মজার পদার্থবিজ্ঞান

  • Home
  • মজার পদার্থবিজ্ঞান

মজার পদার্থবিজ্ঞান "সমগ্র বিজ্ঞান হয় পদার্থবিজ্ঞান, নয়তো
(1)

https://youtu.be/2rgd56qwIC4?si=X6NYsoj-iHXAMe7-
13/08/2025

https://youtu.be/2rgd56qwIC4?si=X6NYsoj-iHXAMe7-

৫টি আর্থিক শিক্ষা যা আপনার জীবন দ্রুত বদলে দেবে | Robert Kiyosaki Billionaire Tipsআপনি কি জানেন, ধনীরা কীভাবে টাকা কাজে লাগায় আর সাধার....

🧪 পদার্থবিজ্ঞান (Physics)বিষয় কোড: ৫১১মোট নম্বর: ১০০👉 দুইটি ভাগে বিভক্ত:Part-I: ৫০ নম্বর (মূলত মৌলিক পদার্থবিজ্ঞান)Part-...
26/07/2025

🧪 পদার্থবিজ্ঞান (Physics)
বিষয় কোড: ৫১১
মোট নম্বর: ১০০
👉 দুইটি ভাগে বিভক্ত:
Part-I: ৫০ নম্বর (মূলত মৌলিক পদার্থবিজ্ঞান)
Part-II: ৫০ নম্বর (উন্নত বা উচ্চতর পদার্থবিজ্ঞান)

📘 Part-I (৫০ নম্বর)
(ক) যান্ত্রিক পদার্থবিদ্যা (Mechanics):
কণার গতি: নিউটনের গতি সূত্র, এক ও দুই মাত্রায় গতি, কাজ, শক্তি ও ক্ষমতা, সংরক্ষণ সূত্র, ভর-শক্তি সম্পর্ক।
ঘূর্ণন গতি: কৌণিক বেগ ও ত্বরণ, ঘূর্ণনশীল শক্তি, টর্ক, ঘূর্ণনগত ভর।
মহাকর্ষণ: নিউটনের মহাকর্ষ সূত্র, মাধ্যাকর্ষণের তারতম্য, মহাকর্ষীয় ক্ষেত্র ও বিভব।

(খ) পদার্থের ধর্ম (Properties of Matter):
স্থিতিস্থাপকতা, হুকের সূত্র, ইলাস্টিক মডুলাস।
পৃষ্ঠটান ও সংশ্লিষ্ট বল, কোণের স্পর্শ ও ক্যাপিলারিটি।
সান্দ্রতা: নিউটনের সান্দ্রতা সূত্র, বার্নুলির উপপাদ্য।

(গ) তরঙ্গ ও দোলন (Waves and Oscillation):
অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, ডপলার প্রভাব।
শব্দ তরঙ্গ, অতিস্বনক।
সরল ছন্দিত দোলন (SHM), বাধাপ্রাপ্ত/বলপ্রাপ্ত/যৌগিক দোলন, রেজোন্যান্স, দোলকের শক্তি।

(ঘ) তাপ ও তাপগতিবিদ্যা (Heat and Thermodynamics):
তাপ ও তাপমাত্রা: তাপমাত্রা স্কেল, তাপমাত্রার সমতা, গরমির সমতুল্য।
তাপ পরিবাহিতা: পরিবহন, প্রবাহন, বিকিরণ, কন্ডাকটিভিটি।
তাপগতিবিদ্যা: প্রথম ও দ্বিতীয় সূত্র, এনট্রপি, ম্যাক্সওয়েলের সম্পর্ক।
গ্যাসের গতিতত্ত্ব: গ্যাসের সমীকরণ, গড় মুক্ত পথ, বণ্টন সূত্র।

(ঙ) তড়িৎ ও চৌম্বকত্ব (Electricity & Magnetism):
আধান ও ক্ষেত্র: গাউস ও কুলম্ব সূত্র, বিভব, দ্বিধ্বয়ী ক্ষেত্র।
ধারণক্ষমতা ও ডাইলেট্রিক্স: শক্তি সঞ্চয়, গাউসের সূত্র।
সার্কিট: ওহমের সূত্র, হুইটস্টোন ব্রিজ, পটেনশিওমিটার।
চুম্বকত্ব: অ্যাম্পিয়ারের সূত্র, টর্ক, চৌম্বক ক্ষেত্র।
ফারাডের সূত্র: আবেশ, চৌম্বক শক্তি।
তড়িচ্চুম্বকীয় দোলন: LC দোলন, ম্যাক্সওয়েল সূত্র।
AC: বিকল্প তড়িৎ, LCR সার্কিট, RMS মান।

(চ) অপটিক্স (আলোকবিদ্যা):
আলো ও বর্ণালী, প্রতিফলন, প্রতিসরণ, হুইজেনের তত্ত্ব, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
হস্তক্ষেপ ও বিচ্যুতি: ইয়ং-এর পরীক্ষা, মাইকেলসন ইন্টারফেরোমিটার, ব্র্যাগের সূত্র।

