Tayef Rana

Tayef Rana Parsonal Blog

বুড়ো বয়সে টাকা-পয়সা দিয়ে কী হবে যদি যৌবনকালে এমন চোখ জুরানো প্রকৃতির রস না নিতে পারি!!তখন না থাকবে ইচ্ছা, না থাকবে শক্তি...
09/12/2023

বুড়ো বয়সে টাকা-পয়সা দিয়ে কী হবে যদি যৌবনকালে এমন চোখ জুরানো প্রকৃতির রস না নিতে পারি!!
তখন না থাকবে ইচ্ছা, না থাকবে শক্তি।তাই সুযোগ বা সামর্থ্য হলে প্রকৃতিতে ঘুরতে হবে, মন ভালো রাখতে হবে।

শান্তি কারোর ই নেই!বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন।বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়...
14/11/2023

শান্তি কারোর ই নেই!

বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন।
বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি!

চাকুরীজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা।
গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত।

জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর! 🙂

11/10/2023

Golden Priar T-10

27/05/2023

💌শিক্ষনিয় কিছু কথা,🙏
✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

29/04/2023



14/04/2023

ঈদে নতুন কাপড় কেনার আগ্রহ যদি না থাকে _ তাহলে বুঝবেন আপনি বড় হয়ে গেছেন। 🙂
আর আপনার উপর অনেক দায়িত্ব পড়ে গেছে।🙂

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
25/03/2023

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি বা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রী হয় ৮০০ টাকা কেজিতে।

পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় গরুকে সমুদ্র পাড়ি দেওয়া বাদে স্থল ভাগে দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ , গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে।

বাঙালী লোকেরা এতো গরু খেয়েও বাংলাদেশকে বিশ্বের প্রথম ৪৬টি গরু খাওয়ার দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারে নাই।

নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমারের মানুষের গরু খাওয়ার তুলনার ডাটা নিয়ে কাজ করে নিজেকে আর কলুর বলদ বানানোর ইচ্ছে নাই।

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও !!!

যেটা পেলাম গত বছর কোরবানি ঈদে প্রায় ৪৬ লক্ষ্য গরু ও মহিষ বিক্রী হইছে। তার মধ্যে ধরে নিলাম ৩০ লক্ষ্য গরু বিক্রী হইছে। প্রত্যেক গরু গড়ে ৩মণ অর্থাৎ ১২০ কেজি করে গোশত ধরলেও ৩.৫ লাখ মেট্রিক টনের উপরে উঠেনা। আমরা জানি আমাদের দেশের মানুষ কোরবানী ঈদের সময় যে গোশত পায় তাই বছরের মূল গরুর গোস্তের যোগান।

আমি যদি এই সারা বছর গরু খাওয়ার হিসেব এর ডাবলও ধরি তাও তা ৭ লক্ষ মেট্রিক টন ছাড়ায় না !!!

হজ্ব নিয়ে ধর্ম মন্ত্রণালয় আর বিমান মন্ত্রণালয়ের অদ্ভূত হিসেব ইতিমধ্যেই সবাইর জানা হয়ে গেছে। আজকে গরুর গোশততে হাত দিয়েও এই অদ্ভুত নামের ভূতটারে পাইলাম।

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত। • টম আর জেরিতো এখন বা'র্ধক্যজনিত রো'গে ভুগছে।• ...
17/03/2023

মিনা কার্টুনের মিনারও আজ বিয়ে হয়ে গেছে সেও আজ ঘর-সংসার সামলাতে ব্যস্ত।

• টম আর জেরিতো এখন বা'র্ধক্যজনিত রো'গে ভুগছে।
• মিস্টার বিন এখন ব্যস্ত হলিউড নিয়ে।

•সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে।
• "ইত্যাদি" তেও আজ রসকস নেই।

• "Boost" কিনলে আজ ব্যাট ফ্রি দেয়না।
• চিপসের প্যাকেটের সাথেও আজ স্টিকার, খেলনা, সৈন্য ফ্রি দেয় না।
• নোকিয়া ফোনের সা! পটাও আজ বুড়ো হতে হতে মৃত প্রায়। বাকি রইল কেবল ঈদ --• ঈদেও আজকাল তেমন আর আনন্দ নেই।
• স্মৃতির পাতায় আজ ধূসর শৈশব

ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো। আজ বড়ো হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম!

