নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আলেম-ওলামা, তাবলীগ জামাতের সাথী ও তৌহিদী জনতা।
টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যাযজ্ঞের এজাহার ভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজন করেন-
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আলেম-ওলামা, তাবলীগ জামাতের সাথী ও তৌহিদী জনতা।
টঙ্গীতে সাদপন্থীদের হামলার (১৮/১২/২০২৪) বিচারের দাবিতে আলমী শুরার সংবাদ সম্মেলন
#সংবাদ_সম্মেলন
টঙ্গীতে সাদপন্থীদের হামলার (১৮/১২/২০২৪) বিচারের দাবিতে
আজ ২৪/১২/২৪ কাকরাইল মসজিদে তাবলীগের আলমী শুরার সংবাদ সম্মেলন
মসজিদের ভিতরে সহবাস মিথ্যা প্রমাণ হলো। ধন্যবাদ সানে সাহাবা খতিব ফাউন্ডেশন
মসজিদের ভিতরে সহবাস মিথ্যা প্রমাণ হলো। ধন্যবাদ সানে সাহাবা খতিব ফাউন্ডেশন
গাজীপুরে ইমামের বিরুদ্ধে মসজিদে হিল্লা বিয়ে ও সহবাসের অভিযোগ! শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর সরেজমিন পরিদর্শন।
স্থানীয়রা কি বলছে ?
টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে নিরীহ মুসলমানদের উপর আল্লাহু আকবার বলে হত্যাকারীরা #কাফের।
টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে নিরীহ মুসলমানদের উপর আল্লাহু আকবার বলে হত্যাকারীরা #কাফের।
দলিল প্রমান দিলেন- মুফতী মুস্তাকুন্নবী কাসেমী দাঃবাঃ
“মাওলানা সাদ হক কথা মানতে পারেন না, বলতেও পারেন না—যার মুরব্বি নাই তার মুরুব্বি হয় শয়তান,
“মাওলানা সাদ হক কথা মানতে পারেন না, বলতেও পারেন না—যার মুরব্বি নাই তার মুরুব্বি হয় শয়তান, উনি শয়তান কে মুরুব্বি বানিয়েছেন”
বক্তব্য দিচ্ছেনঃ—
মুফতি মুহিব্বুল হক সাহেব হাফিঃ
শাইখুল হাদিসঃ
ইসলামপুর মাদ্রাসা, ভবানীপুর, গোপালগঞ্জ
গতকাল (২১/১২/২৪) সাদপন্হী দুই ভাই তাওবা করে ফিরে এসেছেন।
আলহামদুলিল্লাহ
গতকাল (২১/১২/২৪) সাদপন্হী দুই ভাই তাওবা করে ফিরে এসেছেন। ঢাকা বাড্ডা থানার ওলামা হযরত গন তাদের কে তাওবা করিয়েছে আরো দুইজন তাওবা করবে বলেছেন।
হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাদের কপালে হেদায়েত লিখেছেন তারাই তাওবা করে ফিরে আসবে।
পূর্ববাড্ডা পাঁচতালা বাজার স্টাফ কোয়ার্টার মসজিদে ঢাকা।
১১২ নং হালকা কাকরাইল পয়েন্ট খেত্তা ৮
আলেমদের তত্ত্বাবধানে এবং আলমী শুরার অধীনে বাকি জীবনের জন্য তাবলীগ জামাতে ফিরে আসলেন।
আজ (২২/১২/২৪) সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল জলিল এর ছোট ভাই। ইব্রাহিম খলিল (ওরফে খলিল) অবশেষে খলিল সাহেব, ইজতেমার ময়দানে (১৭/১২/২৪) সাদপন্থী সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে আলেম সমাজের সামনে তওবা করেন। এবং ট্রাম্পে অঙ্গীকারনামায় সই করেন👇 । আলেমদের তত্ত্বাবধানে এবং আলমী শুরার অধীনে বাকি জীবনের জন্য তাবলীগ জামাতে ফিরে আসলেন।
আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন আমিন।
আজ (২২/১২/২৪) সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল জলিল এর ছোট ভাই। ইব্রাহিম খলিল (ওরফে খলিল) অবশেষে খলিল সাহেব, ইজতেমার ময়দানে (১৭/১২/২৪) সাদপন্থী সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে আলেম সমাজের সামনে তওবা করেন। এবং ট্রাম্পে অঙ্গীকারনামায় সই করেন । আলেমদের তত্ত্বাবধানে এবং আলমী শুরার অধীনে বাকি জীবনের জন্য তাবলীগ জামাতে ফিরে আসলেন।
আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন আমিন।
আলহামদুলিল্লাহ
নোয়াখালী মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষক তিনি বর্তমান সা'দ গুরুপের কর্মকান্ডঃ দেখে সেখান থেকে তাওবা করে ফিরে আসেন।
আল্লাহ তায়ালা উনাকে সবসময় উলামায় কেরামের সাথে থেকে কাজ করার তাওফিক দান করুন আমীন।
আলহামদুলিল্লাহ
বিশ্ব ইজতেমার ময়দানে (১৭/১২/২৪) সাদপন্থী সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড় মসজিদ মহল্লার সাদপন্থী ২ভাই এমদাদ সাহেব ও তার ভাই আক্তার সাহেব তওবা করে আলেমদের তত্ত্বাবধানে বাকি জীবনের জন্য আলমী শুরার তাবলীগ জামাতে ফিরে আসলেন।
মানুষের ভুল ত্রুটি থাকবেই এটা স্বাভাবিক তবে এই ঘটনার সাথে সকল সাদপন্থী সন্ত্রাসীরা জড়িত এই অভিযোগও সত্য নয়। অনেকে ভালোও আছে যারা তওবা করে ফিরে আসেছে। এবং আরও আসবে ইনশাআল্লাহ।
তাদের বুকে জড়িয়ে নেন কারণ এটা মহৎ গুণ ভুল বুঝার পরে সে সত্যের পথে ফিরে এসেছে আলেম-ওলামাদের সাথে আছে তাবলীগ আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবে
সাদপন্থী গাজীপুর জেলার শুরা সদস্য ডাঃ শহীদুল হক সাহেব শুরাই
সাদপন্থী গাজীপুর জেলার শুরা সদস্য ডাঃ শহীদুল হক সাহেব শুরাই নেযামের গাজীপুর জেলার আহলে শুরাদের উপস্থিতে তওবা করে শুরাই নেযামে ফিরে আসেন।
বিশ্বের বহু মুরুব্বি বুজুর্গ আলেম উলামা ভারতের মাওলানা সাদ সাহেব সম্পর্কে তাবলীগ জামাতের মুরুব্বি ও আলেমদের সতর্ক করে গিয়েছিলেন।