Sanvir Ahmed

Sanvir Ahmed নতুন নতুন ভিডিও পেতে আমার পেইজ টি ফলো দিয়ে রাখুন
(26)

08/08/2024

মৌলবাদী এবং জঙ্গি বাংলাদেশে নাকি হামলা করছে ভারতীয় গণমাধ্যমে প্রকাশের লাইভ টেলিকাস্টে এ ধরনের কথা বলেছেন আর বাংলায় উপস্থাপক মযয়ৃখরন্জন ঘোষ

স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না,,! কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না
17/05/2024

স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না,,!
কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না













17/05/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

15/05/2024

আপা আপনার ড্রেস ভালো না আপনাকে রিক্সায় নেওয়া যাবে না। 👍👍👌👌🙏🙏রিক্সাওয়ালা ভাইকে স্যালুট জানাই প্রতিবাদের জন্য।

14/05/2024

এবার প্রতারকের কাতারে সানভি'স বাই তনি!

03/05/2024

সানভির তার আঙ্কেল এর কাছে যাচ্ছে আইসক্রিম খেতে
তাই আমাকে টাটা দিচ্ছে

28/04/2024

সানভির শুধু লাঠি খুজে এজকে ওর খালাতো বোন কে মারার জন্য লাঠি খুজে

24/04/2024

১৬ মাসের বাচ্চাকে একা বাসায় তলাবদ্ধ রেখে মা ১০ দিনের জন্য ঘুরতে গেলেন বয়ফ্রেন্ডের সাথে। একটা ডায়াপার পরা বাচ্চাটা ক্ষুধায় নিজের মলমূত্র পর্যন্ত খেয়েছে 😭😭। বাঁচার জন্য বাচ্চটা কত চেষ্টা করেছে। ভয়ে আতংকে, ক্ষুধায় মা মা বলে কান্না করছে, চিৎকার করছে😭😭। আমি নিশ্চিত প্রত্যেকটি মায়ের এই চিৎকার শুনে কান্না না এসে পারেনা। ভিডিওতে দেখা যাচ্ছে ২দিনের ক্ষুধার্ত বাচ্চাটা যখন তার প্রিয় পুতুলটাকে বুকে জড়িয়ে নিয়েছে...ইয়া আল্লাহ😭😭😭
পানির অভাবে না খেয়ে ভয়ে বাচ্চার ওজন অর্ধেকের নিচে নেমে গেছে। তিলে তিলে একটা বাচ্চা মারা গেছে।উফ্ একবারে মারা গেলে হয়তো এত কষ্ট হতোনা। কিভাবে সম্ভব হলো... (আল্লাহ তোমার সব কষ্ট ভুলিয়ে দিন মা.... জান্নাত যদি না থাকতো তবে কিভাবে সম্ভব হতো তোমাকে নিয়ে স্বপ্ন দেখার)

মা ফিরে এসে শান্ত মাথায় বাচ্চার জামা কাপড় চেন্জ করে। তারপর নাটক সাজায় অসুস্থতার। কারণ বাইরের দেশে বাচ্চা মারা গেছে বললে শেষ হয়ে যায়না। একটা বাচ্চার জন্ম থেকে সব রেকর্ড থাকে। কারণ এমন ঘটনা এখানে অনেক বেশি। বেবি মনিটরিং সিসিক্যামেরার যদি ভুলবশত রেকর্ড চালু না থাকতো তাহলে হয়তো কোন না কোন নাটক কাজে লেগে যেত তার। অনেকে বলেন, ওয়েস্টার্ণ দেশে বাচ্চাকে শাসন করা যায়না। খুব কঠিন নিয়ম। কিন্তু এর পিছনে কারণ আছে। শাসনের নামে অসহায় বাচ্চার উপর কি নির্মম নির্যাতন হয়..., এত চাইল্ড কেয়ার, সোসাল কেয়ার থাকার পরও ঠেকানো যাচ্ছেনা।