 #ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে  বা ডিপি এস,  সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে ...
15/03/2023

#ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপি এস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে, কিন্তু বিবাহিত পূরুষদের ৯৫% ই স্ত্রীকে নমিনি দিতে চায়।"
তার মধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে।কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখা,এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য...
#লেখকঃ সে একজন ব্যাংকার

27/01/2023
__শিক্ষণীয় পোস্ট ১মিনিট সময় নিয়ে পড়ুন স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটিবাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।:হটাৎ:তি...
13/01/2023

__শিক্ষণীয় পোস্ট
১মিনিট সময় নিয়ে পড়ুন

স্বামী-স্ত্রী আর তাদের তিন মাস বয়সের একটি
বাচ্চা রাতে বিছানায় ঘুমাচ্ছে।
:হটাৎ
:তিন মাসের বাচ্চা রাত তিনটার সময় জোরে
জোরে কান্না করতে লাগলো।
:বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই
ঘুম ভেঙ্গে গেলো।
,,
স্বামী বললেন,
ওকে একটু থামাও.....!
আর মা বাচ্চাটিকে বুকে জরিয়ে
নিয়ে এদিক-ওদিক হাঁটতে লাগলেন।
:
কিছুক্ষন পর ,
বাচ্চাটির বাবা বিছানা থেকে
উঠে ঘর থেকে
বের হয়ে গেলেন।
:
কিছুক্ষন পর বাচ্চাটির বাবা ঘরে
ফিরে এলেন
আর
বাচ্চাটির মা তাকে জিজ্ঞাস
করলেন,
কোথায় গেছিলে ?
:
তিনি বললেন ,
:
মায়ের কবরটা দেখতে
গিয়েছিলাম।
:
বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন,
:
এত রাতে কেন ?
:
সে উত্তর দিল ,
আমাদের বাচ্চাটি যখন
কাঁদতেছিলো
তখন আমার খুব বিরক্ত লাগছিল।
:
কিন্তূ
:
তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে
করতে
হাটতেছ।
কারন,
তুমি তার মা।
:
তখনি মনে পরে গেলো।
:
হয়তো , আমি যখন ছোট ছিলাম
তখন
আমার মা ও আমাকে এভাবেই যত্ন
করেছিলেন।
:
তাই মাকে দেখতে গেছিলাম।
:
আজ আমি মায়ের যত্নে এত বড়
হয়েছি। কিন্তু
জানি না মা আমার সেখানে
কতটুকু যত্নে
আছেন।
:
পৃথিবীতে মা একমাত্র আপন।
:
হে আল্লাহ্ আপনি আমাদের মা
বাবার
সেবা করার তৌফিক দিন।
যাদের মা বাবা পৃথিবী তে নেই
তাঁদের কে জান্নাত বাসি করুন।।(আমিন)

ছবি টা দেখে হৃদয়ে রক্ত খরন হয়েছে  😭😭স্বজনের লা•শ শেষমেশ ঠাই পেলো তাসরিফ- ১ লঞ্চেএক পরিবার তাসরিফ-১ লঞ্চে করে একটি মর-দেহ...
25/12/2022

ছবি টা দেখে হৃদয়ে রক্ত খরন হয়েছে 😭😭

স্বজনের লা•শ শেষমেশ ঠাই পেলো তাসরিফ- ১ লঞ্চে

এক পরিবার তাসরিফ-১ লঞ্চে করে একটি মর-দেহ নিয়ে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। কতগুলো ছবি সামাজিক যোগাযোগে বাসছে দেখা যায়।

জানা যায় গতকাল বিকালে ঢাকা কোনো এক হাসপাতালে মারা যায় ক্যান্সার আক্রান্ত এক ব্যাক্তি।

স্বজনরা দ্রুত সদরঘাট এসে কফিন ছাড়াই তারাহুরো করে লঞ্চে উঠতে চেয়েছিল। কিন্তু কোন লঞ্চ তাদেরকে উঠায়নি! লা-শ দেখে।

তাশরীফ -১ লঞ্চ কর্তৃপক্ষের কাছে অনেক অনুনয় বিনয় করার পর জায়গা মিলে ছাদে!

কতটা অমানবিক বিষয় চিন্তা করছেন, এই কনকনে শীতের মাঝে লঞ্চের ছাদে করে হাতিয়া যাওয়া। এই জায়গাটাতে প্রচণ্ড বাতাস থাকে, আবার নদীর বাতাস। স্বজনরা যে জায়গাটাতে বসা। এটা হচ্ছে ইঞ্জিলের হাওয়া বের হওয়ার একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ শব্দ হয়ে থাকে। সহ্য করা যায় না। আর এই লোগগুলো এখানেই বসা। তাঁদের কাছে প্রয়োজনীয় শীত নিবারণের পোষাক নেই। ঠাণ্ডায় বসে আছে।

