StoryHead

StoryHead আমি বিজ্ঞানের গল্প বলি।
[email protected] I turn complex science into easily understandable bits through compelling stories.
(7)

01/01/2025

বিভিন্ন মৌলের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে কার্বন যতগুলো যৌগ গঠন করে, বাকি সকল মৌল মিলে ততগুলো যৌগ গঠন করতে পারে না৷ কার্বন হচ্ছে পিরিয়ডিক টেবিলের স্লাট। এটাই সাইন্স আর এটাই বাস্তব।

এক্সেলারেটেড ফ্রেইমের ভেতর ড্রোন হোভার করবে না। এক্সেলারেশান জিরো হলে হোভার করবে, সেক্ষেত্রে ট্রেনটি এয়ার টাইড হতে হবে। ...
22/12/2024

এক্সেলারেটেড ফ্রেইমের ভেতর ড্রোন হোভার করবে না। এক্সেলারেশান জিরো হলে হোভার করবে, সেক্ষেত্রে ট্রেনটি এয়ার টাইড হতে হবে। তা না হলে, রেলেটিভ এয়ার ফ্লো এর কারনে ড্রোন মুভ করবে।

যদি একটি ট্রেন ১০০ কিমি/ঘণ্টা বেগে চলতে থাকে এবং সেই ট্রেনের ভেতরে একটি ড্রোন উড়ানো হয়, তবে ড্রোনটি ট্রেনের বেগের সাথে মানানসই গতিতে থাকবে।

কারণ, তাদের একই ফ্রেম অফ রেফারেন্স, ড্রোনটি ট্রেনের ভেতরে আছে, তাই ট্রেন এবং ড্রোন উভয়েই একই ফ্রেম অফ রেফারেন্সে রয়েছে। অর্থাৎ, ড্রোন এবং ট্রেনের বাতাসের মধ্যে আপেক্ষিক কোনো গতি নেই। এরপর দ্বিতীয়ত হলো ইনর্শিয়া, ট্রেনের সাথে ড্রোনের গতি একই (১০০ কিমি/ঘণ্টা), কারণ ড্রোনটি ট্রেনের সঙ্গে শুরু থেকেই চলেছে। এটি নিউটনের প্রথম গতি সূত্র অনুযায়ী।

• তাহলে ড্রোনের গতি কি হবে?
ট্রেনের ভেতর থেকে দেখলে, ড্রোনটি এক স্থানে স্থির থাকবে।বাইরের থেকে দেখলে, ড্রোনটি ১০০ কিমি/ঘণ্টা বেগে ট্রেনের সঙ্গে চলবে।
• তাহলে কি ড্রোন কি দেয়ালে ধাক্কা খাবে?
না, ড্রোন দেয়ালে ধাক্কা খাবে না। ট্রেনের ভেতরের বাতাস, ড্রোন, এবং ট্রেনের অন্যান্য বস্তুসমূহ একই আপেক্ষিক গতিতে রয়েছে। ফলে ড্রোনটি স্থিরভাবে উড়তে পারবে। তবে যদি ট্রেন হঠাৎ থেমে যায় বা গতিপথ পরিবর্তন করে, তখন ড্রোনটি তার পূর্ববর্তী গতির কারণে সামনের দিকে বা পেছনের দিকে চলে যেতে পারে।

ম্যাগনেটিক পোল ফ্লিপের খবর শুনে যারা চিন্তিত হয়ে উঠেছেন, রিল্যাক্স। বেসিক বুঝেন আগে। ১. ম্যাগনেটিক পোল আর এস্ট্রনমিকাল প...
14/12/2024

ম্যাগনেটিক পোল ফ্লিপের খবর শুনে যারা চিন্তিত হয়ে উঠেছেন, রিল্যাক্স। বেসিক বুঝেন আগে।

