Samad Bhuiyan

Samad Bhuiyan Hello! This is Samad. I'm a digital marketing professional and a self-starter.

Edit  by me.logo design
08/12/2024

Edit by me.
logo design

28/09/2024

"নাসরুম মিনাল্লাহি অয়া ফাতহুন কারিব"-
অর্থ:আল্লাহর সাহায্য ও বিজয় আমাদের সন্নিকটে..🥀

ফেসবুক মার্কেটিং কি❓⭕ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বা ব্র্যান্ডের প্রচার ও বিপণন করার প্রক্...
23/09/2024

ফেসবুক মার্কেটিং কি❓

⭕ফেসবুক মার্কেটিং হলো ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা বা ব্র্যান্ডের প্রচার ও বিপণন করার প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে পেইড বিজ্ঞাপন, পোস্ট, ভিডিও, এবং বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আডিয়েন্সের সঙ্গে যোগাযোগ স্থাপন❗
♣️ফেসবুক মার্কেটিং কিভাবে করে

1. ফেসবুক পেজ তৈরি করুন⭕ একটি ব্যবসা পেজ তৈরি করুন যেখানে আপনার ব্র্যান্ড বা সেবার তথ্য থাকবে।
2. কনটেন্ট পরিকল্পনা‼️আকর্ষণীয় কনটেন্ট যেমন পোস্ট, ছবি, ভিডিও তৈরি করুন যা আপনার লক্ষ্য অডিয়েন্সকে আকর্ষণ করবে।
3. অ্যাড কেম্পেইন চালান‼️ ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন ক্যাম্পেইন চালান।
4. অডিয়েন্স এনগেজমেন্ট আপনার পেজে মন্তব্য এবং মেসেজের উত্তর দিন এবং আপনার ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন।
5. বিশ্লেষণ ফেসবুক ইনসাইটস ব্যবহার করে আপনার কনটেন্টের পারফরমেন্স ট্র্যাক করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন।
🛑 একজন ব্যক্তি যদি ফেসবুক মার্কেটিং শিখে তাহলে কি কি বেনিফিট পাবে

1. বর্ধিত দর্শক ফেসবুকে বিজ্ঞাপন এবং কনটেন্টের মাধ্যমে নতুন গ্রাহক আকর্ষণ করা যাবে।
2. বৃদ্ধি ব্যবসার ব্র্যান্ড ভ্যালু এবং অনলাইনে উপস্থিতি বৃদ্ধি পাবে।
3. আর্থিক উপকারিতা সঠিক কৌশল ব্যবহার করলে বিক্রি এবং রেভিনিউ বৃদ্ধি পেতে পারে।
4. পেশাদারিত্ব নতুন দক্ষতা অর্জন করে এক্সপার্ট হিসেবে পরিচিতি লাভ করা যাবে।
✅ফেসবুক মার্কেটিং দিয়ে কি কি করা সম্ভব / কোন কোন কাজে ব্যবহার হয়

1. ব্র্যান্ড প্রোমোশন ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং প্রোমোশন করা।
2. পণ্য বা সেবার বিক্রি পণ্য বা সেবা প্রচার করে বিক্রি বাড়ানো।
3. উদ্ভাবনী ক্যাম্পেইন বিশেষ অফার বা প্রচারের জন্য ক্যাম্পেইন চালানো।
4. গ্রাহক পরিষেবা গ্রাহকের প্রশ্নের উত্তর প্রদান এবং তাদের সমস্যা সমাধান করা।
5. অ্যানালাইটিকস আপনার মার্কেটিং কৌশলের কার্যকারিতা বিশ্লেষণ করে পরিকল্পনা উন্নত করা।

লিংকডইন মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট। ওয়েব সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে...
10/05/2024

লিংকডইন মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট। ওয়েব সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে। ২০১৩ সালের এক বিবৃতিতে লিঙ্কডইন ঘোষণা দেয় বর্তমানে তাদের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন, যারা ২০০টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।

25/04/2024


আমাদের একটা টাকাও যেনো নির্মম গণহ^ত্যা^র বোমায় ব্যয় না হয়।
15/04/2024

আমাদের একটা টাকাও যেনো নির্মম গণহ^ত্যা^র বোমায় ব্যয় না হয়।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!🌙ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْঈদ মোবারক💚
10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!🌙
ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ
ঈদ মোবারক💚

08/04/2024

08/04/2024

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ)আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ  কথা বলতে কাউকে ছাড়ি ন...
24/07/2023

লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ)
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"!
আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!
যা মনে আসে তাই বলেন!
গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন!
সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!

ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয় ।
◾যে ব্যক্তি:-
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।

উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।

আল্লহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন।

নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।

আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি।
মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন।

হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন।

আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
আমীন🌹

26/02/2023

কাকার সাথে মত বিনিময়। ❤️With Yeasin Arafat

21/02/2023

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের ছোট্ট আয়োজন 😍

20/02/2023

১০৭: আল-মাউন:আয়াত: ৪

فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَۙ

তারপর সেই নামাযীদের জন্য ধ্বংস,

১০৭: আল-মাউন:আয়াত: ৫

الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ

যারা নিজেদের নামাযের ব্যাপারে গাফলতি করে
২৩: আল-মু’মিনূন:আয়াত: ১

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ

নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মু’মিনরা
২৩: আল-মু’মিনূন:আয়াত: ২

الَّذِیْنَ هُمْ فِیْ صَلَاتِهِمْ خٰشِعُوْنَۙ

যারাঃ নিজেদের নামাযে বিনয়াবনত হয়,

18/02/2023

~ আল্লাহ আন্নেরে কিল্লাই বাইছে?
আল্লাহ ভালা থানের লাই বানাইছে।

Address

Noakandi
3827

Telephone

+8801835262077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samad Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samad Bhuiyan:

Videos

Share