MD YASIN Hi friends
how are you? Walcame to my page আমার এই page এ আপনাদের স্বাগতম🥰

আজ ২রা নভেম্বর। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস।❤️🥰দেশের সকল রক্তদাতা এবং রক্ত সংগ্রহকারী সেচ্ছাসেবীদের জানাই স্যালুট। সকল ...
02/11/2024

আজ ২রা নভেম্বর। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস।❤️🥰

দেশের সকল রক্তদাতা এবং রক্ত সংগ্রহকারী সেচ্ছাসেবীদের জানাই স্যালুট। সকল স্বেচ্ছায় রক্তদাতাদের জানাই জাতীয় রক্তদান দিবসের রক্তিম শুভেচ্ছা💙💜

-- রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি।

মানবিক ব্লাড ফাউন্ডেশন

আজকের ঢাকা মতিঝিল চত্বর,মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় ত...
28/10/2024

আজকের ঢাকা মতিঝিল চত্বর,মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ বিজয় ইসলামের এ বিজয় আমাদের হবে, বামপন্থী দলগুলো ইসলামের বিজয় ঠেকাতে পারবেনা, ইনশাআল্লাহ!!!
#আলহামদুলিল্লাহ
#জামাতশিবির



#এসোতরুণইসলামীছাত্রশিবিরকরি

28/10/2024

৩০০ আসনের সবাই পালিয়ে বেড়াচ্ছে। সবার বিরুদ্ধেই অসীম দূর্নীতির স্বচ্ছ প্রমানও মিলেছে।
এদিকে সিঙ্গাড়া খাওয়া কর্মী পোস্ট দেয়- 'আবার আসিবো ফিরে, দেখা হবে ময়দানে'!😆

আলহামদুলিল্লাহ। নব নির্বাচিত আমীর।[২০২৫-২০২৬]মাওলানা মুফতি আব্দুল হান্নান।বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা।-------- নো...
24/10/2024

আলহামদুলিল্লাহ।
নব নির্বাচিত আমীর।[২০২৫-২০২৬]
মাওলানা মুফতি আব্দুল হান্নান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা।
-------- নোয়াখালী জেলা আমীর পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ইসহাক খন্দকার সাহেব --- আলহামদুলিল্লাহ

23/10/2024

দুনিয়ার জন্য তো অনেক কাজেই করি 🥰
আসুন না মানবতার খাতিলে আরে একটু কাজ করি
ব্লাড গুরুপ আর লোকেশান টা বলে যান ❤️🥰

22/10/2024
আলহামদুলিল্লাহ সেনবাগ উপজেলার প্রতিষ্ঠান গুলার মধ্যে আমার প্রিয় মাদ্রাসায় জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদ্রাসা  আলিম পরিক্ষার ফ...
15/10/2024

আলহামদুলিল্লাহ
সেনবাগ উপজেলার প্রতিষ্ঠান গুলার মধ্যে আমার প্রিয় মাদ্রাসায় জয়নগর ওয়াজেদিয়া আলিম মাদ্রাসা আলিম পরিক্ষার ফলাফল ১০০%

যারা এই ফল আমাদের উপহার দিয়েচেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো 🥰❤️

আলিম পরিক্ষা-২০২৪ খ্রি: ফলাফল

A+=০২ জন
A= ২২ জন
A- =০৩ জন
B= ০২ জন
C= ০১ জন।
সর্বমোট =৩০ জন।
পাশের হার ১০০%

আপনাদের পাঠানো সহায়তা ও আমাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী,আমরা মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী পরিবার চেষ্টা করেছি প্র...
17/09/2024

আপনাদের পাঠানো সহায়তা ও আমাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী,
আমরা মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী পরিবার চেষ্টা করেছি প্রকৃত বানভাসি মানুষগুলোর দুঃসময়ে একটু পাশে দাঁড়ানোর।
ইনশাআল্লাহ
আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো।

বাংলার তরুণ্যের আইকন প্রিয় ভাই ঢাকা দক্ষিণ মহানগরের ছাত্র শিবিরের আমির প্রিয় নজরুল ইসলাম বুলবুল ভাই ও ঢাকা দক্ষিণ মহানগর...
09/09/2024

বাংলার তরুণ্যের আইকন প্রিয় ভাই
ঢাকা দক্ষিণ মহানগরের ছাত্র শিবিরের আমির প্রিয় নজরুল ইসলাম বুলবুল ভাই
ও ঢাকা দক্ষিণ মহানগরের ছাত্র শিবিরের সেক্রেটারি
Dr. Md. Shafiqul Islam Masud ভাই 🥰
আপনি আমাদের তৌরুণ্যের অনুপ্রেরণা 🥰❤️
আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি ভাই

নোয়াখালী জেলার সেনবাগ থানার বিজবাগ ইউনিয়নের গর্বিত কৃতি সন্তান,আলহামদুলিল্লাহ,, কোরআনে হাফেজ আরও একটি রের্কড।।।।মাঈন উদ্...
07/09/2024

