Muskan's Dairy

Muskan's Dairy This is Official page of Muskan's Dairy. Our goal is to capture the daily life of Muskan.
(2)

মাশাআল্লাহ! আমার Muskan আম্মুনি কে নিয়ে নানু বাড়ি থেকে দাদুর বাড়ি আসলাম 😍
16/06/2024

মাশাআল্লাহ! আমার Muskan আম্মুনি কে নিয়ে নানু বাড়ি থেকে দাদুর বাড়ি আসলাম 😍

বাবার রাজকন্যা বাবার বুকে মাথা রেখে গল্প করছে 🥰
07/05/2024

বাবার রাজকন্যা বাবার বুকে মাথা রেখে গল্প করছে 🥰

মাশাআল্লাহ! Muskan এর প্রথম ঈদ।
11/04/2024

মাশাআল্লাহ! Muskan এর প্রথম ঈদ।

মাশাআল্লাহ !বাবা মেয়ের সেলফি 😍 সেলফি তুলেই আমার Muskan আম্মুনি বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ! এই ...
29/02/2024

মাশাআল্লাহ !বাবা মেয়ের সেলফি 😍
সেলফি তুলেই আমার Muskan আম্মুনি বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে।

আলহামদুলিল্লাহ! এই শান্তি সকল কষ্টের মেডিসিন।

মাশাআল্লাহ! আমার টাকলু আম্মুনি Muskan 💙😍 চুল কাটার পর আম্মুনির Looking Change হয়ে গেছে 😄 Muskan's Dairy
22/02/2024

মাশাআল্লাহ! আমার টাকলু আম্মুনি Muskan 💙😍 চুল কাটার পর আম্মুনির Looking Change হয়ে গেছে 😄

Muskan's Dairy

16/02/2024

মাশাআল্লাহ! আমার Muskan আম্মুনি 😍

24/10/2023

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আসল ভিডিও..

মালবাহী ট্রেন যদি emergency ব্রেক দিতো তাহলে হয়তো এতো হতাহত হতো না।

12/10/2023

এইসব ভালো মানুষদের জন্যই হয়তো পৃথিবীটা এখনো অনেক সুন্দর।

12/10/2023

ধ্বংস হোক এই এই ইসরায়েল জাতি

#

জার্মান থেকে বহিস্কৃত ফিলিস্তিনে আসা প্রথম ইহুদী গ্রুপযে ছবি পোস্ট করেছি তা ১৯৪৩ খ্রিস্টাব্দের ফিলিস্তিনে আশ্রিত প্রথম ই...
12/10/2023

জার্মান থেকে বহিস্কৃত
ফিলিস্তিনে আসা প্রথম ইহুদী গ্রুপ

যে ছবি পোস্ট করেছি তা ১৯৪৩ খ্রিস্টাব্দের ফিলিস্তিনে আশ্রিত প্রথম ইহুদীরা। যাদেরকে মেরে হিটলার জার্মান থেকে বের করে দিয়েছিলো। এই সময় দুনিয়ার কোন দেশ ইহুদীকে আশ্রয় দিচ্ছিলো না। রাশিয়া, বৃটিন, আমেরিকা, ফ্রান্স কেউ না। যে দেশেই তারা জাহাজের নোঙর দিয়েছে তারাই তাড়িয়ে দিয়েছে। অবশেষে তারা নিজের জাহাজে বসে একটি আবেদন প্রকাশ করে, যাতে লেখা ছিলো; The German destroyed our familis & homes, don't you destroy our hopes'
জার্মানীরা আমাদের ঘর ও পরিবারকে ধ্বংস করে দিয়েছে তোমাদের কাছে আমাদের বিশ্বাস তোমরা আমাদের আশা ধ্বংস করবে না। আশ্রয় প্রার্থী হয়ে আমরা ফিলিস্তিনে এসেছি।' তাদের এই আবেদনের ভিত্তিতে মানবিক কারণে ফিলিস্তিনীরা ইহুদিদেরকে আশ্রয় দিয়ে নতুন জীবন দান করেছিলো। ফিলিস্তিনীরা সেদিন তাদের বাড়ী-জমিন দিয়ে সাহায্য করেছিলো। এই ইহুদীরা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্টা করে ফিলিস্তিনীদের উপর জুলুম নির্যাতন করে সেই এহসানের পূর্ণাঙ্গ বদলা দিলো। ৬০ লাখ ইহুদীকে হত্যার পর কিছুকে ছেড়ে দিয়ে হিটলার বলেছিলো: কিছুকে রাখলাম যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে ওরা কি জিনিষ।

