এটাই শেষ জামানা

এটাই শেষ জামানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এটাই শেষ জামানা, Video Creator, Nawabganj.

আলহামদুলিল্লাহ 💚
23/02/2024

আলহামদুলিল্লাহ 💚

দোহারে আসছে শির্ক এর মহা উৎসব, সবচেয়ে বড় শির্কের উৎসব। (নুরুল্লাহপুরের মেলা) সবাই কপি করে পোস্ট করি অথবা শেয়ার করি।👇👇...
22/02/2024

দোহারে আসছে শির্ক এর মহা উৎসব, সবচেয়ে বড় শির্কের উৎসব। (নুরুল্লাহপুরের মেলা) সবাই কপি করে পোস্ট করি অথবা শেয়ার করি।👇👇

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন- শেষ জামানায় মানুষের সকালবেলা ঈমানদার থাকবে সন্ধ্যা বেলায় মুশরিক (আল্লাহর সাথে শিরিককারী) হয়ে যাবে, সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে সকালবেলায় মুশরিক(আল্লাহর সাথে শিরিককারী) হয়ে যাবে।

এখন অনেকে বলতে পারেন আমরা তো আর শিরক করতে যাই না শুধু মেলায় ঘুরতে যাই, তাদের উদ্দেশ্যে আমি বলি যেখানে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহ শিরিকি কারবারকে কেন্দ্র করে মেলা বসেছে আর আপনি সেখানে আনন্দ উল্লাস করতে যাচ্ছেন।

নিজেকে প্রশ্ন করুন ঈমান কি থাকবে?
আর যারা এই সমস্ত কারবারকে শির্ক মনে করেন না তারা সময় নিয়ে তাওহীদ (একত্ববাদ) সম্পর্কে একটু লেখাপড়া করুন। ইনশাআল্লাহ।

আগে না বুঝে জা করার করেছি,
এখন তো সাবধান হতে পারিনা??

আজ ১২ই ডিসেম্বর মঙ্গলবার পূর্বশিলাকোঠা মাদ্রাসায় আসছেন মুফতি আরিফ বিন হাবিব। ঢাকা,দোহারের পূর্ব শিলাকোঠায় চলে আসুন আমা...
12/12/2023

আজ ১২ই ডিসেম্বর মঙ্গলবার পূর্বশিলাকোঠা মাদ্রাসায় আসছেন মুফতি আরিফ বিন হাবিব। ঢাকা,দোহারের পূর্ব শিলাকোঠায় চলে আসুন আমাদের মাহফিলে।🌹

 #নারী
13/11/2023

#নারী

আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুন...
02/11/2023

আল্লাহ তায়ালা সকলকে হেফাজত করুন...

 #নারী  #পর্দা
18/10/2023

#নারী #পর্দা

বিলুপ্তর পথে প্রিয় মৈনট ঘাট।ছবি - শুয়াইব আহমেদ।
16/08/2023

বিলুপ্তর পথে প্রিয় মৈনট ঘাট।

ছবি - শুয়াইব আহমেদ।

ঢাকা, নবাবগন্জ, আগলা ইউনিয়ন,গোকুলনগর নিবাসী, সাগর বিশ্বাস যার বর্তমান নাম মো: ইব্রাহিম। সে কাল ১৩/০৮/২০২৩ ইং নিজ ইচ্ছে ই...
14/08/2023

ঢাকা, নবাবগন্জ, আগলা ইউনিয়ন,গোকুলনগর নিবাসী, সাগর বিশ্বাস যার বর্তমান নাম মো: ইব্রাহিম। সে কাল ১৩/০৮/২০২৩ ইং নিজ ইচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে।

আমাদের এই ভাই কে যেন আল্লাহর রহমতে কবুল করে( আমিন), সকলের কাছে নব মুসলিম ভাইটির জন্য দোয়া চাই।

দোহারের চরকুশাই ভাঙ্গা(কুম পাড়) পুকুরে ভাসমান লা/শ -২৭/০৭/২৩, - এখনো পরিচয় মেলেনি।
27/07/2023

দোহারের চরকুশাই ভাঙ্গা(কুম পাড়) পুকুরে ভাসমান লা/শ -২৭/০৭/২৩, - এখনো পরিচয় মেলেনি।

17/07/2023

আলহমদুলিল্লাহ💙 নবাবগঞ্জের,বাগমারায়(ঢাকা) এক হিন্দু পরিবারের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।🌹

09/07/2023

কঠিন জামানা.

