আন নুর

আন নুর আশিক উদ্দিন
আব্দুল্লাহপুর, নোয়াখালী
(5)

🌱🌱ইনশাআল্লাহ 🌱🌱 #আননুর  ুর
25/04/2024

🌱🌱ইনশাআল্লাহ 🌱🌱

#আননুর ুর

🌱🌱সুবহানাল্লাহ🌱🌱 #আননুর  ুর
25/04/2024

🌱🌱সুবহানাল্লাহ🌱🌱
#আননুর
ুর

কত ছোট পাপ করেছো সেটা ভেবো না, বরং এটা ভাবো কত বড় মালিকের অবাধ্য হচ্ছো। ুর #আননুর
25/04/2024

কত ছোট পাপ করেছো সেটা ভেবো না, বরং এটা ভাবো কত বড় মালিকের অবাধ্য হচ্ছো।
ুর
#আননুর

আলহামদুলিল্লাহ!🥰🤍 নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের...
25/04/2024

আলহামদুলিল্লাহ!🥰🤍

নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হাফিঃ
আল্লাহ আপনি সহায় হোন।🤲
👉আমাদের রাহবার"কে আমাদের মাঝে ফিরিয়ে দেন।🥰

Copy post

ভারতীয় সব পণ্যেই সমস্যা।
24/04/2024

ভারতীয় সব পণ্যেই সমস্যা।


ব্যথা হচ্ছে আমাদের ধৈর্যের পরিক্ষা। আরতুগ্রুল গাজি ুর
24/04/2024

ব্যথা হচ্ছে আমাদের ধৈর্যের পরিক্ষা। আরতুগ্রুল গাজি
ুর

23/04/2024

ফরিদপুর মধুখালী তে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর গু*লি বর্ষণ কেন..?

23/04/2024

ফরিদপুর মধুখালীর সর্বশেষ পরিস্থিতি কারো জানা থাকলে, অনুগ্রহ পূর্বক জানান।

23/04/2024

🌱সুখী হওয়ার চতুর্থ চাবিকাঠি 🌱🌱🌱
মিজানুর রহমান আজহারি

ুর
#মিজানুর_রহমান_আজহারি


আন নুর কে Follow করে রাখুন।

23/04/2024

প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বলেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী (সা.) এর কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন-

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏

উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।

বর্ণনাকারী বলেন, এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ ১১৬৯, ইবনু খুযাইমাহ ১৪১৬)

শায়েখ আহমাদুল্লাহ হাফিঃ এর ইমামতিতে বৃষ্টির জন্য ঢাকায় বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। Sheikh Ahmadullah
23/04/2024

শায়েখ আহমাদুল্লাহ হাফিঃ এর ইমামতিতে বৃষ্টির জন্য ঢাকায় বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে।
Sheikh Ahmadullah

22/04/2024

কোরআন তেলাওয়াত সুরা আল ফাতিহা, আর রহমান, আত তওবা (শেষাংশ) , আল হাশর (শেষাংশ)।
শামসুল হক




ুর

         ুর
22/04/2024





ুর

মাকে খুব মনে পড়ে।
22/04/2024

মাকে খুব মনে পড়ে।

 ুর
22/04/2024

ুর

কোরআন বর্ষ ২০২৪-২০২৫ ইং সবাইকে শেয়ার করে জানি দিন।
22/04/2024

কোরআন বর্ষ ২০২৪-২০২৫ ইং
সবাইকে শেয়ার করে জানি দিন।

22/04/2024

সুখী হওয়ার তৃতীয় চাবিকাঠি 🌱🌱🌱🌱🌱
#মিজানুর_রহমান_আজহারি

ুর
Follow আন নুর

Follow: আন নুর  ুর
22/04/2024

Follow: আন নুর
ুর

21/04/2024

সুখি হওয়ার দ্বিতীয় চাবিকাঠি 🌱🌱🌱
#মিজানুর_রহমান_আজহারি
ুর

সবা বেশি করে শেয়ার করে দিন। যাতে করে অন্য ভাই বোনেরা জানতে পারেন।
20/04/2024

সবা বেশি করে শেয়ার করে দিন। যাতে করে অন্য ভাই বোনেরা জানতে পারেন।

19/04/2024

ট্রান্স ইস্যুতে অভিযুক্ত ব্যক্তির ডায়ালগ হলো,
"দর্শক যেহেতু পছন্দ করছে না,
তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না।
এরপর থেকে এসব করব না আর।"..
আমরা মনে করি,
এই বক্তব্যই প্রমাণ করে যে তিনি মনেপ্রাণে একজন ট্রান্স।
আর তিনি এ ক্ষেত্রে অপরিবর্তনীয়।
অতএব, যারা ঈমান লালন করেন,
তাদের সকলের উচিত এমন ব্যক্তিকে পরিত্যাগ করা।

