Ibrahim Khalil BaBu

Ibrahim Khalil BaBu This is My Official page. I'll Share My Experience & Very important News For Helping You.

সফল হতে চাইলে এগুলো পড়ুন, ভাবুন আর নতুনভাবে পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করুন:  ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবে...
28/05/2024

সফল হতে চাইলে এগুলো পড়ুন, ভাবুন আর নতুনভাবে পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করুন:

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে অনেকখানি প্রভাবিত করবে।


আলহামদুলিল্লাহ ৩য় বারের মতো আগামী ২০ তারিখ যাচ্ছি Hotel Victory তে প্রায় ২০০ ফ্রিল্যান্সারের সাথে ঈদ রিইউনিয়ন প্রোগ্রামে...
18/04/2024

আলহামদুলিল্লাহ ৩য় বারের মতো আগামী ২০ তারিখ যাচ্ছি Hotel Victory তে প্রায় ২০০ ফ্রিল্যান্সারের সাথে ঈদ রিইউনিয়ন প্রোগ্রামে।

Courtesy: LYD Gen Freelancer Community

১৪ বছরে ফাইভার, ফাইভার হলো ফ্রিল্যান্সারদের জন্য গঠিত একটি অনলাইন মার্কেট প্লেস।👇এখানে সাক্সেস নিয়ে কিছু কথা 👇: ১. কমিউন...
22/02/2024

১৪ বছরে ফাইভার,
ফাইভার হলো ফ্রিল্যান্সারদের জন্য গঠিত একটি অনলাইন মার্কেট প্লেস।👇এখানে সাক্সেস নিয়ে কিছু কথা 👇:

১. কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, আপনি একজন সেলার এই মাইন্ডসেট রাখতে হবে৷ অর্থাৎ কোন ক্লায়েন্ট যদি নক দেয় তাকে যে ভাবেই হোক বায়ারে কনভার্ট করতে হবে।এর জন্য ইংরেজিতে দক্ষতা থাকা ভালো এবং এই দক্ষতা বাড়াতে হবে✅

২. প্রথমে ৭ টা গিগ দিতে পারেন সেইম নিসের উপর, এবং একএকটা গিগে ভিন্ন কিওয়ার্ড ফোকাস করে দেখতে হবে কোনটার ইম্প্রেশন ও পারফরম্যান্স ভালো হচ্ছে। এতে করে নিজেই বুঝা যাবে কোনটা আমার জন্য বেটার রেজাল্ট এনে দিচ্ছে✅

৩. গিগ ইমেজ যেন কালারফুল তবে ক্লিন যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। আর গিগের কন্টেন্টগুলো যেনো ফোকাস হয় সেইভাবে তৈরি করতে হবে।✅

৪. গিগ ডেস্ক্রিপশন যেনো কি-ওয়ার্ড ফোকাসড হয় খেয়াল রাখতে হবে।✅

৫. ৫$ এ সার্ভিস(কম প্রাইজ) দিলেই ক্লাইড সার্ভিস নিবে এই মানুষিকতা থেকে বের হয়ে আসতে হবে। নিজের কাজের ভ্যালু এবং কোয়ালিটি কখনো কমানো যাবে না।✅

যত যাই হোক এটা একটা ইসরাইলি প্রতিষ্ঠান⛔ এখান থেকে সরে আসাই ভালো যদি সুযোগ থাকে।
এর বিকল্প: Upwork, PeoplePerHour, Freelancer, LinkedIn, Behance, Toptal, Dribbble, Wellfound.

Sajek Valley 🗾
21/01/2024

Sajek Valley 🗾

যে সকল অর্জন বাবা দাদারা করতে সময় লাগাতো কর্মজীবনের ২০-৩০ বছর, সেখানে আজকাল ৩০ বছর বয়সেই মানুষ সফল হয়ে দেখাচ্ছে। তেমনই এ...
21/01/2024

যে সকল অর্জন বাবা দাদারা করতে সময় লাগাতো কর্মজীবনের ২০-৩০ বছর, সেখানে আজকাল ৩০ বছর বয়সেই মানুষ সফল হয়ে দেখাচ্ছে। তেমনই একজন Golam Morshed Jr Shaan. মাত্র ২১ বছর বয়সে ব্যারিস্টার হয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য।👨‍🎓👨‍⚖️

তার বাবা, দাদার অনেক নাম জস ছিলো। আর্থিক অবস্থাও ভালো ছিলো। এতে কিন্তু তার নিজের ব্যক্তিগত অর্জনে কোনো বাধা তৈরি করেনি। পরে শুরু করবো, এখনো তো বয়সই হয়নি বলে বসে থাকে নি। বরং ইতিহাস তৈরি করে অল্প বয়সে নিজের জাত চিনিয়েছেন।

