11/01/2024
আপনারা বিভিন্ন কোচ দেখে থাকেন । এক এক টা এক ধরনের কোচ । কোচের গায়ে কি ধরনের কোচ তা লিপিবদ্ধ থাকে । চলুন দেখে নেই কিভাবে বুঝা যায় এই সকল ওয়ার্ড দেখে এটা কি ধরনের কোচ।
W = ভেস্টিবিউল অর্থাৎ মাঝে যাতায়াতের দরজা আছে ।
E = শোভন সিট বা ২য় শ্রেণী
C = শোভন চেয়ার
CC = প্রথম চেয়ার
J = তাপানুকুল
FC = ফাস্ট ক্লাস নন এ সি কুপ
PC = পাওয়ার কার
CD = খাবার গাড়ী
L = লাগেজ
R = গার্ড কামরা বা গার্ড ব্রেক
S = ২য় শ্রেণী আবার আন্তঃনগরে ২য় শ্রেণী স্লিপার
এখন ধরুন ঃ
WE = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ।
WEC =আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন চেয়ার ।
WJC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) এ সি ক্যাবিন বা কুপ ।
WCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) প্রথম চেয়ার ।
WJCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) তাপাকুনুল স্নিগ্ধা।
WEPC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ও পাওয়ার কার ।
WELR = আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, লাগেজ কম্পারট্মেন্ট ও গার্ড ব্রেক বা কামরা ।
WER = আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, ও গার্ড ব্রেক বা কামরা ।
S = মেল বা ২য় শ্রেণির ট্রেনে ২য় শ্রেণী ।
L = মেল ট্রেনে ব্যবহৃত লাগেজ কোচ ।
SLR = মেল ট্রেনে ব্যবহৃত ২য় শ্রেণী, লাগেজ ও গার্ড ব্রেক ।
এভাবে অন্য গুলো আপনারা বের করে নিতে পারেন ।
(ভুল থাকলে বা বাদ পড়লে দয়া করে একটু জানাবেন)
© নাজমুল ইসলাম আংকেল
ছবি - সোয়েব ভাই