Shovo Ahmed

Shovo Ahmed 01713499168/01764390090/01626995926

05/12/2023

আজকের খেলার ফলাফলঃ- জলন্ত তারা একাদশ = ০২ বনাম সুপার কিং দেড়শ ষাট = ০০

04/12/2023

আগামীকাল জলন্ত তারা একাদশ বনাম সুপার কিং দেড়শ ষাট

04/12/2023

আজকের খেলার ফলাফলঃ ব্রাইট স্টার = ০২ বনাম নাইন স্টার = ০০
সুতরাং সেমিফাইনাল ব্রাইট স্টার

আগামী কালকের খেলা ব্রাইট স্টার  বনাম নাইন স্টার। যে দল জয় লাভ করবে সেই দলেই সেমিফাইনাল খেলবে। দুই দলের জন্যই দোয়া রইলো।
03/12/2023

আগামী কালকের খেলা ব্রাইট স্টার বনাম নাইন স্টার। যে দল জয় লাভ করবে সেই দলেই সেমিফাইনাল খেলবে। দুই দলের জন্যই দোয়া রইলো।

03/12/2023

আজকের খেলার ফলাফলঃ ওরা নয় জন = ০২ বনাম নাইন স্টার = ০০

আগামিকাল বিকাল ৪.০০ ঘটিকায়, নাইন স্টার বনাম ওরা নয় জন
02/12/2023

আগামিকাল বিকাল ৪.০০ ঘটিকায়, নাইন স্টার বনাম ওরা নয় জন

আজকের খেলার ফলাফলঃ সুপার কিং দেড়শ ষাট = ০২ বলান দহন নাইন = ০০ এবং জলন্ত তারা  একাদশ = ০২ বনাম ব্রাইট স্টার  = ০০
02/12/2023

আজকের খেলার ফলাফলঃ সুপার কিং দেড়শ ষাট = ০২ বলান দহন নাইন = ০০ এবং জলন্ত তারা একাদশ = ০২ বনাম ব্রাইট স্টার = ০০

আজ সারাদিন অপেক্ষার পারে সিরিয়াল পাব মনে হয়,,,,
20/11/2023

আজ সারাদিন অপেক্ষার পারে সিরিয়াল পাব মনে হয়,,,,

ময়মনসিংহ নদীর পাড়ের গাছতলায় একটু বিশ্রাম।
20/11/2023

ময়মনসিংহ নদীর পাড়ের গাছতলায় একটু বিশ্রাম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম টি.এস ডিজিটাল সেন্টার এর উদ্দোগে মজলিশপুর বিদ্যালয়ের মাঠে এক বিরাট মিনি-ক্রিকেট টুনামেন্ট আয়...
14/11/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম
টি.এস ডিজিটাল সেন্টার এর উদ্দোগে মজলিশপুর বিদ্যালয়ের মাঠে এক বিরাট মিনি-ক্রিকেট টুনামেন্ট আয়োজন করা হয়েছে। আপনারা যারা উক্ত খেলায় অংশগ্রহণ করতে আগ্রহী তারা অতি শীঘ্রই ১৮/১১/২০২৩ইং তারিখের মধ্যে যোগাযোগ করুন। উক্ত খেলা আগামী ১৯-১১-২০২৩ইং তারিখে উদ্বোধন করা হবে ইনশাল্লাহ। প্রয়োজনেঃ ০১৭৬৪৩৯০০৯০, ০১৬২৬৯৯৫৯২৬, ০১৭১৫৮৩০২৫৪

https://protidinbanglarnews.com/2023/07/03/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%...
04/07/2023

https://protidinbanglarnews.com/2023/07/03/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

আজ সোমবার(০৩/০৭/২০২৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন এর মজলিশপুর বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা প্র....

