Abid's diary

Abid's diary আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে!

19/12/2024
আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বি...
21/06/2024

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়– তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।

— সহীহ বুখারী : ৫০৯০

#সীরাহ

বিশেষ প্রয়োজনে বা পার্থিব স্বার্থে হাজারটা দল বানাতে পারেন, কিন্তু আল্লাহর কাছে "মুসলিম" পরিচয়-ই কি যথেষ্ট নয়?
27/04/2022

বিশেষ প্রয়োজনে বা পার্থিব স্বার্থে হাজারটা দল বানাতে পারেন, কিন্তু আল্লাহর কাছে "মুসলিম" পরিচয়-ই কি যথেষ্ট নয়?

দুনিয়া শুরু ও শেষে উপমা ------
27/04/2022

দুনিয়া শুরু ও শেষে উপমা ------

ঈদুল ফিতরের সুন্নাত ____
27/04/2022

ঈদুল ফিতরের সুন্নাত ____

যে আমাকে স্বপ্ন দেখে-------
27/04/2022

যে আমাকে স্বপ্ন দেখে-------

লায়লাতুল ক্বদর তালাশের রাত্রি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ।  এক্কেবারে জেনারেল ভাবে যতটুক করাই উচিত তা হচ্ছেঃ🌼 রাতে নিদে...
23/04/2022

লায়লাতুল ক্বদর তালাশের রাত্রি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক্কেবারে জেনারেল ভাবে যতটুক করাই উচিত তা হচ্ছেঃ

🌼 রাতে নিদেনপক্ষে ২-৪ রাকাত নামাজ আদায় করা। কোন অবস্থাতেই যেন একটি রাতও তাহাজ্জুদবিহীন না যায়

🌼 দুয়ার ভান্ডার খুলে বসা। সেখানে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজ আর দেশের জন্য যেমন চাইবো, তেমনি উম্মাহর জন্য, নিপীড়িত মানুষের জন্য, প্রতিবেশিদের জন্যও চাওয়া লাগবে। দুয়াতে কৃপণ হওয়া যাবেই না।
🌼 নিজের মংগলকামীদের জন্য যেমন চাইতে হবে, যারা আমাদের কষ্ট দেয় বা দিয়েছে, তাদের জন্যও মংগল চাওয়া।
🌼 যেই অমুসলিমরা মারা গেলে আমরা হা পিত্যেশ করি, তাদের জীবদ্দশায় যেন তাদের হিদায়াতের জন্য যেন দুয়া করে তাদের উপকার করে দেই। মারা যাবার পর যেহেতু তাদের মাগফিরাতের জন্য চাওয়া নিষেধ ইসলামে, তাই তাদের জীবন থাকতেই চেয়ে নেই।

🌼 এই দূয়াটা অবশ্যই পড়তে হবে যতবার মনে পড়েঃ
اللهم إنك عفو تحب العفو فاعفو عنى
🌼 রাতের কিছু সময় কুর'আন পড়ুন অর্থসহ। হোক তা ৫-১০-১৫ মিনিট। কিন্তু পড়তেই হবে।
🌼 হাত তুলে আল্লাহর কাছে চান। তিনি যেন আমাদের দিয়ে তাই করান যা তিনি পছন্দ করেন এবং আমাদের মধ্যেও সেই ভালোলাগাটাই তৈরী করেন যা তাঁর ভালো লাগে।

এগুলো একদম বেইসিক জিনিস বললাম। এগুলো এই ১০ দিন না করা গেলে কিন্তু আমাদের রামাদান নিয়ে অপেক্ষা করা আনন্দ করা কিংবা রামাদান চলে গেলে কান্না করাটা মানাবে না। ১০ দিন কিচ্ছু না। জীবনে এমন বহু ১০ দিন চলে গেছে। এই ১০ রাতের মধ্যে যদি ২ ঘন্টা না দেয়া যায় যখন কিনা সেহরির জন্য আমাদের জাগাই লাগে, তাহলে বছরের অন্য রাতগুলো আমাদের জন্য অবশ্যই ভারি হয়ে পড়বে আমলের জন্য।

ও হ্যাঁ, সুন্দর একটা হিজাব পরে পরিস্কার কাপড়ে সালাত পরবেন, যেভাবে বাইরে যাওয়ার সময় আমরা পরিপাটি হয়ে নেই। দাঁড়াবো তো রব্বের সামনে, আয়োজন একটু ভালো না হলে চলে?

