Kutub Uddin

Kutub Uddin একদিন হারিয়ে যাব তিন টুকরো কাফোনে....! প্রিয়জনেরাই বলবে দেরি কেন দাফোনে...

পাটনার ফিল্ড স্কুল (PFS) ধান ও কৃষি সেবা কেন্দ্রস্থান:ছাতনী দিয়ার, নাটোর সদর, নাটোর !কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্...
08/04/2024

পাটনার ফিল্ড স্কুল (PFS) ধান ও কৃষি সেবা কেন্দ্র
স্থান:ছাতনী দিয়ার, নাটোর সদর, নাটোর !
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় !

06/04/2024

Ask a thousand times! What do I want? I will reply without hesitation, I just want you.!”

যদি হাজার বার জিজ্ঞেস করো! আমি কি চাই? আমি নির্দ্বিধায় জবাব দিবো, আমি শুধু তোমাকে চাই.!"

05/04/2024

Over time, almost every person changes... But! I don't believe in this saying, I think people don't change over time, the basis of one person's relationship with another changes;
Talk to you about that today
সময়ের ব্যবধানে নাকি প্রায় প্রতিটি মানুষ-ই বদলে যায়... কিন্তু! আমি এ কথায় বিশ্বাসী নই, আমার কাছে মনে হয় সময়ের ব্যবধানে মানুষ বদলায় না, বদলে যায় এক জনের সাথে অন্যজনের সম্পর্কের ভিতটুকু;
আজ যে আপনাকে কথা দিচ্ছে সারাজীবন পাশে থাকার... কাল সে মানুষটিই প্রয়োজন ফুরিয়ে গেলে ভাব ধরবে অচেনার, এটাই স্বাভাবিক চিত্র, কেউ কারো নয়;
এসেছি একা যাব একা। মাঝখানে শুধু তোমার আমার আপন পরের এতো যোগ-বিয়োগের খেলা;
জীবনের ভালো সময়ে। পরিজনের শেষ নাই,
দুঃখের সময় আপন জনেরাও অচেনা হয়ে রয়;
দিন শেষে সবাই একা... একাই চড়তে হবে শেষ গাড়িতে, টিকেট যে কেটে রেখেছি, গাড়ি আসলেই উঠতে হবে! অপেক্ষা শুধু সময়ের; তবুও ক্ষনিকের এই দেহের ভালো মন্দ নিয়ে... এতো যুদ্ধ কোলাহল নৈরাজ্য ঠকানো আর প্রিয় মানুষটিকে পোশাকের ন্যায় পরিবর্তন করা;
শেষ হিসাবের খাতায় তাই... প্রায় সবার-ই যোগের নয় বিয়োগের পাল্লাই ভারি হয়।

দূর আজানের মধুর ধ্বনি, বাজে, বাজে মসজিদের-ই মিনারে!মনেতে জাগে, হাজার বছর আগে, হজরত বেলালের অনুরাগে !তার খাস এলাহান, মাতা...
03/04/2024

দূর আজানের মধুর ধ্বনি, বাজে, বাজে মসজিদের-ই মিনারে!
মনেতে জাগে, হাজার বছর আগে, হজরত বেলালের অনুরাগে !
তার খাস এলাহান, মাতাইতো প্রাণ !
ভাঙ্গাইতো পাষান, জাগাইতো মহিমারে !
দূর আজানের মধুর ধ্বনি, বাজে, বাজে মসজিদের-ই মিনারে!
-কাজী নজরুল ইসলাম

Shout out to my newest followers! Excited to have you onboard! Ataur Khan, M A Kashem
02/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ataur Khan, M A Kashem

🎉 Facebook recognized me as a top rising creator this week!
01/04/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