আজ কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়ন এর মজলিশপুর বাজারে অভি জান চালিয়েছেন উপজেলা প্রশাসক(ইউএনও) কাবেরী জালাল। মো: তাজুল ইসলাম নাম...
03/07/2023

আজ কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়ন এর মজলিশপুর বাজারে অভি জান চালিয়েছেন উপজেলা প্রশাসক(ইউএনও) কাবেরী জালাল। মো: তাজুল ইসলাম নামক এক ব্যবসায়ীর কাছে থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করেন এবং ১০০০ টাকা জরিমানা করেন।

মানসিংহ নির্বাচন কমিশন মানেই সিরিয়াল,,,,,কিন্তু ভেজাল মুক্ত সার্ভিস।
29/05/2023

মানসিংহ নির্বাচন কমিশন মানেই সিরিয়াল,,,,,কিন্তু ভেজাল মুক্ত সার্ভিস।

মজলিশপুর বাজার ঝুকিপূর্ণ..........................................কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর বাজারের পল্...
27/05/2023

মজলিশপুর বাজার ঝুকিপূর্ণ..........................................
কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর বাজারের পল্লী বিদ্যুৎ এর দুইটি খুটি লতা-পাতায় ঢাকা। এমত অবস্থায় যেকোন সময় যেকোন দুর্ঘটনার আশংকা রয়েছে। তাই মজলিশপুর বাজারের সচেতন মহল কেন্দুয়ার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দৃষ্টি আকষণ করে জানানঃ যত শিঘ্রই সম্ভব পল্লী বিদ্যুৎ এর দুইটি খুটির লতা-পাতা ও ডালপালা সরিয়ে মজলিশপুর বাজার কে ঝুকিমুক্ত করার জন্য অনুরোধ রইল...............।

আঁধারে– কাজী নজরুল ইসলামঅমানিশায় আসে আঁধার তেপান্তরের মাঠে;স্তব্ধ ভয়ে পথিক ভাবে,– কেমনে রাত কাটে!ওই যে ডাকে হুতোম-পেঁচ...
26/05/2023

আঁধারে
– কাজী নজরুল ইসলাম
অমানিশায় আসে আঁধার তেপান্তরের মাঠে;
স্তব্ধ ভয়ে পথিক ভাবে,– কেমনে রাত কাটে!
ওই যে ডাকে হুতোম-পেঁচা, বাতাস করে শাঁ শাঁ!
মেঘে ঢাকা অচিন মুলুক; কোথায় রে কার বাসা?
গা ছুঁয়ে যায় কালিয়ে শীতে শূন্য পথের জু জু–
আঁধার ঘোরে জীবন-খেলার নূতন পালা রুজু।
-------কাজী নজরুল ইসলাম।
১২৪-তম জন্মবার্ষিকী তে জানাই বিনম্র শ্রদ্ধা।

21/05/2023

আমার একমাত্র কন্যা,,,,

ভাটি-গ্রামের কিছু আনন্দ মুহূর্ত।
12/05/2023

ভাটি-গ্রামের কিছু আনন্দ মুহূর্ত।

10/05/2023

আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত বৃষ্টি হয়ে ঝরে পরছে।

04/05/2023

জীবনের একটা বিশেষ সৃতিচারণ তারিখ: ০৫/০৫/০০০০ইং
🥰🥲😡🥲😇🥰
সময় আসবে ফিরে
সেই দিন,,,🙈,,,,🫣,,🥰,,😉

আজ মজলিশপুর ঈদগাহ মাঠ থেকে চার ইয়াবা ব্যাবসায়ী আটক।
03/05/2023

আজ মজলিশপুর ঈদগাহ মাঠ থেকে চার ইয়াবা ব্যাবসায়ী আটক।

01/05/2023

আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।

01/05/2023

আজ পথেলা মে, শ্রমিক দিবস ২০২৩। মেহনতী মানুষদের নিয়ে সকলে মিলেমিশে সফল করি।

30/04/2023

??????

30/04/2023

????

