The NSTU daily

The NSTU daily Noakhali science and technology university

26/11/2022

নোবিপ্রবিতে আর্জেন্টিনার পতাকা খুলে ফেলা নিয়া সমর্থকদের মধ্যে ক্ষোভ।

24/11/2022

শিক্ষার্থীদের তোপের মুখে নোবিপ্রবি প্রশাসন! এক ক্লাস রুমে ৩ ব্যাচের ক্লাস হয়।ক্লাস রুম সংকট সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীরা।

21/11/2022
04/11/2022

সোনাপুর - বাংলাবাজার চার লেন সড়কের কাজ অনুমোদন হয়েছে। শীঘ্রই শুরু হবে কাজ।

26/10/2022

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হতে চায় ডিসিরা...আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে ইউজিসি!

ঘূর্ণিঝড়ের আঘাতে নোবিপ্রবির বিভিন্ন স্থানে  ৫-৬ টি গাছ  ভেঙে রাস্তায় পড়েছে।
24/10/2022

ঘূর্ণিঝড়ের আঘাতে নোবিপ্রবির বিভিন্ন স্থানে ৫-৬ টি গাছ ভেঙে রাস্তায় পড়েছে।

22/10/2022

পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে আটক নোবিপ্রবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন দেবনাথ।
জানা যায় সুমন নোয়াখালীর বাসিন্দা।

21/10/2022

নোবিপ্রবির ছাত্র হলে চুরির ঘটনায় প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত করা হয়েছে। তবে চোরের ব্যক্তিগত পরিচয় এখনও জানা যায় নি। দুপুরে জুম্মা নামাজের সময়কালে এ চুরির ঘটনা ঘটে।

নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের পিএইচডি টকের ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে রিপন চন্দ্র শীল নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প...
18/10/2022

নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের পিএইচডি টকের ৫ম পর্ব অনুষ্ঠিত হয়েছে

রিপন চন্দ্র শীল
নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে পিএইচডি’র গল্পের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ই অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-২ ভবনের কনফারেন্স রুমে পিএইচডির গল্প অনুষ্ঠিত হয়।

পঞ্চম পর্বে পিএইচডির গল্প,অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করেন এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. কাউসার হোসেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘পিএইচডি বিষয়ক এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। একজন গবেষক পিএইচডি করতে গেলে নানা অজানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। তার এসব অভিজ্ঞতা নতুনদের অবশ্যই জানা প্রয়োজন। এ উদ্যোগ ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক ড. কাউসার হোসেন বলেন, উচ্চতর শিক্ষা গ্রহণে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হলো পরিশ্রমী ও ধৈর্যশীল হওয়া। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে পিএইচডি গ্রহণে সবচেয়ে ভালো সুফল পাওয়া যাবে।

সভাপতি ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যাতে সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং বাহিরে গিয়ে নিজের সকল সুযোগ সুবিধা সহজে রপ্ত করতে পারে তার জন্য প্রতিমাসে আমরা এমন আয়োজন করে থাকি। শিক্ষার্থীদের গবেষণা কাজ ও গবেষণায় আগ্রহী করতে এমন আয়োজন অবশ্যই সুফল আনবে।

নোবিপ্রবিতে এ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে, আবেদনকারীদের মধ্যে নানা অসন্তোষ।  গণিত না দাগিয়েও পাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট...
16/10/2022

নোবিপ্রবিতে এ ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে, আবেদনকারীদের মধ্যে নানা অসন্তোষ। গণিত না দাগিয়েও পাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ! গণিত দাগানো শিক্ষার্থীদের আশংকা গণিত দাগানোর জন্য তাদের অনেকের স্কোর কম হয়েছে,তবে তারা ভালো সাবজেক্ট পাওয়ার আশা করতেছেন। এমন বিজ্ঞপ্তিতে গণিত না দাগানো শিক্ষার্থীরাই উপকৃত হবেন বলে মনে করেন তারা।

এমন বিজ্ঞপ্তি সংশোধন দরকার।

Times Higher Education এর বিশ্ব র‌্যাঙ্কিং এ নোবিপ্রবির অবস্থান ২৭৬৮।
12/10/2022

Times Higher Education এর বিশ্ব র‌্যাঙ্কিং এ নোবিপ্রবির অবস্থান ২৭৬৮।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মী উপাসনালয়ে ফ্যান চুরির ঘটনা ঘটেছে!
25/09/2022

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মী উপাসনালয়ে ফ্যান চুরির ঘটনা ঘটেছে!

নোবিপ্রবিতে প্রথমবারের মতো উদযাপিত হবে মহালয়া *শারদ সুর*।
24/09/2022

নোবিপ্রবিতে প্রথমবারের মতো উদযাপিত হবে মহালয়া *শারদ সুর*।

নোবিপ্রবিতে অফিস বন্ধ হয় ৩ টায় আর পত্রিকা আসে ২ টা বাজে।
07/09/2022

নোবিপ্রবিতে অফিস বন্ধ হয় ৩ টায় আর পত্রিকা আসে ২ টা বাজে।

ছবিঃ রিপন শীল
01/09/2022

ছবিঃ রিপন শীল

27/08/2022

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না দেওয়ার দাবি! এ বিষয়ে কথা বলছেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. দিদার- উল আলম।

গুচ্ছ এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন।
30/07/2022

গুচ্ছ এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন।

30/07/2022

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সরাসরি কথা বলছেন নোবিপ্রবির উপাচার্য।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের জন্য  ভারত সরকারের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি।
27/07/2022

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মদের জন্য ভারত সরকারের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি।

27/07/2022

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের গাড়ি কেনা বন্ধ করেছে ইউজিসি।

শিক্ষার্থীদের ঈদ যাত্রা সহজ করতে বিশ্ববিদ্যালয়ের বাস গেলো ফেনী পর্যন্ত।ছবিঃ তানিম
05/07/2022

শিক্ষার্থীদের ঈদ যাত্রা সহজ করতে বিশ্ববিদ্যালয়ের বাস গেলো ফেনী পর্যন্ত।ছবিঃ তানিম

নোবিপ্রবির একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্যের নাম ফলকের কাজ  চলছে।
05/07/2022

নোবিপ্রবির একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্যের নাম ফলকের কাজ চলছে।

29/06/2022

নোবিপ্রবিতে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল হক।

নোবিপ্রবিতে প্রথম বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।
21/06/2022

নোবিপ্রবিতে প্রথম বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

21/06/2022

নোবিপ্রবিতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে র‍্যালি।

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Ftribunenewsbd.com%2Fnews%2Fdetails%2F2585&h=AT1bBTypM_YOLYce8kyYCw_qsbUNHR...
19/06/2022

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Ftribunenewsbd.com%2Fnews%2Fdetails%2F2585&h=AT1bBTypM_YOLYce8kyYCw_qsbUNHRanfUwY4DE0EPSgp_KqiVAWOzAVCeRZBW6HNUivrjJRAiUzB9IUF0imzKxY8KG4SxlmARoF9ciqccekAH45PW0gyox43-vp-p4Qhvu9

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ‘কর্মকর্তা/কর্মচারী নিয়....

https://tribunenewsbd.com/news/details/2409
16/06/2022

https://tribunenewsbd.com/news/details/2409

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাবুর্চি মোঃ হারুন অর রশীদ  একাই ৬ শতাধিক বৃক্ষরোপণ করেছেন। মোঃ .....

Address

Noakhal

Website

Alerts

Be the first to know and let us send you an email when The NSTU daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Noakhal

Show All