😰😰

৩০/৪০  হাজার টাকা দিয়ে গরু নিবেন এতে মন ছোট করবেন না এই টাকা কামাতে আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলেছে“আল্লাহর কাছে (কোরব...
25/06/2023

৩০/৪০ হাজার টাকা দিয়ে গরু নিবেন এতে মন ছোট করবেন না এই টাকা কামাতে আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলেছে
“আল্লাহর কাছে (কোরবানির পশুর) রক্ত-মাংস কিছুই পৌঁছে না। পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া।

(সুরা-২২ হজ, আয়াত: ৩৭)

জা'হি'লি'য়া'তের সর্বোচ্চ চুড়ায় চলে যাচ্ছে এই প্রজন্ম, আহ কিয়ামতের আগে সবচেয়ে বড় ফি'ৎ'না হয়ে দাঁড়াবে না'রী ফি'ৎ'না, আল্লা...
13/06/2023

জা'হি'লি'য়া'তের সর্বোচ্চ চুড়ায় চলে যাচ্ছে এই প্রজন্ম, আহ কিয়ামতের আগে সবচেয়ে বড় ফি'ৎ'না হয়ে দাঁড়াবে না'রী ফি'ৎ'না, আল্লাহ আমাদের ভাই/বোনদের কে হেফাজত করুন।

12/05/2023

আল্লাহ মাফ করো।

আমরা যাদেরকে কাপল ব্লগার বলি, রাসুলুল্লাহ (সাঃ) তাদেরকে বলেছেন দাইয়ূস!কিয়ামতের দিন আল্লাহ তায়ালা দাইয়ূস ব্যক্তির দিকে রহ...
05/05/2023

আমরা যাদেরকে কাপল ব্লগার বলি,
রাসুলুল্লাহ (সাঃ) তাদেরকে বলেছেন দাইয়ূস!

কিয়ামতের দিন আল্লাহ তায়ালা দাইয়ূস ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
(সুনানে আন-নাসায়ী, ২৫৬২)

দয়া করে সবাই শেয়ার করবেন অনুরোধ রইলো।গত পরশু ২ দিন আগে(দোহার,বারহা) বজ্রপাতে গুরুতর আহত  রাকিব। আপনার সকলেই অবগত। রাকিব ...
01/05/2023

দয়া করে সবাই শেয়ার করবেন অনুরোধ রইলো।
গত পরশু ২ দিন আগে(দোহার,বারহা) বজ্রপাতে গুরুতর আহত রাকিব। আপনার সকলেই অবগত। রাকিব কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই আসুন আমরা সবাই রাকিবের পরিবারের পাশে এসে দাঁড়াই হয়তো বা আপনার সামান্য কিছু সাহায্য রাকিব,কে তার পরিবারের কাছে ফিরে আসতে সাহায্য করবে। একজন মা তার সন্তানকে ফিরে পাবে।

© তারুণ্য ফাউন্ডেশন। (01731946505)

একটি মানবিক আবেদনঃনবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নট্টি গ্রামের বাসিন্দা, আমাদের দূর্বার-১৭ ব্যাচের সহপাঠী ও বন্ধু ...
27/04/2023

