দৈনিক নেত্রবার্তা

দৈনিক নেত্রবার্তা আমরা সত্য প্রকাশে অবিচল

ঘুরে আসুন সৌন্দর্যের লীলাভূমি কলমাকান্দার পাতলাবন গ্রামেকলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড়ঘেষা গ্রামটিই পাতলাবন। ন...
13/10/2024

ঘুরে আসুন সৌন্দর্যের লীলাভূমি কলমাকান্দার পাতলাবন গ্রামে

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড়ঘেষা গ্রামটিই পাতলাবন। নামেই বৈচিত্র্য নামেই ভিন্নতা। ভারতের মেঘালয় পাহাড়ের কোলঘেষে প্রাকৃতিক নিসর্গে গড়ে উঠা পাতলাবন নামের এই গ্রামটি।

পাহাড়, নদী, বালুচর মিলে এক প্রকৃতির নৈসর্গিক রূপের মিশ্রন পাতলাবন। যাতায়াত দূরাবস্থা আর সম্প্রচার মাধ্যমে দৃষ্টিগোচর হয়নি বলে এখনো অনাবিস্কৃত এ পাতলাবনে এই জায়গাটি। প্রতিটি বিকেল এখানে সবুজ মাঠ আর বালুচরে ভ্রমণ পিপাসীরা ভিড় করে।

বিছানাকান্দির নাম শুনেছি, তার সৌন্দর্যে পাগল হয়ে ছুটে গিয়েছি কিন্তু জন্মভূমি কলমাকান্দার পাতলাবনের আবেদন এখনো সকল জায়গার চেয়ে বেশি।

মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা নদী মহাদেও এর কূলবর্তী যে অবারিত সবুজ মাঠ, বালুচর, সবুজ ধানক্ষেত মিলে পাতলাবন এই গ্রামটি। সীমান্তে বাংলাদেশ অংশের কিছু কিছু টিলা এতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

পাশেই আদিবাসী গারোদের বাস। সন্ধ্যা হলেই এখানে আদিবাসীদের সংস্কৃতি, রীতি নীতি, ডোলের মাদল আপনাকে ভিন্ন একটি জাতিসত্তার সাথে পরিচয় ঘটাবে। টিলার উপরে বিলুপ্ত প্রায় মাচাঙ ঘরে তাদের বাস। পাহাড় থেকে নদীতে বয়ে আসা বড় বড় পাথর আর মাচাঙ ঘর এই তাদের ঐতিহ্য।

গারোদের অকৃত্রিম সরলতা, পাহাড়ের নিরবতা, নদীর বহতা, বালুচরের জোছনা আর দুই পাশের গ্রামীণ জনপদ আপনাকে নিটোল চিত্রের সাথে আলাপ করিয়ে দিবে।

সময় আর ঋতুর সাথে পাতলাবনের রুপ বদলায়। বর্ষায় পাহাড়ি ঢল মহাদেও দুকূল ছাপিয়ে দেয় জলে। আর বৈশাখ মাসে সেখানে হাটু জলে নদী ছড়ায় পরিণত হয়। পাহাড়ি ঝর্নাধারা থেকে বয়ে আসা সেই স্বচ্ছ জলে অবগাহনে আনন্দ মিলে। যেখানের স্বচ্ছ জলে ছোট ছোট মাছেরা খেলা করে। ছুটে চলা সে মাছ ধরার মজাই আলাদা। পড়ন্ত বিকেলে ছোট ডিঙায় করে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে।

আধুনিক নাগরিক সুবিধা তথা বিজলির আলো পর্যন্ত পৌঁছায়নি এলাকাটিতে। অজপাড়া গাঁ বলতে যা বুঝায়। কিন্তু অভাব নেই প্রাকৃতিক মুক্ত আলো বাতাস আর নৈসর্গিকতর। তবে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত পাতলাবন।

আশেপাশে আরো কিছু দেখার মত জায়গা রয়েছে। যেগুলোর মধ্যে ভুবনের টিলা, জাইগিরপাড়া, চাঁদ সওদাগরের চন্দ্রডিঙা, পাহাড়ের পাশদিয়ে সীমান্ত সড়কে মোটর বাইক রাইড সব মিলিয়ে ভালো লাগার মন মাতানো পাতলাবন আপনার ভালো না লেগে পারেই না। তাই পাতলাবনের সৌন্দর্য উপভোগ করতে আর দেরী কেন, চলে আসুন যেকোন সময়।

