Fahima Akter

Fahima Akter Alhamdulillah
akter

এক প্রশ্নোত্তর পর্বে শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হয়- বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?উত্তরে বিন বায (রহ:) বল...
10/12/2023

এক প্রশ্নোত্তর পর্বে শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হয়- বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?

উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে। আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো? জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই। আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল। জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? বাসমালা (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।"

(ফতোয়ায়ে বিন বায)

তাই বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।

তবে শায়েখ_আব্দুল্লাহিল_হাদী নিম্নটুকু সংযোযন করেছনে।

"শায়খ আব্দুল্লাহ বিন বায রাহিমাহুল্লাহ উক্ত ঘটনাটি উল্লেখ করেছেন তা ঠিক।
কিন্তু মনে রাখা প্রয়োজন যে, হাদিসে কেবল গরম পানি ফেলার ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করার কথা আলাদাভাবে আসেনি।বরং যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠের কথা এসেছে।
আর হাদীসে বর্ণিত হয়েছে, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বিসমিল্লাহ (অত:পর টয়লেটে প্রবেশের দুআ) বলে প্রবেশ করে তাহলে সেখান থেকে শয়তান পালিয়ে যায়।
তাহলে বোঝা যাচ্ছে, বিসমিল্লাহ শয়তানকে বিতাড়িত করে।
সে হিসেবে বলা যায়, গরম পানি ফেলার আগেও যদি বিসমিল্লাহ বলা হয় তাহলে সেখানে শয়তান থাকলে পলায়ন করবে। অন্যথায় গরম পানি পড়ে শয়তান ক্ষতিগ্রস্ত হলে সে মানুষের ক্ষতি করতে পারে।"

- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

কপি

বিয়ের আগে যখন প্রেম করতাম, তখন বিছানায় শুইলে মনে হতো ইস কবে যে দুইজন থাকবো😇বিয়ের পর যখন দুইজন থাকতাম, তখন মনে হতো কবে যে...
07/12/2023

বিয়ের আগে যখন প্রেম করতাম, তখন বিছানায় শুইলে মনে হতো ইস কবে যে দুইজন থাকবো😇
বিয়ের পর যখন দুইজন থাকতাম, তখন মনে হতো কবে যে মাঝখানে একজন আসবে☺
যখন একজন আসল, তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ🥰
কিন্তু এখন মনে হয় সব কয়টারে ঘর থাইকা বাইর কইরা আগের মতো বিছানায় হাত পা ছড়ায় দিয়া শান্তি মতো লম্বা ঘুম দেই🙂
cp

অন্যের  দোষ গুণ বিচার করার আগে, একটু সময় করে নিজের দোষ টা খুঁজবেন। সবাই সবসময় ভুল আর আপনি সঠিক এমনটা কখনো হয়না।
07/12/2023

অন্যের দোষ গুণ বিচার করার আগে, একটু সময় করে নিজের দোষ টা খুঁজবেন।
সবাই সবসময় ভুল আর আপনি সঠিক
এমনটা কখনো হয়না।

কারো পিছনে সমালোচনা করে আমি কোনও মজা পাইনা। আমি মুখের উপর কথা বলায় বিশ্বাসী।ঠিক কে ঠিক আর ভুল কেভুল বলা আমার অভ্যাস।আমি...
01/12/2023

কারো পিছনে সমালোচনা করে আমি কোনও মজা পাইনা। আমি মুখের উপর কথা বলায় বিশ্বাসী।ঠিক কে ঠিক আর ভুল কে
ভুল বলা আমার অভ্যাস।
আমি চাইলেও এই অভ্যাসটা বদলাতে পারিনা।
অভিনয় করা..ফেক হাসি হাসা..যাকে আমার পছন্দ নয়..তার সাথে হাসি মুখে আলাপচারিতা করা আমার ব্যাকারনে নেই
আমি জোর করে কারো সাথে কথা বলি না.. মানুষকে অহেতুক জাজ করিনা।
টক্সিক মানুষের সাথে থাকতেও পছন্দ করি না।