একটি মানবিক আবেদনঃ

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের নট্টি গ্রামের বাসিন্দা, আমাদের দূর্বার-১৭ ব্যাচের সহপাঠী ও বন্ধু (সাকিব হোসেন হৃদয়) দীর্ঘদিন যাবৎ Friedreich's Ataxia রোগে আক্রান্ত। যেটি খুবই বিরল একটি রোগ, বাংলাদেশে এর তেমন কোন চিকিৎসা নেই।

ডাক্তার, সাকিবকে অনেক আগেই দেশ এর বাহিরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু 'মা' মরা ছেলে, বাবা ও আর্থিক ভাবে সচ্ছল নয়, যার ফলে রিদয়ের পক্ষে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন পথ নেই।

এমতাবস্থায় আমরা দূর্বার-১৭ ব্যাচের বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছে রিদয়ের জন্য মাঠে নেমে সর্বোচ্চটা চেষ্টা চালিয়ে যাবো তার উন্নত চিকিৎসার ব্যবস্তা করার জন্য। কথায় আছে দশের লাঠি একের বোঝা। চিকিৎসার অভাবে রিদয়ের শারিরীক অবস্থা প্রতিনিয়ত আরো খারাপের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই ছেলেটা মৃর্ত্যুর কোলে ঢোলে পড়বে।

তাই আসুন যে যার যার জায়গা থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমাদের একটু সাহায্যেই বেঁচে যাবে একটি প্রাণ।

বিকাশ: 01999592179 (পার্সোনাল)
নগদ: 01999592179 (পার্সোনাল)

পানিপথেও থেমে নেই গ্রামের চাচাতো ভাইয়েরা।😆😆বারহা,দোহার।
23/04/2023

পানিপথেও থেমে নেই
গ্রামের চাচাতো ভাইয়েরা।😆😆

বারহা,দোহার।

বাহ্রা ঘাট।(২২-০৪-২০২৩)
23/04/2023

বাহ্রা ঘাট।(২২-০৪-২০২৩)

21/04/2023

কি সুন্দর একটা রমজান
শুক্রবারে শুরু শুক্রবারে শেষ। 🧡🧡

দোহার খালপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা আগুনে পুড়ে দিয়েছে। যারা এমন জঘন্য কাজটি করেছে তাদেরকে দমন করতে সকলকে এগি...
21/04/2023

দোহার খালপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা আগুনে পুড়ে দিয়েছে। যারা এমন জঘন্য কাজটি করেছে তাদেরকে দমন করতে সকলকে এগিয়ে আসার আহবান।

নবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়সিনিয়র প্রতিবেদক:তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন...
18/04/2023

নবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সিনিয়র প্রতিবেদক:

তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার সকাল ১১টায় কলাকোপা ইমাম পরিষদের আয়োজনে সমসাবাদ গান্ধীর মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কলাকোপা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতী ইব্রাহিম খলিল।

নামাজ ও দোয়ায় ছাত্র, যুবক, বৃদ্ধসহ কয়েক শতাধিক ধর্ম প্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। একনিষ্ঠ তাওবা মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়।

নামাজপূর্বে মুফতী ইব্রাহিম খলিল বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

নিজের চোখে দেখলাম,সব মাল কিনে প্যাকেট করা শেষ। তার বয়স মাত্র ২৪ বছর এবং ২৫ তারিখ কাতার থেকে  বাসায় যাওয়ায় কথা। তার ৮ মাস...
18/04/2023

নিজের চোখে দেখলাম,

সব মাল কিনে প্যাকেট করা শেষ। তার বয়স মাত্র ২৪ বছর এবং ২৫ তারিখ কাতার থেকে বাসায় যাওয়ায় কথা। তার ৮ মাসের মেয়ে আছে এজন্য ৪ টা পুতুল ও কিনছে। সে কি কখনো ভাবছে যে তার আর দেশে যাওয়া হবে না..?কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসসে এখানেই স্ট্রোক করে মারা যায়।(ইন্না নিল্লাহ)