নাসার গবেষণা দলে কেন্দুয়ার তারিকুজ্জামানযুক্তরাষ্টের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) -র মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণা...
12/10/2024

নাসার গবেষণা দলে কেন্দুয়ার তারিকুজ্জামান

যুক্তরাষ্টের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) -র মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণায় গবেষক দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ গবেষক নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

এ ব্যাপারে গতকাল বুধবার (৯অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে তারিকুজ্জামানের সাথে কথা হলে তিনি বিষয়টি জানান।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। এ গবেষণার জন্য নির্বাচিত ৪ জনের মধ্যে একজন নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

তিনি লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের পিএইচডির ছাত্র।
তারিকুজ্জামানে বলেন, ‘বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আমরা মানুষের মূত্র ব্যবহার করে মাটি ছাড়া মহাকাশে কৃষি চাষের সম্ভাবনা দেখছি। আমাদের দলটি আরো নতুন নতুন প্রকল্প নিয়ে নতুন কিছু আবিষ্কার করার কথা ভাবছি।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে গবেষণায় বিশ্বে বাংলাদেশের সুনাম ও সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করেন তিনি।’

মোহাম্মদ তারিকুজ্জামান বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ি গ্রামে। ২০১৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি সকল ক্ষেত্রেই কৃতিত্বের সহিত মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি আমেরিকার লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০২১-২০২৩), পিএইচডি ইন মাইক্রো এন্ড ন্যানোস্ক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এ (২০২১-২০২৫) অধ্যয়নরত।

তারিকুজ্জামানের বড় ভাই জিলু মিয়া বলেন, ‘ভাইয়ের এ সাফল্যে আমরা অনকে খুশি। এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে ছোট ভাই গবেষণায় বিশ্বে বাংলাদেশ তথা কেন্দুয়ার সুনাম-সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করনে তিনি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ‘আমি আপনার মাধ্যমে জেনেছি কেন্দুয়া উপজেলার পেড়ী গ্রামের মরহুম মমতাজ উদ্দিন সাহেবের সন্তান মোহাম্মদ তারিকুজ্জামান নাসা'র গবেষক হিসেবে নিযুক্ত হয়েছেন। আমি তার সফলতা কামনা করি।’

সুত্র-কালের কন্ঠ

নাটরকোণা গ্রাম থেকে এসেছে নেত্রকোনাব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যে টইটুম্বুর...
11/10/2024

নাটরকোণা গ্রাম থেকে এসেছে নেত্রকোনা

ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যে টইটুম্বুর ও ঐতিহ্যের বিচিত্র ঘটনা সম্ভারে গর্বিত। গারো পাহাড়ের পাদদেশ লেহন করে এঁকেবেঁকে কংস, সোমেশ্বরী, গণেশ্বরী, মহেশ্বরী, ঘোড়াউত্রা নদীসহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার জলধারার উদ্ভব। তৎকালীন সুসঙ্গ, নাসিরূজিয়াল, মৈমনসিংহ, সিংধা ও খালিয়াজুরী পরগণার ভূমি নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার অবস্থান।

ব্রিটিশ শাসনামলে ১৮৮২ সালের ৩ জানুয়ারি থেকে নেত্রকোনা মহকুমার কাজ শুরু হয়। ব্রিটিশ আমলে এ জেলায় কৃষক বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, টংক আন্দোলন ও তেভাগা আন্দোলন সংঘটিত হয়। ১৯৮৪ সালের ১৭ জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে জেলা ঘোষণা করা হয়।

জনশ্রুতি আছে, নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগরা নদীর বাঁক চোখের বা নেত্রের কোণের মতো বলে এই জায়গার নামকরণ হয়েছে ‘নেত্রকোনা’। কেউ কেউ এমনও মনে করেন, মগরা ও কাংশ নদী পরিবেষ্টিত এই জেলা দেখতে চোখ বা নেত্রের মতো দেখতে বলেই এমন নামকরণ।

