দিশারী

দিশারী সাথে আছি, পাশে থেকো।



একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

রক্তদান একটি মহৎ কাজ এবং মানবিক সহানুভূতির উদাহরণ। এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে এবং সাধারণত এটি নিরাপদ ও সহজ একটি...
31/12/2024

রক্তদান একটি মহৎ কাজ এবং মানবিক সহানুভূতির উদাহরণ। এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে এবং সাধারণত এটি নিরাপদ ও সহজ একটি প্রক্রিয়া। রক্তদান করলে একজন ব্যক্তি একদিকে নিজের শারীরিক সুস্থতা বজায় রেখে অন্যদিকে একজন রোগী বা দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন রক্ষা করতে পারে। নিয়মিত রক্তদান করলে শরীরে নতুন রক্ত উৎপন্ন হয়, যা সারা শরীরের কোষগুলোকে পুনর্স্থান এবং পুনর্নির্মাণে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত রক্তদান হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
রক্তদান শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। তাই এটি মানবিকতার এক অসীম দৃষ্টান্ত। তাই আমাদের উচিত নিয়মিত রক্ত দেওয়া এবং অন্যকে এই মহৎ কাজে উৎসাহী করা।।

সেন্টার মার্কেট শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর আয়োজন সম্পূর্ণ  করার জন্য। খেলাধূলার আয়োজনের মধ...
22/12/2024

সেন্টার মার্কেট শিক্ষা ও সমাজ উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর আয়োজন সম্পূর্ণ করার জন্য। খেলাধূলার আয়োজনের মধ্যেমেই যুব সমাজকে ধ্বংসের ধার প্রান্ত থেকে বাঁচানো সম্ভব হবে। একই সাথে Asif Mahmud Rafi ভাইকেও অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে সব আয়োজন সম্পন্ন করার জন্য এবং শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের হাতে অর্পন করার জন্য।
আমরা দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশন সব সময় কল্যাণ মূলক কাজে সবার পাশে থাকবে ইনশাআল্লাহ।
FILED : Center Market Cricket Ground-CMCG
#দিশারী

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে র...
16/12/2024

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, পেয়েছি যে বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঢেলে বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে রক্ত,বৃথা যাবেনা শহীদদের দান।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

১৪ ডিসেম্বর, সেই ভয়ানক  কালরাত্রিতেজাতি হারিয়েছে প্রকৌশলী ডাক্তার শিক্ষাবিদ আর দার্শনিক। দেশ জুড়ে উঠেছিলো গগনবিদারী চিৎক...
14/12/2024

১৪ ডিসেম্বর, সেই ভয়ানক কালরাত্রিতে
জাতি হারিয়েছে প্রকৌশলী ডাক্তার
শিক্ষাবিদ আর দার্শনিক।
দেশ জুড়ে উঠেছিলো গগনবিদারী চিৎকার আর
শোক ছড়িয়েছে দিগ্বিদিক।

রায়ের বাজার বধ্যভূমি আর
লাশে ভরা মিরপুর।
জাতি হয়েছিলো অভিভাবকশূণ্য
সে স্মৃতি বেদনা বিদুর।

বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি আর
রইলো অনেক শোক!
জাতির কৃতিসন্তানআর শহীদ বুদ্ধিজীবী দিবস
স্মৃতিতে অমর হোক।

#দিশারী

13/12/2024
টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা অর্জন করাই ,  বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশন...
08/12/2024

টানা দ্বিতীয় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা অর্জন করাই , বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ৭ই ডিসেম্বর, নোয়াখালী মুক্ত দিবস।আজকের এইদিনে সেই বীর সন্তানদেরপ্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,যারা  নোয়াখালীকে পাকিস্তানি...
07/12/2024

আজ ৭ই ডিসেম্বর, নোয়াখালী মুক্ত দিবস।

আজকের এইদিনে সেই বীর সন্তানদের
প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,যারা নোয়াখালীকে পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্ত করেছেন ।
নোয়াখালীর সকল মুক্তি যোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।।
#দিশারী

আজ ৫ই ডিসেম্বর "আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস""আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মন অন্যের ভাল করার মাধ্যমে  আনন্দ অনুভ...
05/12/2024

আজ ৫ই ডিসেম্বর
"আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস"

"আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের মন অন্যের ভাল করার মাধ্যমে আনন্দ অনুভব করে।"– থমাস জেফারসন

আজকে এইদিনে বিশেষভাবে স্বরণ করি, যারা নিজের জীবন বাজি রেখে দেশের ভালোর জন্য, মানুষ এর ভালো করার জন্য কাজ করে যাচ্ছেন।

নিজের মূল্যবান জীবন এর সময় ব্যায় করে যারা দেশ ও মানুষ এর কথা ভেবে কাজ করে যায় তাদের সবার কাছে আমরা ঋণী হয়ে থাকবো সারাজীবন।।

সকল স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদেরকে অন্তরে অন্তরস্থ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করি।।এই স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের হাত ধরে আমরা একদিন একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।।
#দিশারী

দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের  পরিচালনা পরিষদ সর্বোচ্চ স্বচ্ছতার  সাথে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে।স...
25/11/2024

দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ সর্বোচ্চ স্বচ্ছতার সাথে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে।সংগঠন এর উপদেষ্টা পরিষদ , শুভাকাঙ্ক্ষী ও সদস্যদেরকে এই কল্যাণ মূলক কাজে স্বর্তস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।