আমার এই অভ্যাস আমাকে বহু মানুষের চোখে মন্দ করে রেখেছে . একলা করে রেখেছে ।
কিন্তু আমি মনে করি... নিজে ভালোভাবে বাঁচার জন্য
লোকের চোখে মন্দ হওয়া বা একলা হওয়া মন্দ নয়......
cp

এই মানুষ গুলোর জন্যই জিবন অতিষ্ট। এরিয়ে চলবো কিভাবে, মন না চাইলে ও তাদের সাথে কথা বলতে হয়।
29/11/2023

এই মানুষ গুলোর জন্যই জিবন অতিষ্ট। এরিয়ে চলবো কিভাবে, মন না চাইলে ও তাদের সাথে কথা বলতে হয়।

28/11/2023
26/11/2023

বাবার বাড়িতে আপনার অনুপস্থিতিতে সবাই আপনার ভালো থাকার চিন্তা করবে
আর
শশুর বাড়িতে আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে মিটিং করবে।

"ভালোবেসে যে তোমাকে মনে রাখেনিঅহেতুক ঘৃণায় তাকে স্মরণে রেখে কী লাভ!তারচেয়ে বরং তোমার প্রার্থনা জুড়ে না থাকুক— সেই ভুল মা...
19/11/2023

"ভালোবেসে যে তোমাকে মনে রাখেনি
অহেতুক ঘৃণায় তাকে স্মরণে রেখে কী লাভ!

তারচেয়ে বরং তোমার প্রার্থনা জুড়ে
না থাকুক— সেই ভুল মানুষটার অভাব"।

-©সালমান হাবীব

উনি প্রতি মিনিটে মিনিটে রাগ করে এতো ছোট বাচ্চার এতো রাগ ১৯/২০ হলেই রাগ করে কিছু খাবে না😐
19/11/2023

উনি প্রতি মিনিটে মিনিটে রাগ করে এতো ছোট বাচ্চার এতো রাগ ১৯/২০ হলেই রাগ করে কিছু খাবে না😐

13/11/2023

বুবলীর চেয়ে অপু বিশ্বাস বেশি সংসারী টাইপ ছিলো, সুনেহরা থেকে পরীমনি বেশি সুন্দরী ছিলো, জেফারের থেকে রাফসানের বউয়ের যোগ্যতা সবচেয়ে বেশি ছিলো। তাও এরা হীরা ফেলে দিয়ে কয়লার দিকে ছুটে গেছে। আসলে পুরুষ কি চায় তা আসলে নিজেই জানে না বা বুঝে না। এতেই প্রমাণিত হয় সৌন্দর্য দিয়েও পুরুষকে নিজের করে রাখা যায় না। মন আনচান করলে আর মনের উপর নিজের নিয়ন্ত্রণ অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ না থাকলে মন উড়ু উড়ু হবেই।
সবার আগে মনের উপর লাগাম দেয়া উচিত। ©

আলহামদুলিল্লাহ
12/11/2023

আলহামদুলিল্লাহ

04/11/2023

আত্মীয় বলো আর বন্ধু বলো
কেউই আপন নয়,
ক্ষনিকের এই মেলামেশায়
সবই অভিনয়!

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো,তাহলে তুমি মূল্যহীন
03/11/2023

তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো,তাহলে তুমি মূল্যহীন

সবাই শুধু সমালোচনা করতে পারবে, বিচারের মাপকাঠি ভালো নাকি খারাপ বলে যেতে পারবে কিন্তু আপনার ভিতরে করতোটা কষ্ট, হতাশা, অশা...
02/11/2023

সবাই শুধু সমালোচনা করতে পারবে, বিচারের মাপকাঠি ভালো নাকি খারাপ বলে যেতে পারবে কিন্তু আপনার ভিতরে করতোটা কষ্ট, হতাশা, অশান্তি আপনি এক বয়ে বেরাচ্ছেন সেটার গল্প কেও শুনতে আসবে না বুঝতে ও যাবে না। মানুষের কথার আঘাতে লুকিয়ে কান্না করার অভ্যেসটা বাদ দিতে হবে!

