Shimul vlog

Shimul vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shimul vlog, Digital creator, Gore Gram, Nilphamari.
(19)

I am a professional Digital vloger

আমার পেজে আপনাদের স্বাগতম,🙏
এই পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল ❤️

আশা করি সবাই আমার পেজটি ঘুরে আসবেন।
আমি উত্তরবঙ্গের ছেলে সবাই একটু ভালোবাসা দিবেন। 🙏🙏

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম,মা গো,তোমায় ভালোবেসে।। জানি নে তোর ধনরতন আছে কি না রানির মতন, শুধু জানি আমার...
18/02/2025

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম,মা গো,তোমায় ভালোবেসে।।

জানি নে তোর ধনরতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

I've just reached 17K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
17/02/2025

I've just reached 17K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉
all everyone friend love you and thank you so much all Facebook team

তোমার লক্ষ্য যদি থাকে ঠিক তাহলে সফলতার চাবিকাঠি তোমার হাতে good night everyone friends
17/02/2025

তোমার লক্ষ্য যদি থাকে ঠিক
তাহলে সফলতার চাবিকাঠি তোমার হাতে
good night everyone friends

ভালোবাসার আর এক নাম প্রকৃতিক দূশ্য
17/02/2025

ভালোবাসার আর এক নাম প্রকৃতিক দূশ্য

No captain Today is best photo Naturel photographs Have a sweet day the Good afternoon friend
16/02/2025

No captain
Today is best photo
Naturel photographs
Have a sweet day the
Good afternoon friend

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্...
16/02/2025

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে। বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে। সব...
15/02/2025

এখনো সমুখে রয়েছে সুচির শর্বরী,
ঘুমায় অরুণ সুদূর অস্ত-অচলে।
বিশ্বজগৎ নিশ্বাসবায়ু সম্বরি
স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে।
সবে দেখা দিল অকূল তিমির সন্তরি
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা।
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে না...
15/02/2025

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সব সংগীত গেছে ইঙ্গিতে থামিয়া,
যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,
মহা-আশঙ্কা জপিছে মৌন মন্তরে,
দিক্-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা--
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

Happy Valentine's day all friend natural Photographs Good morning
14/02/2025

Happy Valentine's day all friend
natural Photographs
Good morning

চেতনা আমার কল্যাণ-রস-সরসে শতদল-সম ফুটিল পরম হরষে সব মধু তার চরণে তোমার ধরিয়া। নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে উদার উষার ...
13/02/2025

চেতনা আমার কল্যাণ-রস-সরসে
শতদল-সম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া।
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার উদয়-অরুণ কান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া।

কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ -- ভয় আছে সব জানা। কোন্ শাপে কোন্ গ্রহের দোষে সুখের ডাঙায় থাক...
13/02/2025

কে ডাকে রে পিছন হতে,
কে করে রে মানা,
ভয়ের কথা কে বলে আজ --
ভয় আছে সব জানা।
কোন্ শাপে কোন্ গ্রহের দোষে
সুখের ডাঙায় থাকব বসে;
পালের রশি ধরবো কষি,
চলব গেয়ে গান।
আনন্দেরই সাগর থেকে
এসেছে আজ বান।

আজকে আমি একা কবে যে বন্ধু পাবো দেখাদিন যায় বছর যায়বন্ধু তোমার দেখা নাই,
12/02/2025

আজকে আমি একা
কবে যে বন্ধু পাবো দেখা
দিন যায় বছর যায়
বন্ধু তোমার দেখা নাই,

তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার। জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার। চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়ি...
12/02/2025

তোমার সোনার থালায় সাজাব আজ
দুখের অশ্রুধার।
জননী গো, গাঁথব তোমার
গলার মুক্তাহার।
চন্দ্র সূর্য পায়ের কাছে
মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার বুকে শোভা পাবে আমার
দুখের অলঙ্কার॥

গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে মৃদু মধু ঝংকারে, হাসিঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে । রহিয়া রহিয়া যে...
11/02/2025

গুঞ্জরতান তুলিয়ো তোমার
সোনার বীণার তারে
মৃদু মধু ঝংকারে,
হাসিঢালা সুর গলিয়া পড়িবে
ক্ষণিক অশ্রুধারে ।
রহিয়া রহিয়া যে পরশমণি
ঝলকে অলককোণে,
পলকের তরে সকরুণ করে
বুলায়ো বুলায়ো মনে —
সোনা হয়ে যাবে সকল ভাবনা,
আঁধার হইবে আলা ।

গ্রামের দৃশ্য অনেক সুন্দর দিনাজপুর থেকে ছবি তুললামখেজুরের গাছের সঙ্গে
10/02/2025

গ্রামের দৃশ্য অনেক সুন্দর
দিনাজপুর থেকে ছবি তুললাম
খেজুরের গাছের সঙ্গে

তোমারে নমি হে সকল ভুবন-মাঝে, তোমারে নমি হে সকল জীবন-কাজে; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে। জননী, তোম...
10/02/2025

তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।

লাউ দিয়ে নাকি ডুগডুগি বানায় আমি ভাবছি বড় করে বিচি গুলো দিয়ে চারা রোপণ করবো আপনারা কি বলেন
09/02/2025

লাউ দিয়ে নাকি ডুগডুগি বানায় আমি ভাবছি বড় করে বিচি গুলো দিয়ে চারা রোপণ করবো আপনারা কি বলেন

জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়স...
09/02/2025

জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলো
সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা
বসিবে নানা সাজে।
Beautiful photographs nice place

Address

Gore Gram
Nilphamari
5300

Telephone

+8801762202341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimul vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimul vlog:

Videos

Share