IQbal Mahmud

IQbal Mahmud Everything happens in Allah's direction.

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
05/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

collected.

30/11/2023
22/10/2023

প্রশ্ন:“আল্লাহর প্রিয় বান্দারা যদি আল্লাহর নিরাপত্তায় থাকেন,তাহলে কখনো কখনো তাদের থেকে এই নিরাপত্তা উঠে যায় কেন?”
উত্তর:“আল্লাহতা'আলা তাঁর বান্দাদের অভিভাবক। বিভিন্ন অবস্থায় তাদের শিক্ষা দেন।তিনি তাঁর প্রিয় বান্দাদের কারো কারো দিয়ে এমন কাজ করিয়ে নেন,যাতে ওই বান্দা তার কাজের জন্য নিজের প্রবৃত্তির উপর ধিক্কার দেওয়ার সুযোগ আসে।আপাদমস্তক তাকে আল্লাহ'র মুখাপেক্ষী বানিয়ে দেয়।সব অহংবোধের মূলোৎপাটন করে দেন।”

collected.

😄😄😄😄
21/10/2023

😄😄😄😄

নিট ওজন:৫টাকা🤭
16/10/2023

নিট ওজন:৫টাকা
🤭

07/10/2023

মেহেদী হাসান মিরাজকে আজকে থেকে আমরা “মেহেদী হাসান মিরাজ” বলবোনা।বলবো,“সাকিব আল হাসান টু”।

-Kafi,
Recent fact analysts,Youtubers, Content creators.

🙃🙃🙃🙃🙃
05/10/2023

🙃🙃🙃🙃🙃

Eyes after cryingcollected.
05/10/2023

Eyes after crying

collected.

🤭🤭🤭🤭🤭
03/10/2023

🤭🤭🤭🤭🤭

🙃
01/10/2023

🙃

 ,   😄😄😄
26/09/2023

,
😄😄😄

বিশ্বাসের চেয়ে যুক্তি সবসময়ই কঠিন।
09/09/2023

বিশ্বাসের চেয়ে যুক্তি সবসময়ই কঠিন।

বাবার জোরে অফিসের বিরাট পদ জুটিয়ে নেয় যারা তাদেরকে কোনো কর্মচারিই সুনজরে দেখে না।-পেন্ডুলাম।  মোহাম্মদ নাজিম উদ্দিন।
04/09/2023

বাবার জোরে অফিসের বিরাট পদ জুটিয়ে নেয় যারা তাদেরকে কোনো কর্মচারিই সুনজরে দেখে না।

-পেন্ডুলাম।
মোহাম্মদ নাজিম উদ্দিন।

সব বন্ধুমহলে কমপক্ষে একজন পেটুক থাকে।
28/08/2023

সব বন্ধুমহলে কমপক্ষে একজন পেটুক থাকে।

পাশাপাশি দুটি দ্বীপ যাদের নাম গ্রেড ডায়মন্ড আইসল্যান্ড ও লিটল ডায়মন্ড আইল্যান্ড।এই দুই ডায়মন্ড দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র...
22/08/2023

পাশাপাশি দুটি দ্বীপ যাদের নাম গ্রেড ডায়মন্ড আইসল্যান্ড ও লিটল ডায়মন্ড আইল্যান্ড।
এই দুই ডায়মন্ড দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র তিন মাইল বা সাড়ে চার কিমি, কিন্তু বড় দ্বীপটি তার ছোট প্রতিবেশী হইতে (21 ঘন্টা) প্রায় এক দিন এগিয়ে। কারণ তারা আন্তর্জাতিক তারিখ রেখার ভিন্ন ভিন্ন পাশে অবস্থান করে। গ্রেড ডায়মন্ড রাশিয়ার পাশে অবস্থিত এবং লিটল ডায়মন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

শীতকালে দুটি দ্বীপের মধ্যে যে বরফের সেতু তৈরি হয় তার মাধ্যমে আপনি চাইলেই হেটে দ্বীপ ২টির মধ্যে যাতায়াত করতে পারবেন। যদিও সেটা আইনত অবৈ*ধ।
collected.