জীবন নামের এই কিতাব টা এই বয়সে অনেক কিছুই শিখিয়ে দিলো। 🙂কিছু কষ্ট মৃত্যু পর্যন্ত একাই বহন করে আজীবন মানিয়ে নিতে শেখায়।🥀
02/11/2023

জীবন নামের এই কিতাব টা এই বয়সে অনেক কিছুই শিখিয়ে দিলো। 🙂

কিছু কষ্ট মৃত্যু পর্যন্ত একাই বহন করে আজীবন মানিয়ে নিতে শেখায়।🥀

30/10/2023

মজার ব্যাপার হলো আল্লাহ জানেন আপনার মন কি চাই। আপনি যা প্রার্থনা করবেন, আল্লাহ তা সব চেয়ে সুন্দরতম উপায়ে আপনাকে দিবেন ইনশাআল্লাহ!

Send a message to learn more

23/10/2023

-Assalam'ualaikum!
Will you reply my salam?

আহা শান্তি মতো কবে ঘুম গেছি মনেও নাই ২০২০ সাল থেকে শুরু হয়ছে যুদ্ধ  কবে যে বাচ্চা গুলো বড় হবে 😥
21/10/2023

আহা শান্তি মতো কবে ঘুম গেছি মনেও নাই ২০২০ সাল থেকে শুরু হয়ছে যুদ্ধ কবে যে বাচ্চা গুলো বড় হবে 😥

20/10/2023

অভিমান কিন্তু রাগের চেয়ে কিউট।কিন্তু প্রব্লেম হচ্ছে, অভিমান করলে কেউ বুঝেনা।তাই তো সবাই রাগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে 🙈🙈🙈

আমরা খুব দুঃখ পুষে রাখি,হঠাৎ এক দিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে, বুকের ভিতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে,এমন কেন আ...
18/10/2023

আমরা খুব দুঃখ পুষে রাখি,হঠাৎ এক দিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে, বুকের ভিতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে,
এমন কেন আমরা?

_ হুমায়ূন আহমেদ

17/10/2023

সম্পর্ক কখনও দূরত্বের কারণে নষ্ট হয়না। সম্পর্ক নষ্ট হয় মিথ্যা, অহংকার, অসম্মান, অবিশ্বাস, স্বার্থপরতা, বেইমানি ও বিশ্বাসঘাতকতার জন্য !!!

14/10/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো"

এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।

আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।

খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।

একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।

সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।

আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।

শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।

কার্টেসি :উম্মে সালমা কলি
১১ অক্টোবর, ২০২৩
শিশুদের দিনলিপি
(কপি পোস্ট)

14/10/2023

তাতে আমার কিচ্ছু আসে যায় না।উল্ট আমি তাদের স্যাংশন দেই।

মাঝে মধ্যে দেখবেন আপনাকে সবাই একসাথে ছেড়ে চলে যাইতেসে! আপনাকে ভুল বুঝতেসে! আপনার সব ব্যাপারে,সব কথায় ভুল ধরতেসে! তারা আপনার কথা শুনতে চাইবে না তখন! আপনি কিছু বলার আগেই দেখবেন তারা আর আপনার জীবনে নাই! চলে গেছে. এটাই লাইফ ব্রো! খারাপ সময়ে সবাই আরো খারাপ হয়ে যায়! কেউ থাকেনা! থাকতে চায় না!!❤️

(কালেক্টেড)

11/10/2023

পরীমনির লাইফটাই জোশ!

ভালো না লাগলে, মন চাইলে শুধু জামা নাহ, জামাইটা ও Change করে ফেলে।

আর আমার কপাল! জামা ভুল দিলে ও Exchange করে দিতে চায় না 🥲😭

11/10/2023

আমি যাদের কখনো কোনো খারাপ চাইনি তারা কি ভয়ংকর ভাবে আমার খারাপ চেয়ে গেছে!

08/10/2023

যারা কষ্ট দেয়ার চেষ্টা করে আর ঝগড়া বাঁধানোর চেষ্টা করে তাদেরকে "আবর্জনার নালা" হিসেবে চিহ্নিত করে তাদের প্রায়োরিটি দেওয়া বন্ধ করুন
জীবন আপনার।

05/10/2023

অতি লোভ, হিংসা, অহংকার আর স্বার্থপরতা এক সময় মানুষের বিবেকবুদ্ধি নষ্ট করে তাকে মানুসিক রোগীতে পরিনত করে ফেলে।

03/10/2023

সবচে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারো প্রতি কোনোরকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে ভুলে যাওয়া!

