Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ

Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ 💙হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল,🤲🏻
l
🖤নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’😊

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহসম্মানিত প্রকাশক ও বিক্রেতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নবর্ণি...
16/12/2024

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সম্মানিত প্রকাশক ও বিক্রেতাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, নিম্নবর্ণিত মাস্টারপিচ বইটির প্রি-অর্ডার শুরু হচ্ছে।

বই: মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা
মূল: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (রহ.)
অনুবাদক: মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক
সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স ও কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়াটিভ (CWI)
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মুদ্রিত মূল্য: ৩২৫
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

প্রি-অর্ডার চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

দ্বীন নিয়ে সাধারণ মানুষেরা, যারা মাদরাসা বা কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদীন ধরে জ্ঞানলাভের সুযোগ পায়নি, তারা অনেক ক্ষেত্রেই সঠ...
05/12/2024

দ্বীন নিয়ে সাধারণ মানুষেরা, যারা মাদরাসা বা কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদীন ধরে জ্ঞানলাভের সুযোগ পায়নি, তারা অনেক ক্ষেত্রেই সঠিক চিন্তা ও কর্মপদ্ধতি অবলম্বন করতে পারে না। বিশেষ করে যখন বিভিন্ন বিষয়ে তার সামনে অনেক মত ও পথ এসে হাজির হয়, তখন সে অনেকটা অসহায় বোধ করতে থাকে। যে-সকল বিশ্বাস ও কর্ম দ্বীনের মৌলিক ভিত্তি, যে-সকল চিন্তা ও কর্মের ব্যত্যয় ঘটলে মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব হয়ে যেতে পারে, সে-সকল বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুসলিমের জন্য আবশ্যক।

দ্বীনের বিভিন্ন মৌলিক বিষয়ে একজন সাধারণ মানুষ কী করবে, কেন করবে, কীভাবে করবে—এ প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করা উচিৎ, তা কি সকলের পক্ষে করা সম্ভব? সত্যি বলতে সম্ভব নয়। তাহলে, তারা কি একদম না জানা না বোঝাদের মধ্যে শামিল থেকে যাবে? সেটাও কি সমাধান?

দ্বীন বইটি মূলত ওইসকল মানুষের জন্য রচিত, যারা অনেক অনেক বই ঘেঁটে অনেক অনেক প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার সক্ষমতা রাখে না। তাদের জন্য সহজ করে প্রয়োজনীয় জ্ঞানকে একমলাটে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এখানে—যাতে পড়তে, বুঝতে ও মনে রাখতে সহজ হয়।

অর্ডার করতেঃ Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ অথবা Dawah-দাওয়াহ্ পেইজে নক দিন।

Top Fan কি?Top Fan কিভাবে হবেন?Top Fan হওয়ার উপকারীতা কি?  1. নিয়মিত ইন্টারঅ্যাকশন: পেজের পোস্টে নিয়মিত লাইক, কমেন্ট এবং...
05/12/2024

Top Fan কি?
Top Fan কিভাবে হবেন?
Top Fan হওয়ার উপকারীতা কি?

1. নিয়মিত ইন্টারঅ্যাকশন: পেজের পোস্টে নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করলে ফেসবুক আপনাকে সক্রিয় হিসেবে গণ্য করবে।
2. ভিউ: পেজের ভিডিওগুলো বেশি দেখা এবং সেখানে লাইক ও কমেন্ট করা।
3. শেয়ারের কার্যক্রম: পেজের পোস্টগুলো নিজের টাইমলাইনে বা গ্রুপে শেয়ার করলে এই ইনভলভমেন্ট ফেসবুকের নজরে আসে।
4. পেজ ভিজিট: Sheikh Bhai Shop-এর পেজে নিয়মিত ভিজিট এবং সেই পেজের নতুন পোস্টগুলোর সাথে ইন্টারঅ্যাকশন করলে এই মর্যাদা পাওয়া সম্ভব।

টপ ফ্যান হওয়ার সুবিধা:

1. বিশেষ ব্যাজ: আপনার নামের পাশে “টপ ফ্যান” ব্যাজ প্রদর্শিত হয়, যা আপনাকে পেজের অন্য ফলোয়ারদের থেকে আলাদা করে।
2. বিশেষ স্বীকৃতি: পেজের মালিক এবং অন্যান্য ভক্তদের কাছ থেকে বাড়তি মনোযোগ পান।
3. এক্সক্লুসিভ অফার: অনেক সময় পেজের মালিক টপ ফ্যানদের জন্য বিশেষ অফার, ডিসকাউন্ট বা উপহার ঘোষণা করেন।
4. গুরুত্বপূর্ণ মতামত: আপনার মতামত পেজ মালিক এবং অন্য ব্যবহারকারীদের কাছে বেশি গুরুত্ব পায়।
5. বিশেষ কন্টেন্ট অ্যাক্সেস: অনেক সময় টপ ফ্যানদের জন্য কিছু বিশেষ কন্টেন্ট বা অফার আগে দেওয়া হয়।