জামশার ওখানে উনার বাসা।😥😥 উনার পরিবার আসায় ছিল যে,ছেলেটা প্রবাস জীবন পারি দিয়ে বাসায় যাবে। কিন্তু তা আর প্রবাস থেকে বাসায় ফেরা হলো না। 😥😥😥😥

আল্লাহ তাকে জান্নাত দান করুক।
পোস্ট - রানা শেখ।

সকালে আগারগাঁও গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। ফেরার সময় এই রিকশা মামাকে ভাড়া জিজ্ঞেস করলাম, তখনও তার রিকশার সামনের পোস্টার আম...
17/04/2023

সকালে আগারগাঁও গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। ফেরার সময় এই রিকশা মামাকে ভাড়া জিজ্ঞেস করলাম, তখনও তার রিকশার সামনের পোস্টার আমার চোখে পরেনি। উনি এক গাল হাসি দিয়ে বললো, কোন ভাড়া লাগবে না, রোজায় ফ্রি চালাই মামা.... প্রথমে ভাবলাম মজাই করছে হয়তো! উঠলাম... আসতে আসতে তার গল্প শুনলাম। রোজার শুরুতে ৫০% ভাড়া ছিল।

শেষ ১০ রোজায় একদমই ফ্রি। অদ্ভুত না? পেট চালাতে সারাদিন রিকশা নিয়েই বাইরে থাকা লাগে, নামাজ ইবাদাতের সুযোগ হয়না, তাই এটাকেই তিনি ইবাদাতের ছোট একটা অংশ হিসাবে করছেন। নামার সময় উনাকে কিছু টাকা দিতে চাওয়ায় উনি একদমই রাজি না, শেষমেষ ঈদের সালামি বলাতে নিলেন, খুব খুশি হলেন... "মামা আপনার জন্য ঈদের পরেও সব দিন ফ্রি" বলে হাত তুলে দোয়া করলেন।

উনার রিকশায় বসে আমার নিজেকেই খুব ছোট লাগছিল। আমরা কয়টা মানুষকে মন থেকে সাহায্য করি? এক দিনে কয়টা মানুষকেই বা দান করি? দান করতে, কারো উপকার করতে সত্যিই সামর্থ্য লাগে না, মন লাগে। এই মানুষটার মতো মন।আমাদের আশেপাশে কত ভালো মানুষ নিশ্চুপে ঘুরাফিরা করে... তাই না?

- unknown

17/04/2023

(বিশ্বনবী হযরত মুহাম্মদ সা:)

🧡🧡🧡

15/04/2023

'রক্ত বেঁইচা হইলেও তোর বেতন বোনাস দিমু'

(নিউমার্কেটের দোকানদার)

15/04/2023

বঙ্গ বাজারের পরে এবার ঢাকা নিউমার্কেটে আগুন 🥲

আল্লাহ রহমত দাও।

দোহারের ডাইয়ারকুম বটতলা চকে গত রাতে বড় ধরনের ডাকাতির প্রস্তুতির সময়ে ডাকাত ধরে গন ধোলাই দেয় এলাকাবাসী। ধন্যবাদ এলাকাবাসী...
14/04/2023

দোহারের ডাইয়ারকুম বটতলা চকে গত রাতে বড় ধরনের ডাকাতির প্রস্তুতির সময়ে ডাকাত ধরে গন ধোলাই দেয় এলাকাবাসী। ধন্যবাদ এলাকাবাসী।

14/04/2023

এমন সুন্দর আর মিষ্টি হয়ে উঠুক আমাদের বাংলাদেশ। 🤍 ইফতারের আগে প্রায় ২ ঘন্টা জ্যামে বসে থাকার পর এই দৃশ্য দেখে মনটা শান্তিতে ভরে গেলো। মাশাল্লাহ।
© ইমরান নাজির ইমন।

দোহারে মারাত্মক রোড এক্সিডেন্ট।
12/04/2023

দোহারে মারাত্মক রোড এক্সিডেন্ট।

Address

Nawabganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when এটাই শেষ জামানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category