৭১ থেকে ২০২৪

  • Home
  • ৭১ থেকে ২০২৪

৭১ থেকে ২০২৪ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৭১ থেকে ২০২৪, .

ক্লিয়ার কথা।
11/10/2024

ক্লিয়ার কথা।

ভারী বৃষ্টিতে আমাদের চরকুশাই রাস্তার পরিস্থিতি।ফটো - ফাহিম হোসেন
05/10/2024

ভারী বৃষ্টিতে আমাদের চরকুশাই রাস্তার পরিস্থিতি।

ফটো - ফাহিম হোসেন

পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। কলেজে সকাল ৯.১৫ তে প্রবেশ করতে হবে এবং দুপ...
03/10/2024

পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। কলেজে সকাল ৯.১৫ তে প্রবেশ করতে হবে এবং দুপুর ১.১৫ তে বের হতে হবে। প্রবেশ এবং বাহির হওয়ার সময় আইডি কার্ড পাঞ্চ করতে হবে না হলে কলেজে আপনি অনুপস্থিত বলে গণ্য হবেন।

ইতোমধ্যে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, সকলের গতবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্যাম্পাসে ক্লাস চলাকালীন বারান্দায় বা মাঠে অযথা ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন।

কোন এক সময়ের লঞ্চ ঘাট ( বান্দুরা টু ঢাকা)লোকেশন : বান্দুরা নবাবগঞ্জ, ঢাকা
19/09/2024

কোন এক সময়ের লঞ্চ ঘাট ( বান্দুরা টু ঢাকা)

লোকেশন : বান্দুরা নবাবগঞ্জ, ঢাকা

বাংলাদেশ আস,সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহ কে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় ছাত্রলীগের একজনকে জুতার মালা পরান...
25/08/2024

বাংলাদেশ আস,সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহ কে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় ছাত্রলীগের একজনকে জুতার মালা পরানো হয়েছে।( গোয়াইনঘাট উপজেলার ছাত্রলীগ সদস্য)

স্থান: তোয়াকুল বাজার, গোয়াইনঘাট, সিলেট।

সালমান এফ রহমান নাকি তার বেশভূষা পরিবর্তন করে আরেক বেশ ধারণ করেছিলেন। ছবিটি নেট দুনিয়াতে ঘুরছে।  আজকে তিনি গ্রেফতার হয়...
13/08/2024

সালমান এফ রহমান নাকি তার বেশভূষা পরিবর্তন করে আরেক বেশ ধারণ করেছিলেন। ছবিটি নেট দুনিয়াতে ঘুরছে। আজকে তিনি গ্রেফতার হয়েছেন।

05/08/2024

গণভবনের ভেতরে। 🇧🇩

04/08/2024

জয়পাড়া অবস্থা ভালোনা।

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
02/04/2024

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই এই মানুষ রুপী কুকুর হইতে সাবধান।

দোহারে আসছে শির্ক এর মহা উৎসব, সবচেয়ে বড় শির্কের উৎসব। (নুরুল্লাহপুরের মেলা) সবাই কপি করে পোস্ট করি অথবা শেয়ার করি।👇👇...
22/02/2024

দোহারে আসছে শির্ক এর মহা উৎসব, সবচেয়ে বড় শির্কের উৎসব। (নুরুল্লাহপুরের মেলা) সবাই কপি করে পোস্ট করি অথবা শেয়ার করি।👇👇

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন- শেষ জামানায় মানুষের সকালবেলা ঈমানদার থাকবে সন্ধ্যা বেলায় মুশরিক (আল্লাহর সাথে শিরিককারী) হয়ে যাবে, সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে সকালবেলায় মুশরিক(আল্লাহর সাথে শিরিককারী) হয়ে যাবে।

এখন অনেকে বলতে পারেন আমরা তো আর শিরক করতে যাই না শুধু মেলায় ঘুরতে যাই, তাদের উদ্দেশ্যে আমি বলি যেখানে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় গুনাহ শিরিকি কারবারকে কেন্দ্র করে মেলা বসেছে আর আপনি সেখানে আনন্দ উল্লাস করতে যাচ্ছেন।

নিজেকে প্রশ্ন করুন ঈমান কি থাকবে?
আর যারা এই সমস্ত কারবারকে শির্ক মনে করেন না তারা সময় নিয়ে তাওহীদ (একত্ববাদ) সম্পর্কে একটু লেখাপড়া করুন। ইনশাআল্লাহ।

আগে না বুঝে জা করার করেছি,
এখন তো সাবধান হতে পারিনা??

 #নারী
13/11/2023

#নারী

 #নারী  #পর্দা
18/10/2023

#নারী #পর্দা

বিলুপ্তর পথে প্রিয় মৈনট ঘাট।ছবি - শুয়াইব আহমেদ।
16/08/2023

বিলুপ্তর পথে প্রিয় মৈনট ঘাট।

ছবি - শুয়াইব আহমেদ।

ঢাকা, নবাবগন্জ, আগলা ইউনিয়ন,গোকুলনগর নিবাসী, সাগর বিশ্বাস যার বর্তমান নাম মো: ইব্রাহিম। সে কাল ১৩/০৮/২০২৩ ইং নিজ ইচ্ছে ই...
14/08/2023

ঢাকা, নবাবগন্জ, আগলা ইউনিয়ন,গোকুলনগর নিবাসী, সাগর বিশ্বাস যার বর্তমান নাম মো: ইব্রাহিম। সে কাল ১৩/০৮/২০২৩ ইং নিজ ইচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে।

আমাদের এই ভাই কে যেন আল্লাহর রহমতে কবুল করে( আমিন), সকলের কাছে নব মুসলিম ভাইটির জন্য দোয়া চাই।

দোহারের চরকুশাই ভাঙ্গা(কুম পাড়) পুকুরে ভাসমান লা/শ -২৭/০৭/২৩, - এখনো পরিচয় মেলেনি।
27/07/2023

দোহারের চরকুশাই ভাঙ্গা(কুম পাড়) পুকুরে ভাসমান লা/শ -২৭/০৭/২৩, - এখনো পরিচয় মেলেনি।

17/07/2023

আলহমদুলিল্লাহ💙 নবাবগঞ্জের,বাগমারায়(ঢাকা) এক হিন্দু পরিবারের ৫ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।🌹

09/07/2023

কঠিন জামানা.

😰😰

৩০/৪০  হাজার টাকা দিয়ে গরু নিবেন এতে মন ছোট করবেন না এই টাকা কামাতে আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলেছে“আল্লাহর কাছে (কোরব...
25/06/2023

৩০/৪০ হাজার টাকা দিয়ে গরু নিবেন এতে মন ছোট করবেন না এই টাকা কামাতে আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলেছে
“আল্লাহর কাছে (কোরবানির পশুর) রক্ত-মাংস কিছুই পৌঁছে না। পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া।

(সুরা-২২ হজ, আয়াত: ৩৭)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ৭১ থেকে ২০২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share