30/04/2023

আজ থেকে এস,এস,সি পরীক্ষা ২০২৩ শুরু।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

29/04/2023

সময় এর সাথে নিজেকে বদলে নতুন করে গড়ে তুলতে পারলে জীবন এর মানে খুজে পাবেন।

jtv online & DDP Television পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচছা ও অভিনন্দন।
21/04/2023

jtv online & DDP Television পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচছা ও অভিনন্দন।

আজ সকাল ১১:৩০টা থেকে ৪.০০টা পাইকুড়া ইউপির সামনে ১,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভিজিএফ  চাল বিতরন করা হয়েছে। বিতরণকালে অত্র ইউপি...
17/04/2023

আজ সকাল ১১:৩০টা থেকে ৪.০০টা পাইকুড়া ইউপির সামনে ১,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। বিতরণকালে অত্র ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ট্যাগ অফিসার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং আগামীকাল মিয়া হোসেন মার্কেট থেকে ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের ভিজিএফ চাল বিতরণ করা হবে।

কেন্দুয়া প্রেস ক্লাব নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের  কার্যক্রম কেন্দুয়াবাসীর জন্য মঙ্গল দ্বায়ক। তাই সকল সিনিয়র সাংবাদিক...
08/04/2023

কেন্দুয়া প্রেস ক্লাব নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের কার্যক্রম কেন্দুয়াবাসীর জন্য মঙ্গল দ্বায়ক। তাই সকল সিনিয়র সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল অনুরোধ এই যে, সকলে মিলেমিশে একত্রে বৈঠকের মাধ্যমে সকল সমস্যার সমাধানে আসার জন্য।
"জয় হোক কেন্দুয়া প্রেস ক্লাবের, জয় হোক বাংলার মেহনতি মানুষদের।"

ছবির এই মহিলাটি ভারতের কেরালার মল্লপুরমের একটি স্কুলের গণিতের শিক্ষিকা ছিলেন। একদিন তাঁর এক ছাত্রী রেলস্টেশনের কাছে তাঁক...
08/04/2023

ছবির এই মহিলাটি ভারতের কেরালার মল্লপুরমের একটি স্কুলের গণিতের শিক্ষিকা ছিলেন। একদিন তাঁর এক ছাত্রী রেলস্টেশনের কাছে তাঁকে ভিক্ষা করতে দেখে প্রথমে সঠিকভাবে চিনতে পারেনি।
তখন কাছে গিয়ে সে আশ্চর্য্য হয়ে যায়,এটা যে তার স্কুলের শিক্ষিকা। তখন সেই ছাত্রী তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে- “আমি অবসর নেওয়ার পরে আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে যায় এবং তাদের জীবনযাত্রার কথা আমি জানি না”।
তাই তিনি রেলওয়ে স্টেশনের সামনে ভিক্ষা শুরু করেন। তখন মেয়েটি কেঁদে ওঠে এবং তাঁকে তার বাড়িতে নিয়ে যায়, ভাল পোষাক দেয়, খাওয়ার ব্যবস্থা করে এবং তাঁর ভবিষ্যৎ জীবনযাপনের পরিকল্পনা করে।
তার সাথে পড়াশোনা করা প্রতিটি বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং তাঁকে থাকার জন্য আরও ভাল জায়গায় ব্যবস্থা করে দেয়।
নিজের সন্তানরা তাকে ছেড়ে চলে গেলেও তিনি যে ছেলেমেয়েদের শিক্ষা দিয়েছিলেন তারা তাঁকে ছেড়ে যায়নি। এটাই ভালবাসা,এর নামই শিক্ষা, এটাই শিক্ষিকা ও ছাত্রীর সম্পর্কের মাহাত্ম্য।
(সংগৃহীত পোস্ট)

