26/09/2024
★★কোম্পানিতে কাজ করার সময় কিছু কমন কথা কোরিয়ানরা জুনিয়রদের সবসময় বলে থাকে। সেগুলোর মধ্যে বহুল ব্যবহৃত কিছু বাক্য নিচে দেয়া হলো-
이름이 뭐야? নাম কি?
몃 살이야? বয়স কত?
(প্রথম সাক্ষাৎকারে কোরিয়ানরা জুনিয়রদের এভাবে নাম আর বয়সের বিষয়ে জিজ্ঞেস করে।)
야 일로 와, 이거 해.
এই এদিকে আসো, এটা কর।
알았어? বুঝতে পারছো?
(কোরিয়ানরা কাজ বুঝিয়ে দেয়ার পরে এভাবে জিজ্ঞেস করে।)
이거 제일 급하니까 이거 먼저 해.
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটা আগে কর।
괜찮아, 천천히 해.
সমস্যা নাই, আস্তে আস্তে কর।
돈 없어, 돈 없어 .
টাকা নাই, টাকা নাই।
(বেতনের কথা বলতে গেলে কিছু মালিক এমন করে।)
잘 돼? ঠিকমতো হয়?
(যন্ত্র বা মেশিন ঠিকমতো কাজ করছে কিনা সেটা জিজ্ঞেস করতে গেলে এভাবে বলে।)
서두르지 말고 천천히 해.
তাড়াহুড়ো করিওনা, আস্তে আস্তে কর।
일 제대로 해. কাজ ঠিকমতো কর।
일 열심히 해. কাজ মনোযোগ দিয়ে কর।
네 반장님, 열심히 하고있습니다.
হ্যাঁ বানজাংনিম, মনোযোগ দিয়ে করতেছি।
잘 봐. ভালোভাবে দেখো।
(কোনো কাজ শেখাতে গেলে কোরিয়ান সিনিয়ররা এভাবে বলে।)
야 빨리 빨리 와.
এই তাড়াতাড়ি আসো।
야 빨리 빨리 안해?
এই তাড়াতাড়ি করোনা কেন?
( কাজের ক্ষেত্রে রেগে গেলে সাধারণত এভাবে বলে।)
너 왜 일찍 퇴근 했어?
তুমি কেন তাড়াতাড়ি কাজ ছেড়ে দিলা?
너 왜 늦게 출근 했어?
তুমি কেন দেরিতে কাজ শুরু করলা?
수고했어. কষ্ট করেছো।
(কাজ শেষে কোরিয়ান সিনিয়ররা জুনিয়রদের এভাবে ধন্যবাদ দেয়। এর মাধ্যমে এটা বুঝায় কোরিয়ান সিনিয়র তার কাজে খুশি হয়েছে।)
야 정리 다 했어? এই সব শেষ করেছো?
(কাজ শেষ করে চলে যাওয়ার আগে সবকিছু গুছানোকে 정리 বলা হয়।)
네 반장님, 정리 다 해놨어요.
হ্যাঁ বানজাংনিম, সব গুছানোর কাজ শেষ করেছি।
그럼 퇴근 하고 가.
তাহলে কাজ শেষ করে বাসায় যাও।
(এখানে 퇴근 하다 বলতে কাজ শেষে কার্ড পাঞ্চ করা বা ফিংগার দিয়ে অফিসিয়ালি কাজ শেষ করার কথা বলেছে।) copy