04/07/2023
----মধ্য রাতের জীবন বাণী বা মরণ বাণী----
৪২ বছর বয়সে আমার মুসলমানী হলো;
(১) প্রিয় দেশবাসী। আচ্ছালামূ আলাইকুম।
সবকিছুর সাথে মিলতে গিয়ে আমি সবকিছুই হারিয়ে ফেলতে বসেছি। কোন কিছুতেই আমি মনোযোগ স্থাপন করতে পারিনি। মনে হয় কাউকে দিনের পর দিন ধোঁকা দিয়েই চলেছি। এমনকি আমি নিজেও সকল সঠিক কাজ-কর্ম এবং সুযোগ থেকে বঞ্চিত হয়েছি ও অন্যকে বঞ্চিত করেছি। না আমি আমার হতে পেরেছি না আপনাদের হতে পেরেছি।
(২) সাময়িক সময়ে নিজের ভালো থাকাকে গুরুত্ব দিতে গিয়ে আমি আমার জীবনে সহস্র মিথ্যা বলেছি, অনৈতিক কাজ করেছি। তবে তাতে আমি কখনোই শান্তি পাইনি বরং অপূর্ণতা বেড়েছে।
(৩) আপনাদের সার্বিক পরিস্থিতি আর আমার বর্তমান অবস্থা অবশেষে আমাকে এই সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করেছে যে- আজ থেকে আমি পূর্ণরূপে মনে প্রাণে একজন মুসলিম।
(৪) আমি মনে করছি; সর্বরুপে শুধুমাত্র একজন খাঁটি মুসলিম হতে পারলে- পুরো জীবনের সকল পক্ষে, সকল স্তরে, সকল বিষয়ে, সকল অবস্থায়, সকলের জন্য, সকল কাজ ১০০% সঠিক ও সুন্দর করা সম্ভব।
(৫) আমার জীবনকালের এই নতুন যাত্রায় সকলের জায়গা থেকে সহযোগিতা কামনা করছি। অতীতে ভালো অথবা মন্দ- কোন ধরনের কাজই আমি একা করিনি, কারো না কারো যোগসূত্র ছিল।
(৬) যেহেতু আজ থেকে আমি প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে আবিষ্কার করতে পেরেছি।
তাই আমার আগামীর কর্মকান্ড ভিন্নতর হবে।
সেজন্য অনেক গুনী বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, আমার সহকর্মী, আমার নিয়ন্ত্রনকারী কর্মকর্তাদের সাথে আমার চলাফেরা, কথা-বার্তার আমূল পরিবর্তন ঘটবে। একজন খাঁটি মুসলিম হিসেবে আপনাদের সাথে আমার চলাফেরা, সুযোগ-সুবিধা-অসুবিধা অনেক কিছুর তারতম্য হতে পারে।
(৭) সেজন্য আমাকে ভুল বুঝবেন না, আমার উপর ক্ষিপ্ত হবেননা, রেগে যাবেন না । মনে রাখবেন আমি আমার বাকী জীবন অবধি আপনি বা আপনাদের কোন পক্ষের কোন ধরনের ক্ষতি আমার দ্বারা হবেনা। এমনকি আপনাদের অবস্থানে বা আপনাদের যেকারো পদে বা চেয়ারে বসার জন্য বিন্দুমাত্র চেষ্টা বা প্রতিযোগিতা ভবিষ্যতেও আমার নেই।
(৮) আপনাদের সাথে আমার জীবনের ৪২ বছর কাটিয়ে অবশেষে আমি আমাকে খুঁজে পেয়েছি, মুসলিমকে খুঁজে পেয়েছি, বাংলাদেশকে খুঁজে পেয়েছি, এই পৃথিবীকে খুঁজে পেয়েছি, সর্বোপরি আমার জান্নাত ও জাহান্নামের সাথে পরিচয় হয়েছে। আমি চিরকৃতজ্ঞ।
(৯) অতএব; এখন থেকে অনেকের সাথে আগের মতো করে আমার ঘাড় মিলে, হাত মিলে, পায়ে মিলে, বাজনার তালে তালে আর চলা হবেনা।
(১০) তাই বলে আপনাদের মনের কষ্ট বাড়াবেন না, বরং খুশি হয়ে যান এই ভেবে যে- আপনাদের সাথে থেকেই আমি সঠিকভাবে ভাবতে পারলাম, মুসলিম হতে পারলাম, সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম । ভবিষ্যতে যদি দরবেশ বনে যাই বা ফকির বনে যাই- মনে রাখবেন আমি আপনার এলাকার লোক, আপনার সমাজের লোক, আপনার সান্নিধ্যের লোক। যাদের সাথে থেকে আমি দরবেশ বা ফকির হতে পেরেছি। এটা আপনার/আপনাদের/এলাকার দোষ কিংবা গুনে ।
(১১) আপনাদের সাথে থাকলে, কাছে থাকলে, সম্ভব হলে অনুগ্রহ করে- আমাকে ভাল-মন্দ কাজের নির্দেশ-নিষেধ দিন (যেমন আপনি আযান শুনে থাকলে আমায় নামাজের তাগিদ দিন, আপনার ন্যায় ও সঠিক কাজে আমায় মিলিত করুন) মন্দ কথা ও অনৈতিক কাজের অফার করে লজ্জা পাবেন না বা পাপী হবেন না।
(১২) আমি যেহেতু পূর্ণরূপে মুসলিম হতে পেরেছি- তাই আমি যেকোন ধরণের পাপাচার কাজ-কর্ম থেকে বিরত থাকার ঘোষনা দিলাম।
মরণের আগে আপনাদের সকলের আদর্শ ও নৈতিক জীবন কামনা করছি- মহান রব সকলের মঙ্গল করুন।। নুরুজ্জামান আলিফ।।