NFSC - Nilphamari Circuit house BookZone

NFSC - Nilphamari Circuit house BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

13/07/2023

#মক্কায়_মোহাম্মদ (স:)
#আনবক্সিং
্রিস্টাব্দ

07/06/2023

আর কিছুটা সময় দিন আমাদের;

নট ফর সেল ক্লাব কথা দিচ্ছে, আমরা বাংলাদেশের সকল সম্মানিত প্রকাশক লেখক অনুবাদক এবং পাঠকের জন্য নিয়ে আসছি ৩৬০ ডিগ্রী সমাধান!

এমন কিছু,
যা এর আগে আপনাদের জন্য কেউ কখনও ভাবেনি; আপনাদের অংশগ্রহণের আহ্বান নিয়ে আমরা আসছি দ্রুতই!

শুভকামনা রাখবেন!

07/06/2023
07/06/2023
07/06/2023

তিনি বললেন!

৮০ গ্রাম কাগজে প্রিন্ট করা ৮৮ পৃষ্ঠার রঙিন প্রুফরিডিং কপি দেখে একজন প্রকাশক বললেন:…“এটাকেই তো আলাদা একটি বই করা সম্ভব; প্রায় ১০০ পৃষ্ঠা হবে আলাদা বই করলে; মূল্য রাখা যাবে ১০০০/-টাকা পর্যন্ত!”

MAM প্রকাশনায়
অংশীদার হওয়া যাবে ১০ জুন পর্যন্ত!
https://www.facebook.com/100063458225735/posts/748439303948004/?sfnsn=mo

07/06/2023

“নট ফর সেল ক্লাব”
গঠনতন্ত্র

১। নাম
বাংলায়: “নট ফর সেল ক্লাব” ইংরোজিতে: “Not For Sale Club” ইংরেজি সংক্ষেপ: NFSC

২। চরিত্র
বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর’স এডিশন-বিক্রয়ের জন্য নয়) বই সংগ্রহের অংশীদার ক্লাব!

৩। স্লোগান/গোষ্ঠীগত উচ্চারণ বার্তা
ক্রয় নয়, অর্জন করুন!

……… প্রকাশনা’র কাজ চলমান…

বিঃদ্রঃ
MAM অংশীদার হওয়া যাবে ১০ জুন, ২০২৩ পর্যন্ত!

17/05/2023

ঘোষণা!

ক্লাবের ওয়েব/অ্যাপ সংক্রান্ত কাজ এবং ভারতীয় পাঠকদের সংযুক্ত করার লক্ষ্যে, ক্লাবের পরিচালক ৯৬ ঘন্টার জন্য ভারতে অবস্থান করবেন! বৈদেশে অবস্থানকালীন সময়ে এই মহাপণ্ডিতকে পেজের ম্যাসেজ বক্সে নিয়মিত পাওয়া কিছুটা কঠিন হবে! একারণে ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত সকল আগ্রহীকে নিজ দায়িত্বে নিজ নিজ অংশীদারিত্ব সংযু্ক্ত লিংকে থাকা নিয়মে প্রেরণের পরামর্শ রইল!

এবারের (MAM) যাত্রায় অংশগ্রহণের সময় ৩১ মে ২০২৩ পর্যন্ত!

ধন্যবাদ…

https://www.facebook.com/100063458225735/posts/748439303948004/?sfnsn=mo

17/04/2023
‘মক্কায় মুহম্মদ (সা.)’ কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬***মতামত‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট...
09/07/2022

‘মক্কায় মুহম্মদ (সা.)’
কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬
***

মতামত

‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট মক্কা’ বইটির মূল লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য ও ইসলামি শিক্ষা বিষয়ের সুনামধন্য অধ্যাপক ছিলেন। লেখকের জন্ম ১৯০৯ সালের ১৪ মার্চ, মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ২৪ অক্টোবর।

এই বইটিতে মুহম্মদ (সা.)-এর মক্কা জীবনের ইসলামের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরার সর্বোচ্চ প্রয়াস ঘটিয়েছেন লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। বইটি শিক্ষার্থীসহ ইতিহাস জানতে আগ্রহী বাংলা ভাষাভাষি সব মানুষকে ইংরেজিতে পড়তে হয়। এই প্রথমবার পাঠকের উদ্যোগে ‘নট ফর সেল ক্লাব’ বইটির বাংলা অনুবাদ করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