যেসব লঞ্চ লা•শ বহন করতে চায় না, সেসব লঞ্চকে উচিৎ আমাদের বয়কট করা। কারন তাদের কাছে আমরা জীবিত অবস্থা ব্যবসায়ী পণ্য মৃ•ত আমরা মূল্যহীন। আর লঞ্চ এর ভিতরে লাশ এর জন্য আলাদা কেবিন এর ব্যবস্থা করা হোক।
#মৃত্যু
#জীবন

লবণ মরিচ মাখিয়ে ভাত খেলেও সেরা খাবারটি সবসময় সন্তানের জন্য তুলে রাখেন মা। বিদ্যানন্দের আয়োজনে খেতে আসে মাংসের নরম অংশটি ...
30/11/2022

লবণ মরিচ মাখিয়ে ভাত খেলেও সেরা খাবারটি সবসময় সন্তানের জন্য তুলে রাখেন মা। বিদ্যানন্দের আয়োজনে খেতে আসে মাংসের নরম অংশটি পরম যত্নে মুখে তুলে দেন।

সেরা সম্পর্ক আমাদের মায়ের সাথে। আর সম্পর্কের শুরুটা খাবারের মাধ্যমে। শর্তহীন ভালোবাসা প্রকাশের এমন সুন্দর মাধ্যম যেন দ্বিতীয় আর কোথাও নেই।

পেটের ক্ষুধা দূর হয় খাবারে, আর মনের ক্ষুধা পূরণ হয় ভালোবাসায়।

18/11/2022

নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়,ভরসার হাতটা যতোই বিশ্বস্ত হোক না কেনো!স্বাথে আঘাত লাগলে রুপ বদলাতে একটুও সময় লাগে না!!!🖤🖤🖤

বিদ্র: সংগ্রহীত

OPPO, VIVO ফোন গুলোতে হঠাৎ করে একটি Malware App নিজে নিজে Installed হয়েছে নাম হচ্ছে "Spin Maze" এটি "TouchPal" নামক একটি...
08/11/2022

OPPO, VIVO ফোন গুলোতে হঠাৎ করে একটি Malware App নিজে নিজে Installed হয়েছে নাম হচ্ছে "Spin Maze" এটি "TouchPal" নামক একটি Keyboard App এর কারণে ছড়িয়ে পড়েছে।

তাই সবাইকে এটার Prevention হিসেবে বলছি যে আপনারা মোবাইল এর সেটিংস এ যাবেন গিয়ে সেখানে App Setting এ ঢুকবেন।

সেখানে যাওয়ার পর TouchPal এর যত গুলো App Running আছে সব গুলো "Force Stop" করবেন।

করার পর আপনারা তখন সেই Malware App টি Remove করে দিবেন তাহলে আর এটা নিজে নিজে Installed হবে না।

এই App টি ফোন থেকে ডাটা চুরি করতে সক্ষম।

তাই সবাইকে সর্তক থাকার জন্য বলা হচ্ছে যারা OPPO, VIVO ব্যবহার করেন তাদেরকে।

যারা Gboard or Ridmik Keyboard কিংবা অন্য Keyboard ব্যবহার করতেন তারা এই Malware এ Effected হয়নি। তবে TouchPal in Process এ থাকলে Effect হওয়ার সম্ভাবনা অনেক।

© সাইবার ৭১

প্রেমের টানে মিসর থেকে চলে আসলো এই মেয়ে বাংলাদেশের নোয়াখালী তে...
21/10/2022

প্রেমের টানে মিসর থেকে চলে আসলো এই মেয়ে বাংলাদেশের নোয়াখালী তে...

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি একটি গরিব পরিবারের...
18/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)


I found the photo on a page in Saudi Arabia. My eyes got wet after reading the incident, so I am sharing it with you.

The incident is of a poor family. The family lives on the second floor of the rear building. The boy gets up at four in the morning every day and goes to work in a distant city. His mother gets up every day and prepares him, puts the food in the box, and finally goes downstairs. The boy doesn't like to see his mother suffer like this every day. agree Says, you prepare food and go to bed, you don't have to sit, you don't have to go down. But mother doesn't listen. One day he is very angry. Still the mother does not listen. After getting angry, mother says, I will not go down now. You go, no problem.

Still, the mother regularly comes down at four in the morning, and the mother hides when the son looks back.

To prove that the mother goes down every day, she takes a single selfie without looking back. In the selfie, the mother is seen standing in the background. The mother stands here as long as the son is seen.

(Its name is "Mother". The color of mother's love is the same in all countries. Selfless love, boundless love. So never hurt mother.)



-Tayef Rana

#মা

পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই, বিশ্বাস করার মত একজন ভাল মনের জীবন সংগী হলেই বাকি জীবন টা কাটিয়ে দেয়ার জন্য যথেষ্ট.
10/10/2022

পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই, বিশ্বাস করার মত একজন ভাল মনের জীবন সংগী হলেই বাকি জীবন টা কাটিয়ে দেয়ার জন্য যথেষ্ট.