© সৈয়দ মবনু

05/10/2023

ব্যস্ত শহর, সবাই জীবীকার তাগিদে ছুটে চলেছে

03/10/2023

ফ্লাইওভার, রাস্তাঘাট, বড়লোকদের জন্য বানানো এক্সপ্রেস ওয়ে, মেট্রো রেল আর বড় বিল্ডিং-ই আমাদের পেট ভরে যায়। আমাদের আর কিছু লাগে না।

02/10/2023

৯০% মুসলমানদের দেশে আল্লাহর স্লোগান হবে, এটাই স্বাভাবিক। যেমন ভারতে জয় শ্রীরামের স্লোগান হয়। এখন একদল এদেরকে জঙ্গি বলবে 😁

07/09/2023

যদি দেখার ইচ্ছা হয়...

04/09/2023

ডাকো কেন 😜

27/08/2023

বাংলাদেশের বাস্তব চিত্র

25/08/2023

কাজী নজরুল ইসলাম নিয়ে কিছু কথা

22/08/2023

ক্ষমতা যার হাতেই আসে সেই ক্ষমতার অপব্যবহার করে, স্বৈরাচারী হয়ে যায়। এইসব শুধু বাংলাদেশে না বিশ্বের অনেক দেশেই আছে। যে দলই আসুক সবাই ঐ একই রকম। আমরা শুধু আমাদের বাকস্বাধীনতা চাই, ভোটাধিকার চাই, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করার অধিকার চাই যা আমাদের সাংবিধানিক অধিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি সকল আমলারা যে, জনগণের সেবক সেটা মাখায় রাইখেন। জনগণ আপনাদের কে স্যার বলবে না বরং আপনারা জনগন কে স্যার বলবেন।

22/08/2023

আর্জেন্টিনার সাপোর্টাররা একটু হাত তুলেন 😁

29/07/2023

আপনারা এখন শুনছেন__

একজন এসএসসি পরীক্ষার্থীর আর্তনাদ, বুকছেঁড়া কষ্ট, লবণাক্ত চোখের জলে ভিজে যাওয়া শরীরের আর্তনাদ!

26/07/2023

যেনো কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে..