 #বিশ্বকাপ_ক্রিকেট  #পাকিস্তান হলো বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী যার পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নেই।মেধা আছে কিন্তু পরিশ্...
21/08/2023

#বিশ্বকাপ_ক্রিকেট

#পাকিস্তান হলো বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী যার পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নেই।মেধা আছে কিন্তু পরিশ্রমের বালাই নেই।সেমিস্টার ফাইনালের আগে কোনো রকমে নোট শিট ম্যানেজ করে নাকে মুখে পড়া গুঁজে এক্সাম হলে পৌছায়। মাঝে মাঝে ঠিক সময়ে পৌছাতেও পারেনা।১০ মিনিট লেট করে জবুথুবু অবস্থায় হল সুপারের পারমিশন নিয়ে এক্সামে বসে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে কয়েকবার এক্সপেলড হবার নজির ও যার আছে। তারপর ও কিভাবে যেন একবার ফাইনালে টপ করেছিল।সেই থেকে সবাই কেমন যেন সমীহের চোখে দেখে।

#ভারত হলো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ডিসেন্ট স্টুডেন্ট।
পড়াশোনাকে যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।শতভাগ এটেন্ডেন্স, সামনের সিটে বসা,নিয়মিত মন দিয়ে লেকচার শোনা,নোট বানানো সবকিছুতে তার আগে পিছে কেউ নেই।
পরীক্ষার দিন চুলে মাঝখানে সিথি কেটে, স্কেল বক্স বোগলদাবা করে ঘড়িতে টাইম দেখতে দেখতে যে সবার আগে যে পরীক্ষার হলে পৌছায়।
সংগত কারনেই টিচারদের সাথে তার সম্পর্ক ভাল(টিচারদের কাছে প্রাইভেট পড়ে কিনা)
নৈতিক অনৈতিক সব রকমভাবেই সে উপর মহলের সাহায্য পায়।

#শ্রীলংকা হলো বিশ্ববিদ্যালয়ের বখে যাওয়া প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, সঙ্গদোষে ও অভিভাবকত্বের অভাবে যার মারাত্বক অবনতি ঘটেছে।এখন শুধু সে তার আগের মার্কসিট গুলো দেখে হাপিত্যশ করে।কোনো এক শুভ দিন দেখে পড়াশোনা শুরু করবে বলে ভেবে রেখেছে।সেই শুভ দিন টা আসছে না।

#ইংল্যান্ড হলো ক্লাসের সবচেয়ে ধনী ছাত্র।তার বাবা এই বিশ্ববিদ্যালয় খুলেছিল কিন্তু সে নিজেই এখন পাশ করে বের হতে পারছে না।পরীক্ষার হলে কেমন যেন নার্ভাস ফিল করে।শেষের দিকে সব গন্ডগোল করে বসে।এবারও পাশ করে বের হতে পারবে বলে মনে হচ্ছে না।

#আফগানিস্তান হলো মফস্বল থেকে উঠে আসা চ্যাংড়া যুবক। আশে পাশের ১৪ টা গ্রামের ভেতর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রথম ছেলে। সংগত কারনেই চরম এক অহংকার ভাব তার চোখে মুখে। সারাক্ষনই ধরাকে সরা জ্ঞান করে। তার কাছে সে নিজে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। অবশ্য গত সেমিস্টার ফাইনালে প্রতিটা সাবজেক্টে ধরা খেয়েছে।আজকাল খুব বিষন্ন দিন কাটে।পা এখন মাটিতে।

#সাউথ_আফ্রিকা হলো ক্লাসের সেই ডিসেন্ট শিক্ষার্থী যার সারাবছরের পার্ফর্মেন্স খুব ভাল।মিড, কুইজ,প্রেজেন্টেশন সবকিছুতে খুব ভাল করে।শুধু ফাইনাল আসলেই ডায়রিয়া, নিউমোনিয়াতে ভোগে।
সিজিপিএর নাজেহাল অবস্থা।