জাস্ট মানুষটা আমার কেউ না ব্যস! তারপর দেখবেন আপনার ভেতর আর কোনো অস্থিরতা নাই। আক্ষেপ নাই। হতাশা নাই!

এমন প্রফুল্ল ভাবে বাঁচতে পারে ক'জন?
নিজেকে ম্যান্টালি স্যাটিসফাই করতে পারলে জীবন আসলেই সুন্দর!🤲🏻

02/10/2023

পারিবারিক কু'শিক্ষা এতো জ'ঘন্য একটা ব্যাপার, এরপর যতই সুশিক্ষা বা পরিবেশ দেওয়া হোক না কেন, ঐ ব্যক্তির ব'দলানোর সম্ভাবনা শু'ন্য।

-সংগৃহীত

স্ত্রীর মনের কষ্ট মাঝে মধ্যে বিরক্তকর লাগলেও শুনবেন কারণ, আপনার সাথে কষ্ট বা অভিযোগ শেয়ার করতে পারলেসে একটু হালকা হবে নয়...
25/09/2023

স্ত্রীর মনের কষ্ট মাঝে মধ্যে
বিরক্তকর লাগলেও শুনবেন কারণ,
আপনার সাথে কষ্ট বা অভিযোগ শেয়ার করতে পারলে
সে একটু হালকা হবে নয়তো চাপা পরা মনের কষ্ট তার মানুসিক সাস্থ্যের ক্ষতি
করবে..।।

জীবনটা যে স্বামী ছাড়াও অবিস্মরণীয় হতে পারে তার উদাহরণ—  মারিয়াম আলাইহিস সালামজীবনটা যে সন্তান ছাড়াও সফল হতে পারে তার উদ...
24/09/2023

জীবনটা যে স্বামী ছাড়াও অবিস্মরণীয় হতে পারে তার উদাহরণ— মারিয়াম আলাইহিস সালাম

জীবনটা যে সন্তান ছাড়াও সফল হতে পারে তার উদাহরণ— আইশা রাদিয়াল্লাহু আনহা।

জীবনটা যে জা*লিম স্বামীর সাথে বসবাস করেও সমুজ্জ্বল হতে পারে তার উদাহরণ— আছিয়া আলাইহিস সালাম

জীবনটা যে পড়ন্ত বয়সেও অন্যদিকে মোড় নিতে পারে তার উদাহরণ— খাদিজা রাদিয়াল্লাহু আনহা।

জীবনটা যে শুধু সংসারী হয়ে সবচেয়ে উঁচু মর্যাদার নারী-জীবন হতে পারে তার উদাহরণ— ফাতিমা রাদিয়াল্লাহু আনহা।

দুঃখ তো তোমার থাকবেই নারী। সে সংসার থাকলেও থাকবে, না থাকার কারণেও থাকবে। দুঃখগুলোকে পোষ মানিয়ে জীবনটা যদি উৎসর্গ করো শুধু রবের নামে, তাহলে দেখো এই বেঁচে থাকার অনুভূতি কী অসাধারণ— পরকালের আশ্বাস এনে দিবে একেকটা অপ্রাপ্তিতেও কী দারুণ স্বাদ!

Writer~ Majida Rifa
Cp

আমার দুই কলিজা ❤️
21/09/2023

আমার দুই কলিজা ❤️

দুই রাজ পুত্র নিয়ে ঘুরতে গেলাম অনেক দিন পরে ❤️
18/09/2023

দুই রাজ পুত্র নিয়ে ঘুরতে গেলাম অনেক দিন পরে ❤️

কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি মা*রা গিয়েছি। আমার ছেলে মেয়ে দুটো মাটিতে বসে একটা একটা মুড়ি নিয়ে খাচ্ছে। কারণ ওদের খিদা লেগ...
11/09/2023

কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি মা*রা গিয়েছি। আমার ছেলে মেয়ে দুটো মাটিতে বসে একটা একটা মুড়ি নিয়ে খাচ্ছে। কারণ ওদের খিদা লেগেছে এখনো কেউ ওদের খাবার দেয় নি। সবাই আমার শরীর সবার কাছে যা এখন লা*শ,তা নিয়ে বিজি।
এই শরীর টাকে কেউ তো এতদিন শরীর ভাবে নি। কারো কাছে কাজ করানোর অটো মেশিন ছিল, কারো খিদে মেটানোর।
নিজেও যত্ন নিই নি বহুকাল। কেউ অবশ্য বলে নি যত্ন নিও।
আজ খুব যত্নে সাজানো হচ্ছে আমার এই শরীর টা। ফুল চন্দনে ডেকে গেছে। বড় করে সিদুর পড়িয়ে সাজিয়ে দেওয়া হলো।
যারা কোন দিন একবার ও জন্য আমায় বলে নি তুই বড় সুন্দর রে, আজ ওরা কি মায়া চোখে তাকিয়ে আছে।
যারা কখনো বলে নি, তুই বড্ড ভালো রে, বেঁচে থাক আমাদের সাথে। তারা বড্ড আহাজারী করছে।

কিছু বুঝতে পারছে না শুধু আমার পাঁচ বছরের মেয়ে আর দুই বছরের ছেলে টা।
তাদের মা এখনো খাবার নিয়ে ছুটছে না এতেই তারা খুশি আপাতত।

আমি শিমুল। ঠাম্মি খুব শখ করে এই নাম রেখেছিল আমার। আমি নাকি শিমুল তুলো মতো ধবধবে ফর্সা আর তুলতুলে ছিলাম। মায়ের ভীষণ আপত্তি ছিল। ছেলেদের নাম নাকি এইটা।
মা আমায় পুতুল বলে ডাকতো।
খুব আদর যত্নে বড় হয়েছি বড় পরিবারে। পাঁচ ভাইয়ের এক বোন ছিলাম।

সবার পছন্দে মিতুনের সাথে আমার বিয়ে হয়েছিল। মা বলত - বড় পরিবারে দিলে সারাজীবন কাজ করতে করতে ম*রেও নাম নেই। নিজের মত করে নিজের সংসার গুছিয়ে নিবি। বেশ সুখে থাকবি।
মিতুনের মা ছিল না। বাবা ছিলো। তাও মিতুনের বোনের সাথে থাকত। মাঝেমধ্যে আসতো।

পড়ালেখা চুলোয় তুলে বসে গেলাম সংসার সংসার খেলায়। দুইজনের সংসারে এলো আমার মেয়ে, শুরু হলো জীবন যুদ্ধ। সব দিক সামলে উঠার আগেই এসে গেলো ছেলে।

না আমি আর পারছিলাম না। হাপিয়ে উঠতাম। মিতুন সারাদিন কাজ শেষে যখন আসতো তখন আমার মেজাজ সপ্তম আকাশে।
বাচ্চা ছাড়া আর কোন কাজ নেই আমার। ওদের খাওয়া, দুষ্টমি সামলাও, ঘরের কাজ সব এক করতে করতে আমি চরম খিটখিটে হয়ে গেছি।
তবে ছেলে মেয়ে গুলোকে অযত্নে করতাম না। একটা থাপ্পড় ও লাগাই নি ওদের গালে।
আমার কলিজার টুকরো। ওরা কি খাবে? কি করলে ভালো হবে? কোন খেলায় বুদ্ধি বিকাশ হয় এই সব চিন্তা করতে করতে আমার দিন যাই।

মিতুনের সাথে প্রায় আমার ঝগড়া হয়, আমার মনে হতে থাকে ও অন্য মেয়ের সাথে আছে। ও আমাকে বার বার বিশ্বাস করাচ্ছে আমি কাজের চাপে সত্যিই টাইম পাই না।

আমার অবিশ্বাস দিন দিন বাড়তেই থাকে। এই নিয়ে প্রায় ঝগড়া হয়, বাচ্চাগুলো খুব কান্না করে তখন৷ তাই আবার চুপ হয়ে যাই আমি। ওদের কান্না আমি নিতে পারি না।