21/07/2023

লে উত্তর 😁😁

14/07/2023

শিখে রাখো BCS Exam এ কাজে দিবে 😁😁

11/07/2023

শ্রদ্ধেয় মাহফুজ স্যার 😊

09/07/2023

আমার কিছুই বলার নেই 😔😔

09/07/2023

#ইলুমিনাতি_গুপ্ত_সংঘঠন

ইলুমিনাতি (বাংলা: [ɪˌlumɪˈnat̪i]), ঐতিহাসিক নাম ব্যাভারীয় ইলুমিনাতি, একটি গুপ্ত সংগঠন। ১৭৭৬ সালের ১ মে জার্মানির ব্যাভারিয়াতে আডাম ভাইসহাউপ্ট কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়।[১] এর লক্ষ্য ছিল কুসংস্কার, অস্পষ্টতা, জনজীবনে ধর্মীয় প্রভাব এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করা। তারা তাদের সাধারণ বিধিতে লিখেছিল, "অন্যায়ের প্রবর্তকদের ষড়যন্ত্রের অবসান ঘটানো, তাদের উপর কর্তৃত্ব না করে তাদের নিয়ন্ত্রণ করা।"[২] সমাজ ও জাতির জন্য হুমকিস্বরূপ ভেবে পবিত্র রোমান সাম্রাজ্যের অধীনস্থ ব্যাভারিয়ার তৎকালীন শাসক চার্লস থিওডোর তাঁর শাসিত অঞ্চলের সকল গুপ্ত সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেন। ১৭৮৫ সালের ২ মার্চ এই নিষেধাজ্ঞা আরোপ হয়। আডাম পালিয়ে যান আর ইলুমিনাতির প্রচুর গোপন নথিপত্র সরকারের হাতে এসে যায়, এবং দু’বছর বাদে সরকার সেগুলো প্রকাশ করে দেয়।[৩][৪]
আডাম ভাইসহাউপ্ট (১৭৪৮-১৮৩০), ইলুমিনাতির প্রতিষ্ঠাতা।

একটি বইয়ের উপর রাখা মিনার্ভার পেঁচা প্রতীক যা ব্যাভারিয়ান ইলুমিনাতি তাদের "মিনারভাল" ডিগ্রিতে ব্যবহার করেছিল।
১ মে ১৭৭৬ সালে জার্মানির দক্ষিণপূর্বের রাজ্য ব্যাভারিয়াতে এই গুপ্ত সংগঠন প্রতিষ্ঠিত হয়। সেখানের ইঙ্গলস্টাট বিশ্ববিদ্যালয়ের "ক্যাথলিক চার্চ আইন" বিভাগের প্রথম অধ্যাপক আডাম ভাইসহাউপ্ট এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টি তখন সম্পূর্ণই জেসুইট প্রভাবে চালিত হতো, অর্থাৎ পুরোপুরিভাবে খ্রিস্টীয় আইনকানুন মেনে চলতো। যেই খ্রিস্টধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম দেখাতো তাকেই নানা সমস্যা পোহাতে হতো। আডাম তখন চিন্তা করলেন এমন এক গুপ্ত সংগঠনের, যার মাধ্যমে তিনি সমাজকে নতুন পথে চালনা করতে পারবেন।[১]

আরেকটি গুপ্ত সংগঠন ছিলো, যার নাম ফ্রিমেসনরি। কিন্তু আডাম দেখলেন ফ্রিমেসনদের সাথে যোগ দেয়াটা অনেক খরচের ব্যাপার। তাছাড়া তাঁর নিজের ধ্যানধারণার সাথে এই সংগঠনে মতবাদের মিল নেই। তাই তিনি নিজের ধ্যানধারণা মোতাবেক এক সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করলেন।[১] প্রথমে তিনি তাঁর সংঘের নাম রাখলেন “বুন্ট ডা পের্ফেক্টিবিলিস্টেন” (Bund der Perfektibilisten); কিন্তু অদ্ভুত শুনায় বিধায় নামটি পরিবর্তন করেন।[৫] আডাম আর তাঁর চার ছাত্র মিলে এই সংগঠন শুরু করলেন। আর "আউল অফ মিনার্ভা" ছিলো তাদের প্রতীক।[৩][৬] আডাম সদস্যদের জন্য ছদ্মনামের ব্যবস্থা করেন। আডামের নিজের নাম হলো স্পার্টাকাস। তাঁর চার ছাত্র- মাসেনহাউসেনের (Massenhausen) নাম হলো আজাক্স, মের্ৎসের (Merz) নাম হলো আগাথন এবং সুটোরের (Sutor) নাম হলো ইরাসমাস রোটারোডেইমাস। কিন্তু সুটোরকে তিনি পরে বহিষ্কার করে দেন, কারণ হিসাবে উল্লেখ করা হয় যে সে ছিলো অলস।[৭][৮] ১৭৭৮ সালের এপ্রিল মাসে এয় সংঘের নাম পরিবর্তন করে নাম রাখা হয় "ইলুমিনাতি"।[৯] এটি একটি লাতিন শব্দ, যার অর্থ “যারা কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবি করে”। সে সময় সংঘের ১২ জন সদস্য ছিলো।[৭] কিন্তু পরবর্তীকালে এই সদস্য সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়ায়।[৭]