#নিউজিল্যান্ড ক্লাসের আন্ডাররেটেড স্টুডেন্ড।কেউ তাকে তেমন দাম টাম দেয়না।টিচাররাও তেমন একটা চেনেনা।কিন্তু এক্সাম আসলে ফাটিয়ে দেয়। দেবারই কথা।লাক খুব ভাল।যা ই পড়ে এক্সামে তা ই কমন পায়।

#অস্ট্রেলিয়া হলো ড্যাশিং প্লেবয়।সারাবছর পড়াশোনার নাম নেই।খেলাধুলা, আড্ডাবাজি,প্রেম নিয়ে সারাবছর ব্যস্ত থাকে। এক্সামে তাকে কেউ গোনাতেই ধরে না।
অথচ এক্সাম শুরু হলে দেখা যায় সে ই টপ করেছে।আগে অন্যরা হিংসা করত। এখন আর করে না।সবাই ধরেই নিয়েছে সে ধরা ছোয়ার বাইরে।

#বাংলাদেশ হলো, মধ্যবিত্ত গরীব স্টুডেন্ট।বাড়িতে তাকে নিয়ে অনেক আশা ভরসা। পক্ষাঘাতগ্রস্ত বাবা, বিধবা বোন, চোখে ছানি পড়া মা সবাই তার দিকে তাকিয়ে আছে। পরিবারের সুদিন তাকেই ফেরাতে হবে। টপ করতে হবে এমন কোনো কথা নেই।সম্মানজনক কোনো রেসাল্ট করে ভাল একটা চাকরী পেলেই হলো।
এবার ঘটনা টা আলাদা।পাশ মার্ক তোলার প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যেয়ে দেখে প্রশ্ন অনুকুলে। এ প্লাস তোলাও অসম্ভব কিছু না। ধীরে সুস্থে পরীক্ষা দিচ্ছে।পাশ অনেক আগেই হয়ে গেছে।যা পাওয়া যায় বোনাস।বড় কিছু সামনে উঁকি দিচ্ছে।

#সংগৃহীত
📸 ICC - International Cricket Council

16/08/2023

তখন মনে হয় ওয়ান বা টু তে পড়ি তখন এই বিজ্ঞাপনটা এতো সময় ধরে দেখতে বিরক্তিকর লাগতো।এখন মনে হয় মনে জায়গা পাওয়ার মতো অনূভুতি 🖤

তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।কারণঃ-১- নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হ...
13/08/2023

তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।কারণঃ-

১- নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হয় যার অর্থ "ভাল ছেলে" কারণ যখন তার বাবা-মা বৃদ্ধ হয়, তখন তারা তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়।

২-"নেকড়ে" কখন ও তার স্বাধীনতার সাথে আপোষ করে না এবং কারও দাস হয় না, যখন সিংহ সহ প্রতিটি প্রাণীকে প্রশিক্ষণের মাধ্যমে বস করা যায়, কিন্তু নেকড়েকে করা যায়না ।

৩-নেকড়ে কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে মহিলা নেকড়ের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যতিত অন্য কারো সাথে সম্পর্ক করেনা। এবং স্ত্রী নেকড়েও তার অংশীদার নেকড়ের অনুগত থাকে ।
Collected.

Happy birth dayDale steyn
27/06/2023

Happy birth day
Dale steyn

বইঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠপৃষ্ঠাঃ ২২
26/06/2023

বইঃ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
পৃষ্ঠাঃ ২২

 #কদম ফুল
24/06/2023

#কদম ফুল

★প্রতিটি মূহুর্তকে সম্মান করুন... ✅👉 ১ বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় ফেল করেছে। 👉১ মাসের কি দাম তাকে জিজ্ঞ...
23/06/2023

