26/07/2025
🧪 পদার্থবিজ্ঞান (Physics)
বিষয় কোড: ৫১১
মোট নম্বর: ১০০
👉 দুইটি ভাগে বিভক্ত:
Part-I: ৫০ নম্বর (মূলত মৌলিক পদার্থবিজ্ঞান)
Part-II: ৫০ নম্বর (উন্নত বা উচ্চতর পদার্থবিজ্ঞান)
📘 Part-I (৫০ নম্বর)
(ক) যান্ত্রিক পদার্থবিদ্যা (Mechanics):
কণার গতি: নিউটনের গতি সূত্র, এক ও দুই মাত্রায় গতি, কাজ, শক্তি ও ক্ষমতা, সংরক্ষণ সূত্র, ভর-শক্তি সম্পর্ক।
ঘূর্ণন গতি: কৌণিক বেগ ও ত্বরণ, ঘূর্ণনশীল শক্তি, টর্ক, ঘূর্ণনগত ভর।
মহাকর্ষণ: নিউটনের মহাকর্ষ সূত্র, মাধ্যাকর্ষণের তারতম্য, মহাকর্ষীয় ক্ষেত্র ও বিভব।
(খ) পদার্থের ধর্ম (Properties of Matter):
স্থিতিস্থাপকতা, হুকের সূত্র, ইলাস্টিক মডুলাস।
পৃষ্ঠটান ও সংশ্লিষ্ট বল, কোণের স্পর্শ ও ক্যাপিলারিটি।
সান্দ্রতা: নিউটনের সান্দ্রতা সূত্র, বার্নুলির উপপাদ্য।
(গ) তরঙ্গ ও দোলন (Waves and Oscillation):
অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, ডপলার প্রভাব।
শব্দ তরঙ্গ, অতিস্বনক।
সরল ছন্দিত দোলন (SHM), বাধাপ্রাপ্ত/বলপ্রাপ্ত/যৌগিক দোলন, রেজোন্যান্স, দোলকের শক্তি।
(ঘ) তাপ ও তাপগতিবিদ্যা (Heat and Thermodynamics):
তাপ ও তাপমাত্রা: তাপমাত্রা স্কেল, তাপমাত্রার সমতা, গরমির সমতুল্য।
তাপ পরিবাহিতা: পরিবহন, প্রবাহন, বিকিরণ, কন্ডাকটিভিটি।
তাপগতিবিদ্যা: প্রথম ও দ্বিতীয় সূত্র, এনট্রপি, ম্যাক্সওয়েলের সম্পর্ক।
গ্যাসের গতিতত্ত্ব: গ্যাসের সমীকরণ, গড় মুক্ত পথ, বণ্টন সূত্র।
(ঙ) তড়িৎ ও চৌম্বকত্ব (Electricity & Magnetism):
আধান ও ক্ষেত্র: গাউস ও কুলম্ব সূত্র, বিভব, দ্বিধ্বয়ী ক্ষেত্র।
ধারণক্ষমতা ও ডাইলেট্রিক্স: শক্তি সঞ্চয়, গাউসের সূত্র।
সার্কিট: ওহমের সূত্র, হুইটস্টোন ব্রিজ, পটেনশিওমিটার।
চুম্বকত্ব: অ্যাম্পিয়ারের সূত্র, টর্ক, চৌম্বক ক্ষেত্র।
ফারাডের সূত্র: আবেশ, চৌম্বক শক্তি।
তড়িচ্চুম্বকীয় দোলন: LC দোলন, ম্যাক্সওয়েল সূত্র।
AC: বিকল্প তড়িৎ, LCR সার্কিট, RMS মান।
(চ) অপটিক্স (আলোকবিদ্যা):
আলো ও বর্ণালী, প্রতিফলন, প্রতিসরণ, হুইজেনের তত্ত্ব, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
হস্তক্ষেপ ও বিচ্যুতি: ইয়ং-এর পরীক্ষা, মাইকেলসন ইন্টারফেরোমিটার, ব্র্যাগের সূত্র।
📗 Part-II (৫০ নম্বর)
(ক) শ্রেণিক কণিকা গতি ও আপেক্ষিক তত্ত্ব (Classical Mechanics & Relativity):
কণিকা সংরক্ষণ সূত্র, রকেট গতি।
ইউলার-ল্যাগরাঞ্জ সমীকরণ, হ্যামিলটনের নীতিমালা।
সর্বনিম্ন ক্রিয়ার নীতি।
আপেক্ষিক তত্ত্ব ও লরেঞ্জ রূপান্তর।
(খ) কোয়ান্টাম মেকানিক্স:
শ্রোডিঙ্গার সমীকরণ, সম্ভাবনা ব্যাখ্যা।
কমিউটেশন সম্পর্ক, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি।
অপারেটর, ইজেনভ্যালু ও ইজেনফাংশন।
হেরমিশিয়ান অপারেটর, কোণীয় ভরবেগ ও স্পিন অপারেটর।
WKB পদ্ধতি।
(গ) পারমাণবিক ও আণবিক পদার্থবিদ্যা:
কোয়ান্টাম রেডিয়েশন, ফটোইলেকট্রিক ও কম্পটন প্রভাব।
ডি-ব্রগলি তরঙ্গ, ইলেকট্রন বিচ্যুতি।
রাদারফোর্ড পরীক্ষা, বোরের মডেল, স্পেকট্রা।
মৌলিক কণিকা বিন্যাস, পাউলির নীতি।
এক্স-রে উৎপাদন, মোজেলি সূত্র।
লেজার, তিন ও চার স্তরের লেজার, Nd:YAG, CO₂ লেজার প্রয়োগ।
(ঘ) নিউক্লিয়ার পদার্থবিদ্যা:
নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়ার স্পিন, নিউক্লিয়ার বল।
বাইন্ডিং এনার্জি, শেল মডেল।
তেজস্ক্রিয় ক্ষয়, অ্যালফা-বিটা-গামা বিকিরণ।
ফিশন ও ফিউশন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর।
ভ্যান ডে গ্রাফ, সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর, মৌলিক কণিকা।
(ঙ) ঘন অবস্থার পদার্থবিদ্যা (Solid State Physics):
কঠিনের গঠন, ইউনিট সেল, মাডেলাং ধ্রুবক, আইনস্টাইন ও ডেবাই মডেল।
স্ফটিকের ত্রুটি, স্কটকি ও ফ্রেনকেল ত্রুটি, মেকানিকাল প্রভাব।
ব্যান্ড থিওরি, সেমিকন্ডাক্টর (ইলেকট্রনিক্স সহ), সুপার কনডাক্টিভিটি।
(চ) ইলেকট্রনিক্স:
ডায়োড, পি-এন জংশন, জেনার ডায়োড।
রেকটিফায়ার, ট্রানজিস্টর (npn, pnp), অ্যাম্প্লিফায়ার।
অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ইন্টিগ্রেটর, ডিফারেনশিয়েটর।
SCR, TRIAC, AM/FM মড্যুলেশন, টেলিভিশন, রাডার।
✅ সহায়ক পরামর্শ:
Part-I এর ভিত্তি পাকা করে Part-II তে উন্নত তত্ত্বের অনুশীলন করুন।
প্রতিটি টপিকের সংক্ষিপ্ত সূত্র এবং ব্যাখ্যা মুখস্থ রাখুন।
MCQ + লিখিত অনুশীলন দুইটাই করুন।
বিগত সালের প্রশ্ন গুলো সমাধান করুন।