কাল ব্যাগ থেকে বড় এক জোড়া কানের দুল পেলাম। ওকে বলায় ও বলে, তোমার জন্য এনেছি।
আমার বিশ্বাস হয় নি, এই নিয়ে কথা কাটাকাটি। এক পর্যায়ে ও বলে, কি শুনতে চাও? অন্য মেয়ের জন্য? ঠিক আছে যাও তোমার শান্তির জন্য বলছি অন্য মেয়ের জন্য।

আমি আর ঠিক থাকতে পারি নি। সে রাতেই রাগের মাথায় এই কাজ টা করে ফেললাম।

ঘুম যখন ভা'ঙ্গে তখন মনে হলো, হয়ত সত্যিই আমার জন্য ছিলো।
উঠে কাজ করতে যাচ্ছিলাম, বাচ্চাদের খাবার বানাতে হবে। ওকে অফিসে যাওয়ার জন্য নাস্তা।
না, আমি কিছুই ধরতে পারছিলাম না। আমি দৌড়ে গেলাম মিতুনের কাছে ওকে বলতে। কিন্তু ও শুনছে না। ঘুমাচ্ছে।
বাচ্চাদের কাছে গেলাম। ওরা কি সুন্দর ঘুমাচ্ছে।
কিন্তু ফ্লোরে পড়ে আছে আমার শরীর৷ আমি অবাক হয়ে থাকিয়ে আছি৷
মিতুন নাস্তা না পেয়ে ডাকতে আসে৷ এই অবস্তা দেখে তারাতাড়ি কোলে নিয়ে খাটে শুয়ে দেয়।
কি আকুল ভাবে ডাকতে থাকে,
সবাইকে ফোন দেয়, ডাক্তার আনে।
ততক্ষনে সবার জানা হয়ে গেছে শিমুল আ'র নেই।
আস্তে আস্তে ভীড় জমতে থাকে, মানুষ জন আসতে শুরু করে। অনেক আত্নীয় এসে অনেক তদারকি শুরু করে দিয়েছে।

আমি সবাইকে দেখছি, সবার কথা শুনছি। এইসবের মধ্যে আমার বাচ্চা দুটো উঠে বসে আছে অনেকক্ষন হলো।
এতক্ষন আমি ওদের দুইবার খাওয়াতাম। কিন্তু এখনো ওরা কিছু খাই নি।

সবাই কান্না জুড়ে দিয়েছে। মিতুনের বোনেরা এসে রান্না ঘরে ডুকে গিয়েছে। তাদের আত্নীয় স্বজন আসতে শুরু করেছে সবাইকে চা নাস্তা ব্যবস্থা করতে হচ্ছে।
আমার মেয়েটা পুতুল বুকে নিয়ে এক দিকে দাঁড়িয়ে আছে। ছেলেটা বার বার আমার কাছে আসতে চাইছে। ঘুম থেকে উঠে যে মায়ের বুকে থাকতে হয় কিছুক্ষন। তার মা কেন এখনো ঘুমাচ্ছে সে তা বুঝতে পারছে না। আমার মা এসে নাতি গুলোকে বুকে নিয়ে বসল।

শোকের মধ্যেও চলছে নানা আয়োজন। শে'ষ অনুষ্টান। মিতুন চাইলে বসে থাকতে পারছে না। ওকে নানা দিকে ফোন দিতে হচ্ছে। নানা কাজ।