31/03/2024

আযানের সময় জরুরিভাবে যে ৫টি আমল করবেন।

আযান অত্যন্ত বড় একটি ইবাদত।
এটা শুধু মুয়াযযিনের সাথেই সম্পৃক্ত নয়। আযানে পাঁচটি আমল এমন রয়েছে, যা সকল মুসলমান আদায় করতে পারে। অত্যন্ত সহজ ও সুন্দর সেই পাঁচটি আমল এই-
এক- আযানের শব্দগুলো মুয়াযযিন বলার পর হুবহু উচ্চারণ করা। হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘তোমরা যখন আযান শুনবে, তখন মুয়াযযিন যা বলবে, তোমরাও তাই বলো।’ (বুখারী শরীফ, হাদীস-৫৭৬)
তবে ‘হাইয়া আলাস সালাহ’ এবং ‘হাইয়া আলাল ফালাহ’ বলার পর ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে।বুখারী শরীফে অন্যত্র বর্ণিত আছে, হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-এর থেকে এমনটিই শুনেছি। (বুখারী শরীফ, হাদীস-৫৭৮)

দুই- আযান শেষ হবার পর রাসূলুল্লাহ সা.-এর ওপর দরূদ শরীফ পাঠ করা। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,
‘মুয়াযযিনের আযান শুনে তোমরা হুবহু শব্দগুলো বলো। এরপর আমার ওপর দরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমন বর্ষণ করবেন।’ (মুসলিম শরীফ, হাদীস-৫৭৭)

তিন- রাসূলুল্লাহ (সাঃ) -এর জন্য ‘উসিলার মর্যাদা’ প্রত্যাশা করা। পূর্বে উল্লেখিত হাদীসের শেষাংশে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সা. বলেন, সবশেষে তোমরা আল্লাহ তাআলার কাছে আমার জন্য ‘উসিলা’ চাও। ‘উসিলা’ জান্নাতের মধ্যে একটি মর্যাদাবার স্থান।
কেউ তা পাবে না আল্লাহর একজন বান্দা ছাড়া। আমি আশা করি, সেই বান্দা আমিই। সুতরাং যে ব্যক্তি আমার জন্য ‘উসিলা’ চাইবে, তার জন্য আমার শাফায়াত জরুরী হয়ে যাবে।’ (মুসলিম শরীফ, হাদীস-৫৭৭)

চার- তাওহীদের সাক্ষি দেয়া, আল্লাহ, তাঁর রাসূল ও দ্বীনে ইসলামের প্রতি সন্তুষ্টির ঘোষণা দেয়া। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, মুয়াযযিনের আযান শুনে যে ব্যক্তি বলবে,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا
(উচ্চারণ) আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ দাহু, লা শারীকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রযীতু বিল্লাহি রব্বাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামি দ্বীনা, তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে।’ (মুসলিম শরীফ, হাদীস-৫৭৯)

পাঁচ- আল্লাহ তাআলার নিকট যে কোন দুআ করা। আযানের পর দুআ কবুল হয়। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.কে বলল, ইয়া রাসূলাল্লাহ!
মুয়াযযিনগণ আযান দিয়ে আমাদের চেয়ে বেশি ফযীলতপ্রাপ্ত হচ্ছে, আমরা কী করব? রাসূলুল্লাহ সা. বললেন, হুবহু মুয়াযযিনের মত তুমিও বলো। আযান শেষ হলে আল্লাহ তাআলা কাছে চাও, তোমার দুআ কবুল করা হবে। (আবু দাউদ শরীফ, হাদীস-৪৪০)
- সংগৃহীত !

27/03/2024

মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার !
একে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যে বেঁচে আছি এটাই একটা মিরাকল !
—হুমায়ূন আহমেদ (কবি)

Md Aktar, Majadaul Majadaul, Abu Bakar, MD Sentu Ali, Túsãr Îmråñ, Md Kiam, নিঝুম দ্বীপ, MD Jahid Mollha, Md Adroit Hali...
25/03/2024

Md Aktar, Majadaul Majadaul, Abu Bakar, MD Sentu Ali, Túsãr Îmråñ, Md Kiam, নিঝুম দ্বীপ, MD Jahid Mollha, Md Adroit Halim