কদরের রাত
মাশরিফা হোসেন

#রৌদ্রময়ী

লাইলাতুল কদর চেনার ৫টি সহজ উপায়বিশুদ্ধ হাদীসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। আসুন জেনে নিই:প্রথম আলামত:----...
23/04/2022

লাইলাতুল কদর চেনার ৫টি সহজ উপায়
বিশুদ্ধ হাদীসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। আসুন জেনে নিই:
প্রথম আলামত:
-------------------
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) থেকে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,
'...ঐ রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোন তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। [সহীহ মুসলিম, ১৬৭০ (ই.ফা. ১৬৫৫, ই.সে. ১৬৬২)]
দ্বিতীয় আলামত:
--------------------
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযি.) হতে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,
'লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। না গরম, না ঠাণ্ডা। সেদিন সূর্য উঠবে লালবর্ণে, তবে দুর্বল থাকবে।'

[সহীহ ইবনু খুযাইমাহ (২১৯২); আলবানী (সাহীহ বিল শাওয়াহিদ); মুসনাদু আত-তাআলিসি]
তৃতীয় আলামত:
--------------------
উবাদাহ ইবনু সামাত (রাযি.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেন,
'লাইলাতুল কদর শেষ দশ রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের (আমলের) হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রি আছে বেজর রাত্রিগুলোতে: নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত।' নবীজি আরও বলেন,
'লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি (সাকিনাহ) থাকবে। না ঠাণ্ডা, না গরম। সকাল পর্যন্ত (আকাশে) কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতের চাঁদের মতই সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সেই সময় বের হয় না।'

[মুসনাদ আহমাদ (২২৭৬৫) মান: হাসান]
চতুর্থ আলামত:
-------------------
তাবারানীতে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,
'লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত। না গরম, না ঠাণ্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।'

[তাবারানী (আল-কাবীর); মাজমা' আল-জাওয়ায়িদ (৩/১৭৯) মুসনাদ আহমাদ। হাদীসটি জইফ, কিন্তু একই অর্থবহ আরেকটি হাদীস থাকায় এটিকে হাসান বলেছেন শায়খ আলবানী (সাহীহ আল-জামিঈ, ৫৪৭২) তৃতীয় আলামতটি দেখতে পারেন]
পঞ্চম আলামত:
--------------------
নবীজি (ﷺ) বলেছেন,
'লাইলাতুল কদর রয়েছে সপ্তম, অথবা নবম, অথবা বিংশ, যে রাতে (পৃথিবীর) নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে।'
[মাজমূ আল-জাওয়ায়িদ (৩/১৭৮); আলবানী (সহীহ আল-জামিঈ, ৫৪৭৩]

22/04/2022
যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:▬▬▬▬💠🌀💠▬▬▬▬ফিতরা নিয়ে এত কারসাজি কেন?  রাসুল সাঃ বলছেন......  ফিতরা ১ সা পরিমান...
22/04/2022

যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
ফিতরা নিয়ে এত কারসাজি কেন? রাসুল সাঃ বলছেন...... ফিতরা ১ সা পরিমান খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা ফরজ করেছেন!!! ১ সা = ২.৫ kg. সবার নিজ নিজ খাদ্য, গম, আটা,যব, কিসমিস, খেজুর, পনির, ইত্যাদি। রসুল সঃ কি মূদ্রা দিয়ে আদায় করতে পারতেন না? রসুল সঃ এর যুগে কি মুদ্রার প্রচলন ছিল না? সউদি আরব সহ আরব বিশ্বে এখনো ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়। বাংলাদেশে যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন এই শরিয়ত তাদেরকে কে নাযিল করলো? এটার জন্য কি কাল বিচারের মাঠে কি জবাব দিবেন? আল্লাহি ইয়াহদিক।

যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
🟢 যাকাতুল ফিতর/ফিতরা দেয়ার হুকুম কি?
ফরয।
🟢 কার জন্য ফিতরা দেয়া ফরয?
বাড়ির প্রতিটি সদস্য পুরুষ-নারী, বড়-ছোট সবার জন্য।
🟢 ফিতরা দেয়ার দায়িত্ব কার?
গৃহকর্তা নিজের ফিতরা দিবে এবং তার অধিনস্থ ব্যক্তিদের ফিতরা দিবে যাদের ভোরণ-পোষণ দেয়া তার জন্য ফরয।
🟢 কোন জিনিস দ্বারা ফিতরা প্রদান করা উচিৎ?
প্রত্যেক দেশের প্রধান খাদ্যদ্রব্য।
যেমন, আমাদের দেশে চাল।
🟢 পরিমাণ কত?
এক ’সা তথা প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি (চাল/গম)। তবে ৩ কেজি দেয়া অধিক উত্তম ও নিরাপদ।
[সৌদি লজনাহ দায়েমাহ]
হাদিসে যেহেতু খাদ্যদ্রব্য দেয়ার কথা বলা হয়েছে, তাই সুন্নত অনুসরণ করতে চাইলে খাদ্যদ্রব্য দিতে হবে। একান্ত অপরিহার্য পরিস্থিতি না হলে ফিতরার মূল্য বা টাকা দ্বারা ফিতরা দেয়া সুন্নত পরিপন্থী।
🟢 সময়:
ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে দু/তিন দিন আগেও দেয়া জায়েজ।
🟢 উদ্দেশ্য:
ঈদের দিন গরিব-অসহায় মানুষের খাবারের ব্যবস্থা এবং রোজাদারকে অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র করা।
🟢 বণ্টনের খাত:
গরীব-অসহায় মানুষ।
⬛ মাসায়েল:
🔷 প্রয়োজনে এক দেশে থেকে অন্য দেশে ফিতরা প্রেরণ করা জায়েজ।
🔷 একজনের ফিতরা একাধিক ব্যক্তিকে যেমন দেয়া জায়েয। তদ্রূপ একাধিক ব্যক্তির ফিতরা প্রয়োজনে একজনকেও দেয়া জায়েয।
🔷 ঈদের দিনের নিজ পরিবারে খাওয়ার মত অর্থ-সম্পদ এবং ফিতরা দেয়ার সামর্থ থাকলে ফিতরা প্রদান করা আবশ্যক।
🔷 গর্ভস্থ সন্তানের ফিতরা দেয়া আবশ্যক নয়, তবে দেয়া উত্তম।
আল্লাহু আলাম।
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।

 #সূরা_নাবা_আয়াত_০১_১০ #শব্দে_শব্দে_আল_কুরআন_পর্ব_০১আরবি,বাংলা,ইংরেজি অনুবাদ সহ
28/03/2022

#সূরা_নাবা_আয়াত_০১_১০
#শব্দে_শব্দে_আল_কুরআন_পর্ব_০১
আরবি,বাংলা,ইংরেজি অনুবাদ সহ

শব্দে শব্দে আল কুরআন #সুরাতুল_আন_নাবা_(০১-২৪)মাক্কী সূরা, রুকু-০২আয়াত সংখ্যা-৪০
28/03/2022

শব্দে শব্দে আল কুরআন
#সুরাতুল_আন_নাবা_(০১-২৪)
মাক্কী সূরা, রুকু-০২
আয়াত সংখ্যা-৪০

Address

Noakandi

Telephone

+8801307839463

Website

http://www.abidonlineshop.com/

Alerts

Be the first to know and let us send you an email when Abid's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abid's diary:

Videos

Share