বি.দ্র. -অবশিষ্ট টাকা সংগঠনের ফান্ডে জমা আছে, পরবর্তী কার্যক্রমে খরচ করা হবে,ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের বৃক্ষরোপন কর্মসূচিতে ধানসিঁড়ি কলেজে বৃক্ষরোপন সম্পূর্ণ করা হ...
14/11/2024

আলহামদুলিল্লাহ দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের বৃক্ষরোপন কর্মসূচিতে ধানসিঁড়ি কলেজে বৃক্ষরোপন সম্পূর্ণ করা হলো। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিঠু স্যার এবং শিক্ষক আমির হোসেন।
এই কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক Md. Emdadul Hoque এবং কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নাইম উদ্দিন (সহ-সাধারন সম্পাদক) ও Tanbir A. Ovi (সম্মানিত সদস্য)।

#দিশারী

আলহামদুলিল্লাহ দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন এবং  বিতরন কর্মসূচি সম্পন্ন হয়ে...
10/11/2024

আলহামদুলিল্লাহ
দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন এবং বিতরন কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচি পালন করা হয়, মিয়ার হাট উচ্চ বিদ্যালয়, মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিদিয়া দাখিল মাদ্রাসা, আব্দুল্ল্যাহ্ মিয়ার হাট কলেজ,জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধানসিঁড়ি কলেজ।

উক্ত কর্মসূচিতে ফাউন্ডেশনের উপদেষ্টা বৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রাহণ ও সার্বিক সহযোগিতা করাতে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বৃক্ষ নেই মানেই প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের...
19/10/2024

বৃক্ষ নেই মানেই প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রানদায়ী বৃক্ষরাজি। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য।তাই,দেশের এবং বৈশ্বিক প্রয়োজন অনুধাবন করে,দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশন ১০০০ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা সামনে রেখে আগামী মাসব্যাপী বৃক্ষ রোপন ও সুরক্ষা কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। বৃক্ষ রোপনের সাথে সাথে বৃক্ষের সুরক্ষা নিশ্চিত করবে।পরিবেশ ও প্রাণের অস্তিত্ব রক্ষায় দিশারির এই মহতী কার্যক্রমে আপনাদের পরামর্শ, সহযোগিতা একান্ত প্রয়োজন।

তাই,আসুন আমরা একতাবদ্ধ হই, নিজের অস্তিত্ব ও পরিবেশ রক্ষায় দিশারির এই মহতী কার্যক্রমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশগ্রহণ নিশ্চিত করি।

অনুধান পাঠানোর মাধ্যম :
ইসলামি ব্যাংক বাংলাদেশের লিমিটেড
অ্যাকাউন্ট নাম্বার:
20502250206069908
Dishari Samaj Kalyan Foundation
Miajde coart Branch ,Noakhali

বিকাশ :01630529686
নগদ :01875932237
বেলায়েত হোসেন
কোষাধ্যক্ষ
দিশারী সমাজ কল্যাণ ফাউন্ডেশন

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অন্যদিকে আমরা যদি সারাদিন কাজ করি তখন কাজের প্রতি আমাদের একটা বিরক্তি কাজ করে। তাই এই দুই ...
15/10/2024

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অন্যদিকে আমরা যদি সারাদিন কাজ করি তখন কাজের প্রতি আমাদের একটা বিরক্তি কাজ করে। তাই এই দুই ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের বালেন্স করে চলতে হয়। তাই অবসর সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন খেলাধুলা। এতে করে শরীর ও মন দুটোই ভালো থাকে। আর এই খেলাধুলার অভ্যাসটা শুরু করতে হবে ছোটবেলা থেকে। আর এই অভ্যাসটা করতে ব্যর্থ হলে ছোট ছোট ছেলেরা তাদের অবসর সময়টা খারাপ কাজে ব্যায় করবে। এতে করে সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এ সমাজটাকে বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের ছোট একটি প্রচেষ্টা।।

মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু, মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু। শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা ও পাণ্ডিত্যের আল...
05/10/2024

মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকেই শুরু, মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু। শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা ও পাণ্ডিত্যের আলোকে শিক্ষার্থীদের আলোকিত করেন। তারা হলেন একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। তারা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেন। শিক্ষকের গুরুত্ব বা মর্যাদা কখনো লিখে প্রকাশ করা যাবে না,এটা শুধু অনুভব করা যায়। শিক্ষকদের মহত্ব বুঝাতে মনীষীরা বলেছেন... একহাজার দিন নিরলস পড়াশোনার মধ্যে থাকার চেয়ে একদিন একজন মহান শিক্ষককের সান্নিধ্যে থাকা বেশি উত্তম।তাই আজকের এই দিনে আমি সকল শিক্ষকদের জানাই শ্রদ্ধা,শুভেচ্ছা ও ভালোবাসা।

দিশারী
সাথে আছি, পাশে থেকো

দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির তালিকা🤍🤍🤍🤍🤍
02/10/2024

দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির তালিকা🤍🤍🤍🤍🤍

২৭/৯/২০২৪ তারিখে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের এর পক্ষ থেকে উপদেষ্টাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কার্যকরী কমিটির সদস্যগণ।...
27/09/2024

২৭/৯/২০২৪ তারিখে দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের এর পক্ষ থেকে উপদেষ্টাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কার্যকরী কমিটির সদস্যগণ।উক্ত অনুষ্ঠানে কার্য়করী কমিটির সদস্যবৃন্দ এবং দিশারী সমাজ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন...
24/09/2024

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।

আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন।

সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজ...
17/09/2024

সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3807

Website

Alerts

Be the first to know and let us send you an email when দিশারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share