সাধারণত চূড়ান্ত পর্যায়ের বুদ্ধিজীবী, সচ্চরিত্র খ্রিস্টানরা এই সোসাইটির সদস্য হতেন এবং সকল প্রকার ইহুদী এবং মূর্তিপূজকদের সদস্যপদ নিষিদ্ধ ছিলো। এমনকি নারী, ধর্মগুরু এবং অন্যান্য গুপ্ত সংগঠনের সদস্যরাও নিষিদ্ধ ছিলো। স্বাগত জানানো হত ধনী, শিক্ষানবিশ আর ১৮-৩০ বছরের তরুণদের।[১০][১১]

ধীরে ধীরে ইউরোপ জুড়ে ইলুমিনাতির শাখা ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু পরবর্তীকালে ইলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষের সূচনা হয়। ১৭৮২ সালের দিকে ইলুমিনাতিতে তিনটি শ্রেণির সূচনা করা হয়। প্রথম শ্রেণিতে সেসকল সদস্যদের রাখা হলো যারা নতুন নতুন এই সংগঠনে যোগ দিয়েছিলো। দ্বিতীয় শ্রেণিতে তাঁদের থেকে একটু উচ্চ পর্যায়ের যারা রয়েছে তাঁদের রাখা হলো। তৃতীয় শ্রেণীতে যারা গোপনীয় জ্ঞানের অধিকারী সেই সকল সদস্যদের রাখা হলো।

১৭৮৪ সালের শেষে মোট সদস্য ৬৫০ জন হয়ে যায়। যদিও আডাম দাবি করেন যে সংখ্যাটি আড়াই হাজার। কারণ আডাম চেয়েছিলেন ইলুমিনাতি গুপ্ত সংগঠনের কথা খুবই গোপন রাখতে যেন রসিক্রুসিয়ানরা তা না জানে। রসিক্রুসিয়ান হলো আরেক গুপ্ত সংগঠন এবং ইলুমিনাতির সম্পূর্ণ বিপরীত। কারণ ইলুমিনাতি বিশ্বাস করতো ধর্মনিরপেক্ষতাবাদে, আর রসিক্রুসিয়ানদের বিশ্বাস জাদুবিদ্যায় বিশ্বাস করতো। কিন্তু তারপরেও রসিক্রুসিয়ানরা জেনে গেলো। ফলে ইউরোপে রটে গেলো যে, ইলুমিনাতি একটি নাস্তিক এবং ধর্ম ও প্রচলিত সমাজব্যবস্থা-বিদ্বেষী সংগঠন।

*** শ্রেণী

১৭৮২ সালের দিকে ইলুমিনাতি-তে তিনটি শ্রেণীর সূচনা করা হয়।

ক্লাস-১ হলো যারা সদ্য যোগ দিয়েছে। যার মধ্যে রয়েছে নোভিসিয়েট, মিনারভাল এবং ইলুমিনাটাস মাইনর।
ক্লাস-২ হলো একটু উচ্চ পর্যায়ের যারা। মেসোনিক গ্রেড। শিক্ষানবিশ, কম্প্যানিয়ন এবং মাস্টারের তিনটি "ব্লু লজ" গ্রেড স্কটিশ নভিস এবং স্কটিশ নাইটের উচ্চতর "স্কটিশ" গ্রেড।
ক্লাস-৩ হলো সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা। যাজক এবং রাজকুমারের গ্রেড, তারপরে ম্যাজ এবং রাজার গ্রেডগুলিতে আরও বড় রহস্য ছিল। [১২][১৩]

