19/11/2024
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন বছরের ব্যয় হওয়া ১ কোটি ২৪ লাখ ৫১ হাজার ৩৭৩ টাকার হিসাব দিতে না পারায় এবং সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেন্দ্রীয় পরিষদকে অবহিত না করে ২০১৯ সালের ২৯ আগস্ট ৬৮০৬০৮২ চেকের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেড থেকে সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ নিজের অ্যাকাউন্টে সংগঠনের টাকা ট্রান্সফার করে।
২০২২ সালে আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দিয়েছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। পরবর্তীতে পতিত স্বৈরাচারের পদলেহন করে পুনরায় ফিরে আসে সে। এখন এভাবে প্রকাশ্যে পতিত স্বৈরাচারের দালালি করছে শিল্পকলায় বসে। শিল্পকলার ডিজি কিভাবে এই স্বৈরাচারের দোসরদের এভাবে আশ্রয়প্রশ্রয় দিচ্ছে?