ময়মনসিংহ.  গফরগাঁও
07/10/2022

ময়মনসিংহ. গফরগাঁও

ছোট বেলার সৃতি..
07/10/2022

ছোট বেলার সৃতি..

আলহামদুলিল্লাহ্....
06/10/2022

আলহামদুলিল্লাহ্....

 #ভালবাসি_বাবা #তায়েফ
03/10/2022

#ভালবাসি_বাবা
#তায়েফ

❝একটি শিক্ষনীয় ছবি❞গাছটি আপনি অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানে দে...
02/10/2022

❝একটি শিক্ষনীয় ছবি❞

গাছটি আপনি অনেক কষ্ট করে লাগিয়েছেন,
যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না। মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

ঠিক তেমনি আপনি রাত দিন ভর আল্লাহর ইবাদত করছেন, তাহাজ্জুদ নামাজ, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আপনি গীবত করে বেড়িয়েছেন, বাজে সমালোচনা করেছেন। কেয়ামতের দিন আপনি আমি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আপনার আমার নেক আমল ওদের দিয়ে দেওয়া হবে। তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চেপে দেওয়া হবে। সেদিন জাহান্নাম থেকে থেকে বাঁচার জন্য অন্য কোনো পথ থাকবে না🥀

আসুন আমরা গীবত ও খারাপ সমালোচনা করা বন্ধ করি🥰

আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জানার, বোঝার, ও মানার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।
আমিন...❤️©️〽️

 #মধ্যবিত্তমধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একজন যোদ্ধা। তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় ধৈর্যের সাথে। তাদের মাঝে না পাওয়...
28/09/2022

#মধ্যবিত্ত

মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একজন যোদ্ধা। তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় ধৈর্যের সাথে। তাদের মাঝে না পাওয়ার কোনো আফসোস নেই। হারানোর কোনো বেদনা নেই। এদের জীবনে প্রেম-ভালোবাসা থাকতে নেই। সুন্দরী-রূপসি মেয়েরা সামনে এলে, পছন্দের পোশাক শোরুমে চোখে পড়লে, ভালো খাবার সামনে এলে মনে মনে 'Not for me' বলে নিজেকে সবল রাখা এদের গোপন সূত্র।

মধ্যবিত্ত সন্তানের জীবনে জড়ানোর মতো কিছু নাই।তাদের কাছে পূর্ণিমার রাত আর স্বভাবিক রাতের মধ্যে কোনো পার্থক্য নায়। তাদের কাছে ভালোবাসা মানে পরিবারকে আঁকড়ে ধরে বাঁচা। তাদের কাছে পরিবার মানে পৃথিবী। তাদের মাঝে সুখ বলতে একজীবনের সমস্ত দুঃখকে বুকে চেপে ধরে বাঁচা।
তাদের মাঝে স্বপ্ন বলতে কিছু নাই। তারা প্রতিদিন এক একটা স্বপ্ন বুকে নিয়ে চলে। তারা জীবনকে প্রতিদিন নতুন করে সাজায় এবং এই জীবন তাদের শেষ যেখানে নিয়ে যাবে সেটাই হবে তাদের লক্ষ্য,সেটা তাদের সফলতা। তারা বুকের ভিতর দুঃখ লুকিয়ে জীবনের সাথে যুদ্ধ করে চলে। তারা প্রতিদিন যুদ্ধ করে।

28/08/2022

ফাঁ/সি/র দড়ি গলায় পড়ার পরেও এমন হাঁসি মুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল।

এই সেই হামজা বেনদেলাজ,
যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন।আদালতে তাঁর ফাঁ/সি/র রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁ/সি/তে ঝুলে পড়েন।
আদালতে তার বক্তব্য পরিস্কার ছিল-"আমি কোন পাপ করিনি, গরিবের পেট মেরে দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংক এ জমা রেখেছিল আমি তা আবার গরিবের পেটেই পৌঁছালাম।
এটা আমার অপরাধ?

স্যালুট হামজা বেনদেলাজ,
আজীবন বিড়ালের মত বেঁচে থাকার চেয়ে,
একটা দিন বাঘ হয়ে মৃ/ত্যু বরণ করা উওম।

সংগৃহীত

28/08/2022

- মা এখনও অংক বোঝেনা.....

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে।

সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না.😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
(আমীন)
মা ছাড়া দুনিয়া অন্ধকার!🖤

Address

Noakhali Sadar Upazila
3802

Alerts

Be the first to know and let us send you an email when Tayef Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tayef Rana:

Videos

Share

Category


Other Video Creators in Noakhali Sadar Upazila

Show All