*** ব্যারুয়েল এবং রবিসন

১৭৯৭ এবং ১৭৯৮ সালের মধ্যে, অগাস্টিন ব্যারুয়েলের Memoirs Illustrating the History of Jacobinism এবং জন রবিসন নামে Proofs of a Conspiracy এক বই লিখেন যেখানে দাবি করা হয় ইলুমিনাতি এখনও জোরসে বেঁচে আছে, বহাল তবিয়তে। অসম্ভব জনপ্রিয় হয় সে বই গুলো। দুটো বই প্রচুর বিক্রি হয়। বইতে বলা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগের সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনের কলকাঠি নাকি আসলে ইলুমিনাতিই নেড়েছে। [১৪] এ বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে রেভারেন্ড মোর্স ও অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনাতির বিরুদ্ধে।[১৫]

*** কার্যক্রম

এক ডলার নোটে আমেরিকার গ্রেট সিল যেখানে পিরামিডের উপর এক চোখ দেখা যায়, যার নাম "ঈশ্বরের সর্ব-দর্শী চোখ। এটি ইলুমিনাতির প্রতিকও বটে।"
ইলুমিনাতি ব্যাভারিয়াতে না টিকলেও, ব্যারুয়েল এবং রবিসনের বইতে দাবি করা হয় ইলুমিনাতি এখনও বহাল তবিয়তে আছে।[১]

ষড়যন্ত্রতাত্ত্বিক এবং লেখক মার্ক ডাইস যুক্তি দিয়েছেন যে ইলুমিনাতি আজ পর্যন্ত টিকে আছে।[১৬]

প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব মতে, ইলুমিনাতিই মূলত এ বিশ্বের সকল ভূরাজনৈতিক কার্যক্রম "পরোক্ষভাবে" নিয়ন্ত্রণ করে আসছে। উদাহরণস্বরূপ-ফরাসি বিপ্লবের সূচনা ইলুমিনাতির হাতে। নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি। আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্তহত্যা আসলে ইলুমিনাতিই করিয়েছে, কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে। শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাতি। হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাতির দখলে। এর মাধ্যমে ইলুমিনাতি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে।[১৭][১৮] ইহুদি ষড়যন্ত্র তত্ত্ব মতে, ইলুমিনাতির এক চোখা প্রতীক প্রমাণ করে যে, ইলুমিনাতি হলো সেই সংগঠন যারা একচোখা দাজ্জাল (কিংবা বাইবেল মতে ৬৬৬ বা এন্টিক্রাইস্ট) এর আগমনের পথ সুগম করছে। তবে ইলুমিনাতি যে আসলেই শয়তানের পূজা করে বা এখন রয়েছে এর পোক্ত কোন প্রমান আজও পাওয়া যায়নি।

*** অভুত্থান

ইলুমিনাতির সঠিক উদ্ভব কারণ এখনও বিশ্লেষকদের কাছে পরিষ্কার নয়। তথাকথিত নতুন পৃথিবী গড়া তাঁদের মূল লক্ষ্য হলেও আপাতদৃষ্টিতে তাঁরা ধর্মীয় কুসংস্কারাচ্ছান্ন সমাজের বিরুদ্ধে গুপ্তভাবে সোচ্চার। বিশেষভাবে ধারণা করা হয় মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ধর্মীয় নৈতিক স্খলনগুলো এদের দ্বারাই প্রকাশ্যে আসে। ধারণা করা হয়, এই ঘটনাগুলির সূত্রপাত থেকে ঘটনাপ্রবাহে জনসম্মুখে আসা- সকল ক্ষেত্রেই অদৃশ্যভাবে ভূমিকা পালন করে। কিছু বিশেষজ্ঞ এরকম সংগঠনকে এবং এদের কার্যক্রমকে কাল্পনিক মনে করেন।

*** আধুনিক সংস্কৃতিতে ইলুমিনাতি

নতুন করে বর্তমান সময়ে এটি আবার আলোচিত হতে শুরু করেছে ড্যান ব্রাউন এর "অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমনস" উপন্যাসের মাধ্যমে। মানুষ মনে করে থাকে ইলুমিনাতি সদস্যরা পৃথিবী নিয়ন্ত্রণ করে। তবে তাঁর কোনো বাস্তব প্রমাণ নেই।[১৯]