তারপরও পুলিশ যখন মাকে সন্দেহ করেন, মা নিজেকে বাঁচানোর অনেক যুক্তি দাঁড় করান। আদালত তাকে আমৃত্যু কারাদন্ড শুনান। সেটি শুনে নিজের পরিণতির কথা ভেবে কান্না শুরু করেন মা। আপনি যখন আইনজীবির কথা শুনবেন না কেঁদে পারবেন না।

মা' পৃথিবীর সবচেয়ে প্রশান্তির একটি শব্দ। বলা হয় পৃথিবীতে সকল মায়ের ভালোবাসা এক। মায়ের ভালোবাসা সব বর্ণ গোত্রের সবার মাঝে সমান, নিজের বাচ্চাকে নিরাপত্তা ভালোবাসা মায়ের মত কেউ দিতে পারেনা। মা যেমনই হোক, যেমনই দেখতে হোক, কোন বাচ্চা তার মাকে ছেড়ে অন্য কারো কাছে থাকবেনা। মা' শব্দের মাঝে লুকিয়ে আছে আমাদের আবেগ, ভালোবাসার পুরোটাই। আমরা কষ্ট পেলে দুটি শব্দ উচ্চারণ করি আল্লাহ, আর মা। কিন্তু এটাও সত্যি কিছু কিছু মা আছে যারা সন্তানদের উপর কঠিন নির্যাতন করেন। হয়তো কোন পিশাচের পক্ষেও এমন করা সম্ভব নয়। ওয়েস্টার্ণ সোসাইটিতে এই সংখ্যা ভয়াবহ। বর্তমান মোবাইলের যুগে এই সংখ্যা সব জায়গায় কম বেশি আছে, দিনদিন বাড়ছেই। আল্লাহ মাফ করুন। সন্তান লালন পালন অনেক কষ্টের, অনেক ধৈর্য্য প্রয়োজন। এখানেই থাকে সূক্ষ্মভাবে জালিম আর মজলুমের সম্পর্ক। সন্তান আমানত, পরীক্ষা আবার ফিতনা তিনটাই। প্রতি মুহূর্তে তাওবাহ, এস্তেগফার করতে হয়। আল্লাহর সাহায্য চাইতে হয়। অনেক সময় ধৈর্য্য চলে যায়, নানা ভুল ভ্রান্তি থাকে নিজের অজান্তে অথবা জানায়। পৃথিবীর কেউ পারফেক্ট মা নয়, এটি হওয়াও সম্ভব নয়। যাদেরকে আল্লাহ সরাসরি সাহায্য করেছেন তাদের ব্যাপার ভিন্ন। তবে চরম লেবেলের জালিম যেন কোন মা না হয়। ভিডিওটা আপনাকে ভাবাবে.... আমি মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাই.....

21/04/2024

Ridmik Keyboard রেডমিক কিবোর্ড এর গোপন কিছু সেটিং ゚viral

18/04/2024

ট্রা'ন্স*জে*ন্ডার/স*মকা*মী সমর্থনকারী জোভানের সব ধরণের নাটক বয়কট করলাম।


োভান

08/04/2024

সানভির তার চাচাতো বোন কে মারার জন্য লাঠি খুজে না পেয়ে যখন বোন কে ধুলু দেয়

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। ...
19/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারত না? মা বাবা বেঁচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!
আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ্ সহায়ক হয়

কালেক্টেড

13/03/2024

আশা দুবলহাটী ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফিজিওথেরাপি
গরিব দুস্থ অসহায় মানুষদের মাঝে (এমবিবিএস) ডক্টর তারা ফ্রি চিকিৎসা প্রোদান করা হয়
এবং ফ্রি থেরাপি দেওয়া হয়
#আশ #এনজিও

24/01/2024

নওগাঁ ৫ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ভাই কে ফুলের সংবর্ধনা অনুষ্ঠান নওগাঁ জেলা দুবলহাটি
Barrister Nizam Uddin Jalil John

08/01/2024

🚍 মাহি আপার টেরাক মার্ক
খবর কি

Address

Noagaon

6500

Alerts

Be the first to know and let us send you an email when Sanvir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanvir Ahmed:

Videos

Share