Badal information

Badal information kaje asbe amon khobor chai. সর্বদা সৎ ভাবে বেঁচে থাকার জন্য ও হালাল রুজি রোজগারের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি

11/01/2024

আপনারা বিভিন্ন কোচ দেখে থাকেন । এক এক টা এক ধরনের কোচ । কোচের গায়ে কি ধরনের কোচ তা লিপিবদ্ধ থাকে । চলুন দেখে নেই কিভাবে বুঝা যায় এই সকল ওয়ার্ড দেখে এটা কি ধরনের কোচ।

W = ভেস্টিবিউল অর্থাৎ মাঝে যাতায়াতের দরজা আছে ।
E = শোভন সিট বা ২য় শ্রেণী
C = শোভন চেয়ার
CC = প্রথম চেয়ার
J = তাপানুকুল
FC = ফাস্ট ক্লাস নন এ সি কুপ
PC = পাওয়ার কার
CD = খাবার গাড়ী
L = লাগেজ
R = গার্ড কামরা বা গার্ড ব্রেক
S = ২য় শ্রেণী আবার আন্তঃনগরে ২য় শ্রেণী স্লিপার

এখন ধরুন ঃ
WE = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ।
WEC =আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন চেয়ার ।
WJC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) এ সি ক্যাবিন বা কুপ ।
WCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) প্রথম চেয়ার ।
WJCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) তাপাকুনুল স্নিগ্ধা।
WEPC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ও পাওয়ার কার ।
WELR = আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, লাগেজ কম্পারট্মেন্ট ও গার্ড ব্রেক বা কামরা ।
WER = আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, ও গার্ড ব্রেক বা কামরা ।
S = মেল বা ২য় শ্রেণির ট্রেনে ২য় শ্রেণী ।
L = মেল ট্রেনে ব্যবহৃত লাগেজ কোচ ।
SLR = মেল ট্রেনে ব্যবহৃত ২য় শ্রেণী, লাগেজ ও গার্ড ব্রেক ।

এভাবে অন্য গুলো আপনারা বের করে নিতে পারেন ।

(ভুল থাকলে বা বাদ পড়লে দয়া করে একটু জানাবেন)

© নাজমুল ইসলাম আংকেল
ছবি - সোয়েব ভাই

৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।১| নদীর পাড়ের বাড়ি২। ব্রেক ছাড়া গাড়ি৩। ঘর ছাড়া নারী।তিনটি জিনিস একবার আসেঃ(১) মাতা...
23/05/2023

৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে
শেয়ার করুন’
এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে
দিন ।

26/04/2023

কোরানে ব্র্যাস্ট ফিডিং মিউ
বুকের দুধ যে শিশুর বৃদ্ধি আর আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সবারই জানা। কিন্তু আজ থেকে ১৪০০ বছর ধরে কোন বইয়ের জন্য যদি বার শিশুকে ফেসবুকের দুধের পরিচয়ের জন্য প্রায় অনুষ্ঠান করা হয় তবে চিন্তাই হতে পারে। আর সেই লেখাটা ডাক্তারী কোন বইতে না হয় যদি ধর্মগ্রোহ হয় তবে বিস্ময়ের পর্ব আরো একটা দেখা যায়। হ্যাঁ, সেই মহাগ্রন্থি হচ্ছে আল-কোরান। যেখানে একটি কথাটি নয় প্রায় ৪টি আয়াতে শিশুকে বুকের দুধের কথা বলা হয়েছে। এবং শিশুদিন এবং কিভাবে বুকের দুধ দিতে হবে

খুব ভাল করেই বোঝান। [ সুরা বাকারা ২:২৩৩ ]
এই আয়াতে মহান আল্লাহ পূর্ন দুই বছর শিশুকে বুকের দিধ দিতে বলেছেন লেখক। এবং যদি কোন কারনে শিশুকে বুকের দুধের কোডন ব্যবহার করা সম্ভব না হয় তাহলে প্রয়োজনে ধাত্রীর সহায়তা নিয়ে শিশুকে দুধ পান করাতে লেখক। আমাদের প্রিয় ভাইজি (সাঃ) কিন্তু বিবি হালিধা দুধ পান। এর পরের আয়াতটি হচ্ছে- সূরা লোক কুল ১৪নং আয়াত। এবং এখানে শিশুকে দুই বছর বুকের দুধে বলা হয়েছে। আর আমি পুলিশ তার-মাতার সাথে সদ্ব্যবহর জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গড়ে তুলেছে। তার দুধ ছাড়ানো দু’টি হয়। নির্দেশ করছি যে, আমার প্রতি ও তোমার কাছে-মতার প্রতি কৃতজ্ঞ হও। শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসতে হবে। সুরা লুকমান ৩১:১৪ ]