বিলু কবীরের লেখা ‘বাংলাদেশের জেলা: নামকরণের ইতিহাস’ গ্রন্থ থেকে জানা যায়, নাটোরকোণা গ্রামটি বর্তমানে নেত্রকোনা জেলা শহরের সাত-আট কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। একসময় প্রশাসনিক কাজকর্ম নাটোরকোণা গ্রামেই চলতে থাকে। এই ‘নাটোরকোণা’ নামটিই কালের পরিক্রমায় ‘নেত্রকোনা’ উচ্চারণরূপ ধারণ করে।

বি:দ্র:- নেত্রকোনা জেলার ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যগুলো সম্পর্কে জানতে দৈনিক নেত্রবার্তা পেইজটিতে এখনি লাইক দিয়ে রাখুন।

11/10/2024

নেত্রকোনার সকল খবর সবার আগে পেতে। নেত্রকোনা জেলার ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যগুলো সম্পর্কে জানতে দৈনিক নেত্রবার্তা এখনি লাইক দিয়ে রাখুন।

আমরা সত্য প্রকাশে অবিচল

ঘুরে আসুন নেত্রকোনার নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির দেশ বিরিশিরিতেসারা বছরেই নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহ...
11/10/2024

ঘুরে আসুন নেত্রকোনার নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির দেশ বিরিশিরিতে

সারা বছরেই নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড়ে ঢল নামে পর্যটকদের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা ঘুরতে আসেন। সীমান্তবর্তী বিজয়পুরের সাদামাটির পাহাড়, কোহিনূর টিলা, নীল পানির জলরাশি, কমলাবাগান, সীমান্তের জিরো পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন তারা।

বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই পর্যটকরা সরাসরি দুর্গাপুরে চলে যেতে পারেন। পর্যটন এলাকা হিসাবে যাতায়াত আর থাকা খাওয়ার খুব ব্যবস্থা গড়ে উঠেছে এই এলাকায়।

দুর্গাপুরের বিজয়পুরে সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও কালো, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। এখানে রয়েছে নীল পানির লেক। এই লেকের পানি খুব ঠান্ডা। বেড়াতে আসা মানুষজন তপ্ত দুপুরে লেকের পানিতে পা ডুবিয়ে শীতলতা অনুভব করেন। কেউ কেউ হাত-মুখ ধুয়ে সতেজতা ফিরে পান।

চারপাশে সবুজ সুন্দর স্নিগ্ধতা। স্রষ্টা যেন এই অঞ্চলকে নিজ হাতে নয়নাভিরাম সৌন্দর্যে সাজিয়েছেন। এখানে বাংলাদেশের পাহাড় থেকে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলোও দেখা যায়। সব মিলে যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজের পসরা। পাহাড়-নদী-সবুজের এই মিতালি যে কাউকে বিমোহিত করবে।

তাহলে ঘুরে আসুন নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরিতে নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির পাহাড়। আর আপনি যদি সাদামাটির পাহাড় ইতিমধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার অনূভুতি কমেন্টবক্সে জানাবেন।

06/10/2024

বন্যায় ভাল নেই নেত্রকোনাবাসী । ঘর বাড়ি চোখের সামনে ভেঙে যাচ্ছে। বাড়িঘর থেকে আসবাবপত্র সরিয়ে আনছে অনেকেই।

কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের চিত্র এটি।অতিবৃষ্টি ও পাহাড়ি বন্যায় ফসলি জমিসহ বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে।
06/10/2024

কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের চিত্র এটি।
অতিবৃষ্টি ও পাহাড়ি বন্যায় ফসলি জমিসহ বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে।

জেনে নিন নেত্রকোনার ১০ উপজেলার নাম করণের সংক্ষিপ্ত ইতিহাস🌐১- নেত্রকোনা সদর উপজেলাফকির বিদ্রোহ-পাগল বিদ্রোহের এক মহান ক্ষ...
05/10/2024

জেনে নিন নেত্রকোনার ১০ উপজেলার নাম করণের সংক্ষিপ্ত ইতিহাস

🌐১- নেত্রকোনা সদর উপজেলা
ফকির বিদ্রোহ-পাগল বিদ্রোহের এক মহান ক্ষেত্র ছিল নেত্রকোণা। সপ্তদশ শতকের শেষভাগে নাটোরকোণায় বিদ্রোহ দমনকল্পে জমিদারদের সহায়তা প্রদানের নিমিত্ত স্থাপিত হয় একটি পুলিশ ফাঁড়ি বা চৌকি। কথিত আছে পাগলপন্থী বিদ্রোহীরা এই ফাঁড়িটি লন্ঠণ করে নিয়ে গেলে ফাঁড়ির কর্মকর্তা/কর্মচারীগণ আত্ম রক্ষার্থে চলে আসে বর্তমান নেত্রকোণা সদর থানা কার্যালয় ভবনে। কিন্তু বর্তমান নেত্রকোণা ছিল আদিকালে সাতপাই মৌজাস্থ কালীমন্দির কেন্দ্রীক কালীগঞ্জ বাজার নামক স্থানে। পুলিশ ফাঁড়িটি কালীগঞ্জ বাজারে স্থানান্তরিত হয়ে গেলেও কাগজে-কলমে থেকে যায় নাটোরকোণা, ইংরেজদের সাহেবী উচ্চারণে হয়ে যায় নেত্রকোণা।

🌐২- কেন্দুয়া উপজেলা
আরব দেশের ইয়েমেন অন্তগর্ত “কেন্দা” নামক স্থান হইতে এক জন ধর্ম প্রচারক এই স্থানে আগমন করেন । তিনি বর্তমান কান্দাপাড়া , কেন্দুয়া ও বিপ্রবর্গ এই তিনটি পাশা পাশি গ্রামে ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন । এই দরবেশের স্বদেশভূমি “কেন্দা” নাম টি কালক্রমে বিকৃত হইয়া কেন্দুয়া নামের উদ্ভব ।

🌐৩- বারহাট্টা উপজেলা
ইংরেজ সৈন্য বাহিনীরাও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বৌহাটী ও বরোহাটী গ্রামের অদূরে নৌ যোগাযোগের সুবিধার্থে বরোহাটী গ্রামের নামকরণের অনুকরণে গড়ে তোলে অপর জনপদ যা তৎকালে ব্রাহাট্টা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে সেই ব্রাহাট্টা এখন বারহাট্টা নামে পরিচিতি পেলেও বারহাট্টা রেলস্টেশনের নামফলক খানা প্রাচীন ব্রাহাট্টা নামের স্মৃতি বহন করে চলছে ।

🌐৪- দুর্গাপুর উপজেলা
অনেকে মনে করেন, সোমেশ্বরী নদীর পূর্ব তীরে যে রাজবাড়ী স্থাপিত হয়েছিল সে স্থানটির নাম অধিষ্ঠাত্রী দেবী দশভূজার নামানুসারে দুর্গাপুর রাখা হয়। অন্য জনশ্রুতিটি হলো-দুর্গাপুর উপজেলাটিতে গারো হাজং এর বসবাস ছিল। যে সহানে সূসং মহারাজের রাজবাড়ী সহাপিত হয় সে স্থানটি ছিল দুর্গা নামে গারো ব্যক্তির দখলে। দুর্গা গারো অনুরোধেই এ স্থানের নামাকরণ করা হয় দুর্গাপুর।

🌐৫- আটপাড়া উপজেলা
ঈশাখাঁর শাসনামলে আটপাড়া সরকার বাজুহার অন্তর্ভূক্ত ছিল। পরবর্তী সময় পরগনায়েনা সিরুজিয়াল ও মৈমনসিংহ পরগনাভুক্ত হয়ে পড়ে। মৈমনসিংহ পরগনার জমিদার গৌরীপুরের ব্রজেন্দ্রকিশোর রায় চৌধুরী নামানুসারে স্থানের নামকরন করেন ব্রজের বাজার। সে বাজারের পরবর্তী নাম আটপাড়া। স্থানীয়ভাবে আটপাড়া বাজারকে আজো ব্রজেরবাজার বলা হয়।

🌐৬- মদন উপজেলা
মদন সম্পর্কে কথিত আছে, মদনা নামক এক সামন্ত ভূ-স্বামীর নামানুসারে মদন নামের উদ্ভব। এ নামকরণে অনেক মতদ্বৈততা রয়েছে। কোন কোন ঐতিহাসিক মনে করেন যে পারস্যবাসীদের এ অঞ্চআেগমণকালে মুদন বা মদন নামের উদ্ভব। ফার্সী শব্দ মুদন এর বঙ্গার্থ শহর বা নগর। সেই থেকেই মুদন, পরে শব্দের অপভ্রম্যতার মদন নামে পরিচিত। অপরদিকে ফার্সী শব্দ মদন বলতে প্রতিষ্ঠিত হওয়া বা দন্ডায়মান হওয়াকে বুঝায়।

🌐৭-খালিয়াজুরী উপজেলা
এক জনশ্রুতি থেকে জানা যায়, এ অঞ্চলে খাসিয়াদের অবস্থান ছিল বিধায় স্থানের নামকরণ হয় খাসিয়াজুরী। কালক্রমে শব্দটি রূপান্তর হতে হতে খালিয়াজুরীতে রূপ নিয়েছে। অনেকই এ জনশ্রুতিটির উপর আলোচনা করতে যেয়ে বলেন যে, গারো, হাজং, খালিয়াজুরী নামকরণ যে ভাটী নামকরণের পরবর্তী সময়ে হয়েছে এবং সামন্ত রাজাদের শাসনামলে তা অনেকেই অনুমান করেন।

🌐৮- কলমাকান্দা উপজেলা
পাহাড়ি ঢলে নেমে আসা পানির সঙ্গে পলিমাটি এসে এ অঞ্চল ভরাট ভূমিতে রূপান্তরিত হয়। এ ভরাট ভূমির স্থানীয় নাম কান্দা। কান্দায় জন্মানো কলমি গাছ (জলজ উদ্ভিদ) মাটি আটকে ধরে এ ভরাট ভূমিতে আরো মাটি সঞ্চয় করতে সহায়তা করে। সে কারণেই প্রথমে স্থানটি কলমিকান্দা নামে পরিচিত হয় ও পরে মানুষের মুখের ভাষায় কলমাকান্দা নামে পরিণত হয়।

🌐৯- মোহনগঞ্জ উপজেলা
মোহন সাহা নামে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাঁর নাম অনুসারে এই শহরের নাম করণ করা হয় বলে জানা যায়।

🌐১০- পূর্বধলা উপজেলা
এই উপজেলায় প্রায় ১৩০ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম রাজধলা নামক একটি বিল আছে। জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন থানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বধলা থানা।

সুত্র- নেত্রকোনা জেলা উইকিপিডিয়া।

ছবি- দূর্গাপুর বিরিশিরি

নেত্রকোনা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেফতারনেত্রকোনো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পু...
02/10/2024

নেত্রকোনা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনো জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকালে শাওনকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহানেওয়াজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই গত ৩০ জুলাই বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের এ আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় শাওন-সোবায়েল। এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে ময়মনসিংহ থেকে আটক করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।বিস্...
01/10/2024

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে ময়মনসিংহ থেকে আটক করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিস্তারিত আসছে.....

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটকনেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খ...
11/09/2024

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকায় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

আটক নজরুল ইসলাম শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভায় তিনবারের নির্বাচিত মেয়র।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, “সকালে নজরুল ইসলাম বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে।”

তিনি বলেন, নজরুল ইসলামকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। নেত্রকোণা মডেল থানায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোনায় নবনিযুক্ত নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। দৈনিক নেত্রবার্তার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
10/09/2024

নেত্রকোনায় নবনিযুক্ত নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। দৈনিক নেত্রবার্তার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

দূর্গাপুরে রাস্তার জন্য সরকারি প্রকল্পের কাজ মেম্বারের পুকুর পাড়েনেত্রকোণার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পা...
09/09/2024

দূর্গাপুরে রাস্তার জন্য সরকারি প্রকল্পের কাজ মেম্বারের পুকুর পাড়ে

নেত্রকোণার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণ কাজ না করে সরকারি টাকায় নিজের পুকুর পাড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাজ কুমারের বাড়ির পার্শ্বের রাস্তার প্যালাসাইডিং নির্মান কাজের জন্য এক লাখ আট হাজার ৪৪৮ টাকা ব্যয় ধরে এক প্রকল্প দেয়া হয়। কিন্ত ওই প্রকল্প শুধু কাগজে থাকলেও বাস্তবে নির্ধারিত জায়গায় তা নির্মান হয়নি। সেখানে প্রকল্পের কাজ না করে নিজ পুকুরে কাজ করে প্রকল্পের টাকা উত্তোলন করেছেন ইউপি সদস্য ফরহাদ মিয়া। এ নিয়ে গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য দিলোয়ারা বেগমসহ ওই ওয়ার্ডের জনগণ।

অভিযোগের বিষয় নিয়ে ইউপি সদস্য ফরহাদ মিয়া জানান, নির্ধারিত স্থানে কাজ না করার বিষয়টি পিআইও অফিসে লোকজনদের সাথে কথা বলেই পুকুর পাড়ে কাজকিরা হয়েছে। এলজিএসপি যেখানে কাজ করেছে সেখানে তারা কাজ করবে বলে নিষেধ দিয়েছিল। আমি নতুন জনপ্রতিনিধি। এক কাজ আরেকখানে করা যায় না এটা জানা ছিলো না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, প্রকল্পটি গত ২০২২-২৩ অর্থবছরে ছিল। তখন আমি এ উপজেলার দায়িত্বে ছিলাম না। যেখানে প্রকল্প দেওয়া হয়, সেখানেই কাজ করতে হবে। বিষয়টি শোনার পর মেম্বারকে ডেকেছিলাম। আমি সরেজমিন গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান বলেন, এই বিষয়ে খোঁজখবর নিয়ে কোন প্রকার অনিয়ম পেলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহনগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ভাসুরসহ গ্রেফতার ৩নেত্রকোনার মোহনগঞ্জে রেহানা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্য...
07/09/2024

মোহনগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ভাসুরসহ গ্রেফতার ৩

নেত্রকোনার মোহনগঞ্জে রেহানা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী-ভাশুরসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের কাজিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রেহানা আক্তার উপজেলার কাজিহাটি গ্রামের অ্যাড. সাহিত্য মুরসালিনের দ্বিতীয় স্ত্রী। রেহানা আক্তার ফেনী জেলার পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেনের মেয়ে।

গত আট মাস আগে অ্যাড. সাহিত্য মুরসালিনের সঙ্গে বিয়ে হয় রেহানার। মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিহত গৃহবধূ রেহানার স্বামী কাজিহাটি গ্রামের মৃত ওয়ালি আহম্মেদের ছেলে অ্যাড. সাহিত্য মুরসালিন (৪০), তার বড় ভাই হারুন অর রশিদ (৪৩) ও হারুনের স্ত্রী নাজমা আক্তার (৩০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেহানাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামীর পরিবারের লোকজন। চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করার পর সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। রেহানার গলায় ফাঁসির দাগ রয়েছে। তবে একটি হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

এসআই জসিম উদ্দিন আরও জানান, এ ঘটনায় রেহানার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে রেহানার স্বামী অ্যাড. সাহিত্য মুরসালিন, তার মা রাজিয়া আক্তার, মুরসালিনের ভাই ফারুক আহমেদ, হারুন অর রশিদ ও হারুনের স্ত্রী নাজমাসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর নাজমুল হুদা লিটন জানান, হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পেয়েছি। মুসালিন ঢাকায় থাকে এবং সেখানে আইনজীবী পেশায় জড়িত। তার প্রথম স্ত্রী ঢাকায় থাকে। রেহানা তার (মুরসালিন) দ্বিতীয় স্ত্রী। ঘটনা হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত কিছু জানি না। ময়নাতদন্তের পর সেটা জানা যাবে। তবে রেহানার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার সকালে মুরসালিন ঢাকা থেকে এলাকায় এসেছে।

পূর্বধলায় যৌথবাহিনী কর্তৃক পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে ২টি পিস্তল উদ্ধারকে. এম. সাখাওয়াত হোসেন: দেশে বৈষম্য বিরোধী ছ...
07/09/2024

পূর্বধলায় যৌথবাহিনী কর্তৃক পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে ২টি পিস্তল উদ্ধার

কে. এম. সাখাওয়াত হোসেন: দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে দুটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। জড়িত সন্দেহে একজন নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সেনাবাহিনী।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পূর্বধলার উপজেলার সোয়াই নদী হতে একটি পিস্তল এবং আগের দিন শুক্রবার জালশুকার কুমুদগঞ্জ মসজিদের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরেকটি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় যৌথবাহিনী।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।

জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর নেত্রকোনা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে ও ম্যাজিস্ট্রেট সঞ্জীত সরকারের উপস্থিতিতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকার বিভিন্নস্থানে রাতভর যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটকরা হলো- পূর্বধলার জালশুকা গ্রামের মো. শফিকুল ইসলাম (২৩), একই গ্রামের মো. আমিনুল ইসলাম (২৫), গোহালাকান্দা গ্রামের মো. সাব্বির হোসেন খান (১৮), জামাইকোণা গ্রামের মো. আতাউর রহমান (৩৯) এবং ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মহিলাকান্দা গ্রামের মোছা. জান্নাতুল ফেরদৌশ (২৬)।

পরে গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) গোয়েন্দা তথ্যে ও স্থানীয় জনগণের সহায়তায় পূর্বধলা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট এ.এম.এন. আকিবের নেতৃত্বে যৌথবাহিনী জালশুকা কুমুদগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। কুমুদগঞ্জ মসজিদের ভেতরে শপিং ব্যাগে কাপড়ে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় একটি নাইন এম.এম. পিস্তল ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ জানতে পারে গত ৪ সেপ্টেম্বর দুস্কৃতিকারীরা ছিনিয়ে নেওয়া অস্ত্রের মধ্যে একটি অস্ত্র নদীতে ফেলে দিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সহায়তায় ৭ সেপ্টেম্বর সকাল সোয়া ৮টার দিকে পূর্বধলার শ্যামগঞ্জ ইসবপুর পালপাড়া গ্রামের সোয়াই নদী হতে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ০৪ আগস্ট নেত্রকোনা পুলিশের ১০টি নাইন এমএম পিস্তল, ২৬টি ম্যাগাজিন, ৪২০ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৪০ রাইন্ড রাইফেল এ্যামোনিশন ও ৩২টি টিয়ার গ্যাস শেল জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকা থেকে লুট হয়। এরআগে লুট হওয়া অস্ত্রের মধ্যে সাতটি অস্ত্র ও একটি অস্ত্রের ভাঙ্গা অংশ উদ্ধার হয়েছিল।

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুনেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কামাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছ...
07/09/2024

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কামাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামের তার নিজ বসত ঘরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘরে বৈদ্যুতিক সিলিং পাখা লাগাচ্ছিলেন কামাল। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি । দেখে দ্রুত গিয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে স্বজনরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জযত্রী দেবনাথ পূরবী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কামাল মিয়ার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যুনেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।...
07/09/2024

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আমছর আলীর ছেলে ।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আগে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আব্দুল্লাহ। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনের একটি পুকুরের পানিতে ভাসতে দেখা যায় আব্দুল্লাহকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জযত্রী দেবনাথ পূরবী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোনায় আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে আরও দুই মামলানেত্রকোনার দুর্গাপুর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দু...
06/09/2024

নেত্রকোনায় আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে আরও দুই মামলা

নেত্রকোনার দুর্গাপুর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দুটি নথিভুক্ত করা হয়।

এ নিয়ে জেলায় গত ১৭ আগস্ট থেকে শুক্রবার বিকাল পর্যন্ত জেলার নয়টি থানায় ২৬টি রাজনৈতিক মামলা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্গাপুর থানায় মামলাটি করেন উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন নামের এক যুবক।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ৮ অক্টোবর দুর্গাপুর হাসপাতাল মোড় এলাকায় তার মাইশা ফার্মেসি অ্যান্ড ডেন্টাল ক্লিনিকে সংঘবদ্ধ আসামিরা ভাঙচুরসহ লুটপাট করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার দুই বছর পর তিনি ৩১ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার এতদিন পর মামলার বিষয়ে জানতে চাইলে বাদী মোশারফ হোসেন বলেন, তখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় তিনি ভয়ে মামলা করতে পারেননি।

অপর মামলার বাদী কাকৈরগড়া ইউনিয়নের বড় বাড্ডা গ্রামের রেজাউল করিম নামের এক যুবক।

এ মামলায় বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিসহ তার সহযোদ্ধারা মোটরসাইকেলে বিজয় মিছিল নিয়ে ঝানজাইল এলাকায় যাওয়ার সময় রাত্রা এলাকায় সংঘবদ্ধ আসামিরা হামলা চালায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে তিনি মামলা করেন।

এ নিয়ে গত ১৭ আগস্ট থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জেলার ৯টি থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে ২৬টি মামলা হয়। এতে আসামির সংখ্যা ২ হাজার ৭০১ জন। তাদের মধ্যে ১ হাজার ১৩৪ জনের নাম উল্লেখ করা হয়।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, মামলা হওয়ার পর থেকে পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নেত্রবার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share