📗 Part-II (৫০ নম্বর)
(ক) শ্রেণিক কণিকা গতি ও আপেক্ষিক তত্ত্ব (Classical Mechanics & Relativity):
কণিকা সংরক্ষণ সূত্র, রকেট গতি।
ইউলার-ল্যাগরাঞ্জ সমীকরণ, হ্যামিলটনের নীতিমালা।
সর্বনিম্ন ক্রিয়ার নীতি।
আপেক্ষিক তত্ত্ব ও লরেঞ্জ রূপান্তর।

(খ) কোয়ান্টাম মেকানিক্স:
শ্রোডিঙ্গার সমীকরণ, সম্ভাবনা ব্যাখ্যা।
কমিউটেশন সম্পর্ক, হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি।
অপারেটর, ইজেনভ্যালু ও ইজেনফাংশন।
হেরমিশিয়ান অপারেটর, কোণীয় ভরবেগ ও স্পিন অপারেটর।
WKB পদ্ধতি।

(গ) পারমাণবিক ও আণবিক পদার্থবিদ্যা:
কোয়ান্টাম রেডিয়েশন, ফটোইলেকট্রিক ও কম্পটন প্রভাব।
ডি-ব্রগলি তরঙ্গ, ইলেকট্রন বিচ্যুতি।
রাদারফোর্ড পরীক্ষা, বোরের মডেল, স্পেকট্রা।
মৌলিক কণিকা বিন্যাস, পাউলির নীতি।
এক্স-রে উৎপাদন, মোজেলি সূত্র।
লেজার, তিন ও চার স্তরের লেজার, Nd:YAG, CO₂ লেজার প্রয়োগ।

(ঘ) নিউক্লিয়ার পদার্থবিদ্যা:
নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়ার স্পিন, নিউক্লিয়ার বল।
বাইন্ডিং এনার্জি, শেল মডেল।
তেজস্ক্রিয় ক্ষয়, অ্যালফা-বিটা-গামা বিকিরণ।
ফিশন ও ফিউশন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর।
ভ্যান ডে গ্রাফ, সাইক্লোট্রন অ্যাক্সিলারেটর, মৌলিক কণিকা।

(ঙ) ঘন অবস্থার পদার্থবিদ্যা (Solid State Physics):
কঠিনের গঠন, ইউনিট সেল, মাডেলাং ধ্রুবক, আইনস্টাইন ও ডেবাই মডেল।
স্ফটিকের ত্রুটি, স্কটকি ও ফ্রেনকেল ত্রুটি, মেকানিকাল প্রভাব।
ব্যান্ড থিওরি, সেমিকন্ডাক্টর (ইলেকট্রনিক্স সহ), সুপার কনডাক্টিভিটি।

(চ) ইলেকট্রনিক্স:
ডায়োড, পি-এন জংশন, জেনার ডায়োড।
রেকটিফায়ার, ট্রানজিস্টর (npn, pnp), অ্যাম্প্লিফায়ার।
অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ইন্টিগ্রেটর, ডিফারেনশিয়েটর।
SCR, TRIAC, AM/FM মড্যুলেশন, টেলিভিশন, রাডার।

✅ সহায়ক পরামর্শ:
Part-I এর ভিত্তি পাকা করে Part-II তে উন্নত তত্ত্বের অনুশীলন করুন।
প্রতিটি টপিকের সংক্ষিপ্ত সূত্র এবং ব্যাখ্যা মুখস্থ রাখুন।
MCQ + লিখিত অনুশীলন দুইটাই করুন।
বিগত সালের প্রশ্ন গুলো সমাধান করুন।

07/07/2025

🧲 পদার্থবিজ্ঞানের এক চমৎকার সত্য 🔬

"তুমি যখন চেয়ারের উপর বসে থাকো, তখন আসলে তুমি মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচতে চেয়ারের সাথে লড়াই করছো!" 😲

👉 নিউটনের তৃতীয় সূত্র বলছে — "প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।"

তুমি চেয়ারকে চাপে রাখো, চেয়ারও তোমাকে ঠিক ততটাই প্রতিরোধ দেয় — নাহলে তুমি নিচে পড়ে যেতে! 😄

🌀 বিজ্ঞানের চোখে দেখলে, আমাদের প্রতিদিনের জীবন কতটা লড়াই আর ব্যালান্সের খেলা!
゚viralfbreelsfypシ゚viral

30/06/2025

ঢাবির হলে প্রকাশ্যে ধুমপানে ২০০ টাকা জরিমানা ঘোষণা

26/06/2025

আমাকে দেখলে তুমি কিছু টানতে পারো না, কিন্তু লোহা দেখলেই আমি টেনে নিই। আমি কে?

25/06/2025

আমার না আছে চোখ, না আছে নাক, কিন্তু আমি গন্ধে ভরিয়ে দিই পুরো ঘর। আমি কে???

কমেন্টে উত্তর লিখুন । দেখা যাক মেধারী দেশে আছে নাকি

19/06/2025

বিজ্ঞান বর্তমানে কল্যাণের পথকে প্রশস্ত করছে নাকি ধ্বংসের ?

