18/10/2022
ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।
ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।
তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।
মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।
(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)
I found the photo on a page in Saudi Arabia. My eyes got wet after reading the incident, so I am sharing it with you.
The incident is of a poor family. The family lives on the second floor of the rear building. The boy gets up at four in the morning every day and goes to work in a distant city. His mother gets up every day and prepares him, puts the food in the box, and finally goes downstairs. The boy doesn't like to see his mother suffer like this every day. agree Says, you prepare food and go to bed, you don't have to sit, you don't have to go down. But mother doesn't listen. One day he is very angry. Still the mother does not listen. After getting angry, mother says, I will not go down now. You go, no problem.
Still, the mother regularly comes down at four in the morning, and the mother hides when the son looks back.
To prove that the mother goes down every day, she takes a single selfie without looking back. In the selfie, the mother is seen standing in the background. The mother stands here as long as the son is seen.
(Its name is "Mother". The color of mother's love is the same in all countries. Selfless love, boundless love. So never hurt mother.)
-Tayef Rana
#মা