Sanzida Sanju

Sanzida Sanju মন্তব্য কখনো গন্তব্যে ঠেঁকাতে পারেনা..!🌸🌿

ধন্যবাদ....

22/01/2025
Collected
12/12/2024

Collected

11/09/2024

যারা আমার থেকে যতোটুকু দূরত্ব রাখতে চেয়েছে, আল্লাহ যেনো তাদের থেকে তার চেয়ে বেশি দূরত্বে আমাকে রাখে 🥲

27/08/2024
11/07/2024

❤️🥰

এই ধুলোমাখা শহরে তুমি জীবন্ত শান্তি  🌸
10/06/2024

এই ধুলোমাখা শহরে তুমি জীবন্ত শান্তি 🌸

10/06/2024

🌸🌸

মুগ্ধ না হয়ে পারি🤍
22/05/2024

মুগ্ধ না হয়ে পারি🤍

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছিপ্রিয়...আমার পুরুষ তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ...
13/05/2024

আমি যার অর্ধাঙ্গীনি হবো তাকে লিখছি
প্রিয়...
আমার পুরুষ
তিন হাত শরীরে ২০হাত লম্বা দুঃখের বোঝা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে। দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সান স্পট স্পষ্ট দেখা যায়। চোখ যুগলে আকর্ষনীয় ঘনকালো ব্রু নেই। আপনি কখনো আমার দিকে চেয়ে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গীনি।
আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতুলে কিছু আপনার মুষ্ঠিতে, সঠিক যত্নের অভাবে আমার হাতের তালু শক্ত হয়ে গেছে, নখ হয়েছে হলদেভাব।
আমি গান গাইতে পারিনা কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্যে রাতে আপনার মাথার পাশে বিছানার কোণায় বসে আপনার চুলে হাত ভোলাতে ভোলাতে গুনগুনিয়ে দুই-এক লাইন গেয়ে ফেলবো।
আমি বড্ড অভিমানী,আমার মুড সুইং হয় ঘনঘন তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষনাৎই মুখ লুকাবো আপনার বুকে। আচ্ছা, আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব মানিয়ে নিবেন?

সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লীম ফিগারের, উজ্জ্বল বর্ণের, কনকালো চুলের রমনী কিন্তু সংসার আর অফিস সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা আর উষ্কখুষ্ক চুল দেখে আপনি কি ঘৃণায় কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই আমিটার পাশেই সারাজীবন থেকে যাবেন?

প্রিয় পুরুষ, আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে, আমার রোগা চোখ,কালো ঠোঁট, আমার এলোমেলো চুল, রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপচপে আমাকে দেখে ভালোবাসা খুঁজে পান তাহলে কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্ঘুম রাত্রি জেগে সেবা করার সঙ্গী হবো, আপনার পকেট খালির দিনে সংসারের খরচটা আমি ম্যানেজ করে নিবো, বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দিবো।
চিরন্তর ভালোবাসবো,আমার প্রিয় পুরুষ।🖤

31/03/2024

বুকের বা পাশের ভাঙ্গা পাজর জোড়া লাগুক একবার ই।
হাজার পাজর এর কংকালসার মারিয়ে, শুদ্ধ প্রেম আসুক একবারই। একাদিকের আদিক্ষতার থেকে, মুগ্ধ হোক জীবন একবারই।অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয় পুষ্প'র মতো শুদ্ধ প্রেম আসুক একবারই। শুধু তোমার হাত ধরে জোড়া লাগুক ভাঙ্গা পাঁজর একবারই। ভাঙ্গা শব্দ অভিধান থেকে মুছে যাক; তুমি আমি দুই মিলে এক হবো একবারই। শুধু একবারই তুমি আসো পুষ্পের মতো শুদ্ধ প্রেম হয়ে। আসমান আর জমিনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল ধোয়ার ছায়া হয়ে একবারই তুমি আসো। দু'বার পাতায় এলার্ম হোক তুমি আর আমি এক হয়ে ছিলাম একবারই.....!

18/03/2024

এসো না হয় কিছুক্ষন বসি—
শিয়রের খোলা জানালায়,
কিছুক্ষন ভুলে থাকি পৃথিবীর
মরা আকাশ; বাতাসের প্রেম।

02/03/2024

আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভুমিকম্পের মতো।
যখন দেখি তুমি দারিয়ে আছো আমার হৃৎপিন্ড থমকে যায়। ক্ষমা করো পৃথীবি আমি তাকে ঘৃনা করতে পারি নি....!

27/02/2024

এখন আয়না দেখার সময় বেড়েছে আগের চেয়ে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আয়নায় নিজেকে বড্ড অন্য রকম লাগে। মনে হয় এ আমি যেন আমি নই!

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanzida Sanju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share