নোয়াখালী জেলার সেনবাগ থানার বিজবাগ ইউনিয়নের গর্বিত কৃতি সন্তান,
আলহামদুলিল্লাহ,,
কোরআনে হাফেজ আরও একটি রের্কড।।।।
মাঈন উদ্দিন রাসেল ভাইয়ের ছোট ছেলে ৭ বছর বয়সী মো: হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে ।
উল্লেখ্য ওনার বড় ছেলেও একসাথে হাফেজ হয়।

ইনশাআল্লাহ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা বৃহৎ আকারে পৌঁছে যাবে পানি বন্দি মানুষের  দাঁড় প্রান্তে    লোকেশনঃ- পূর্ব শ্...
24/08/2024

ইনশাআল্লাহ
আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা বৃহৎ আকারে পৌঁছে যাবে পানি বন্দি মানুষের দাঁড় প্রান্তে

লোকেশনঃ- পূর্ব শ্রার্মের গাও বটতলা,
কাজীরখীল, সেননবার, নোয়াখালী

  আসলামু আলাইকুম ❤️প্রিয় দেশবাসী আমাদের প্রাণপ্রিয় জেলা নোয়াখালী ভালো নেই,বন্যায় পানি ইতিমধ্যে নোয়াখালীর ৯০ ভাগ এলাকায় ঢ...
21/08/2024



আসলামু আলাইকুম ❤️

প্রিয় দেশবাসী আমাদের প্রাণপ্রিয় জেলা নোয়াখালী ভালো নেই,বন্যায় পানি ইতিমধ্যে নোয়াখালীর ৯০ ভাগ এলাকায় ঢুকে গেছে, অসংখ্য গ্রাম বন্যার পানিতে ঢুবে গেছে, পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করতেছে 😭

আমরা মানবিক ব্লাড ফাইন্ডেশন নোয়াখালী আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি, বন্যায় আটকে পড়া মানুষের সহায়তায়(খাবার ও উদ্ধার) আপনাদের সকলের সহযোগিতা কামনা করি🙏

সহযোগিতা প্রেরণের ঠিকানা,
বিকাশ/নগদ:-01838525198

জরুরি প্রয়োজনে যোগাযোগ,
01834-839505(রাহাত)
+8801644-295253 (স্বাধীন)

অনুরোধক্রমে,
মানবিক ব্লাড ফাউন্ডেশন

আগামীকাল ১৪ ই আগস্ট!! -আল্লামা সাঈদী  ১ম মৃত্যু বার্ষিকী।😥ইয়া আল্লাহ,, আপনি হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন 🤲
13/08/2024

আগামীকাল ১৪ ই আগস্ট!!
-আল্লামা সাঈদী ১ম মৃত্যু বার্ষিকী।😥

ইয়া আল্লাহ,, আপনি হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন 🤲

আলহামদুলিল্লাহ
06/08/2024

আলহামদুলিল্লাহ

06/08/2024

বিজয় এসেচে ভাই
কিন্তু আপনাকে তো পিরে পেলাম না 😥
Abu Sayed

01/08/2024

আজ (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন "Remembering Our Heroes" কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচিতে পালণে করণীয়ঃ

১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ
৩। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।

শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।




শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচী পালণে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

তথ্যসূত্রঃ
রিফাত রশিদ
সহ-সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

31/07/2024

🔴৩১শে জুলাই
- নিজ এলাকার মার্চ ফর জা‌স্টি‌সের জন‌্য প্রস্তুত থাকুন ..
-
দুপুর ১২.৩০ | ঢাকা:
১. হাইকোর্ট মাজার গেইট। ২. জজ‌কোর্ট গেইট। ৩. মিরপুর-১০ পপুলার হাসপাতা‌লের সাম‌নে।

চট্টগ্রাম : সকাল ১১টা
আদালত প্রাঙ্গন, (দো‌য়েল চত্বর)
ময়মন‌সিংহ : সকাল ১১.৩০- আদাল‌তের জি‌রো প‌য়েন্ট।
দিনাজপুর: ১১.৩০- বড় মাঠ প্রাঙ্গন।
নোয়াখালী: ১১.৩০- বি‌বি কন‌ভেনশন, মাইজ‌দি।
য‌শোর: ১১.০০- প্রেসক্লাব
ব‌রিশাল: ১১.০০- সদর রোড
নর‌সিংদী: ১১টা- জজ‌কোর্ট
সি‌লেট: ১১.০০- শহীদ রুদ্র তোরণ, শা‌বিপ্রবি।
খুলনা: ১২.০০- র‌য়েল মোড়।

সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয় খুলে দে...
29/07/2024

সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তোলা, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে আগামীকাল(সোমবার) বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। নোয়াখালীর সর্বস্তরের অভিভাবক, সর্ব সাধারণ জনগন, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের উপরিউক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

সময়: দুপুর ৩:০০ মিনিট
তারিখ: ২৯-০৭-২০২৪ইং(সোমবার)
স্থান: জিলা স্কুল, মাইজদী, নোয়াখালী।

উক্ত কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, টেক্সটাইল কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, জিলা স্কুল'সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

Address

Shanbag Noakhali
Noakhali Sadar Upazila
YASIN

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD YASIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD YASIN:

Videos

Share

Category