29/07/2024
আপনার #টাকা আপনি বৈধ পথে ব্যাংকিং ব্যবস্থায় পাঠাবেন না অবৈধ পথে #হুন্ডির মাধ্যমে পাঠাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।
তবে কথাটা অনেকের খারাপ লাগলেও এটা সত্যি যে,
আপনি দেশের জন্য টাকা পাঠান এটা সম্পূর্ণ একটা ভুয়া আলাপ। আপনি টাকা পাঠান আপনার পরিবারের জন্য, আপনার পাঠানো #টাকায় আপনার পরিবারের প্লেটে ভাত ওঠে, আপনার ঘরে আলো জ্বলে।
গালি দেওয়ার আগে বিস্তারিত বুঝে নিন।
আপনি অবৈধ পথে হুন্ডিতে টাকা পাঠালে দেশের #দূর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের সবচেয়ে বেশি লাভ, কিভাবে বুঝবেন??
এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে হুন্ডি কিভাবে হয় এটা, ধরুন কোন এক দূর্নীতিবাজ রহিম সাহেব বাংলাদেশে দূর্নীতি করে ১০০ কোটি টাকা বানিয়েছে, এটা সে দুবাইয়ে পাচার করবে, সে কিন্তু এত টাকা ব্যাগে করে নিতে পারবে না, কিংবা বৈধ পথে ব্যংকেও দুবাই পাঠাতে পারবে না। এখানে থেকে আসে #হুন্ডি দুবাইয়ের হুন্ডি দালালরা আপনার মতো বাংলাদেশের ১০০ জন প্রবাসীকে কানেক্ট করবে
তারা #দূর্নীতিবাজ রহিমের বাংলাদেশী ১০০ কোটি টাকা তাদের বাংলাদেশস্থ এজেন্টের মাধ্যমে আপনার পরিবারের #একাউন্টে জমা করবে এবং আপনাদের ১০০ জনের কাছ থেকে নেওয়া সম পরিমাণ দুবাইয়ের মুদ্রা, দুবাইয়ে রহিমের একাউন্টে দিয়ে দিবে।
এর মাধ্যমে কি হবে বাংলাদেশের দূর্নীতিবাজ রহিম তার ১০০ কোটি টাকা দুবাইয়ে পাচার করতে সক্ষম হবে।
আপনি আপনার ভুল #এক্টিভিজমের কারনে কি করলেন?
দূর্নীতিবাজদের #দূর্নীতি করতে টাকা পাচার করতে সাহায্য করলেন।
এবার বলি ব্যাংকে টাকা পাঠালে কি হয়?
আপনি বিদেশী মুদ্রা দিলে বাংলাদেশ ব্যাংক তার সব বিনিময় পরিমাণ মুদ্রা আপনার পরিবারকে দিবে, আর আপনার পাঠানো, ডলার, রিয়াল দিয়ে কি হবে??
বৈদেশিক #বানিজ্য, আরো সহজ করে বললে ঐ মুদ্রা দিলে বিদেশ থেকে #বাংলাদেশ পন্য কিনবে।
আপনি ব্যাংকে টাকা না পাঠালে দেশের যে কোন ক্ষতি হবে না তা কিন্তু না।
সরকারের কাছে বৈদেশিক মুদ্রার #রিজার্ভ কমবে, ফলে বাড়বে #মূদ্রাস্ফীতি! আমদানি ব্যয় বাড়বে, #রপ্তানি আয় কমবে। পণ্যের খরচ বাড়বে, জনগন হিমশিম খাবে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপাবে, বার বার মুদ্রা তার মান হারাবে, আবার টাকা ছাপাবে, আবার মান হারাবে, আবার ছাপাবে, এভাবে চলতে থাকবে!
প্রকৃতপক্ষে, সাধারন জনগনের খেতে পরতে কষ্ট হবে।
#বিপ্লব করা ভালো, কিন্তু কি করছি? কেন করছি? কাদের জন্য করছি?
এগুলো আগে বুঝতে #হবে।