১. ম্যাগনেটিক পোল আর এস্ট্রনমিকাল পোল এক নয়। পৃথিবী যেদিক রোটেট করে, রোটেশানের দিকে ডান হাত বাঁকিয়ে ধরলে বুড়ো আঙ্গুল যেদিকে পয়েন্ট করে সেটাকে আমরা নর্থ পোল বলি, অপরটি সাউথ পোল। এটাই মূলত এস্ট্রনমিকাল পোল, যেটা সংজ্ঞায়িত হয় প্ল্যানেটের রোটেশান দ্বারা। এর সাথে ম্যাগনেটিক পোলের কোন সম্পর্ক নেই। যে গ্রহ বা উপগ্রহের কোন ম্যাগনেটিক ফিল্ড নেই, কিন্তু রোটেশান আছে, তারও এস্ট্রনমিকাল পোল থাকবে।
২. পৃথিবীর ম্যাগনেটিক পোল স্ট্যাটিক না, এটা মুভ করে। ফ্লিপ করে। আগেও করেছে। ভবিষ্যতেও করবে। এতে করে আপনি সূর্যোদয় আর সূর্যাস্ত উলটো দিকে দেখবেন না। আপনার বাসার পূবের জানালা দিয়ে তাঁকালে বড়ই গাছের ডালের ফাঁক দিয়ে সূর্যোদয় দেখা যায়, ম্যাগনেটিক পোল ফ্লিপ করলে সেই বড়ই গাছের ফাঁক দিয়েই সূর্যোদয় হবে। তবে হ্যাঁ, কম্পাস কোনটাকে কোন দিক বলছে সেটা উলটে যাবে। চাঁদ-সূর্য বা অন্য যেকোন মহাজাগতিক বস্তুর এপারেন্ট মোশন একই থাকবে।

তাহলে নিউজ চ্যানেলে কি দেখেন? ক্লিকবেইট দেখেন। যেভাবে মাসালাদার করে উপস্থাপন করলে ভিউজ-ক্লিক বেশি হবে ওভাবেই উপস্থাপন করে থাকে মিডিয়া।

04/12/2024

৩০ বছরে জীবন থেকে কি শিখলাম?

এই এনিমেশান সিনটিতে তিনটি ঘাপলা আছে। ১. পৃথিবীর সাইজের সাথে বায়ুমন্ডলের সাইজের অনুপাত ঠিক নেই। ২. পৃথিবীর সাইজের সাথে মি...
03/12/2024

এই এনিমেশান সিনটিতে তিনটি ঘাপলা আছে।
১. পৃথিবীর সাইজের সাথে বায়ুমন্ডলের সাইজের অনুপাত ঠিক নেই।
২. পৃথিবীর সাইজের সাথে মিটিওরয়েডের সাইজের অনুপাত ঠিক নেই।
৩. পৃথিবীর সাইজের সাথে তার উপর অবস্থিত এলিমেন্ট গুলো, অর্থাৎ ঘাস, পাথর এবং পানির ঢেউ এদের সাইজের অনুপাত ঠিক নেই।
এই ধরনের ভিজ্যুয়ালাইজেশানকে বলা হয় Not to scale representation. অনুপাত ঠিক রেখে ভিজ্যুয়ালাইজ করা হলে সেটা হবে To the scale representation. এখন জিজ্ঞেস করেন, অনুপাত ঠিক রেখে To the scale representation কেন করি নি? করি নি, কারন ওটা করলে আপনি মিটিওরয়েড দেখতেই পাবেন না।
সবচাইতে বড় মিটিওরয়েড গুলোও পৃথিবীর চাইতে ১ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার গুন ছোট হবে। এইখানে পৃথিবী ১৭৪৭ পিক্সেল জায়াগা দখল করেছে। আনুপাতিক হারে মিটিওরয়েড দেখালে তার সাইজ হবে ১৭৪৭ পিক্সেল/১২৭৫৬০০০=০.০০০১৩৬ পিক্সেল। অর্থাৎ, একটি পিক্সেলের দশ হাজার ভাগের এক ভাগ মতন সাইজ হবে। এখন কথা হচ্ছে, একটি ইমেজের smallest unit এর নাম পিক্সেল। একটি ইন্ডিভিজুয়াল পিক্সেলের চাইতে ছোট কোন কিছু আলাদা করে দেখা যায় না। পিক্সেলের ভেতর অবস্থিত RGB সাবপিক্সেলগুলো বিভিন্ন ইনটেনসিটিতে জ্বলার মাধ্যমে পুরো পিক্সেলটি একটি সিঙ্গেল কালার আউটপুট দেয়। যেহেতু মিটিওরয়েডটি একটি পিক্সেলের দশহাজার ভাগের এক ভাগের মতন সাইজ হবে তার এপিয়ারেন্স ঐ পিক্সেলের জন্য আসলে ম্যাটার করবেই না। Practically speaking, it will be lost in the bluish glow.