বাংলায় অনুবাদ বইটি সহজলভ্য হলে পণ্ডিত, গবেষক ও আরবি, ইসলামি স্টাডিজসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজে লাগবে। এই বইয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির অনেক বিষয়ের খুঁটিনাটি সমাধান খুঁজে পাবেন। শুধু শিক্ষার্থী নয়, মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস জানতে আগ্রহী সব মানুষের জন্য বইটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটি পড়ানো হয়।

‘নট ফর সেল ক্লাব’ নিজেদের উদ্যোগে বই প্রকাশ করে জ্ঞান তৃষ্ণা মেটানোর পাশাপাশি বইটি সুলভমূল্যে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, জেনে আনন্দিত হলাম। গ্রন্থটি পাঠে মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস এবং মক্কার ভূ-রাজনৈতিক ইতিহাসের খুঁটিনাটি জানার কৌতুহল মেটাবে বাঙালি পাঠকদের। নট ফর সেল ক্লাবের উদ্যোগ সফল হোক।

নূর মোহাম্মদ আলম
পরিচালক
গবেষণা বিভাগ,
ইসলামিক ফাউন্ডেশন।

মহাভারত(চার হাজার পৃষ্ঠার ইতিহাস)আদিপর্ব (অনুক্রমণিকাধ্যায়)-নারায়ণ, নরোত্তোম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয় উচ্চারণ ...
09/07/2022

মহাভারত
(চার হাজার পৃষ্ঠার ইতিহাস)

আদিপর্ব (অনুক্রমণিকাধ্যায়)
-নারায়ণ, নরোত্তোম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয় উচ্চারণ করবে।

কোনো সময়ে নৈমিষারণ্যে কুলপতি শৌনক বারোতম বার্ষিক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেখানে একদিন মহর্ষিগণ রোজকার কাজ সমাপ্ত করে সমাবেত হয়েছিলেন। ঠিক তখন, লোমহর্ষন পুত্র পুরাণকথক সৌতি (প্রকৃত নাম উগ্রশ্রবা; জাতিতে সূত হবার কারণে উপাধি সৌতি) বিনয়ের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। নৈমিষ অরণ্যবাসী ঋষিগণ তাকে দেখে বিষ্ময়কর সব কথা শুনতে পাওয়ার উদ্দেশ্যে চারদিক ঘিরে দাঁড়ালেন।

উগ্রশ্রবা সৌতি জোড়হাতে তাদের অভিবাদন করে তপস্যার খবর জিজ্ঞেস করলেন। বিনিময়ে ঋষিগণও অতিথিকে যথাযথ সম্মান দেখিয়ে বসার আসন দিয়ে নিজেরাও বসলেন।

ঋষিগণ তাকে জিজ্ঞেস করলেন, “এখন কোথায় থেকে আসলে আর কত জায়গায় ঘুরেছ করেছো, আমাদের সব খুলে বলো।”

উত্তরে সৌতি শান্ত ঋষিগণকে বললেন, “হে মহর্ষিগণ আমি মহাত্না জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম। সেখানে বৈশস্পায়নের মুখ থেকে কৃষ্ণদ্বৈপায়নরচিত বিচিত্র মহাভারতের কথা শুনলাম। এরপর সেখান থেকে বহু তীর্থ দেখে নানা আশ্রম ভ্রমণ করে অবশেষে সমস্তপঞ্চক তীর্থে গেলাম। যেখানে কি-না কুরু ও পান্ডব এবং উভয়পক্ষের ভুপালদিগের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। সেখান থেকেই আপনাদের দেখার জন্য এই পবিত্র আশ্রমে এসেছি। আপনারা এখন যজ্ঞে আহুতি প্রদান করে পবিত্র মনে আসনে উপবেশন করেছেন; অনুমতি করুন, ধর্মসম্বন্ধীয় পৌরণিক কথা কি ভুপাতিদিগের ইতিবৃত্ত বা ঋষিগণের ইতিহাস, এই ব্যস্ততম সময়ে শুনতে চান?”

বিঃদ্রঃ
ক্লাব একজন মহাভারত পন্ডিত খুঁজছেন; যিনি পুরো কাজটির ভুল-ত্রুটি সংশোধন এবং সম্পাদনা করবেন! ক্লাব একজন বাংলা বানানবিদ খুঁজছেন; যিনি পুরা মহাভারতের বাংলা ভাষারীতি এবং ভুল-ত্রুটি পরিমার্জন করবেন!

 #ইতিহাস #জন্মদান #ঈদ
07/07/2022

#ইতিহাস
#জন্মদান
#ঈদ

Address

Dakbanglo Road, Circiut House Para, Nilphamari Sadar
Nilphamari
NILPHAMARI-5300

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Nilphamari Circuit house BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share