Hasba's Vlogs

Hasba's Vlogs Assalamu Alaikum Everyone ❤️ For sponsorship 📩 [email protected]
(8)

19/11/2024

বউয়ের এতো রাগ💔

26/09/2024

আহারে সিঙ্গেল দের কষ্ট 😢

30/08/2024

বন্ধুরা মিলে পানিতে ইচ্ছামতো ঝাপালাম😁

তাদের সঙ্গে থাকতে পারাটা মানসিক এক শান্তি ❤️
25/08/2024

তাদের সঙ্গে থাকতে পারাটা মানসিক এক শান্তি ❤️

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤲 বের হয়ে পড়েছি আমরা কুমিল্লা চৌদ্দগ্রামের উদ্দেশে🤲
25/08/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤲 বের হয়ে পড়েছি আমরা কুমিল্লা চৌদ্দগ্রামের উদ্দেশে🤲

চলছে আমাদের প্রস্তুতি 🤲
24/08/2024

চলছে আমাদের প্রস্তুতি 🤲

24/08/2024

বিপদে পরেছি আমরা 🙂কুমিল্লার চকবাজারে চলছে সিন্ডিকেট

23/08/2024

কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে আমাদের স্পিডবোট ও নৌকার প্রয়োজন।

23/08/2024

ঢাকা কুমিল্লা মহাসড়কে আটকে আছে সব ত্রানবাহী ট্রাক

প্রায় ছয় থেকে সাত ঘণ্টা জার্নি করে মাত্র ঢাকায় আসলাম, ইনশাল্লাহ আর তিন থেকে চার ঘণ্টার মধ্যে কুমিল্লা ও ফেনীতে ঢুকবো
23/08/2024

প্রায় ছয় থেকে সাত ঘণ্টা জার্নি করে মাত্র ঢাকায় আসলাম, ইনশাল্লাহ আর তিন থেকে চার ঘণ্টার মধ্যে কুমিল্লা ও ফেনীতে ঢুকবো

22/08/2024

দেশের পরিস্থিতি দেখার পর নিজেকে আর আটকে রাখতে পারছিনা! কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ কিছু এলাকা ডুবে গিয়েছে। আমাদের দেশের ভাই বোনদের করুন অবস্থায় আমাদেরই পাশে দাঁড়াতে হবে। যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ান। নিজেরা টিম বানিয়ে তাদের হেল্প করেন। যাদের যাওয়া সম্ভব না তারা ঘরে বসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, সাহায্য প্রার্থনা করেন। আমরা সবাই একসাথে থাকলে আল্লাহর রহমতে সবকিছু মোকাবেলা করতে পারবো, ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম, আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত ১৮ জুলাই আমি নাটোর ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম এবং ...
18/08/2024

আসসালামু আলাইকুম, আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত ১৮ জুলাই আমি নাটোর ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে ছিলাম এবং আমার সোস্যাল মিডিয়াতে ছাত্র আন্দোলনের পক্ষে বেশ কিছু পোস্ট করি, যা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই আমার উপর চাপ আসা শুরু করে। বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। যাইহোক, আন্দোলনে যোগ দেওয়া এবং ছাত্রদের পক্ষে পোস্ট করার কারনে স্থানীয় কুপরিচিত ব্যক্তিদের কাছ থেকে হুমকি আসে আমার কাছে। পরিবারের সম্মান রক্ষার্থে আমি আমার সকল সোস্যাল একাউন্ড থেকে ভিডিও গুলো ডিলিট করে দেই। তারপরেও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় আমার বিরুদ্ধে। সেই রাতে বাসায় পুলিশ আসার আগেই আমি এবং আমার স্ত্রী বাসা থেকে পালিয়ে রাজশাহী চলে যাই। সেই সময় আমার এবং আমার স্ত্রীর পরিবারের অবস্থা কেমন ছিলো সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে সেই সময় ছায়ার মত পাশে ছিলো আমার শ্রদ্ধেয় বড় ভাই শরিফুল ইসলাম। তার প্রতি আমি কৃতজ্ঞ। যাইহোক, রাজশাহী যাওয়ার পরেও আমি থেমে থাকিনি। আমার বিবেক আমাকে বাসায় বসে থাকতে দেয়নি। আমি রাজশাহীতেও আন্দোলনে যোগ দেই। যেখানে আমার পাশে সব সময় ছিলো শ্রদ্ধেয় গোলাম রাব্বানী ভাইয়া। তাকে দেখে আমি আরও সাহস পেয়েছি। তিনি আমাকে তার সাথে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে নিয়ে গিয়েছেন। আমাকে সাহস দিয়েছেন। শুধু আমি নই, আরও অনেক তরুন শিক্ষার্থীদের সাহস দিয়েছেন তিনি। তিনি আমাদের বলেছিলেন, "তোমাদের আন্দোলনের ফলে যদি দেশের কল্যান হয়, তবে সেই আন্দোলনে আমিও আছি।" তবে তিনি যেহেতু পেশায় সাংবাদিক, তাই সরাসরি আন্দোলনে থাকতে পারেনি। কিন্তু ছাত্রদের পক্ষে নৈতিক সমর্থন সর্বদা ছিলো তার। রাজশাহীতে আন্দোলন করতে গিয়েও অনেক বাধা এসেছে, কিন্তু বড় ভাই পাশে থাকায় আমার কোনো ক্ষতি হয়নি। আমরা রাজশাহীতেও একসাথে ছাত্রদের পক্ষে দাঁড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ দিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে ছোট করবো না। তবে আপনারা পাশে না থাকলে আমার কি হতো জানিনা। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

15/08/2024

নাটোর পাটুল, ভালোবাসার এক যায়গা❤️

11/08/2024

আমার স্বপ্নের শহর, নাটোর❤️

05/08/2024

রাজশাহী শহর আজ বিজয় উল্লাসে মেতেছে(৩৬ জুলাই)✊

05/08/2024

আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ✊সৈরাচারের পতন হয়েছে। আমরা এখন স্বাধীন।🩸✊

19/05/2024

বাচ্চাদের নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি💉

Address

Natore

Telephone

+8801750334971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasba's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category