সুতরাং তাড়াতাড়ি টপ ফ্যান হয়ে যান!💜

05/12/2024

বই কিনার জন্য যখন বন্ধুর কাছে টাকা চাই🙂

গ্রন্থটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বস্তুত এই বইটি হাদিস অস্বীকারকারীদের জ্ঞানতাত্ত্বিক অবস্থানকে প্রশ্নব...
05/12/2024

গ্রন্থটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বস্তুত এই বইটি হাদিস অস্বীকারকারীদের জ্ঞানতাত্ত্বিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি মৌখিক বর্ণনার নৃতাত্ত্বিক ও দার্শনিক গ্রহণযোগ্যতাকে বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
বইটির লেখক রিদা জাইদান সুন্নাহর সমালোচকদের গবেষণাগুলো নিবিড়ভাবে পাঠ করেছেন। কিন্তু সাধারণত যেভাবে তাদের খণ্ডন করা হয়, সেভাবে অগ্রসর হননি। তিনি সরাসরি প্রাচ্যবাদী চিন্তাপদ্ধতির গোড়ায় আঘাত করেছেন।
এর মাধ্যমে হাদিসের মধ্যে যেসব আনাড়ি লোক তাদের অপবিত্র হাত প্রবেশ করার চেষ্টা করেছে তাদেরকে ধরাশায়ী করা সম্ভব হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।

- Hafez Rifat Rayhan.

সমকালীন প্রকাশনীর বই এর লিস্ট। প্রতিটি বই এ থাকছে ৫০% পর্যন্ত ছাড়...🎊
30/11/2024

সমকালীন প্রকাশনীর বই এর লিস্ট। প্রতিটি বই এ থাকছে ৫০% পর্যন্ত ছাড়...🎊

নেন ডিসেম্বরের শুরুতেই আপনাদের জন্য মারাত্মক অফার চলে এলো।🎉সমকালীন এর যেকোনো বই এ পাচ্ছেন ৫০% ছাড়🎊বই এর লিস্টঃ https://w...
30/11/2024

নেন ডিসেম্বরের শুরুতেই আপনাদের জন্য মারাত্মক অফার চলে এলো।🎉
সমকালীন এর যেকোনো বই এ পাচ্ছেন ৫০% ছাড়🎊

বই এর লিস্টঃ https://www.facebook.com/share/p/1Bg2M4kuuB/

নভেম্বর শেষ হতে যাচ্ছে। সামনেই ডিসেম্বর।দেখতে দেখতে বছরটাও হারাতে চলেছি।তবে আপনাদের জন্য ডিসেম্বরের শুরুতেই থাকছে বিগ এন...
25/11/2024

নভেম্বর শেষ হতে যাচ্ছে। সামনেই ডিসেম্বর।দেখতে দেখতে বছরটাও হারাতে চলেছি।তবে আপনাদের জন্য ডিসেম্বরের শুরুতেই থাকছে বিগ এনাউন্সমেন্ট।অংশ নিতে পেইজের সাথে থাকুন ইন্টারেক্টিভ হোন।ইনশাআল্লাহ 🌸

বইটি পড়া হয়েছে?
25/11/2024

বইটি পড়া হয়েছে?

যারা বই কিনেন না তারা...🙂
25/11/2024

যারা বই কিনেন না তারা...🙂

তিনটি বই প্রি-অর্ডারকারী সকলের জন্য রয়েছে সারপ্রাইস 🎁 গিফট। আর সৌভাগ্যবান তিনজনের জন্য থাকছে তিনটি টেবিল বুকশেলফ।ㅤ তাহলে...
17/11/2024

তিনটি বই প্রি-অর্ডারকারী সকলের জন্য রয়েছে সারপ্রাইস 🎁 গিফট। আর সৌভাগ্যবান তিনজনের জন্য থাকছে তিনটি টেবিল বুকশেলফ।

তাহলে আর অপেক্ষা কীসের? দ্রুত আপনার পছন্দের Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ থেকে বইগুলো প্রি-অর্ডার করে ফেলুন।

🔥দুটি বইয়ের পাচ্ছেন বিশাল ছাড়!💥১. যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা- ২৭৫/১৭৫৳২. পবিত্র কুরআন মুখস্থ ও শরয়ী ইলম অর্...
14/11/2024

🔥দুটি বইয়ের পাচ্ছেন বিশাল ছাড়!💥

১. যুবকদের জন্য কতিপয় উপদেশ ও নির্দেশনা- ২৭৫/১৭৫৳
২. পবিত্র কুরআন মুখস্থ ও শরয়ী ইলম অর্জনের সহজ নিয়ম-৩৫০/২২৫৳

📚বই দুইটি একত্রে ৩৬% পাচ্ছেন মাত্র ৪০০ টাকায়
(এই অফার শুধু মাত্র ১৬ নভেম্বর পর্যন্ত)

প্রি অর্ডার চলছে...অর্ডার করবেন না?
13/11/2024

প্রি অর্ডার চলছে...অর্ডার করবেন না?

