঘেরাও করেছে যুবলীগ ও ছাত্রলীগ।
১২. জুমার নামাজের পর নানা জায়গায় মসজিদ থেকে মিছিল বের হয়েছে। চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ এলাকায় মিছিলে পুলিশের বাধা। সংঘর্ষ চলছে।
*
গত রাত ৯টা থেকে গোটা দেশে কমপ্লিট ইন্টারনেট শাটডাউনের কারণে গোটা দেশের পুরো চিত্র পাওয়া এই মুহুর্তে কঠিন। সকালে কোনো কোনো পত্রিকা অফিসে বিশেষ ব্যবস্থায় অনলাইন সংযোগ পাওয়া গেলেও, খুবই ধীরগতির। প্রথম আলো ও মানবজমিনের অনলাইনের কিছু আপডেট এখানে দেওয়া হলো।

18/07/2024

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Public Perception posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Public Perception:

Videos

Share


Other Media/News Companies in Pabna

Show All