সূরা আক্কাফের ১৫নং আয়াতে শিশুকে দুধের কথা বলা হয়েছে। তার জননী তাকে কষ্ট সহকারে গভীরে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য সীমায় ত্রিশ মাস। [সুরা আহক্বাফ ৪৬:১৫]
মজার প্রশ্ন হচ্ছে সমালোচনার আয়াতে শিশুকে দুই বছর দুধ দেবার বলা হয়েছে, কিন্তু সুরা আহক্কাফে গ্রুপধারন আর স্তবকের ক্ষেত্রে ৩০ মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে মহান আল্লাহ একটি ভুত বিষয় বলতে চাইছেন। কোরানের সূরা বাকারা আর সুরা লোকমান অনুযায়ী মাকে শিশু দুধে দুই বছর, অন্য ২৪ মাস। এ দুই আয়াতে কিন্তু গর্ভধারণের কথা বলা হয় না। কিন্তু সুরাক্কাফে বলা হচ্ছে গর্ভধারন + স্তন্য প্রদান = ৩০ মাস। দুধ পছন্দ করতে হবে ২৪ মাস। বাকি থাকতে গ্রেপে ধরন, ৩০-২৪=৬ মাস। তারমানে মা যদি ৬ মাসের পুরানো প্র্যাচুর শিশুও গ্রেবে ধারন করে তাহলে শিশুকে জন্ম দেয় ২ বছর বা ২৪ মাস বুকের দুধ এবং দুধে। আমরা জানি সন্তানের সন্তানের ৬ থেকে ৭ মাস বয়স এজ অফ ভায়াবিলিটি। ভিন্ন ভিন্ন ভিন্নভাবে গড়ে তোলা কোরানে মহান আল্লাহ প্রিম্যাচুর শিশুকেও বুকের দুধ দিতে লেখক।
ছবিঃ কোরানের আয়াত অনুসারে মা ৬ প্রি-ম্যাচুউ শিশুকেও বুকের দুধ বছর ২৪ মাস ২। সুরা তাকলার ৬নং আয়াতে বলা হয়েছে, "তোমরা আমাদের সামর্থ অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, শান্তিতে বসবাসের জন্য সেরূপ গৃহে থাকবে। , তবে সুখী প্রাপ্য আমি শ্রমিকের জন্য এবং এ সম্পর্কে পরস্পর সংযত পরামর্শ দেবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে অন্য নারী স্তন্যদান করবে ।

পাঁকা বাড়িতে বাস করেন কিন্তু এই বাড়ি তৈরির মুল উপাদান ইট কিভাবে তৈরি হয় ?
03/01/2023

পাঁকা বাড়িতে বাস করেন কিন্তু এই বাড়ি তৈরির মুল উপাদান ইট কিভাবে তৈরি হয় ?

পাকা বাড়ির জন্য ইট কিভাবে তৈরি করা হয় || How bricks are made for a paved house. #ইট Hi V...

ভৈরব ব্রীজ যশোরের অভয়নগরে
01/01/2023

ভৈরব ব্রীজ যশোরের অভয়নগরে

26/12/2022

Argentina the FIFA wold cup champion/2022:-

কম্পিউটারের নাড়ি ভুড়ি: OMG
24/12/2022

কম্পিউটারের নাড়ি ভুড়ি: OMG

24/12/2022

অভয়নগর মুক্ত দিবস উদযাপন এর সুন্দর সোনা মনিদের নিত্য:-
#নিত্য #অনুষ্ঠান #দিবস উদযাপন

24/12/2022

সম্পূর্ণ ভিডিও দেখতে লিংকটিতে ক্লিক করুন:-https://youtu.be/W-Dv4fGWOso

17/12/2022

খেলার মাঠে ঘটে যাওয়া অপ্রিতিকর ও অপ্রত্যাশিত কিছু ঘটনা

Pirbari Mosque  Nowapara, Abhoynagar, Jessore
13/12/2022

Pirbari Mosque Nowapara, Abhoynagar, Jessore

Our environments so nice, it gave by Greatest Almighty Allah.
13/12/2022

Our environments so nice, it gave by Greatest Almighty Allah.

15/11/2022

আমাদের "Our Elements" ইউটিউব চ্যানেলটি সমাজের বিভিন্ন রকম ভাইরাল ঘটনা প্রবাহ তুলে ধরবে এবং সেগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করে...

06/06/2022

জেনে নিন আমার জেলা যশোর সম্পর্কে কিছু তথ্য

যশোরে কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে

♦ ১৪১৮ খৃষ্টাব্দে খানজাহান আলী যশোরের শাসক হিসেবে আগমন করেন। এসময় বারবাজার, মুড়লী কসবা, পয়গ্রাম কসবা ও বাগেরহাট এই চারটি নগরী প্রতিষ্ঠা করেন তিনি।

♦ ১৫৭৬ খৃষ্টাব্দে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। রাজা বিক্রমাদিত্য ও বসন্ত রায় এর প্রতিষ্ঠাতা।