এত কিছুর মধ্যেও মিতুন মা কে বলে গেল বাচ্চা গুলো কিছু খায় নি। কিছু যাতে মুখে দিয়ে দেয় ওদের। কখন খাবার হবে তা তো কেউ জানে না।
মা তো জানে না কোথায় ওদের খাবার কোথায় কি?
মা চা তে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিলো। এতে কি ওদের পেট ভরে?
ছেলে অন্য বাচ্চাদের সাথে দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে। মেয়ে পারছে না। ওর খিদে লেগেছে।
আমার বুক টা ফেটে যাচ্ছে।
মা ও অন্য দিকে চলে গেল। বাচ্চা দুটো আমার আশেপাশে ঘুরছে। মায়ের কাছে যাবে ওরা। ওদের এই অবস্তায় দেখে সবার চোখ ভিজে যাচ্ছে।
-আহারে, এই বাচ্চাগুলো কি হবে এখন? মা ছাড়া বাচ্চা গুলো কে একেবারে শে'ষ হয়ে যাবে।
বেলা বয়ে যাচ্ছে। লোকজন আরো বাড়ছে। কেউ খাচ্ছে, কেউ দিচ্ছে খাবার, কেউ গল্প জুড়েছে। আমার ছেলে মেয়ে গুলো ধুলো মাখা সকাল থেকে কিছু না খেয়ে একেবারে অসহায় লাগছে।
মিতুনের বোন ওদের ডেকে এনে খাওয়াতে বসল তখন তিনটা। ওর একটা ছোট ছেলে আছে ওর সাথে। এত ঝালের তরকারী কি ওরা খায়?
মেয়েটা তাও খেয়ে নিলো। খুব খিদে যে লেগেছে। এমনে তো মায়ের সাথে কত ছুটোছুটি। ছেলেটা কান্না শুরু করেছে। কোলে কোলে নিচ্ছে সবাই।
কিন্তু ওর যে খিদে পেয়েছে। শেষমেশ ঘুমিয়ে গেলো। সবাই একটু শান্তি পেল।যাক বাবা।
আমি কি পারতাম ছেলেকে এইভাবে না খাইয়ে ঘুম পাড়াতে?

সভা শে'ষ হলো, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েটা এত বুঝে না তাও একটু ছুয়ে দিলো। ছেলে তখনো ঘুম।
সভা শেষে সবার আবার চা খাওয়ার ধুম। সবাই চলে যাচ্ছে। কেউ কেউ থাকছে। আরো অনেক কাজ বাকি।
দিন গেল রাত এল। ছেলেকে কিছু খাওয়ালো মা।
মা বুকে নিয়ে শুয়ে আছে ওদের। ওরা তো মা চেয়েই যাচ্ছে।

এইভাবে এক দিন দুই দিন তিন দিন পার হচ্ছে। ঘরে অনেক মানুষ। সবার খাওয়া দাওয়া চলছে। তাও বাচ্চা দুটোর যে মা নেই, তাই কাপড় চোপড় ওই একটা পড়ছে আর কি। দুপুরে আর রাতে ভাত টা ছাড়া আর তেমন কিছু হচ্ছে না খাওয়া ওদের। কখনো ঝাল তো কখনো শক্ত ভাত। পারছে না ওরা।

মেয়েটা বড় অদ্ভুত চোখে তাকায়। মাঝেমধ্যে সে নিজেই ভাইকে বিস্কুট তুলে দেয়।
কান্না করতে করতে ঘুমিয়ে যায় ছেলেটা। উঠে কান্না করতে করতে। সারাদিন খিটখিটে। সবাই আর কত সহ্য করবে? দেয় দু চার কিল বসিয়ে। মিতুন চেষ্টা করে। পারে না।

আমার বুক ফেটে যাই। কিছু তো করতে পারি না।
সবাই বলে, মা তো স্বার্থপরের মতো নিজে বেঁচে পালালো। বাচ্চা গুলো কে মানুষ করবে?
থাক নিজের মত। না খেলে না খাক। নিজেই শিখবে। বাচ্চা গুলো অসহায়ের মতো চেয়ে থাকে।

আমি জোরে চিৎকার করে উঠি।

আমি উঠে বসি। আমি কি বেঁচে আছি?
আমি ঘমছি, হাতড়ে পানির বোতল নিয়ে পানি খাই।
ফ্লোর থেকে উঠে খাটে যাই। আমার সোনামণিরা ঘুমাচ্ছে। এতক্ষন দেখা সব কিছু মনে পড়তে আবার ডুকরে উঠলাম। দুইজন কে বুকে নিয়ে জোরে চেপে ধরি।
নিজেকে নিজে বলি, যত সমস্যা হোক আমি লড়ে যাবো তাও তোদের ফেলে যাবো না।