অন্যদিকে আমাদের আশেপাশে থাকা এমন অনেক মানুষ আছে যাদের পরিবারের অবস্থা ভালো না, বাবা মা আর পারছেনা পরিবার চালাতে তাদের কিনা কাজ করার বয়সই হয়নাই। অনার্সের ৪ টা বছর পড়ার নামে ঘোরাঘুরি, আড্ডা, সিনেমা দেখা, ট্যুর করা এসব করে ৯০% আর পড়াশোনায় সময় দেয় ১০%। তারাই কিন্তু ঐ সময় পড়াশোনা পাশাপাশি কিছু করতে চাওয়া বন্ধুদের নিয়ে কটূ কথা বলে, অপবাদ দেয়, দোষ খুজে বেড়ায়, নিন্দা গিবত করে।
শেষ বেলায় এসে কি থেকে কি করবে ভেবে না পেয়ে উলটা পালটা সিদ্ধান্ত নেয়।

এসকল মানুষ আপনার আশেপাশেই থাকে। তাদের থেকে সাবধান। নয়তো আপনার জীবন শেষ।
কিছু করতে চাইলে আজকে না এখন থেকেই শুরু করে আল্লাহর নাম নিয়ে। পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ❤️❤️❤️
© Mehedi Hasan

নতুন বছর শুরু হওয়া মানেই আমার আপনার জীবন থেকে ১ বছরের হায়াত কমে যাওয়া, সত্যিই আমার আপনার হাতে একদমই সময় কম।২০২৩ সালে কি ...
31/12/2023

নতুন বছর শুরু হওয়া মানেই আমার আপনার জীবন থেকে ১ বছরের হায়াত কমে যাওয়া, সত্যিই আমার আপনার হাতে একদমই সময় কম।

২০২৩ সালে কি পেয়েছি আর কি পায়নি ইত্যাদি সকল কিছু নিয়ে ডিপ্রেশনে না থেকে ২০২৪ সালটা আমার এই ভেবে নতুন করে আবারও ঘুড়ে দাঁড়াবো এই চিন্তাভাবনা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৪.

দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী শব্দ হলো ”কেন?"যেকোনো কাজের আগে যদি এই প্রশ্নটা করা যায় তাহলে ওই কাজের আসল উদ্দেশ্য উপলব্ধি কর...
26/12/2023

দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী শব্দ হলো ”কেন?"
যেকোনো কাজের আগে যদি এই প্রশ্নটা করা যায় তাহলে ওই কাজের আসল উদ্দেশ্য উপলব্ধি করা যায় এবং কাজের গতি আরো বেড়ে যায়।

চলেন সবাই একটা করে লাইন লিখি "কেন" দিয়ে নিজেকে প্রশ্ন করে।

নিজেকে প্রশ্ন করে নিজেরাই ভেবে দেখবো উত্তর গুলো আমাদের কাছে আছে কিনা???

কেন আমি ইনকাম করবো?

যখন আমি এর উত্তর খুজে পেয়েছি সেদিন থেকে আমি কাজে মনোযোগ দিয়েছি।
এর পর প্রশ্ন করেছি কত ইনকাম করবো, কত ইনকাম হলে আমার সব কিছু ঠিকঠাক চলবে? তারপর প্রশ্ন করেছি কিভাবে করবো???

কিন্তু বর্তমানে অনেকেই কেন করবে না যেনে কিভাবে করবে তা নিয়ে দৌড়ায়। কিছু দিন পর নিজেই ভুলে যায় কেন দৌড়াচ্ছে।

LYD Gen Freelancer Community

17/12/2023

Change is not an option change is mandatory

LYD Gen Freelancer Community

যার যোগ্যতা আছে কিনে খাওয়ার সে কিনে খাবে।যার যোগ্যতা আছে তৈরি করার সে তৈরি করে খাবে।যার যোগ্যতা আছে সেল করে খাওয়ার সে সে...
01/12/2023

যার যোগ্যতা আছে কিনে খাওয়ার সে কিনে খাবে।
যার যোগ্যতা আছে তৈরি করার সে তৈরি করে খাবে।
যার যোগ্যতা আছে সেল করে খাওয়ার সে সেল করে খাবে।
যার যোগ্যতা আছে ম্যানেজ করে খাওয়ার সে ম্যানেজ করে খাবে।
সুতরাং সবাই কিনলে বেচবে কে?
সবাই বেচলে কিনবে কে?
সবাই বানালে খাবে কে?
আর সবাই খেলে বানাবে কে?
কাজেই কেউ বানাবে, কেউ কিনবে, কেউ বেচবে, কেউ খাবে।
সুতরাং যার যে কাজ তাকে সেটা অনায়াসে করতে দিন।
আর এই নিয়মের বাহিরে যারা যাবে তারা পৃথিবীর শত্রু।
প্রবলেম কি জানেন?দোকানদার পেচা, কাস্টমার লক্ষি।শুধু এই একটা যায়গায় আটকে আছি,তা নাহলে......

একটা কালারফুল ছবি দিয়ে দিলাম।এখন থেকে যা কিছু হবে সব কালারফুল।
কি বুঝলেন???

© Habibur Rahman Sir

LYD Gen Freelancer Community ❤️‍🩹

🏛
04/08/2023

🏛

Be that candle A candle that lights itself lights others ❣
18/07/2023

Be that candle

A candle that lights itself lights others ❣

Mirror 🖼
15/07/2023

Mirror 🖼

Address

Subarnachar
Noakhali Sadar Upazila

Telephone

+8801607025390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim Khalil BaBu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim Khalil BaBu:

Videos

Share

Category


Other Video Creators in Noakhali Sadar Upazila

Show All