25/03/2024

❝মরবার আগে নাকি জন্মস্থানের মাটি ডাকতে থাকে ! সেই ডাক অগ্রাহ্য করা মুশকিল ! জন্ম মাটির উপর শুয়ে থাকলে মৃত্যুর সময় আজাব কম হয় ! বিদেশে মৃত্যু খুব কষ্ট !❞
—হুমায়ূন আহমেদ (অপরাহ্ন)

চৈত্র মাসের মাঝা মাঝিতে মাঘ মাসের কুয়াশা পড়েছে নাটোরে !
25/03/2024

চৈত্র মাসের মাঝা মাঝিতে
মাঘ মাসের কুয়াশা পড়েছে নাটোরে !

কিছু লোক তোমার জীবনে আর্শীবাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে!                        _____মাদার তেরেসা
24/03/2024

কিছু লোক তোমার জীবনে আর্শীবাদ হয়ে আসে,
কিছু লোক আসে শিক্ষা হয়ে!
_____মাদার তেরেসা

23/03/2024

আপনার জীবনে আনন্দ যেমন হঠাৎ করেই আসে তেমনি মৃত্যুও একদিন হঠাৎ করেই চলে আসবে !

সারাটা জীবন আমি ওই একই ভুল করে গিয়েছিধূলি ছিল চেহারায় অথচ আমি আয়নাই মুছেছি- মির্জা গালিব
22/03/2024

সারাটা জীবন আমি ওই একই ভুল করে গিয়েছি
ধূলি ছিল চেহারায় অথচ আমি আয়নাই মুছেছি
- মির্জা গালিব

21/03/2024

শিক্ষণীয় গল্প:

একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিল।

একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো অপরটি অর্ধেক জল পূর্ণ থাকত।

পুরো দুই বছর ধরে,এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন।

অবশ্যই, নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা পটকা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না।

দুই বছর পর খুঁত যুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল-আমি সত্যি সত্যি নিজে নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না।

বৃদ্ধা মুচকি হেসে বললেন, 'আচ্ছা খেয়াল করেছ,তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের সারি!আমি তোমার ত্রুটি জানি, যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশের ওই ফুল গুলিকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই,
তুমি তাদের জল দাও।
আমি দু'বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলের সাজিয়ে রাখি।তুমি অপূর্ন না হতে তাহলেই ফুল ফুটতো না, এ ফুল আমি পেতাম না

গল্পের নৈতিক:
আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে।এগুলি নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই।জীবনকে নিজের ছন্দে, নিজের মতো করে চলতে দেয়া উচিত।এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে।ত্রুটিযুক্ত মানুষের ভেতরে যে সৎ গুনাবলী আছে, সেগুলোর সদব্যবহার যদি আমরা করতে পারি তাতে সুন্দর হয় সমাজ,সমৃদ্ধ হয় দেশ।
কপি পোস্ট

অন্ধের দেশে আয়না বিক্রি হয় না সেই আয়নায় নিজেকে খুজার চেষ্টা মাত্র !
21/03/2024

অন্ধের দেশে আয়না বিক্রি হয় না
সেই আয়নায় নিজেকে খুজার চেষ্টা মাত্র !

20/03/2024

❝বড় শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে ছোট শত্রুর সঙ্গে সাময়িক বন্ধুত্ব করতে হবে।❞
—সমরেশ মজুমদার (যুদ্ধক্ষেত্রে একজন)

ছেড়ে দাও মোরে আর হাত ধরিও নাপ্রেম যারে দিতে পারিলে না, তারে আর কৃপা করিও না !আমি করুণা চাহিনি কভু কারো কাছেবহু লোক পাবে,...
20/03/2024

ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না
প্রেম যারে দিতে পারিলে না, তারে আর কৃপা করিও না !

