ওরা বারো মাস নৌকা বেয়েই স্কুলে যায়
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রতন্ত বিল অঞ্চল, বিল ডুমুরিয়া, মনোহরপুর, দাসপাড়া সহ অগনিত বিল রয়েছে এ উপজেলায়। এ বিলাঞ্চলে রয়েছে ছোট বড় ৪ হাজার খাল, এ জনপদে যাতায়াত ব্যবস্থার একমাত্র বাহন নৌকা। স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ১২ মাসই বৈঠা বেয়ে স্কুলে যাতায়াত করে।
নাজিরপুরের কালিগঙ্গা নদী ভাঙ্গনে অসহায় নদীতীরবর্তী মানুষ
অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট!
নাজিরপুরের কালিগঙ্গা নদী ভাঙ্গনে অসহায় নদীতীরবর্তী মানুষ।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজার ও বন্দরটি কালিগঙ্গা নদীর তীরবর্তীতে অবস্থিত বন্দরের দক্ষীন শ্রীরামকাঠি, চলিশাসহ, ৪টি গ্রামের প্রায় ৭ শত পরিবারের ফসলি জমি বসতবাড়ি ও ভিটা কালিগঙ্গা নদীগর্ভে বিলীন। কালিগঙ্গার ভায়াল থাবা ও অবৈধ বালু উত্তোলনকারি সিন্ডিকেটরা প্রতিদিন রাতে ও দিনের বেলায় বালু উত্তোলন করায় নদী পাড়ের মানুষ দিশেহারা। ভাঙ্গন অব্যাহত থাকায় ফসলি জমি বসতভীটা ও চলাচলের একমাত্র সড়কটিও নদী গর্ভে বিলীন হতে চলছে।
নাজিরপুরের কলেজ ছাত্রী লামিয়া হত্যার ৪ আসামী গ্রেফতার
নাজিরপুরের কলেজ ছাত্রী লামিয়া হত্যার ৪ আসামী গ্রেফতার
কলেজ ছাত্রী লামিয়া আক্তার, গত ১২ মার্চ চিরকুটের সূত্রধরে ১৩ই মার্চ নিখোঁজের ৪ মাস পরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের মোজাহার মোল্লার বালু ভারাট একটি জায়াগা থেকে নাজিরপুর থানা পুলিশ বালু খুড়ে লামিয়ার গলিত মরদেহ উদ্ধার করে। নাজিরপুর থানা পুলিশ ১৪ মার্চ লামিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে লামিয়ার বাবা দক্ষীন চিথলীয়া গ্রেমের নজরুল ইসলাম খানের নিকট হস্তান্তর করেছে।এলাকাবাসি খুনি তরিকুলসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেই চলছে।
পিরোজপুরে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী বাচঁতে চায় | PTV
বই, খাতা কলম নিয়ে যখন বিদ্যালয়ের যাবে ঠিক সেই মুর্হুতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দূর্গম কলারদোয়ানীয়া এলাকার হতদরিদ্র ভূমিহীন পলাশ হাওলাদারের ছেলে ৫ম শ্রেনীর উর্ত্তীন শিক্ষার্থী শরিফুল ইসলাম মরণব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত। শরিফুলের সহপাঠিরা যখন স্কুল থেকে ফিরে বিদ্যালয় মাঠে শিশুসুলব খেলায় মাতয়ারা তখন শরিফুল মরণব্যাধী রোগের যন্ত্রনা বিছানায় কাতরায়। শরিফুল মরণব্যাধী ক্যান্সারের কবল থেকে বাচঁতে দেশ জাতি ও সমাজের বিত্তবান দানবীরদের কাছে সু-চিকিৎসা ও সহায়তা পাওয়ার আকুল আবেদন করেছে। এছাড়া আওয়ামীলীগের ইউনিয়ন যুগ্ম আহবায়ক মোঃ কবির বাহাদুর, আল-মামুন ও শরিফুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন।
নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর গৃহবধুর লাশ উদ্ধার
নাজিরপুরে নিখোঁজের ৪ মাস পর গৃহবধুর লাশ উদ্ধার
নাজিরপুর-বৈঠাকাটা সড়কের বেহাল দশা