আমার ছোট্ট আপার ছেলে, সবাই দোয়া করবেন।
04/04/2023

আমার ছোট্ট আপার ছেলে, সবাই দোয়া করবেন।

কেন্দুয়া মডেল মসজিদ
31/03/2023

কেন্দুয়া মডেল মসজিদ

30/03/2023

১৩নং পাইকুড়া ইউপি সচিব মো: আব্দুল হামিদ ফকির একটি ভালোবাসার নাম।

28/03/2023
একদা এই দেশে প্রধানমন্ত্রীকেও 'ভাই' সম্বোধন করা যেত।আর এখন যদু-মধু-কদু সবাই 'স্যার' হতে চায়! আচ্ছা এড়া কি স্যার এর বাংলা...
26/03/2023

একদা এই দেশে প্রধানমন্ত্রীকেও 'ভাই' সম্বোধন করা যেত।
আর এখন যদু-মধু-কদু সবাই 'স্যার' হতে চায়! আচ্ছা এড়া কি স্যার এর বাংলা সঠিক করে জানে, নাকি বিদেশি ভাষা শুনতে পাগল্‌্‌্‌্‌্‌্‌,

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকল শহীদের প্রতি Jtv Online ও DDP Television পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।
26/03/2023

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকল শহীদের প্রতি Jtv Online ও DDP Television পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সুতি নদী আজ হুমকির মুখে। স্থানীয় ক...
20/03/2023

নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সুতি নদী আজ হুমকির মুখে। স্থানীয় কিছু ভূমিদস্যু ক্ষমতাশীলরা নদী ভরাট করে আবাদি জমিতে রূপান্তর করতে চলছে। কয়েক বছর পূর্বে এই নদী খনন করতে ভেক্ষু মেশিন দিয়ে খনন কালে উক্ত ভেক্ষু মেশিনটি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল বলে জানান উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব মোঃ হোসনে মোবারক(ভূট্টু)। মজলিশপুর গ্রামের ও ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মোঃ মকবুল হোসেন (মকুল) জানান যে বা যারা এই ঘৃনিত কাজ করেছে বা আরো এ ধরনের ঘৃণীত কাজের সাথে জড়িত থাকবে তাদের অতী শীঘ্রই আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির জন্য এলাকাবাসীর পাশে থাকবেন। তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব কাবেরী জালাল স্যার ও প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই নদীতে মাছ ধরে স্থানীয় ৩০০ এর অধিক জেলেদের জীবিকা নির্বাহ করেন। তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই নদীটি যদি ভূমিদস্যু দখল করে নদীর পানি যাওয়ার পথ বন্ধ করে দেয়, তবে বর্ষাকালে স্থানীয় কৃষি জমিতে বৃষ্টির পানিতে হাজার টন ধান, গম ইত্যাদি ফসল পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়ে যাবে এবং কৃষক হুমকির মুখে পরে যাবে। যা বাংলাদেশের জন্য বিপর্যয়।
ভূমিদস্যু ক্ষমতাশীলদের বিরুদ্ধে আজ সোমবার(২০/০৩/২০২৩ইং) মজলিশপুর গ্রামের সকল কৃষক একজোট হয়ে বিক্ষুব করছেন।
এসময় উপস্থিত ছিলেন পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হোসনে মোবারক(ভুট্টু), পাইকুড়া ইউপি সদস্য জনাব মোঃ মকবুল হোহেন(মকুল), মজলিশপুর গ্রামের সম্মানিত ব্যাক্তিবর্গ ও ভুক্তভোগী কৃষকেরা।
বর্তমানে থমথমে পরিবেশ বিদ্ধমান।স্থানীয় সচেতন মহল জানান যেকোন সময় যেকোন অপ্রীতিকর ঘটনার আসঙখা রয়েছে।

19/03/2023

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কেন্দুয়াতে বইমেলা ২০২৩ইং আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন দেশ বরেন্য শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল মহোদয়।

Address

DDP Television & JTV Online (journalist) Kendua
Netrokona

Alerts

Be the first to know and let us send you an email when Shovo Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shovo Ahmed:

Share


Other News & Media Websites in Netrokona

Show All

You may also like