নিউজ চ্যানেল সহ অনেক এডুকেশনাল ইউটিউবারদের বলতে শুনি, "অমুক শহরের আয়তন, অমুক দেশের আয়তন এত বর্গকিমি।" এটা একটা জঘন্য রকম...
01/12/2024

নিউজ চ্যানেল সহ অনেক এডুকেশনাল ইউটিউবারদের বলতে শুনি, "অমুক শহরের আয়তন, অমুক দেশের আয়তন এত বর্গকিমি।" এটা একটা জঘন্য রকমের ভুল।
১. আয়তন (Volume) একটি 3d পরিমাপ, এটা সর্বদাই ঘন এককে হয়।
২. ক্ষেত্রফল (Area) একটি 2d পরিমাপ, এটা সর্বদাই বর্গ এককে হয়।
৩. যেটাকে বর্গ এককে প্রকাশ করা হয়, সেটা কখনও আয়তন হতে পারে না। ওটা ক্ষেত্রফল। বাংলাদেশের ক্ষেত্রফল প্রায় দেড় লক্ষ বর্গ কিমি, ওটা আয়তন নয়। আয়তন কোনটা তাহলে? বাংলাদেশের মানচিত্রের আউটলাইন ধরে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সেকশান তুলে আনলে সেটা 3d স্পেইসে যেইটুকু জায়গা দখল করবে সেটা বাংলাদেশের আয়তন। যার সূত্র হবে এরকম, বাংলাদেশের ক্ষেত্রফল × (পৃথিবীর ব্যসার্ধ/৩) ঘন কিমি। অর্থাৎ, ≈৩১৫৪৭৭৫০০ ঘন কিমি।

29/11/2024

ইউনিভার্সের এক্সপ্যানশান আলোর চেয়ে দ্রুতগতির হলে অন্যান্য গ্যালাক্সীর আলো আমরা কিভাবে দেখতে পাই?

24/11/2024

StoryHead এখনো মরে নাই, ডিসেম্বরের শীতে তারার দেশে ভ্রমন হবে।

17/11/2024

জিরো আইডিয়ার নতুন পেইজ ফলো করতে পারেন যারা পুনঃরায় যুক্ত হতে চান।

ছোটভাই বড় হয়ে গেছে!
11/11/2024

ছোটভাই বড় হয়ে গেছে!

Khalid Saifullah Apurba, 10-2-20-4 Wickets, Sapphire Sporting Club

04/11/2024

পলিথিন ব্যাগের পরিবেশ বান্ধব বিকল্প নিয়ে এসেছে Ecovia

02/11/2024

অতি ক্ষুদ্র RGB পিক্সেলগুলো কিভাবে কালার প্রডিউস করে এসব বিষয়ে আজকে আড্ডা হবে।

30/10/2024

বিজ্ঞানের মজার আড্ডা দিতে লাইভ জয়েন করুন StoryHead এর সাথে।

30/10/2024

যে কারনে এই বস্তুটি লাল নয়!

Venus গ্রহের বায়ুমন্ডল পুরোটাই গ্রীন হাউস গ্যাসে ঠাসা, বায়ুমন্ডলের ঘনত্ব পৃথিবীর ৫৪ গুন, চাপ ৯২ গুন। এই চাপ আপনাকে ভর্তা...
01/10/2024

Venus গ্রহের বায়ুমন্ডল পুরোটাই গ্রীন হাউস গ্যাসে ঠাসা, বায়ুমন্ডলের ঘনত্ব পৃথিবীর ৫৪ গুন, চাপ ৯২ গুন। এই চাপ আপনাকে ভর্তা বানাবে। পুরো সারফেস জুড়েই ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস ইউনিফর্ম টেম্পারেচার, এই উত্তাপ আপনাকে ভাজি বানাবে। রোমানরা যদি এইসব ভর্তা-ভাজির হিসাব নিকাশ জানতো তাহলে ভালবাসা এবং সৌন্দর্যের দেবী Venus এর নামে এই গ্রহের নামকরণ করত না।

17/09/2024

৩০০,০০০ টাকার এডিটিং পিসি বিল্ড!!! | For StoryHead

Address

Netrokona
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when StoryHead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to StoryHead:

Videos

Share