Copy: Mokthtar Ahmed

ফিলি স্তিনের নিরাপরাধ বেসামরিক সাধারন জনগন/মুসলমানের উপর বছরের পর বছর  গনহত্যা চালানো ইস রাইল ও তাদের সমর্থনকারী সাহায্য...
15/04/2024

ফিলি স্তিনের নিরাপরাধ বেসামরিক সাধারন জনগন/মুসলমানের উপর বছরের পর বছর গনহত্যা চালানো ইস রাইল ও তাদের সমর্থনকারী সাহায্যকারী মি ত্রদের বয় কট করার জন্য আর নতুন কোন কারন দরকার আছে? যে যাকে ভালবাসে বুঝে নিন তার উত্তর আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই।

আলহামদুলিল্লাহ
14/04/2024

আলহামদুলিল্লাহ

14/04/2024

ইরান থেকে রাতের ভালোবাসা
আল্লাহু আকবার



ুর

13/04/2024

যেই সুন্নাত নিয়ে রাসুলুল্লাহ (সাঃ) এর নির্দেশ রয়েছে, সেটি কায়েমে ওনারা জোর দিয়ে আলোচনা করেনা। যেমন
*" (মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দু'রাকাত নামাজ আদায় করে নেয়।' (বুখারি ৪৩১)"*।
এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো রাসুলুল্লাহ সাঃ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলো মাটি চাপা দিয়ে
জোর দেয় শুধু তারাবী নিয়ে, ৮ রাকা'ত নাকি ২০ রাকা'ত!!
আরে ভাই রাকা'ত নিয়ে এতো বিতর্ক করারতো কিছুই নাই। এটি একটি সুন্নাত আমল, আপনি পড়লে নেকি পাবেন, আর না পড়লে নেকি পাবেননা এটুকুইতো। কত রাকাত পড়তে হবে বা পড়তেই হবে এরকমতো কোন নির্দেশনা রাসুলুল্লাহ সাঃ দেননি, যেমনটি নির্দেশনা দিয়েছেন তিনি মসজিদে বসার আগে ২ রাকাত সালাত আদায় করার জন্য। এখানে সময় এবং রাকাত দুটোই নির্দিষ্ট করে নির্দেশনা দিয়েছেন তিনি।
আর যেটার এসবের কিছুই নির্দিষ্ট করে দেননি সেটা নিয়ে এতো লাফালাফি করার কি দরকার???

13/04/2024

মানুষকে আহলে হাদিস বানানোর প্রচেষ্টা করো না, হানাফি বানানোর প্রচেষ্টা করো না। তোমরা মানুষকে মুমিন, মুত্তাকী, মুহসিন বানানোর প্রচেষ্টা করো।

মুমিন মুত্তাকী সে আহলে হাদিস হোক, হানাফি হোক, কওমি হোক, আলিয়া হোক আল্লাহর কাছে প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় বান্দাকে ঘৃণা করার সাহস করিও না।

-এস এম নাহিদ ।

13/04/2024

১৪ ই এপ্রিল পহেলা বৈশাখের নামে “বৈশাখী পূজা” থেকে বিরত থাকুন❕
এটি হিন্দুদের সংস্কৃতি।
মুসলিমদের আনন্দ উদযাপনের জন্য আল্লাহ ২টি পবিত্র ঈদ দিয়েছেন যা অন্য কোন ধর্মে দেয়া হয়নি।

আলহামদুলিল্লাহ!!🥀🥰সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু...
08/04/2024

আলহামদুলিল্লাহ!!🥀🥰

সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে তিনি প্রথম হয়েছেন।

সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় সেনেগালের কাওলা শহরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

08/04/2024

Address

Abdullahpur, Noakhali Sadar, Noakhali
Noakhali Sadar Upazila
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when আন নুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আন নুর:

Videos

Share

Category


Other Video Creators in Noakhali Sadar Upazila

Show All

You may also like