আমি করুণা চাহিনি কভু কারো কাছে
বহু লোক পাবে, তব কৃপা যারা যাচে
যারে হৃদয়ে দিলে না ঠাঁই তার তরে কাঁদিও না !

কাজী নজরুল ইসলাম

“ কোনদিন, আচমকা একদিনভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,"চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই, যাবে?  হেলাল হাফিজ
20/03/2024

“ কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
"চলো", যেদিকে দু'চোখ যায় চলে যাই, যাবে?

হেলাল হাফিজ

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Aktar, Abu Bakar, Md Abulkasem Abulka...
18/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Aktar, Abu Bakar, Md Abulkasem Abulkasem, Md Kiam, Túsãr Îmråñ

যখনই দেখেছি তাকে আমি অন্য কারো সাথে;তখনই বুঝেছি খোদা শিরক কেন ক্ষমা করেন না !- মির্জা গালিব
18/03/2024

যখনই দেখেছি তাকে আমি অন্য কারো সাথে;
তখনই বুঝেছি
খোদা শিরক কেন ক্ষমা করেন না !
- মির্জা গালিব

16/03/2024

কবর দৈনিক পাঁচটি জিনিস মানুষের কাছে অনুরোধ করে !
১. আমি একাকী ঘর,,সঙ্গী নিয়ে এসো?
উ. সঙ্গী হলো কোরআন !
২. আমি অন্ধকার ঘর,,বাতি নিয়ে এসো?
উ. বাতি হলো নামাজ,,(তাহাজ্জুদ) নামাজ !
৩. আমি মাটির ঘর,,বিছানা নিয়ে এসো?
উ. বিছানা হলো নেক আমল!
৪. আমি সাপ বিচ্ছুর ঘর,,বিষের ঔষধ নিয়ে এসো?
উ. ঔষধ হলো দান সাদকা
৫. আমি প্রশ্নের ঘর,,উত্তর নিয়ে এসো!
উ. কালেমা ও জিকির।
হে আল্লাহ! আপনি আমাদের সকলকে ঈমানের সাথে চলার তাওফিক দান করুন !
(আমিন)

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,   মন ভালো নেই;   ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা   সারাদিন ডাকি সাড়া নেই,   একবার ফিরেও চায় ...
15/03/2024

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুল করে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বাসনে
কতোকাল, আর কতোকাল!
-মহাদেব সাহা

যে ছেড়ে গেছে তোমাকে কোনো প্রত্যাশা রেখো না তার কাছেবাঁচো তুমি তাকে ছাড়াই বাঁচোযে ক্ষত দিয়ে চলে যায়ফিরে এসে সে জিজ্ঞেস কর...
15/03/2024

যে ছেড়ে গেছে তোমাকে কোনো প্রত্যাশা রেখো না তার কাছে
বাঁচো তুমি তাকে ছাড়াই বাঁচো
যে ক্ষত দিয়ে চলে যায়
ফিরে এসে সে জিজ্ঞেস করে না আর কখনো তুমি কেমন আছো
-রুদ্র গোস্বামী !

14/03/2024

সান্ত্বনা দেওয়ার চেয়ে টাকা দেওয়া সহজ। সান্ত্বনা দেওয়ার অসংখ্য পথ আছে, টাকা দেওয়ার একটাই পথ। মানিব্যাগ বের করে হাতে দিয়ে দেয়া !
—হুমায়ূন আহমেদ
(একজন মায়াবতী)

যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’—পথের পাতার মতো তুমিও তখনআমার বুকের ’পরে শুয়ে রবে?অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মনসেদিন তোমার!...
13/03/2024

যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’—
পথের পাতার মতো তুমিও তখন
আমার বুকের ’পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তোমার!
- জীবনানন্দ দাশ

13/03/2024

I gained 85 followers, created 210 posts and received 3,684 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

12/03/2024

❝মিথ্যেবাদীরা কোনোদিন শান্তি পায় না।❞
—সমরেশ মজুমদার (জীবন)

Address

Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when Kutub Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kutub Uddin:

Videos

Share