♦ ১৭৮১ খৃষ্টাব্দে ইংরেজ শাসনামলে ঘোষিত যশোর জেলা মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, বৃহত্তর খুলনা, রাজবাড়ি এবং বনগাঁ জেলাকে নিয়ে গঠিত হয়।

♦ ১৮৩৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় যশোর জিলা স্কুল; যা বাংলাদেশের প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম।

♦ ১৮৪২ খৃষ্টাব্দে যশোর শহরে স্থাপিত হয় জেলা কাউন্সিল হাসপাতাল।

♦ ১৮৪৩ খৃষ্টাব্দে ঝিকরগাছার শিমুলিয়ায় দেশের অন্যতম প্রাচীন গির্জা প্রতিষ্ঠিত হয়।

♦ ১৮৫৪ খৃষ্টাব্দে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় যা এদেশের প্রাচীনতম পাবলিক লাইব্রেরি।

♦ ১৮৫৪ খৃষ্টাব্দে যশোরের তৎকালীন ম্যাজিস্ট্রেট বিউফোর্ড অতি কার্যকরী পয়ঃনিস্কাষণের সুব্যবস্থা করেন যা ছিল স্মরণীয় পদক্ষেপ।

♦ ১৮৬৪ সালের ১ আগস্ট গঠিত হয় যশোর পৌরসভা। কলকাতা ও হাওড়া পৌরসভার পরেই যশোর পৌরসভার স্থান।

♦ ১৮৬৫ সালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে।

♦ ১৮৬৮ সালে যশোরের ঝিকরগাছা হতে শিশির কুমার ঘোষ বাংলাদেশের প্রথম ইংরেজি পত্রিকা অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেন যা ছিল কলকাতার অন্যতম জনপ্রিয় ইংরেজি পত্রিকা।

♦ ১৮৭৫ সালে যশোর কেন্দ্রীয় কারাগার কার্যক্রম শুরু করে।

♦১৮৭৮ সালে নড়াইল সদর হাসপাতাল স্থাপিত হয়। ১৯৪৪ সালে এটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয় এবং প্রথম শ্রেণির স্টেট হাসপাতালের মর্যাদা পায়।

♦ ১৮৮৪ সালে কলকাতা-যশোর রেলপথ নির্মিত হয়। বেসরকারী রেল প্রস্তুতকারী কোম্পানি বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে এই রেলপথ নির্মাণ করে।

♦ ১৮৮৬ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় যা এদেশের সবচেয়ে প্রাচীন কলেজগুলোর মধ্যে অন্যতম।

♦ ১৮৯০ সালে যশোর শহর মুড়লী হতে স্থানান্তর করে বর্তমান স্থানে নিয়ে যাওয়া হয়।

♦ ১৯০১ সালে যশোর সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

♦ ১৯০৮ সালে যশোরে ডাক যোগাযোগ চালু হয়। এই বছরেই মানি অর্ডার চালু হয়।

♦১৯০৯ সালে যশোর টাউন হল নির্মিত হয়। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে একই সময়ে টাউন ক্লাব ও আর্য থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

♦১৯২১ সালে আর্য থিয়েটারের জন্য বি সরকার মেমোরিয়াল হল তৈরী করা হয় যা বর্তমানে তসরির মহল (সিনেমা হল) নামে পরিচিত।

♦ ১৯২২ সালে যশোরে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিক্যাল স্কুল ও হাসপাতাল। উপমহাদেশে তখন মেডিক্যাল স্কুল ও হাসপাতাল হাতেগোনা ছিল।

♦ ১৯৪১ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যশোর বিমানবন্দর স্থাপিত হয় যা দেশের সবচেয়ে পুরাতন বিমান বন্দরগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র এই বিমান বন্দর অবস্থিত।

♦ ১৯৫০ সালে যশোরে বিদুৎ ব্যবস্থা চালু হয়।

♦১৯৬৩ সালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়।

♦ভারত বিভাগের পর যশোরে প্রথম শ্রেণির সেনানিবাস প্রতিষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সেনা সংখ্যার অবস্থান এখানে।

♦ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যশোর প্রথম হানাদার মুক্ত হয়। অর্থাৎ বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর।

♦ ১৯৭২ সালের জুন মাসে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে আমদানী-রফতানী কাজ শুরু হয়।

♦ ২০০৩ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু হয় বৃহত্তর যশোরকে নিয়ে বংলাদেশের প্রথম জেলা ভিত্তিক ওয়েবসাইট িি.িলবংংড়ৎব.রহভড়.

♦ ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

♦ ৯ সেপ্টেম্বর ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

♦ ২০১০ সালে যশোর জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলা নির্বাচিত করা হয়।

♦যশোরে বাংলাদেশের একমাত্র আই সি টি ভবনের কাজ প্রায় শেষ পর্যায়.. এ বছরই উদ্বোধন করা হবে

by : প্রিয় যশোর

Address

Betarer Kona Dhopadi
Nowapara
7460

Alerts

Be the first to know and let us send you an email when Badal information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Nowapara

Show All