*** আধুনিক ইলুমিনাতি

সাম্প্রতিক এবং বর্তমান সময়ের বেশ কিছু ভ্রাতৃপ্রতিম সংগঠন দাবি করে যে তারা আসল ব্যাভারিয়ান ইলুমিনাতি থেকে এসেছে এবং প্রকাশ্যে "ইলুমিনাতি" নামটি ব্যবহার করছে। এই গোষ্ঠীগুলির মধ্যে কিছু তাদের নিজস্ব সংস্থার নামে "দ্য ইলুমিনাটি অর্ডার" নামের একটি ভিন্নতা ব্যবহার করে।[২০] এবং অন্যরা, যেমন অর্ডো টেম্পলি ওরিয়েন্টিস তাদের সংস্থার শ্রেণিবিন্যাসের মধ্যে একটি গ্রেড হিসাবে "ইলুমিনাতি" রয়েছে। যাইহোক, ঐতিহাসিক আদেশের সাথে বর্তমান সময়ের এই গোষ্ঠীগুলির কোন প্রকৃত সংযোগ রয়েছে এমন কোন প্রমাণ নেই। তারা উল্লেখযোগ্য রাজনৈতিক ক্ষমতা বা প্রভাব সংগ্রহ করেনি এবং বেশিরভাগই গোপন থাকার চেষ্টা করার পরিবর্তে সদস্যপদ আকর্ষণ করার উপায় হিসাবে বাভারিয়ান ইলুমিনাতির সাথে অপ্রমাণিত সংযোগগুলি প্রচার করে।

ভিডিও ও তথ্য সংগ্রহীত

06/07/2023

এতো কাহিনী করার কি দরকার? তামিম ভাই অবশ্যই অবশ্যই দেশের ক্রিকেট এর জন্য অনেক কিছু করেছেন.. তার এই অভাব কেউ পূরণ করতে পারবে না। তামিম বার বার পারফরম্যান্স খারাপ করার পরও কোনো মানুষের মাথায় তেমন আসে না যে, তামিম কে দল থেকে বাদ দেওয়া হোক বা বসিয়ে রাখা হোক। তামিম দলের জন্য একটা শক্তি।

মুখ দিয়ে যেহেতু বের করে ফেলেছেন অবসরে যাবেন তাহলে এটাতেই অবিচল থাকেন। আর দরকার নেই দলে থাকার।

নতুনদের সুযোগ হোক, একজন permanent হোক.. আরেকজন তামিম ইকবাল তৈরি হোক যদিও এটা কঠিন।

বাঙালি সব দিকেই মজা নেয়, পারফরম্যান্স খারাপ করলে মন্তব্য আর এখন চলে যাওয়া দেখে আলগা পিরিত।

আপনার বিদায় টা চাইলেই অন্যরকম ভাবে হতে পারতো.. হাজার হাজার দর্শকের মাঝে করতালি দিয়ে দিয়ে, ফুল ছিটিয়ে ছিটিয়ে বিদায় দিতাম। কিন্তু বাঙালি গুণের কদর করতে পারে না।

06/07/2023

সত্যি করে বলেন তো এই দুইজনের বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়েছেন কিনা? এই দুইজনের জ্বালা আর নিতে পারছি না... শালার এতো বিজ্ঞাপন এতো বিজ্ঞাপন ..

05/07/2023

Dear Prime minister...

আপনি ভালো করেই জানেন যে, এই দেশে অনেকেই ক্ষমতার লোভে, নিজের জায়গা শক্ত করতে এবং নিজেকে আপনার কাছে হিরো সাজাতে অনেক বেশি তেলবাজি করে।

প্লিজ এই ব্যাপারে আপনি একটু কঠোর হোন 😔

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muskan's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Netrokona

Show All

You may also like