সত্যি বলতে যারা এবারের প্রি-অর্ডার প্যাকেজটি মিস করবেন তারা পরবর্তীতে আফসোস করবেন।ㅤ কেন এমনটা বলছি? কারণটা পার্সেল হাতে ...
13/11/2024

সত্যি বলতে যারা এবারের প্রি-অর্ডার প্যাকেজটি মিস করবেন তারা পরবর্তীতে আফসোস করবেন।

কেন এমনটা বলছি? কারণটা পার্সেল হাতে পাওয়ার পর মানুষের পোস্ট দেখে বুঝতে পারবেন।

তাছাড়া সৌভাগ্যবান তিন জনের জনের জন্য রয়েছে স্পেশাল গিফট যা কিছু দিনের মধ্যেই জানতে পারবেন ইনশাআল্লাহ।

11/11/2024

বেলি ও বকুলের জীবনে ঘটে যাওয়া মানবজীবনের কিছু দ্বন্দ্ব-সংকট মুহুর্ত।
বইটি সংগ্রহ করতে ম্যাসেজ করতে পারেন...🌸

সবচেয়ে আশ্চর্য পরিবর্তন দেখা যায় বিয়েবাড়িতে। যে কারণে আমি আমার নিজের বিয়ের সময় পর্যন্ত বিয়েবাড়িতে যেতে চাইনি। এক এক জনের...
05/11/2024

সবচেয়ে আশ্চর্য পরিবর্তন দেখা যায় বিয়েবাড়িতে। যে কারণে আমি আমার নিজের বিয়ের সময় পর্যন্ত বিয়েবাড়িতে যেতে চাইনি। এক এক জনের সাজপোশাক দেখে আমি আর কিছুতেই তাদের চিনতে পারি না। যেমন ধরুন এক বিয়েতে আমার ছাত্রীর মাকে দেখে জিজ্ঞেস করলাম, “আমার ছাত্রী আসেনি?” উনি বললেন, “ঐতো বৌয়ের পাশে! আপনি ওকে দেখতে পাচ্ছেন না?” ছাত্রী ইউনিভার্সিটিতে বোরকা পরে আসে। আমি বৌয়ের আশেপাশে কোনো ওড়না পরা মেয়েও দেখছিলাম না। আমার বিহ্বল চেহারা দেখে উনি বললেন, “ঐ যে লাল লেহেঙ্গা পরা!”

এবার দেখতে পেলাম, কিন্তু একনজর দেখেই আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলাম। বোরকা কোথায়? সে পরে এসেছে হিন্দি সিনেমার মহিলাদের মতো ছোট্ট একটা ব্লাউজ একখানা স্কার্টের সাথে, ঘাড় থেকে একপাশে ঝুলানো ওড়না, মধ্যাঞ্চল সর্বসাধারনের দৃষ্টির সমক্ষে উন্মুক্ত! মনে মনে ধিক্কার দিলাম ওর মাকে যিনি এই বৃদ্ধ বয়সে বোরকা পরে এসেছেন, উনি এখন পর্দা না করলেও ওনার দিকে কেউ তাকাবে না। অথচ যে মেয়েকে উনি বোরকা পরে ইউনিভার্সিটি পাঠান তাকে তিনি অর্ধনগ্ন করে এমন এক জায়গায় নিয়ে এসেছেন যেখানে সর্বাধিক সংখ্যক মানুষ তাকে দেখছে! এটা বিয়েবাড়ির সচরাচর ঘটনা।

অনেক বয়স্কা মহিলারা পর্যন্ত বিয়েবাড়িতে গেলে বোরকা খুলে মাথার কাপড় ফেলে দেন। আর গহনার পরিমাণ এবং আকারের প্রতিযোগিতায় পর্দা যে কোথায় ফেলে দেয়া যায় তা ছাড়া আর কিছু যেন তখন কারো মাথায় থাকে না। পর্দার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয় তবে বিয়েবাড়ির এই প্রতিযোগিতাকে জ্ঞানের অভাব ছাড়া আর কী বলব?

পুরুষ সহকর্মীদের অনেকেই দুঃখ করতেন যে তাদের স্ত্রীদের এক এক বিয়েতে সাজার জন্য পার্লারের খরচ দিতে তাদের মাসের খরচ ব্যয় হয়ে যেত! প্রত্যেক অনুষ্ঠানের জন্য নতুন নতুন শাড়ী আর গহনার সেট চাই। দাওয়াত পেলেই বেচারাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ত!

বই : নট ফর সেল
লেখিকা : রেহনুমা বিনতে আনিস

আর নয় চিন্তা আর নয় হতাশা😇কোটিপতি হতে চান কিনা?🥱তাহলে আজই সংগ্রহ করে ফেলুন😌
04/11/2024

আর নয় চিন্তা আর নয় হতাশা😇
কোটিপতি হতে চান কিনা?🥱
তাহলে আজই সংগ্রহ করে ফেলুন😌

Address

West Shoshalia, Chatkhill
Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah Bookshop-দাওয়াহ্ বুকশপ:

Videos

Share