#মৃত্যুর_একদিন
#লেখনিতে_দোলনা_বড়ুয়া_তৃষা

(সমস্যা যত থাকুক না কেন, সমাধান আছে। বাচ্চা রেখে কেউ যেন ম*রা*র চিন্তা না করে। কি হবে বাচ্চা গুলো? চিন্তা করলেই আতঁকে উঠি।) ©

Fahima Akter

07/09/2023

আমার কিউটি আব্বুটা মাশাআল্লাহ ❤️❤️❤️

কয়েকদিন ধরে দেখছি মেয়ের মা হওয়া সহজ নয় এমন একটা পোষ্ট দিচ্ছে সবাই ...!!ছেলের মা হওয়া ও এত সহজ না ..🙂🍁এই বুকে জড়িয়...
06/09/2023

কয়েকদিন ধরে দেখছি মেয়ের মা হওয়া সহজ নয় এমন একটা পোষ্ট দিচ্ছে সবাই ...!!

ছেলের মা হওয়া ও এত সহজ না ..🙂🍁

এই বুকে জড়িয়ে থাকা ছেলেটা ও একদিন আর মায়ের বুকে এসে জড়াবে না ...😔
যত বয়স বাড়বে ততই সে মায়ের থেকে দূরে সরে যাবে ... বন্ধুবান্ধব আড্ডা টুর ইত্যাদি নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে 🙂
মেয়েদের মতন বিয়ের আগ পর্যন্ত মায়ের কাছাকাছি থাকবে না .. শপিং করার প্রয়োজন হলে বলবে না মা আমার কিছু কিনতে হবে আমাকে নিয়ে বাইরে চলো...
কোন কিছু খেতে মন চাইলে বলবে না মা করে দাও ...নিজের পছন্দ মতন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবে ...
সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে না ....🤕
একটা সময় পরে তার নিজের সংসার হবে অফিস হবে এমন দিন চলে আসবে সকাল আটটায় বের হবে রাত দশটায় বাসায় ফিরবে নিজের বউ বাচ্চাদের সাথে সময় কাটাবে হয়তোবা মায়ের কাছে যাওয়ার সময় হবে না তার ...🙂🍂।
মেয়েরা হয়তো বা শ্বশুরবাড়ি থাকে তারপরও দিনে অন্তত একবার হলেও মাকে ফোন দেয় কেমন আছো মা... কিন্তু ছেলেরা তা করে না কারণ মা তো তার বাড়িতেই থাকে।
মেয়েদের মতন মাসে অন্তত একবার দুদিনের জন্য হলেও মায়ের কাছে আসবে না...
কারণ মা তো তার বাসাতেই থাকে
কখনো তার মন খারাপে মাকে জড়িয়ে ধরে বলবে না মা আমার না মন ভালো নেই 🙂🍁
এভাবেই বুকে জড়িয়ে থাকা ছেলেটিও একদিন মায়ের থেকে অনেক দূরে সরে যাবে 😔🖤

এটাই ছেলের মায়ের জীবন 😅🥀

🔏বাস্তবতা
©

যেচে কথা না বলতে পারা মানুষগুলো জীবনে একাকিত্বের মাঝেই বেশি থাকে।বলতে গেলে তাদের কোনো বন্ধু বান্ধব থাকে না।
02/09/2023

যেচে কথা না বলতে পারা মানুষগুলো জীবনে একাকিত্বের মাঝেই বেশি থাকে।

বলতে গেলে তাদের কোনো বন্ধু বান্ধব থাকে না।

01/09/2023

2024 সালের আর মাত্র কয়েক মাস বাকি আছে!
সারপ্রাইজ হিসেবে আর কারো আসল রুপ দেখানোর বাকি থাকলে দেখিয়ে দাও।🙂

28/08/2023

I've received 800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

27/08/2023

কেউ পছন্দ না করলে,, কি যায় আসে 🙂
আল্লাহ তো পছন্দ করে'ই বানিয়েছে❤️
আলহামদুলিল্লাহ!

Address

Begumganj, Chowmuhani
Noakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahima Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahima Akter:

Videos

Share


Other Digital creator in Noakhali

Show All