দৈনিক নোয়াখালী নিউজ প্রতিদিন

  • Home
  • দৈনিক নোয়াখালী নিউজ প্রতিদিন

দৈনিক নোয়াখালী নিউজ প্রতিদিন সত্যের এক কলম সাক্ষী. সংগ্রাম আমাদের প

নোয়াখালী সোনাপুর থেকে ছেড়ে যাওয়া লাল সবুজ পরিবহনের একটি গাড়ি সকাল ১১: ৩০ মিনিটের দিকে নাথেরপেটুয়ায়  নিয়ন্ত্রণ হারিয়ে একট...
16/08/2022

নোয়াখালী সোনাপুর থেকে ছেড়ে যাওয়া লাল সবুজ পরিবহনের একটি গাড়ি সকাল ১১: ৩০ মিনিটের দিকে নাথেরপেটুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছন দিকে সংঘর্ষ ঘটায়। এতে লাল সবুজে থাকা ৭-৮ জন যাত্রী আহত হয়। তবে কারো আঘাত গুরুতর নয়। লাল সবুজ পরিবহনে থাকা ব্যবসায়ি সাগর জানান- ডানে সিএনজি বামে মিশুক থাকায় গাড়ির চালক গাড়ি নিয়ন্ত্রণে আনতে ব্রেক করে এসময় বৃষ্টির কারণে গাড়ি স্লিপ করে সামনে থাকা ট্রাককে আঘাত করে।

সূবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়ন গ্লোব বাজারের পাশে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আ*ত্মহত্যা করেছে আফসার মাঝি...
16/08/2022

সূবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়ন গ্লোব বাজারের পাশে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আ*ত্মহত্যা করেছে আফসার মাঝির ছেলে।

২৯ বোতল বিদেশী মদ, ১১০ বোতল ফেন্সিডিল ও ১৩ কেজি গাজাসহ ২ জন আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
16/08/2022

২৯ বোতল বিদেশী মদ, ১১০ বোতল ফেন্সিডিল ও ১৩ কেজি গাজাসহ ২ জন আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

16/08/2022
13/08/2022

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের কালামিয়ার পোল সংলগ্ন খালে তাল কুড়াতে গিয়ে ৭নং ওয়ার্ডের মন্নান মেম্বারের বাড়ির মোঃ হাসান (ওরফে বড় মিয়া) স্রোতের কবলে পড়ে নিখোঁজ হয়।

দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় নিখোঁজের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে তার লাশ পায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

র‌্যাব-১১ এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৩০ বোতল বিদশী মদ ও ২০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।...
10/08/2022

র‌্যাব-১১ এর অভিযানে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৩০ বোতল বিদশী মদ ও ২০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

09/08/2022

স্কুলছাত্রের ধর্ষণের শিকার কলেজছাত্রী!

09/08/2022

একটি জরুরী সতর্ক বার্তা.....

বাসা বাড়ীতে অপরিচিত কেউ আসলে পরিচয় নিশ্চিত না হয়ে দরজা বা গেট খুলবেন না। একটি সঙ্ঘবদ্ধ গ্রুপ দেশের বিভিন্ন স্থানের মতো নোয়াখালীতেও মানুষের বাসায় গিয়ে বিভিন্নভাবে চুরি-ডাকাতি করছে। হতে পারে তারা আপনারও সর্বনাশ করতে পারে।

সবাই সতর্ক থাকুন।।

রাস্তা এখন  মরণফাঁদ; ভোগান্তির শেষ কোথায়?লক্ষ্মীনারায়ণপুর সড়ক। মাইজদী-কবিরহাট যাতায়াতের অন্যতম মাধ্যম এটি।সামান্য বৃষ্টি...
09/08/2022

রাস্তা এখন মরণফাঁদ; ভোগান্তির শেষ কোথায়?

লক্ষ্মীনারায়ণপুর সড়ক। মাইজদী-কবিরহাট যাতায়াতের অন্যতম মাধ্যম এটি।সামান্য বৃষ্টিতে যেন দরিয়া।দুর্ঘটনার নৈমিত্তিক সাক্ষী শহরতলীর ব্যস্ততম এ সড়ক।

নোয়াখালী পৌর এলাকা। ইমাম বাজার বছিরের দোকান থেকে আদর্শ মোড়। আধা কিলোমিটার রাস্তা ভোগান্তির মূল কেন্দ্র।

প্রতি ঘন্টায় চাকা ঘোরে ক'য়েক হাজার ছোট-বড় গাড়ীর।
হাসপাতালগামী রোগীর মরনদশা।স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি। দেখার যেন কেউ নেই!

স্থানীয় সাবেক সমবায় কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন- 'গত তিন-চার বছর ধরে খানা-খন্দকে ভরা এরাস্তাটিতে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এনায়েত উল্লাহ বলেন- 'মানুষ অফিস আদালতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুলে যেতে পারছে না।বিশেষ করে হাসপাতালগামী রুগীরা বেশি কষ্ট পাচ্ছে।

স্থানীয় নোয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মিয়া জানান- 'রাস্তাটির বেহালদশা সম্পর্কে এমপি সাহেবকে জানিয়েছি।সড়ক বিভাগের জেলা অফিসে জানিয়েছি। কোনো সদুত্তর পাইনি।'

স্থানীয় সূত্রে জানা যায়-অর্ধ-যুগেও সংস্কারের বাতাস লাগেনি এখানে।তবে মাঝে মধ্যে বিল্ডিং ভাঙ্গার কংক্রিট ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়-সামান্য বৃষ্টিতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।জনসাধারণের রাস্তায় পা ফেলার ঠাই নেই।দূর্ঘটনা এড়াতে গর্তের উপর লাল কাপড় টাঙ্গিয়ে রাখতে দেখা গেছে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নোয়াখালী নিউজ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share