★প্রতিটি মূহুর্তকে সম্মান করুন... ✅
👉 ১ বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে পরীক্ষায় ফেল করেছে।
👉১ মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে গত মাসে বেতন পায়নি।
👉 ১ সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে পুরো সপ্তাহ হসপিটালে ছিল।
👉১ দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে সারাদিন ক্ষুধার্ত ছিল।
👉১ ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে কারো জন্য অপেক্ষা করেছিল।
👉১ মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে এক মিনিটের জন্য ট্রেন মিস করেছে।
👉১ সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন, যে দূর্ঘটনা থেকে বেঁচে গেছে।

তাই আসুন আমরা জীবনের প্রতিটি মূহুর্তকে সম্মান করি।

#উপদেশ

শরীর আপনার, স্বীদ্ধান্ত আপনার।
09/06/2023

শরীর আপনার,
স্বীদ্ধান্ত আপনার।

03/06/2023

★ মনে রাখবেন,আপনি কার সাথে কেমন আচরণ করছেন সেটা আপনার আশেপাশে থাকা আপনার কনিষ্ঠরা সবসময় পর্যবেক্ষণ করে এবং একটা সময় গিয়ে আপনার সাথেও সরাসরি অথবা পরোক্ষভাবে একই আচরণ করবে।

#উপদেশ পোস্ট

23/05/2023

-এতো সু-বিশাল এই সৃষ্টিরাজি নিয়ন্ত্রণের পরও,কোথায় কোন গহীন জঙ্গলে একটা ক্ষুদ্র পাতা ঝরে পড়ছে আর সেই ঝরা পাতার ব্যাপারেও তিনি বেখায়াল নন। কতো অসাধারণ অভিভাবক আপনার রব ভাবুন তো!
গাছের একটা পাতা-ঝরার ব্যাপারকেও যিনি গুরুত্ব দেন,যিনি অতি-সামান্য,তুচ্ছতিতুচ্ছ ব্যাপারটার ব্যাপরেও খোঁজ নিতে ভুলেন না,কার্পণ্য করেন না,বেখবর হন না- আপনার কি ধারণা সেই রব আপনার দুঃখ-দুর্দশা,যে নিরন্তর ক্লান্তি,যে অপরিসীম বেদনার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন,তা সম্পর্কে জানেন না?

-“কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ”
-আরিফ আজাদ

রামাদান মুবারকের শুভেচ্ছা 🥰
24/03/2023

রামাদান মুবারকের শুভেচ্ছা 🥰

হতাশ হবেন না...!আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন আপনার ও সফলতা আসবে একদিন।যেমন কিছু বাস্তব উদাহরণ দেখুন 👀বারাক ওবামা যখন প্...
23/02/2023

হতাশ হবেন না...!
আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন আপনার ও সফলতা আসবে একদিন।

যেমন কিছু বাস্তব উদাহরণ দেখুন 👀

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।

সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..!

এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (Slow).!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..!
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।

আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান.!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।

আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।

কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন.!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল..!

প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই.!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের.!
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..!

একদিন ঠিকই সফল হবেন বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ.!

collected.

07/02/2023

“বুঝতে পারছেন,মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে,ক্ষমাও করে।”

-শেষের কবিতা,
রবীন্দ্রনাথ ঠাকুর।

16/01/2023

মামা অন্যমনস্কভাবে বললেন,রঞ্জু,আজ তোর খুব দুঃখের দিন।দুঃখের দিনে কি করতে হয় জানিস?
“না”
“হা হা করে হাসতে হয়।হাসলে আল্লাহ বলেনে একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই।একে সুখ দিতে হবে।বুঝেছিস...?”
“বুঝেছি।”
“বেস,তাহলে হাসি দে আমার সঙ্গে।”
এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন।
-হুমায়ুন আহমেদ,অচিনপুর

16/01/2023

-“এই রঞ্জু,দুষ্টামি করবি না তো?”
-“না।”
-“আমার জন্য কাঁদবি না তো?”
-“না,কাঁবো না।”
-“কাঁদবি না কি রে গাধা?বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি?আমার কি আর কেউ আছে?”

