15/09/2024
মা নামটি শুনলেই মনের ভেতর আনন্দের জোয়ার বয়ে যায়। এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয়না। মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা।😭😭গত ১৬/০৯/২০২৩ এই তারিখে মাকে হারিয়েছি আমি মা হারানো যে কত কষ্ট 😭😭
সবাই দোয়া করবেন আল্লাহ যেনো আমার মা কে জান্নাতুল ফেরদাউস নসিব করে
রাব্বির হামহুমা কামারাব্বায়ানি সাগিরা
😭😭😭😭😭😭মা😭😭😭
হাজার বছর বেঁচে থাকুক এবং ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা