SusangNews24.com

SusangNews24.com Susang News24.com
(1)

বেইলি রোডে আগুনে নিহত বেড়ে ৪৬
01/03/2024

বেইলি রোডে আগুনে নিহত বেড়ে ৪৬

28/10/2023

মহাসমাবেশ থাকার কারণে নীরব ও যানজট মুক্ত আজকের ঢাকা (গুলশান) ২৮/১০/২০২৩

আজকে সূসং দুর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সূটিং। এ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তাদে...
13/09/2023

আজকে সূসং দুর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সূটিং। এ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সূসং দুর্গাপুরের নিম্নোক্ত তথ্যাদি জানা জরুরী ।

দুর্গাপুর উপজেলার সাধারণ তথ্যাদি:
মুক্তিযুদ্ধে দুর্গাপুর এলাকা হানাদার মুক্ত হয়েছিল ৬ ডিসেম্বর।
দুর্গাপুর ১১নং সেক্টর এর অধিন ছিল

সেক্টর কমান্ডার ছিল = স্কোয়াড্ৰণ লিডাৱ এম হামিদুল্লাহ খান

সেক্টরটি মোট ৮টি সাব সেক্টরে বিভাজন করা হয়েছিল। বর্তমান নেত্রকোণার মুক্তিযোদ্ধারা বাঘমারা থেকে মহেষখলা পর্যন্ত স্থানে বাঘমারা, রংরা, মহষেখলা সাব সেক্টর কমান্ডের অধীনে যুদ্ধ করেছিলেন।

এর মধ্যে নজমূল হক তারা, তোফাজ্জল হোসেন চুন্নু, ক্যাপ্টেন মতিউর রহমান প্রমুখ ব্যক্তিরা ছিলেন সাব সেক্টরের দায়িত্বে

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা ০৭টি ইউনিয়ন নিয়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয়।

প্রশাসন দুর্গাপুর থানা গঠিত হয় ১৮৭৪ সালে এবং থানা উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮২ সালে।

এই অঞ্চলের আনুমানিক ২৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন সাদামাটি বাংলাদেশের ৩০০ বছরের চাহিদা পূরণ করতে পারে।

নির্বাচনী এলাকা = ১৫৭-নেত্রকোণা-১

আয়তন = ২৭৮.২৮ বর্গ কিলোমিটার

গ্রাম = ২১৬ টি

ইউনিয়ন = ০৭ টি ( ১ নং কুল্লাগড়া, ২ নং দুর্গাপুর, ৩ নং চন্ডিগড়, ৪ নং বিরিশিরি, ৫ নং বাকলজোরা, ৬ নং কাকৈরগড়া, ৭ নং গাঁওকান্দিয়া)

নদ-নদী = ৬ টি (সোমেশ্বরী, নেতাই, কংশ, বালছ নদী, গুনইখালী ও আত্রাখালী)

সরকারী প্রাথমিক বিদ্যালয় = ৫৮ টি

শিক্ষার হার = ৩৯.৫০%

দর্শনীয় স্থানঃ ১ # কমলা রাণী দিঘী, ২ # টংক শহীদ স্মৃতি সৌধ ৩ # বিজয়পুর সাদা মাটির খনি ৪ # বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমী ৫ # রংধনু পর্যটন স্পট ও পাহাড়ে ট্রেকিং ৬ # রাণীমাতা রাশমণি স্মৃতি সৌধ ৭ #রানীখং মিশন

১৯৭৭ সালে প্রতিষ্ঠা করা হয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি।

দুর্গাপুর উপজেলার অবস্থানঃ
উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে।

এ উপজেলার উত্তরে ভারত, দক্ষিণাংশে নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলা, পশ্চিমে ধোবাউড়া উপজেলা, পূর্বে কলমাকান্দা ও নেত্রকোণা উপজেলা।

অন্য জনশ্রুতিটি হলো-দুর্গাপুর উপজেলাটিতে গারো হাজং এর বসবাস ছিল।
যে সহানে সূসং মহারাজের রাজবাড়ী সহাপিত হয় সে স্থানটি ছিল দুর্গা নামে গারো ব্যক্তির দখলে। দুর্গা গারো অনুরোধেই এ স্থানের নামাকরণ করা হয় দুর্গাপুর।

সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি সুসং দুর্গাপুরে সোমেশ্বর পাঠকের বংশধররা তৈরি করেছিলেন।[১][২][৩]

20/02/2023

গতকাল ১৯/০২/২০২৩ইং সন্ধ্যা ৭টায় গুলশান ২ এর ১০৪ নম্বর রোডের দুই নম্বর বাসার ১৪ তলা ভবনের ১১ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১জন মৃত ও ৪ জন আহত খবর পাওয়া যায়।

17/09/2022

Address

Susang Durgapur, Netrakona
Netrokona
2420

Alerts

Be the first to know and let us send you an email when SusangNews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SusangNews24.com:

Videos

Share

Category