=হুমায়ুন আহমেদ,অচিনপুর

ব্যক্তিত্বের সাথে বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে তথ্য ভান্ডার প্রচুর সমৃদ্ধ করা প্রয়ো...
13/01/2023

ব্যক্তিত্বের সাথে বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে তথ্য ভান্ডার প্রচুর সমৃদ্ধ করা প্রয়োজন।

পোশাক-আশাকে অত্যন্ত রুচিশীল এবং মার্জিত মনের পরিচয় দিতে হবে।
সর্বদা নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

কোথাও কোনো প্রোগ্রাম থাকলে কিংবা কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে যথামথ টাইমে গিয়ে পৌঁছানো জরুরী।

নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা মেনে চলতে হবে।

নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন।এতে করেও মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ব্যক্তিত্বকে আরো বেশি আকর্ষণীয়,আরো বেশি আধুনিক করতে হলে শুদ্ধ এবং প্রমিত বাংলায় কথা বলা শিখুন।

সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে।পুরনো পন্থা এবং পদ্ধতিকে আঁকড়ে পড়ে থাকা যাবেনা।

নতুন জেনারেশনের সাথে অলওয়েজ যোগাযোগ রক্ষা করে চলতে হবে।
কথাবার্তা সাবধানের সাথে বলতে হবে।শব্দ চয়ন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে মুখে অলওয়েজ একটি হাসি হাসি ভাব থাকতে হবে।

নিজেকে সর্বদা উদ্দীপ্ত,চাঙ্গা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
যে কোন পরিস্থিতিতে এবং যেকোনো মানুষের ভিড়ে নিজেকে একাকার করে ফেলতে পারতে হবে।

ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে একজন ভালো বক্তা হওয়া খুবই জরুরী।এটি ভালো এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি অন্যতম দিক।

আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নিজেকে আরও বেশি স্মার্ট করতে হলে নিজেকে কোনো ঝামেলায় জড়ানো যাবে না।

কেউ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দিন;কিন্তু তাকে পাল্টা আক্রমণ করতে যাবেন না।

অন্যের কথা মনোযোগ সহকারে শোনার মানসিকতা থাকতে হবে।কথার ফাঁকে ফাঁকে মানুষের সাথে সহমত পোষণ করুন।

তবে ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য,আরও বেশি প্রখর ও মনোরম করার জন্য চাটুকারিতা এবং দাসত্বকে অবশ্যই বর্জন করতে হবে।
collected.

বর্তমান সময়ে আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা ভালো সেলারির চাকরি পাই না,তাছাড়া ভালো সেলারির জন্য শিক্ষাগত যোগ্যতার প...
11/01/2023

বর্তমান সময়ে আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা ভালো সেলারির চাকরি পাই না,তাছাড়া ভালো সেলারির জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অনেক অনেক ভোকেশনাল কাজে এক্সপার্ট হতে হয়।যেমনঃMs Excel, Ms Word,Ms PowerPoint, Sales Funnel,Content Creating ইত্যাদি।
বর্তমান সময়ে জনপ্রিয় একটা সেক্টর হলো ফ্রিল্যান্সিং। পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের ফ্রি সময়টাতে ফ্রিল্যান্সিং শিখে নিজেকে এক্সপার্ট করতে পারি।ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কোনো একটা টপিক্সে দক্ষ হয়ে আয় করুন।বর্তমান সময়ে সরকারের অনূমদিত দেখানো আয় এর পথ হচ্ছে ফ্রিল্যান্সিং, পেশাজীবী, বেকার, নারী ও পুরুষ সবাই বেছে নিতে পারেন , আপনার বাড়তি সময়টুকু কে কাজে লাগিয়ে ইচ্ছে মত আয় করে যেকোনো পরিস্থিতি তে পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

Address

Maijdee Court
Noakhali

Telephone

+8801722322463

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQbal Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IQbal Mahmud:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Noakhali

Show All

You may also like