প্রিয় চাঁপাইনবাবগঞ্জ - Priyo Chapainawabganj

প্রিয় চাঁপাইনবাবগঞ্জ - Priyo Chapainawabganj আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ইতিহা?

এক নজরে চাঁপাইনবাবগঞ্জ জেলা
…………………………………………..
আয়তন - ১,৭০২.৫৬ বর্গ কিঃমিঃ
নির্বাচনী এলাকা- ৩টি
৪৩-চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর)
৪৫-চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)
মোট ভোটার সংখ্যাঃ ৯,১৮,১৮৪ জন
পুরুষঃ ৪,৪৪,৪৪৭ জন
মহিলাঃ ৪,৭৩,৭৩৭ জন
উপজেলা ৫টি যথা- চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট
থানা- ৫টি যথা- নবাবগঞ্জ থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থ

ানা, নাচোল থানা ও ভোলাহাট থানা
পৌরসভা- ৪ টি-চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল
ইউনিয়ন- ৪৫ টি
গ্রাম- ১,১৩৬ টি
স্কুল- ৯২১ টি। তন্মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৪ টি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ২০৮টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৭ টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭০ টি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩১২ টি।
কলেজ- ৫২টি। তন্মধ্যে সরকারি কলেজ ৩টি, বেসরকারি কলেজ ৪৮টি এবং কারিগরি স্কুল ও কলেজ ১টি।
মৌজা- ৪৩০টি
নদী- ৪টি (পদ্মা, মহানন্দা, পুনর্ভবা ও পাগলা)
ইউনিয়ন ভূমি অফিস- ৪৫ টি
আন্তঃউপজেলা ফেরিঘাট- ৭টি
দর্শনীয় স্থান- চাঁপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থানসমূহের মধ্যে প্রাক-মুসলিম ও মুসলিম আমলের অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন উল্লেখ্যযোগ্য। তন্মধ্যে গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ ও তৎসংলগ্ণ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর সমাধি, তোহাখানা ইত্যাদি প্রধান। জেলা সদরের কাছে বাবু ডাইং পর্যটকদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। তাছাড়া গ্রীষ্মকালে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের টানেও এখানে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ।
আদিবাসী জনগোষ্ঠী-মোট আদিবাসী ৩৫,৮৫০ জন। তন্মধ্যে পুরুষ ১৮,২৬৩ জন এবং মহিলা ১৭,৫৮৭ জন। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, ওরাও, রাজোয়ার, রায়, সিং, রাজবংশী, বাগতী, সীল, কর্মকার ও পাল অন্যতম।
জনসংখ্যার ঘনত্ব- প্রতি বর্গকিলোমিটারে ৯৬০ জন
শিক্ষা- সাক্ষরতার হার ৬৭%। মোট ৫২ টি কলেজ, ৯২১টি স্কুল, ১৩৪টি মাদ্রাসা, ২টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এ জেলায় শিক্ষার আলো বিতরণ করছে। তন্মধ্যে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য।
স্বাস্থ্য- জেলা শহরে ১০০ শয্যাবিশিষ্ট ১টি আধুনিক সদর হাসপাতাল রয়েছে। এছাড়াও শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় প্রতিটিতে ৩১ শয্যা বিশিষ্ট ৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। ২০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে ১০৮ টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এ সবের বাইরে ২৪টি বেসরকারি হাসপাতাল/ক্লিনিকও জেলায় কাজ করছে।
কৃষি- জেলায় মোট আবাদি জমির পরিমাণ ১,৩৩,০৫৮ হেক্টর। এক ফসলী জমি ১৯,৫২২ হেক্টর, দো-ফসলী জমি ৬৭,৩২৬ হেক্টর এবং তিন-ফসলী জমি ৪৬,২১০ হেক্টর। আমবাগান রয়েছে ২১,৯০০ হেক্টর জমিতে। মাথাপিছু আবাদি জমির পরিমাণ ০.০৭ হেক্টর। প্রধান ফসলের মধ্যে ধান, পাট, ইক্ষু, গম, পান, তেলবীজ ও ডাল অন্যতম। আম, কুল, পেয়ারা, লিচু, কাঁঠাল, তরমুজ, জাম ও তাল এখানকার প্রধান ফল।

Address

Chapainawabganj
Nawabganj
6300

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় চাঁপাইনবাবগঞ্জ - Priyo Chapainawabganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Nawabganj

Show All