15/06/2025
🔭 ব্যালাস্টিক বনাম ডোম – পদার্থবিজ্ঞানের মহাযুদ্ধ! 🚀🛡️ইরান যদি ব্যালাস্টিক মিসাইল ছোঁড়ে আর ইসরায়েলের আকাশে দাঁড়িয়ে থাকে ...
15/06/2025

🔭 ব্যালাস্টিক বনাম ডোম – পদার্থবিজ্ঞানের মহাযুদ্ধ! 🚀🛡️
ইরান যদি ব্যালাস্টিক মিসাইল ছোঁড়ে আর ইসরায়েলের আকাশে দাঁড়িয়ে থাকে “Iron Dome” – তাহলে প্রশ্ন একটাই:এই ব্যালাস্টিক কি সত্যিই ডোমকে ফুঁড়ে দিতে পারবে? 🤔
এটা তো একদম যেন পদার্থবিজ্ঞানের থ্রিলার!
🧠 ব্যালাস্টিক মিসাইল মানেই গাণিতিক ধাঁধার ভেতর দিয়ে এক ভয়ঙ্কর গতিপথ – শুরুর গতি ৫০০০ কিমি/ঘণ্টা পর্যন্তও হতে পারে!⛅ আর Iron Dome? সে তো ঠিক টাইমে টার্গেট ট্র্যাক করে, interception trajectory হিসাব করে, তারপর একদম নিশানায় ধাওয়া দেয়।
কিন্তু এখানে আসল খেলা "velocity vs timing" আর "mass vs precision"-এর!
যদি মিসাইল হাই আরক, সাউন্ডের গতি ছুঁয়ে ছুটে আসে – তাহলে আকাশের মাঝখানে Iron Dome এর রাডারকে সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নিতে হয়।
📌 তাই যদি ইরান একসাথে শতাধিক মিসাইল ছোঁড়ে, আর সেই গুলো হয় decoy ও high-speed warhead এর মিশ্রণ — তাহলে Iron Dome এর মাথার ঘাম ফোটে ঠিকই!
তবুও...Physics says:১টা ব্যালাস্টিক মিসাইল vs ১টা Iron Dome interceptor → সম্ভাবনা ৯০% পর্যন্ত রক্ষা।কিন্তু শত ব্যালাস্টিক vs সীমিত interceptor → একসময় ডোমেও ছিদ্র হতে পারে!
🎯 তাই বলাই যায়,"যুদ্ধ শুধু পলিটিক্স নয়, শুদ্ধ পদার্থবিজ্ঞানও!"

🧪 কল্পনা করো, গতি, ভর, ত্বরণ, ও কোণ মিলিয়ে যখন আকাশে হয় "missile vs missile" খেলা – তখন পদার্থবিজ্ঞান ক্লাসটা একেবারে live চলে! ,
#ইরানইসরায়েল #মজারপদার্থবিজ্ঞান

15/06/2025

ই*রা*ন কি পারবে এত এত জমদূতের মাঝে সার্ভাইব করতে ???

🌕🍓 স্ট্রবেরি মুন দেখলে কি সত্যিই চাঁদে স্ট্রবেরি ফলছে?না বন্ধু, চাঁদে স্ট্রবেরি না, বিজ্ঞানেই মজা আছে! 😄স্ট্রবেরি মুন না...
10/06/2025

🌕🍓 স্ট্রবেরি মুন দেখলে কি সত্যিই চাঁদে স্ট্রবেরি ফলছে?
না বন্ধু, চাঁদে স্ট্রবেরি না, বিজ্ঞানেই মজা আছে! 😄স্ট্রবেরি মুন নামে যা পরিচিত, সেটা আসলে জুন মাসের পূর্ণিমার চাঁদের একটি বিশেষ নাম। নামটা এসেছে আদিবাসী আমেরিকানদের কাছ থেকে — কারণ এই সময়টাতেই স্ট্রবেরি ফল পাকে 🍓।
🔬 পদার্থবিজ্ঞান কই?বেশিরভাগ সময় স্ট্রবেরি মুন দেখতে একটু লালচে বা গোলাপি লাগে — বিশেষ করে যখন সেটা দিগন্তের কাছাকাছি থাকে। এর পিছনে রয়েছে Rayleigh scattering নামের এক অসাধারণ ঘটনা। সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন নীল আলো বেশি ছড়িয়ে যায়, আর লাল-কমলা আলো কম ছড়িয়ে গিয়ে আমাদের চোখে পৌঁছে — ফলে চাঁদকে মনে হয় গোলাপি বা কমলা!
👁️‍🗨️ কিন্তু মজার ব্যাপার হলো — চাঁদ কিন্তু সত্যিকারে রঙ বদলায় না! এটা কেবলই আলো ও বায়ুর খেলা!
📸 তাই ছবি তোলার সময় ফিল্টার দিলেই চাঁদকে স্ট্রবেরির মতো লাগতে পারে, কিন্তু বিজ্ঞান জানলে সেটা আরও মজার হয়!
#পদার্থবিজ্ঞানের_মজা

Address


Alerts

Be the first to know and let us send you an email when মজার পদার্থবিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মজার পদার্থবিজ্ঞান:

  • Want your business to be the top-listed Media Company?

Share